পুরুষত্বহীনতার হোমিও চিকিৎসা, ৩৮ টি লক্ষণ ও রেপার্টরি।

পুরুষত্বহীনতার হোমিও চিকিৎসা

পুরুষত্বহীনতা বলতে যৌনমিলনের সময় পুরুষের অপারগতাকে বোঝায়।যৌন মিলনের উপর ভিত্তি করে স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিলন ছাড়া দাম্পত্য জীবন গড়ে তোলা যায় না। যৌন মিলনের বন্ধন স্বামী ও স্ত্রীকে সংসারে আবদ্ধ করে রাখে। যৌন মিলনের অতৃপ্ততা বিবাহ বিচ্ছেদ ও পরকীয়ার প্রধান কারণ। হোমিওপ্যাথিতে এ রোগের সফল চিকিৎসা রয়েছে, প্রায় ৭০% রোগী সম্পূর্ণ সুস্থ হয়। পুরুষত্বহীনতার হোমিও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।

চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে পুরুষত্বহীনতার চিকিৎসার জন্য নিচে দেয়া ৩৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. পুরুষত্বহীনতা, (168) IMPOTENCY, male (168) ঔষধ- 2 agar, 3 AGN, 1 alco, 1 alum-p, 2 anac, 2 ant-c, 2 arn, 2 alum, 1 am-c, 1 arg-m, 2 arg-n, 1 ars, 1 ars-i, 1 arum-d, 1 aur, 1 aur-i, 1 aur-s, 1 aven, 3 BAR-C, 1 bar-i, 1 bart, 1 bell-p, 1 berb, 1 bor, 2 bufo, 3 CALAD, 3 CALC, 1 calc-i, 3 CALC-S, 2 camph, 1 cann-i, 1 cann-s, 1 caps, 1 carb-ac, 1 carb-an, 1 carbn-s, 1 carb-v, 1 carc, 2 caust, 1 cere-s, 3 CHIN, 1 chin-s, 1 chlf, 1 chlol, 1 chlor, 1 cinnam, 2 cob, 2 coc-c, 1 coch, 1 cod, 2 coff, 1 coloc, 3 CON, 1 corn, 1 cortico, 1 cot, 1 crot-h, 1 croto-t, 1 dam, 1 dig, 2 dios, 1 dol, 1 dulc, 1 elaps, 1 ery-a, 1 ery-m, 1 eug, 1 eup-pur, 1 euph, 2 ferr, 1 ferr-i, 1 ferr-m, 1 ferr-p, 2 fl-ac, 1 gast, 2 gels, 1 gins, 1 glyc, 2 graph, 1 halo, 2 ham, 2 hell, 1 helon, 2 hep, 1 hydrc, 1 hyos, 2 hyper, 1 ign, 2 iod, 1 kali-bi, 2 kali-br, 1 kali-c, 1 kali-i, 1 kali-p, 1 kali-s, 1 kreos, 2 lach, 1 lath, 2 lec, 3 LYC, 2 mag-c, 3 MED, 1 meny, 2 merc, 1 morph, 2 mosch, 1 mur-ac, 1 nat-c, 2 nat-m, 2 nat-p, 2 nit-ac, 2 nuph, 2 nux-m, 3 NUX-V, 1 oci-s, 2 onos, 2 op, 1 orch, 1 ox-ac, 1 oxyt, 1 pall, 1 perh, 1 petr, 2 ph-ac, 1 phase, 3 PHOS, 2 phyt, 2 pic-ac, 1 plan, 2 plb, 1 polyg, 2 psor, 2 puls, 1 rhod, 1 rhodi, 1 rhodi-o-n, 1 ruta, 2 sabad, 2 sabal, 1 sabin, 1 saroth, 1 sec, 3 SEL, 3 SEP, 1 sil, 1 spong, 2 stann, 2 staph, 1 stram, 2 stry, 1 sul-ac, 1 sul-i, 3 SULPH, 1 sumb, 2 syph, 1 tab, 1 teucr, 1 thal, 1 thala, 1 ther, 2 thuj, 1 trib, 1 tus-p, 2 uran-n, 1 ust, 2 yohim, 1 zinc, 1 zinc-p
  2. পুরুষত্বহীনতা, বিকেলে (1)  IMPOTENCY, male afternoon (1)
  3. পুরুষত্বহীনতা, প্রেম আলিঙ্গন আদর সোহাগের পরে (1)   IMPOTENCY, male amorous caresses, even after (1)
  4. পুরুষত্বহীনতা, যখন নিদ্রা হতে জাগ্রত হয় (1)     IMPOTENCY, male awake, when (1)
  5. পুরুষত্বহীনতা, অনেক দিনের ক্রনিক (1)   IMPOTENCY, male chronic (1)
  6. পুরুষত্বহীনতা, ঠাণ্ডা হতে (1)        IMPOTENCY, male cold, from a (1)
  7. পুরুষত্বহীনতা, অবিরত লিঙ্গ উথ্যানের, পরে (1)   IMPOTENCY, male constant erection, after (1)
  8. পুরুষত্বহীনতা, ইন্দ্রিয় সংযম করার ফলে (2)       IMPOTENCY, male continence, from (2)
  9. পুরুষত্বহীনতা, যৌন আগ্রহ জাগার পরে (1)        IMPOTENCY, male desire, after (1)
