ক্ষুদ্রান্ত্র (Small Intestine)

ক্ষুদ্রান্ত্র (Small Intestine)

প্রায় ৫-৬ মিটার লম্বা, যা সাধারণ ভাবে নাড়ীভুঁড়ি হিসাবে পরিচিত। বেশীর ভাগ অংশই সংকোচন-প্রসারণ করতে পারে। ৩টি ভাগে ভাগ করা যায়।

ক) ডিওডেনাম (Duodenum) :

পিঠের নিকট অবস্থিত। দেখতে ইংরেজি অক্ষর সি এর মতো।

আম্বিলিকেল অঞ্চলে অবস্থিত। ক্ষুদ্রান্ত্রের এই অংশ সংকোচন- প্রসারণ করতে পারেনা। এর মধ্যে বাইল ডাক্ট বা পিত্তনালী ও অগ্নাশয়নালী (Pancreatic Duct) এসে শেষ হয়েছে। এই নালী-দ্বয়ের মাধ্যমে পিত্ত ও হজম-রস এসে খাদ্য হজমে সহায়তা করে। ২৫ সে.মি লম্বা।

খ) জেজুনাম (Jejunum):

ডিওডেনামের পরবর্তী (২য় অংশ) ক্ষুদ্রান্ত্রর  ২/৫ অংশ জেজুনাম।

গ) ইলিয়াম (Ileum):

ক্ষুদ্রান্ত্রের ৩/৫ অংশ যাহা সিকামে (Caecum) এ যেয়ে শেষ হয়।

কাজ :

  • ১। খাবার বস্তুকে চূড়ান্ত ভাবে শোষণের উপযোগী করে,
  • ২। ৯৫% খাবারের শোষণ ক্ষুদ্রান্ত্রে হয়,
  • ৩। পানি, খনিজলবন, ভিটামিন শোষণ করে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *