আমাদের গলার টনসিলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে যদি ফুলে যায়, কাঁচা ভাব বা পুঁজ উৎপত্তি হয়, তাহলে একে টনসিল প্রদাহ (Tonsils Inflammation) বলে। টনসিলের হোমিও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
লক্ষণ:
- গিলতে অসুবিধা, ফলে বাচ্চারা খেতে চায় না
- সর্দি জ্বর বা জ্বর।
- মাথা ব্যথা
- টনসিল দেখতে লাল হয়ে যায় ও এর উপর সাদা সাদা বা হলুদ দাগ দেখা যায়
- গলায় ও মাড়িতে ব্যথা হয়
কি করলে ভাল লাগতে পারে ? (ব্যাক্তি বিশেষে)
- উষ্ণ গরম পানি খেলে।
- গরম পানিতে লবণ দিয়ে বার বার গড়গড়া করলে।
- ঠাণ্ডা তরল পান করা করা আইসক্রিম খেলে।
কখন ডাক্তারের কাছে যেতে হবে ?
- কিছু গিলতে অসুবিধা হলে।
- ঢুক গিলার সময় ব্যথা ৩ দিনের বেশি হলে।
- মুখ দিয়ে লালা নিঃসরণ হলে।
- জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে।
- পুঁজ দেখা দিলে।
- গলায় ফুলে ওঠা লিম্ফ গ্রন্থিতে ব্যথা হলে।
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে টনসিল প্রদাহের (Tonsils Inflammation) চিকিৎসার জন্য নিচে দেয়া ১৬ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা টনসিলের হোমিও চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে লক্ষণের সাথে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
টনসিল প্রদাহ – Tonsils Inflammation
- টনসিল প্রদাহ। THROAT – INFLAMMATION – Tonsils. ঔষধ – aesc. Ail. alum. alum-sil. ALUMN. Am-c. aml-ns. amyg. anan. ant-t. anthraci. Apis arg-n. arist-cl. arn. Ars. ars-s-f. arum-t. aur. aur-m-n. aur-s. bac. bacls-7. bad. bamb-a. Bapt. BAR-C. bar-i. Bar-m. bar-s. BELL. benz-ac. berb. Brom. bry. bufo calc. calc-f. calc-i. calc-p. calc-s. calc-sil. Canth. Caps. carc. cedr. cent. Cham. chel. Chen-a. cist. Colch. con. Crot-h. Cupr. cupr-ar. cur. Dulc. dys. ferr. ferr-m. ferr-p. Fl-ac. fuc. Gels. gink-b. GUAJ. ham. hed. Hep. Ign. Iod. Kali-bi. Kali-chl. Kali-i. kali-m. kali-p. kali-perm. ketogl-ac. LAC-C. lach. lat-m. lyc. mag-f. mand. mang. MERC. merc-c. Merc-cy. MERC-D. Merc-i-f. merc-i-r. merc-k-i. mez. morg-g. morg-p. mucor naja Nat-m. Nat-s. NIT-AC. nux-v. phos. Phyt. phyt-b. Plb. PSOR. puls. ran-s. raph. Sabad. Sang. sangin-n. sep. SIL. Staph. still. streptoc. suis-hep. Sul-i. sulo-ac. Sulph. syc. syph. tarent. teucr. Thuj. TUB. ust. v-a-b. verat. vesp. vesp-xyz. zinc. zinc-m.
- টনসিল প্রদাহ এক পার্শে উপশম হয়ে অন্যটাতে হয় আবার প্রথম পার্শে হয়। THROAT – INFLAMMATION – Tonsils – alternating sides
- টনসিল প্রদাহ, ডান পার্শে। THROAT – INFLAMMATION – Tonsils – right
- টনসিল প্রদাহ, বাম পার্শে। THROAT – INFLAMMATION – Tonsils – left
- টনসিল প্রদাহ, তার সহিত গলার স্বর কর্কশ। THROAT – INFLAMMATION – Tonsils – accompanied by – hoarseness
- টনসিল প্রদাহ, তার সহিত লালা স্রাব। THROAT – INFLAMMATION – Tonsils – accompanied by – salivation
- টনসিল প্রদাহ, একুইট। THROAT – INFLAMMATION – Tonsils – acute
- টনসিল প্রদাহ উপশম হয়ে মাথা ব্যথা হয় আবার মাথা ব্যথা উপশম হয়ে টনসিল প্রদাহ হয়। THROAT – INFLAMMATION – Tonsils – alternating with – Head; pain in
- টনসিল প্রদাহ, সর্দি লাগার পরে। THROAT – INFLAMMATION – Tonsils – coryza, after
- টনসিল প্রদাহে, টেনে ধরার অনুভূতি। THROAT – INFLAMMATION – Tonsils – dragging
- পুঁজ উৎপত্তিকর টনসিল প্রদাহ। THROAT – INFLAMMATION – Tonsils – follicular
- টনসিল প্রদাহ হতে বাতের বেদনার উৎপত্তি। THROAT – INFLAMMATION – Tonsils – followed by – rheumatism
- টনসিল প্রদাহ, ব্যথাহীন। THROAT – INFLAMMATION – Tonsils – painless
- টনসিল প্রদাহ, বার বার হয়। THROAT – INFLAMMATION – Tonsils – recurrent
- টনসিল প্রদাহ ও ফোলা। THROAT – INFLAMMATION – Tonsils – swelling
- টনসিল প্রদাহ, প্রত্যেক ঠাণ্ডা আবহাওয়ায়। THROAT – INFLAMMATION – Tonsils – weather; at every spell of cold
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি ও সিন্থেসিস রেপার্টরি।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে টনসিলের হোমিও চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
My relatives constantly point out that I am wasting my time here at net, except I realize I am getting experience everyday by reading thes pleasant posts.
Pretty section of content. I just stumbled upon your site and in accession capital to assert that
I acquire actually enjoyed account your blog posts.
Any way I will be subscribing to your augment and even I achievement
you access consistently rapidly.
I pay a quick visit each day several websites and blogs to
see content, except this blog provides quality based posts.