  10. পুরুষত্বহীনতা, যৌন আগ্রহকে দমন করার পরে (1)       IMPOTENCY, male desire, after suppression of desire, from (1)
  11. পুরুষত্বহীনতা, তার সহিত ডায়াবেটিস রোগ (4)   IMPOTENCY, male diabetes, with (4)
  12. পুরুষত্বহীনতা, যৌন ক্রিয়া করা অবস্থায় হঠাত পুরুষত্বহীনতা (6) IMPOTENCY, male disappearing during sex (6)
  13. পুরুষত্বহীনতা, বয়োজৌষ্ঠ পুরুষদের (1)    IMPOTENCY, male elderly men, in (1)
  14. পুরুষত্বহীনতা, তার সহিত বৃহদাকার প্রোস্টেট গ্লান্ড (3)    IMPOTENCY, male enlarged, prostate, with (3)
  15. পুরুষত্বহীনতা, সন্ধ্যায় এবং রাতে (3)       IMPOTENCY, male evening and night (3)
  16. পুরুষত্বহীনতা, অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হওয়ার ফলে (1)       IMPOTENCY, male excitement, from excessive (1)
  17. পুরুষত্বহীনতা, যৌন ক্রিয়া করা অবস্থায় ভয় পাওয়ার ফলে (2)   IMPOTENCY, male fright during sex, from (2)
  18. পুরুষত্বহীনতা, গনোরিয়ার পরে (8) IMPOTENCY, male gonorrhea, after (8)
  19. পুরুষত্বহীনতা, গনোরিয়া চাপা দেয়ার ফলে (3)     IMPOTENCY, male gonorrhea, after suppressed from (3)
  20. পুরুষত্বহীনতা, তার সহিত কামোদ্দীপক কল্পনায় বিভোর থাকে (1)        IMPOTENCY, male lascivious fancies, with (1)
  21. পুরুষত্বহীনতা, হস্তমৈথুন করার ফলে (7)   IMPOTENCY, male masturbation, from (7)
  22. পুরুষত্বহীনতা, তার সহিত স্মৃতিশক্তি লোপ পেয়েছে (1)   IMPOTENCY, male memory, with loss of (1)
  23. পুরুষত্বহীনতা, সকালে (6)   IMPOTENCY, male morning (6)
  24. পুরুষত্বহীনতা, স্নায়বিক অবসাদের ফলে (1)        IMPOTENCY, male nervous prostration, from (1)
  25. পুরুষত্বহীনতা, যখন উত্তেজনা আসে তখন লিঙ্গ শিথিল হয়ে যায় (2)     IMPOTENCY, male penis relaxed when excited (2)
  26. পুরুষত্বহীনতা, যখন উত্তেজনা আসে তখন লিঙ্গ শিথিল ছোট ও ঠাণ্ডা হয়ে যায় (6)      IMPOTENCY, male penis relaxed when excited small and cold (6)
  27. পুরুষত্বহীনতা, ঘর্ম হওয়ার পরে (3) IMPOTENCY, male perspiration, after (3)
  28. পুরুষত্বহীনতা, অপরিচ্ছন্নতার পরে (1)     IMPOTENCY, male pollutions, after (1)
  29. পুরুষত্বহীনতা, তার সহিত বিষন্নতা (5)     IMPOTENCY, male sadness, with (5)
  30. পুরুষত্বহীনতা, মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়া করার পরে (12)  IMPOTENCY, male sexual excesses, after (12)
  31. পুরুষত্বহীনতা, লিঙ্গ ছোট ও ঠাণ্ডা (6)       IMPOTENCY, male small and cold (6)
  32. পুরুষত্বহীনতা, লিঙ্গ শিথিল হয়ে হঠাত বোকা বানিয়ে দেয় (2)     IMPOTENCY, male stultified by sudden laxness of penis (2)
  33. পুরুষত্বহীনতা, হঠাৎ করে (2)       IMPOTENCY, male suddenly (2)
  34. পুরুষত্বহীনতা, সিফিলিস রোগে আক্রান্ত হওয়ার ফলে (1) IMPOTENCY, male syphilis, from (1)
  35. পুরুষত্বহীনতা, অতিরিক্ত মাত্রায় তামাক সেবন বা অপব্যবহারের ফলে (2)       IMPOTENCY, male tobacco, from abuse of (2)
  36. পুরুষত্বহীনতা, নিদ্রা হতে জাগ্রত হলে (2)  IMPOTENCY, male waking, on (2)
  37. পুরুষত্বহীনতা, তার সহিত বহুদিন ধড়ে সাদা রঙের মূত্রনালির স্রাব নির্গত হয় (3)      IMPOTENCY, male white urethral discharge, chronic with (3)
  38. পুরুষত্বহীনতা, তার সহিত কাজ কর্মে বিতৃষ্ণা (1)  IMPOTENCY, male work, with aversion to (1)

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পুরুষত্বহীনতার হোমিও চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

 

[dzs_videogallery id=”hdhomeo” db=”main”]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

20 Comments

  1. Sheikh Md.Alamgi

    এখনও মানুষ এ চিকিতসা বিশ্বাস করে না যমন heart and hihg pressure এর জন্য ভাল চিকিতসা কি আছে

    Reply
  2. রোকন

    আমার লিংগ ছোট আগে প্রচুর হস্তমৌথুন করতাম।আমার লিংগ শক্তিশালী করার উপায় আছে কি?

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৭৮৭৮৯৪৯৪ অথবা ০১৯৬৫৫৬৭৫১২ নাম্বারে যোগাযোগ করুন ।

      Reply
  3. নাম প্রকাশে অনিচ্ছুক

    আমি আমার প্রেমিকার সাথে কথা বললে আমার লিংগ দিয়ে মিষ্টির সিরার মত পিচ্ছিল রস বের হয়।এছাড়া ওকে নিয়ে রিক্সায় উঠলে ও আমার হাত ধরলেই কিছুক্ষনের মধ্যে বির্য বের হয়ে যায়। খুব ভয়ে আছি এখনও বিয়ে করিনি। বয়স ৩৪। বাড়ি থেকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। এর কোন স্থায়ী চিকিৎসা আছে কি? জানালে খুবই উপকৃত হক।

    Reply
        1. Dr Ashraful Alam Hossani

          ঢাকা চেম্বারঃ ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবন), ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা। সময়ঃ শনি থেকে বৃহস্পতি বার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। ফোন- 01978789494 http://www.hdhomeo.com/address/

          Reply
  4. milon

    স্যার আমার বয়স ৩৪।আমি অবিবাহিত আমি অনেকদিন যাবত হস্তমইথুন করি অনেক এখন আমার ভয় বিয়ে করতে।।কারন আমার লিংগ উত্তেজিত হইলে তা কিছুসময় পর শিথিল হয়ে যায় কেমন জানি ভয় হয়। এটা কি মেজর কোন সমস্যা।।। আর চিকিৎসা কি ব্যয়ববহুল কিনা দয়া করে জানাবেন কি।।

    Reply
    1. milon

      আমি পরন মুভির নেসা ছিল স্যার চিকিৎসা তে আমি সুস্থ হব কি।

      Reply
      1. Dr Ahsan Ullah Tofajjal

        অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৭৮৭৮৯৪৯৪ অথবা ০১৯৬৫৫৬৭৫১২ নাম্বারে যোগাযোগ করুন ।

        Reply
  5. JoshWGandert

    Hello there! Would you mind if I share your blog
    with my zynga group? There’s a lot of people that I think would really enjoy your
    content. Please let me know. Thank you

    Reply
  6. নাম প্রকাশে অনিচ্ছুক

    আমার বয়স 28 অামি অবিবাহিত। আমি অনেক আগে হস্তমৌথুন করেছি। কয়েক বছর যাবত করিনা। আমার প্রসাবের সাথে সুগার যেত যা আমি বুজতে পারিনি, 7-8 মাস পরে বুজতে পারি। এবং স্বপ্নদোষ হয় সাপ্তাহে 2-3 বার। আমি অনেক হারবাল ঔষধ খেয়েছি কাজ হয়নি। অনেকে বলেছ use করলে এসব সেরে যায়। আমি অনেক বার use করেছি কিন্তু করার সাথে সাথেই মাল অাউট হয়ে যায়, আমি 1 মিনিট ও থকতে পারিনি। তা পরে কবিরাজি ঔষধ খেয়েছি তাও কাজ হয়নি, এখন আমার লিঙ্গের উত্তেজনা অনেক কমে গেছে, টাইম একে বারেই কম। এখন এসব সমস্যা থেকে স্থায়ী ভাবে মুক্তি পেতে মুটামুটি কতদিন সময় লাগবে। এবং কত টাকা লাগতে পারে দয়া করে জানালে আমি চিকিংসা নিতাম।
    দয়া করে উত্তর টা দিবেন।

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৭৮৭৮৯৪৯৪ অথবা ০১৯৬৫৫৬৭৫১২ নাম্বারে যোগাযোগ করুন ।

      Reply
  7. Shahin Alam

    17.এর উপরের sub Rubric টি দেননি সেটা হচ্ছে-
    fear of never getting better, with-lyco,scut

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *