আভ্যন্তরীণ অঙ্গের টিউমারের চিকিৎসা, ছবি, লক্ষণ ও রেপার্টরি।

চিকিৎসা:

হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।

সূচি
1. টিউমার
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে আভ্যন্তরীণ অঙ্গের টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)

এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে। 

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

পাকস্থলিতে টিউমার Stomach Tumorsbenign_gastric_tumors

  1. বমি, সাধারনত ব্রেইন টিউমার হতে – VOMITING, general tumors, brain, from (3)
  2. টিউমারের চারিদিকে বৃত্তকার উচু উচু, স্পর্শকাতর, তার সহিত দড়ি দিয়ে টানছে এরুপ অনুভূতি – TUMORS, rounded elevation in center, sensitive, to touch, with sensation as if a string were pulling (1)

হৃৎপিন্ডে টিউমার Heart Tumorscardiac-tumors

  1. হৃৎপিন্ডের ধমনির টিউমার – ANEURISM, of heart, (4)
  2. হৃৎপিন্ডের কেপিলারিতে টিউমার – ANEURISM, of heart, capillary (3)
  3. টেনে ধরার মত বেদনা, তার সহিত ধমনির টিউমার – DRAWING, pain, in aneurism, with (1)
  4. হৃৎপিন্ডে বেদনা, তার সহিত ধমনির টিউমার – PAIN, heart aneurism, with (1)

উদরে টিউমার Abdomen Tumors

  1. উদরে টিউমার – TUMORS (10) Abrot. 2.Cadm-s. 3.Calc. 1.calc-ar. 1.calc-i. 1.calc-p. 2.Con. 2.Merc. 1.nat-m. 1.staph.Abdomen
  2. বেদনা, নাভি প্রদেশে, যেন সেখানে একটি টিউমার রয়েছে এমন অনুভূতি – PAIN, umbilical, region tumor, as from a (1)
  3. উদরের ডান পার্শে যেন একটি টিউমার রয়েছে এমন অনুভূতি – TUMORS tumors, sensation as if, right side (1)
  4. উদরের ধমনীর টিউমার – ANEURISM, (2)
  5. ধমনীর টিউমার হওয়ার কারনে, উদরে স্পন্ধন হতে থাকে – PULSATION aneurism, from (1)

মুত্রথলিতে টিউমারBladder Tumorsanatomy_bladdercancer

  1. মুত্রথলির কারাঙ্কল টিউমার হতে নালীঘটিত রক্তপাত – CARUNCLE, vascular bleeding from tumor of (12) 1 arg-n, 1 ars, 2 cann-i, 2 cann-s, 2 eucal, 1 eup-pur, 1 hep, 1 nit-ac, 1 sul-i, 1 sulph, 1 teucr, 1 thuj
  2. মুত্রথলির টিউমার – TUMORS (2)
  3. মুত্রনালির ছোট টিউমার – TUMORS tumor, urethra, small (1)
  4. মুত্রনালির ছোট টিউমার নালীঘটিত – TUMORS tumor, urethra, small vascular (2)
  5. ইউরেটারে টিউমার – KIDNEYS – TUMORS – Ureters (1)
  6. অসাড়ে মূত্রত্যগ, তার সহিত মস্তিস্ক বা মেরুদন্ডে টিউমার – URGING, involuntary, urination tumors, brain or spinal, with (1)

গ্লান্ডে টিউমারGlands TumorsThyroid_Mass_Jun_08_SQ

  1. পেরটিড গ্লান্ডের আসুস্থ্যতা, ডান পার্শের গ্লান্ডে সিস্টিক টিউমার – PAROTID glands, ailments of tumor, cystic on, right (2)
  2. থাইরইড গ্লান্ডে টিউমার – THYROID, gland, tumors (2)

এছাড়াও

  1. রক্তনালী বা ধমনির টিউমার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুণ
  2. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুণ
  3. ব্রেইন, নাক, কান, চোখ, মুখগহ্বর ও গলার টিউমার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুণ
  4. অস্থি বা হাড়ের টিউমার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুণ

 

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি  ও সিন্থেসিস রেপার্টরি। 

পাঠকদের জন্য নির্দেশনা

১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

[PGPP id=1214]

 

সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…

Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *