পুরুষ ও স্ত্রী জননাঙ্গের টিউমার এর ৪৮ টি হোমিওপ্যাথি লক্ষণ

জননাঙ্গের টিউমার

চিকিৎসা: হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়। জননাঙ্গের টিউমার সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সূচি
1. টিউমার
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী জননাঙ্গের টিউমার ।  
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।

 

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে পুরুষ ও স্ত্রী জননাঙ্গের টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ৪৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)

এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে। 

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

স্ত্রী জননাঙ্গের টিউমার – Female Tumors

  1. টিউমার – TUMORS, (7)2 calc, 1 coc-c, 3 LYC, 2 nit-ac, 2 phyt, 3 SIL, 3 THUJ
  2. টিউমার, এনসিসটেড – TUMORS, encysted (15)1 apis, 1 bar-c, 1 calc, 1 carbn-s, 2 graph, 2 kali-br, 1 kali-c, 1 lyc, 1 nit-ac, 1 rhod, 2 sabin, 1 sep, 2 sil, 1 sulph, 1 thuj
  3. টিউমার, ইরেকটাইল – TUMORS, erectile (13)Uterus cut open Fig
  4. টিউমার, ইরেকটাইল, হতে রক্তপাত – TUMORS, erectile bleeding (7)
  5. টিউমার, ইরেকটাইল নীল – TUMORS, erectile blue (1)
  6. টিউমার, ইরেকটাইল জ্বালাকর – TUMORS, erectile burning (3)
  7. টিউমার, ইরেকটাইল শক্ত – TUMORS, erectile hard (1)
  8. টিউমার, ইরেকটাইল চুলকানিযুক্ত – TUMORS, erectile itching (1)
  9. টিউমার, ইরেকটাইল খোচামারার মত বেদনা – TUMORS, erectile pricking (1)
  10. টিউমার, ইরেকটাইল লাঠিপেটা করার মত বেদনা – TUMORS, erectile sticking (1)
  11. টিউমার, শক্ত – TUMORS, hard (1)
  12. টিউমার, ডিম্বকোষে – TUMORS, ovaries, (29)3 APIS, 1 apoc, 2 ars, 1 ars-i, 1 aur-m-n, 2 bar-m, 1 bov, 2 calc, 2 coloc, 1 con, 1 ferr-i, 1 fl-ac, 1 graph, 1 hep, 2 iod, 2 kali-br, 1 lach, 1 lyc, 1 med, 1 ov, 2 pall, 2 plat, 2 podo, 2 sec, 1 staph, 1 stram, 1 syph, 2 thuj, 1 zinc
  13. টিউমার, বাম ডিম্বকোষে – TUMORS, ovaries, left (5)
  14. টিউমার, ডান ডিম্বকোষে – TUMORS, ovaries, right (9)Cysts_and_Ovarian_Cancer
  15. ডিম্বকোষে সিস্ট প্রকৃতির টিউমার –  TUMORS – Ovaries – cysts (31)
  16. ডান ডিম্বকোষে সিস্ট প্রকৃতির টিউমার –  TUMORS – Ovaries – cysts – right side (5)
  17. বাম ডিম্বকোষে সিস্ট প্রকৃতির টিউমার – TUMORS – Ovaries – cysts – left side (7)
  18. ডিম্বকোষে বেদনা যুক্ত সিস্ট প্রকৃতির টিউমার – TUMORS – Ovaries – cysts – painful (1)
  19. ডিম্বকোষে ফাইবরইড প্রকৃতির টিউমার – TUMORS – Ovaries – fibroids (16)
  1. টিউমার, জরায়ুতে – TUMORS, uterus, (11)
  2. জরায়ুতে মায়োমা বা ফাইবরইড প্রকৃতির টিউমার – TUMORS – Uterus – myoma (Fibroid) (76)fibroid-tumors
  3. জরায়ুতে মায়োমা বা ফাইবরইড প্রকৃতির শক্ত টিউমার – TUMORS – Uterus – myoma (Fibroid) – hard (2)
  4. জরায়ুতে মায়োমা বা ফাইবরইড প্রকৃতির বড় আকারের টিউমার – TUMORS – Uterus – myoma (Fibroid) – large (1)
  5. জরায়ুতে ব্যথা যুক্তমায়োমা বা ফাইবরইড প্রকৃতির টিউমার – TUMORS – Uterus – myoma (Fibroid) – painful (1)
  6. জরায়ুতে মায়োমা বা ফাইবরইড প্রকৃতির টিউমার তার সহিত জ্বালাকর ব্যাথা – TUMORS – Uterus – myoma (Fibroid) – accompanied by – pain; burning (1)
  7. জরায়ুতে সিস্ট প্রকৃতির টিউমার- TUMORS – Uterus – cysts (2)
  8. যোনিনালীতেসিস্ট প্রকৃতির টিউমার- TUMORS – Vagina – cysts (5)
  9. যোনিনালীতেমরক্ত পূর্ন সিস্ট প্রকৃতির টিউমার- TUMORS – Vagina – cysts – serous (1)Nodulus Os Uterus
  10. রক্তস্রাব জরায়ুতে ফাইবরইড প্রকৃতির টিউমার হওয়ার কারনে –  METRORRHAGIA – fibroids, from (28)
  11. মাথা ব্যথা তার সহিত জরায়ুতে মায়োমা বা ফাইবরইড প্রকৃতির টিউমার – HEAD – PAIN – accompanied by – myoma (Fibroid) uterine (1)
  12. স্ত্রী যননাঙ্গে গুটিকা – NODULES (6)
  13. জরায়ু মুখে গুটিকা – NODULES – Uterus – Os uteri (1)
  14. যোনিনালীতেগুটিকা – NODULES – Vagina, in (2)

