দাঁত (Teeth):
দাঁতকে দুই ভাগে বিভক্ত করা হয়।
ক) অস্থায়ী দাঁত (Temrorrary Teeth):
ছয় মাস বয়স থেকে এ দাঁত উঠা শুরু হয়। এর সংখ্যা মোট ২০ টি। এর মধ্যে
- ইনসিসর বা কর্তন দাঁত (Incissor) ৮টি,
- ক্যানাইন (Canine) বা ছেদন দাঁত ৪টি
- পেষণ বা মোলার (Molar) দাঁত ৮টি। এই দাঁত সমূহ ১২ বৎসরের মধ্যে পড়ে যাবে ও স্থায়ী দাঁত উঠবে।
খ) স্থায়ী দাঁত (Permanent Teeth ) :
৬-৭ বৎসর থেকে অস্থায়ী দাঁতের স্থানে এই দাঁত উঠা শুরু হয়। এর সংখ্যা মোট ৩২ টি।
- ইনসিসর বা কর্তন দাঁত (Incissor) ৮ টি,
- ক্যানাইন বা ছেদন দাঁত (Canine) ৪ টি,
- প্রিমোলার (Premolar) ৮ টি,
- মোলার বা পেষণ দাঁত (Molar) ( আক্কেল দাঁতসহ) ১২ টি।
দাঁতের কাজ:
- ১) খাদ্য বস্তুকে ছিঁড়তে সহায়তা করে,
- ২) খাদ্য বস্তুকে পিষ্ট করে ছোট ছোট টুকরায় পরিণত করে,
- ৩) প্রতিরোধে সহায়তা করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]