ভিডিওতে রয়েছে:
জাবেদ নামে একজন রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে, পিত্তথলিতে পাথর সহ ৪ টি রোগ ধরা পড়ে
১। পিত্ত থলিতে পাথর (Gall Stone)
২। ফেটি লিভার (Fatty liver)
৩। কিডনি পাথর (Kidney Stone)
৪। মুত্র গ্রন্থি স্বাভাবিকের তুলনায় অনেক বড় (Enlarged Protate)
এর ফলে রোগী নানাবিধ কষ্ট অনুভব করেন। হসপিটাল থেকে অপারেশন করার সিদ্ধান্ত দেয়া হয়। অপারেশন পরবর্তী জটিলতার কথা ভেবে ভীত হয়ে, বহু প্রকারের বা পদ্ধতির চিকিৎসা নিয়ে ব্যার্থ হন। অবশেষে রোগী “HD হোমিও সদন” থেকে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন।
উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী পিত্ত পাথুরি রোগের জন্য চিকিৎসা নিলে প্রায় ৭০ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।
Mobile- 01978789494, Skype- hdhomeo1
সফল রোগীর ভিডিও প্রমাণ
অবগতি পত্র:
এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।
যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন
[PGPP id=1214]
Things are very open by using a clear explanation in the issues.
It had been really informative. Your internet site is useful.
Be grateful for sharing!