অগ্নাশয়ে আইল্টেস অব ল্যাঙ্গার হ্যানস (Islets of Langerhans of Pancreas) :
অগ্নাশয়ের ১% ভাগ কোষ নিয়ে আইলেটস গ্রন্থি গঠিত । এই গ্রন্থি অগ্নাশয়ের লেজের কাছে থাকে । খুবই গুরুত্বপূর্ণ ২টি হরমোন নিঃসরণ করে।
- ক) ইনসুলিন (Insulin): রক্তে চিনির পরিমাণ কমায় । এই হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
- খ) গ্লুকাগন (Glucugon): রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]