সীমানা :
উপরে ডায়াফ্রাম (Diaphragm) নীচে -বস্তি দেশ Pelvis, দুইপাশে মাংসপেশি, পিছনে মেরুদণ্ড চারটি কাল্পনিক রেখা দ্বারা এবডোমেনকে ৯ টি ভাগে ভাগ করা হয়েছে।
- ১) মিডক্লাভিকুলার লাইন (Midclavicular line) ২ টি : ক্লাভিকলের মধ্যস্থান ও বুকের নিপল বরাবর কাল্পনিক উ-লম্ব রেখা।
- ২) ট্রান্সপাইলোরিক লাইন (Transpyloric Line) ১ টি : এই রেখার সামনে দুই পার্শ্বের ৯ম রিব-এর তলা দিয়ে ও পিছনে ১ম লাম্বার ভার্টিব্রার নীচ দিয়ে অতিক্রম করে।
- ৩) ট্রান্সটিউবার কুলার লাইন (Transtubercular Line): হিপ বোনের উঁচু অংশ দ্বয়ের মধ্য দিয়ে অতিক্রম রত কাল্পনিক রেখা।
অঞ্চল সমূহ :
- ১) ইপিগ্যাষ্ট্রিক অঞ্চল (Epigastric),
- ২ ডান হাইপোকন্ড্রিয়াক অঞ্চল (Right Hypochondriac),
- ৩ বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চল (Left Hypochondriac),
- ৪ আম্বিলিকাল অঞ্চল (Umbilical),
- ৫ ডান লাম্বার অঞ্চল (Right Lumber),
- ৫ বাম লাম্বার অঞ্চল (Left Lumber),
- ৭ হাইপোগ্যাষ্ট্রিক অঞ্চল (Hypogastric),
- ৮ ডান ইলিয়াক অঞ্চল (Right Iliac)
- 9 বাম ইলিয়াক অঞ্চল (Left Iliac)
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]