 

পুরুষ জননাঙ্গের টিউমার   –    Male Sexual Tumorspenis

  1. লিঙ্গ, মুন্ডে, নরম টিউমার – TUMOR, penis, glans, soft (1)
  2. লিঙ্গ, মুন্ডের পিছনে, নরম হলদেটিউমার- TUMOR, penis, glans, soft yellow, behind (1)
  3. লিঙ্গ, মুন্ডের পিছনে, নরম টিউমার, অন্ডকোষ, অলস প্রকৃতির – TUMOR, penis, glans, soft tumor, testes, indolent (1)
  4. অণ্ডকোষে টিউমার – TUMOR Testes (2)
  5. অণ্ডকোষে টিউমার – Testes indolent (2)
  6. স্ক্রুটামে শক্ত ও বাদামি রঙের গুটিকা – NODULES – hard brown – Scrotum (1)
  7. লিঙ্গ মুন্ডে গুটিকা – NODULES – Glans (1)NODULES
  8. লিঙ্গে গুটিকা – NODULES – Penis (2)
  9. অণ্ডকোষে গুটিকা – NODULES – Testes (2)
  10. অন্ড থলিতে গুটিকা – NODULES – Scrotum (1)
  11. পুরুষ যননাঙ্গে টিউবারকল গুটিকা – TUBERCLES (3)
  12. পেনিসে টিউবারকল গুটিকা – TUBERCLES – Penis (2)
  13. অণ্ডকোষে টিউবারকল গুটিকা – TUBERCLES – Testes (31) Arg-met. bac-t. calc. carb-v. carbn-s. caust. graph. hep. hippoz. IOD. kali-c. lyc. Merc. nat-m. Nit-ac. Petr. Ph-ac. phos. plb. psor. PULS. scroph-n. sep. SIL. SPONG. Staph. sulph. syc. TUB. Zinc.
  14. স্পারমেটিক কর্ডে টিউবারকল গুটিকা – TUBERCLES – Spermatic cord (18) Graph. Iod. Kali-c. mang. Merc. Nit-ac. ph-ac. Phos. plb. PULS. sars. SIL. SPONG. staph. sulph. thuj. zinc.
  15. লিঙ্গ মুন্ডে টিউবারকল গুটিকা – TUBERCLES – Penis – Glans (2)

 

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি  ও সিন্থেসিস রেপার্টরি। 

 

 

 

পাঠকদের জন্য নির্দেশনা

১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

[PGPP id=1214]

সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…

Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *