পুরুষ জনন অঙ্গসমূহ ( Male Genital Organs):
- ১) অণ্ডকোষ (Testis),
- ২) ইপিডিডাইমিস (Epididymis),
- ৩) ভাস বা ডাক্টাস ডিফারেন্স (Vas-Diferens),
- ৪) সেমিনাল ভেসিকল (Seminal Vesicle),
- ৫) প্রস্টেট (Prostate)
- ৬) পুরুষ লিঙ্গ (Penis)
১) অণ্ডকোষ (Testis) :
অণ্ডকোষ ২টি। স্ক্রোটাম (Scrotum) নামক চামড়ার থলিতে ঝুলন্ত থাকে। পুরুষ লিঙ্গের নীচে অবস্থিত । এর উপরে কমা (,) আকৃতির ইপিডিডাইমিস অবস্থিত। এর ভেতরে অসংখ্য সেমিনিফেরাস টিউবিউলস আছে, যাতে শুক্র (Sperm) তৈরি হয়।
কাজ :
- ক) শুক্রাণু (Sperm) তৈরি করে।
- খ) টেসটোসটেরন হরমোন নিঃসরণ করে।
২) ইপিডিডাইমিস (Epididymis):
অসংখ্য পেঁচানো নালী একত্রিত হয়ে কমা আকৃতির ইপিডিডাইসি সৃষ্টি করে। এটা অণ্ডকোষর উপরিভাগে থাকে। এর থেকে নালী বের হয়ে ডাকটাস ডিফারেন্স সৃষ্টি করে।
কাজ :
- শুক্র (Sperm), সাময়িকভাবে জমা রাখে।
৩) ডাকটাস বা ভাস ডিফারেন্স (Ductus Diferens):
ডাকটাস বা ভাস ডিফারেন্স ২ টি। এটি প্রায় ৪৫ সে.মি লম্বা স্ত্রোটামের উপরিভাগে হাত দিয়ে মোটা তারের (Cord ) ন্যায় ভাস অনুভব করা যায়। এটা প্রষ্টেটিক ইউরেথ্রা (মূত্রনালি) তে যেয়ে শেষ হয়।
কাজ :
- শুক্র বহন করে মূত্রনালিতে নিয়ে যায়।
৪) সেমিনাল ভেসিকেল (Seminal Vesicle) ও এর নালী দ্বয় (Ducts):
এ গ্রন্থিদ্বয় সেমিনাল রস (S.Fluid) নিঃসরণ করে। এরা মূত্রাশয়ের পিছনে অবস্থিত। দুই পার্শের ডাক্ট দুইটি মিলিত হয়ে ইজাকুলেটরী ডাক্ট (Ejaculatory duct) হিসাবে প্রস্টেটের মধ্যস্থিত ইউরেথ্রেরাতে শেষ হয়।
কাজ :
- সেমিনাল রস, শুক্রাণুকে খাদ্য যোগান দিয়ে বাঁচিয়ে রাখে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
৫) প্রস্টেট গ্রন্থি (Prostate):
মূত্রাশয়ের নীচে অবস্থিত। এর ভিতর দিয়ে মূত্রনালি (Urethra) পুরুষাঙ্গে প্রবেশ করে। ডাকটাস বা ভাস ডিফারেন্স (Ductus Diferens) এর নালী এখানে এসে মিলিত হয়। এতে অসংখ্য ছোট গ্রন্থি আছে। নিঃসৃত রস (Prostatic fluid) সেমিনাল রস ও শুক্রাণু একত্রিত হয়ে বীর্য ( Semen) তৈরী করে।
৬) পুরুষ লিঙ্গ (Penis) :
স্পঞ্জ জাতীয় মাংসল পেশী। এর ভেতরের ফাকা অংশ রক্ত দিয়ে পূর্ণ হলে এটা মোটা ও শক্ত (Rigid) হয়। এর মধ্যে দিয়ে ইউরেথ্রা (Urethra) যায়। পুরুষ লিঙ্গ সাধারণত ৫-৭ ইঞ্চি লম্বা হয়। এর তিনটি অংশ- ক) গোঁড়া (Root), খ) বডি (Body), গ) গ্লান্স (Glans Penis)
কাজ:
- ১) সঙ্গমের অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়।
- ২) এর মধ্যস্থিত মূত্রনালীর মাধ্যমে প্রস্রাব বের হয়।
[PGPP id=1214]
May I simply just say what a relief to find somebody that
really understands what they are discussing on the net.
You definitely understand how to bring a problem to light and make it important.
More and more people have to read this and understand this side of your story.
I can’t believe you’re not more popular since you
surely possess the gift.