দাঁত (Teeth)

দাঁত (Teeth):

দাঁতকে দুই ভাগে বিভক্ত করা হয়।

ক) অস্থায়ী দাঁত (Temrorrary Teeth):

ছয় মাস বয়স থেকে এ দাঁত উঠা শুরু হয়। এর সংখ্যা মোট ২০ টি। এর মধ্যে

  • ইনসিসর বা কর্তন দাঁত (Incissor) ৮টি,
  • ক্যানাইন (Canine) বা ছেদন দাঁত ৪টি
  • পেষণ বা মোলার (Molar) দাঁত ৮টি। এই দাঁত সমূহ ১২ বৎসরের মধ্যে পড়ে যাবে ও স্থায়ী দাঁত উঠবে।

খ) স্থায়ী দাঁত (Permanent Teeth ) :

৬-৭ বৎসর থেকে অস্থায়ী দাঁতের স্থানে এই দাঁত উঠা শুরু হয়। এর সংখ্যা মোট ৩২ টি।

  • ইনসিসর বা কর্তন দাঁত (Incissor) ৮ টি,
  • ক্যানাইন বা ছেদন দাঁত (Canine) ৪ টি,
  • প্রিমোলার (Premolar) ৮ টি,
  • মোলার বা পেষণ দাঁত (Molar) ( আক্কেল দাঁতসহ) ১২ টি।

দাঁতের কাজ:

  • ১) খাদ্য বস্তুকে ছিঁড়তে সহায়তা করে,
  • ২) খাদ্য বস্তুকে পিষ্ট করে ছোট ছোট টুকরায় পরিণত করে,
  • ৩) প্রতিরোধে সহায়তা করে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

 

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *