একাধিক কোষ একত্রিত হয়ে কলা (Tissue) গঠন করে। কলার কোষগুলি সাধারনত একই রকম হয়, সবসময় তা নাও হতে পারে।
ক) আবরনী কলা (Epethelial Tissue): এই কোষ সমূহ বিভিন্ন অঙ্গের আন্ত:বহি:ভাগ আবৃত করে রাখে। যেমন : ত্বকের স্তরীভূত আবরনী কলা।
খ) সংযোজক কলা (Connective Tissue): একই কলা দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করে উদাহরন রক্ত, হাড়, লিগামেন্ট ফাসা বা পর্দা ইত্যাদি।
গ) মাংসপেশী কলা (Musculr Tissue): সমস্ত শরীরের মাংসপেশীকে ৩ ভাগে ভাগ করা যায়।
- ১) ঐচ্ছিক পেশী (Voluntary/Skeletal) : যে মাংসপেশী বিভিন্ন অস্থির (Bone) সাথে লাগানো আছে এবং যার মাধ্যমে নড়াচড়া করা হয়। তাদের ঐচ্ছিক মাংসপেশী বলে।
- ২) অনৈচ্ছিক মাংসপেশী (Involuntary/Smooth Muscle): যে মাংসপেশী কোন হাড়ের সাথে লাগানো নাই এবং যার নড়াচড়া মানুষ ইচ্ছা করলে নিয়ন্ত্রন করতে পারে না। যেমন- অন্ত্রের মাংসপেশী
- ৩) হৃদপেশী (Cardiac Muscle) হৃদপিন্ডে থাকে
সফল রোগীর ভিডিও প্রমাণ
পেশীর কাজ :
- শ্বাস নিতে সাহায্য করে।
- হৃদপেশী হৃৎপিন্ডেকে পাম্প করে সারা দেহে রক্ত ছড়িয়ে দেয়।
- হাড় সমূহকে আটকিয়ে রাখে এবং অস্থিসন্ধি বরাবর হাড় নড়াচড়া করে ।
- দেহের আকৃতি দেয়।
- প্রস্রাব করতে, পায়খানা করতে, খাবার চিবাতে সহায়তা করে।
ঘ) স্নায়ু কলা (Nervous Tissue): এ কলা মস্তিস্ক ও সুষুন্না কান্ড (Spinal Cord) গঠন করে ।
সফল রোগীর অকাট্য ভিডিও প্রমাণ
[PGPP id=1214]