বিপাক ক্রিয়া বা মেটাবোলিজম (Metabolism):
শরীর সর্বদাই ক্ষয় বা (Catabolism)হয়। এবং নতুন কোষ ও রাসায়নিক পদার্থ তৈরি ও শক্তি উৎপাদন বা (Anabolism) হচ্ছে। এদের সামগ্রিক কার্যক্রমকে একত্রে বিপাক ক্রিয়া মেটাবোলিজম বলে। শক্তি উৎপাদন ছাড়াও তাপ উৎপাদন এবং বর্জ্য দ্রব্য যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি তৈরি হয়। শরীরে অতিরিক্ত খাবার চর্বি হিসাবে জমা থাকে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]