এন্ডোক্রাইন তন্ত্র (Endocrine System)
সংজ্ঞা: যে সমস্ত গ্রন্থির কোন নালী নাই ও তাদের নিঃসৃত রস সরাসরি কোষ থেকে জালিকা দিয়ে রক্তে পৌঁছে , তাদেরকে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্রন্থি বলে । বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে এন্ডোক্রাইনতন্ত্র গঠিত । যেমন – থাইরয়েড, এন্ডেনাল, পিটুইটারি গ্রন্থি ইত্যাদি । এ সমস্ত গ্রন্থির নিঃসৃত রসকে হরমোন (Hormone) বলে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]