ব্যথা যুক্ত ঋতুস্রাবের চিকিৎসা, ৯৪ টি লক্ষণ ও রেপার্টরি।

ব্যথা যুক্ত ঋতুস্রাবের চিকিৎসা

মাসিকের সময় তলপেটে বা কোমরে অসহনীয় ব্যথা। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে দংশেনি যারে।বয়ঃসন্ধি কালে মাসিক শুরু হওয়া থেকে মেনোপজ পর্যন্ত গড়ে প্রায় নব্বই শতাংশ মহিলা যন্ত্রণাদায়ক ঋতুস্রাবে আক্রান্ত, কারো ব্যথা কম কারো বেশি। তবে দুশ্চিন্তার কিছু নেই হোমিওপ্যাথিতে এ রোগের সফল চিকিৎসা রয়েছে, প্রায় ৮০% রোগী সম্পূর্ণ সুস্থ হয়।

পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।

মাসিকের সময় ব্যথার কারণ:

১. মাসিকের সময়, জরায়ুর মাংসল দেওয়াল সংকুচিত ও প্রসারিত হয়। যার ফলে দূষিত তরল ও রক্ত বের হয়ে যায়। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। যদি জরায়ুর আবরণী কলার রক্তনালিকার মাধ্যমে জরায়ুতে রক্ত ও অক্সিজেন সরবরাহ করা আংশিক বা বন্ধ করে দেয়। তখন ব্যথা অনুভূত হতে পারে। এটা স্বাভাবিক ব্যথা।

২. শরীরে লুকিয়ে থাকা কোন রোগ থেকে ব্যথা হতে পারে। যেমন,  জরায়ুর ফাইবরইড, ওভারিয়ান সিস্ট, সারভিক্স সরু, সারভিক্সে প্রদাহ, গনোরিয়া ইনফেকশন, ক্যান্সার ইত্যাদি।

হোমিওপ্যাথি চিকিৎসাঃ

অনেকেই ব্যথার ওষুধ বা ইনজেকশন নেন। ব্যথার ওষুধ কখনই স্থায়ী সমাধান হতে পারেনা, দীর্ঘ মেয়াদে এর ফলে অনেক জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হোমিওপ্যাথিতে এ রোগের সফল চিকিৎসা রয়েছে, প্রায় ৮০% রোগী সম্পূর্ণ সুস্থ হয়।

প্রতিকার:

  • গরম সেকা দিলে যদি আরাম পাওয়া যায় তাহলে মাসিকের সময় ২০/২৫ মিনিট করে দিনে ২/৩ বার গরম সেকা দিতে হবে।
  • আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম ও ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার নিয়মিত খেতে হবে।

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে মাসিকের সময় ব্যথার চিকিৎসার জন্য নিচে দেয়া ৯৪ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. কষ্টরজ – DYSMENORRHEA, (214)  3 AM-C, 3 BELL, 3 CACT, 3 CALC-P, 3 CHAM, 3 CIMIC, 3 COCC, 3 ERIG,  3 KALI-C, 3 MAG-P, 3 MILL, 3 PSOR, 3 PULS, 3 SULPH, 3 UST, 3 VERAT-V, 3 VIB, 3 XAN, এখানে ২১৪ টি ঔষধ থেকে প্রথম গ্রেডের ঔষধ সমূহ দেয়া হয়েছে। 
  2. কষ্টরজ, রাগ হলে – DYSMENORRHEA, anger, from (2)
  3. কষ্টরজ, স্রাব শুরু হওয়ার সময় – DYSMENORRHEA, beginning at (8)
  4. কষ্টরজ, তার সহিত ঢেকুড়-উদ্গার – DYSMENORRHEA, belching, with (1)
  5. কষ্টরজ, পেছন দিকে ঝুঁকলে বা বাকা হলে উপশম – DYSMENORRHEA, bending back amel. (2)
  6. কষ্টরজ, পেছন দিকে ঝুঁকলে বা বাকা হতে বাধ্য হয় – DYSMENORRHEA, bending back amel. double, must (3)
  7. কষ্টরজ, তার সহিত কালো রঙের রক্ত – DYSMENORRHEA, blood, black, with (2)
  8. কষ্টরজ, তার সহিত সমস্ত শরীরে কালির দাগের মত দাগ – DYSMENORRHEA, blotches, all over, body, with (1)
  9. কষ্টরজ, শীতলতার, সহিত – DYSMENORRHEA, chill, with (2)
  10. কষ্টরজ, ঠাণ্ডা, হওয়ার পড়ে – DYSMENORRHEA, cold, after becoming (2)
  11. কষ্টরজ, তার সহিত শীতার্ততা – DYSMENORRHEA, coldness, with (1)
  12. কষ্টরজ, শূলবেদনার, পরে – DYSMENORRHEA, colic, after (3)
  13. কষ্টরজ, তার সহিত আক্ষেপের – DYSMENORRHEA, convulsions, with (4)
  14. কষ্টরজ, দুপুর অথবা রাতের খাবারের পড়ে – DYSMENORRHEA, dinner or supper, after (1)
  15. কষ্টরজ – DYSMENORRHEA, discharge of clots amel. (1)
  16. কষ্টরজ, আবেগময় অবস্থায় – DYSMENORRHEA, emotions, from (2)
  17. কষ্টরজ, ঋতুস্রাবের শেষের দিকে – DYSMENORRHEA, end, of menses (1)
  18. কষ্টরজ – DYSMENORRHEA, excitement, from (1)
  19. কষ্টরজ, তার সহিত মুর্ছায় যায় – DYSMENORRHEA, fainting, with (4)
  20. কষ্টরজ, পা দিয়ে কিছুতে চেপে রাখলে উপশম – DYSMENORRHEA, feet pressing, against support, amel. (1)
  21. কষ্টরজ, পা ভিজা, থাকার ফলে – DYSMENORRHEA, feet wet, from getting (10)
  22. কষ্টরজ, তার সহিত অল্প কয়েক ফোটা রক্ত নির্গত হয় – DYSMENORRHEA, few drops of blood, with (1)
  23. কষ্টরজ, প্রথম দিনে – DYSMENORRHEA, first day (2)
  24. কষ্টরজ, পেটফাঁপার, সহিত – DYSMENORRHEA, flatulence, with (1)
  25. কষ্টরজ, স্রাব প্রবাহিত হলে, উপশম – DYSMENORRHEA, flow, amel. (6)
  26. কষ্টরজ, স্রাব প্রবাহিত হলে, উপশম তার সহিত স্রাবের পরিমাণ অত্যল্প – DYSMENORRHEA, flow, amel. amel. with scanty (3)
  27. কষ্টরজ, শুধু মাত্র স্রাব প্রবাহিত হলে বেদনা হয়না – DYSMENORRHEA, flow, amel. only in the absence of pain (3)
  28. কষ্টরজ, যত স্রাব তত বেদনা – DYSMENORRHEA, flow, amel. the more the flow, the more the pain (7)
  29. কষ্টরজ, যত কম স্রাব তত বেশি বেদনা – DYSMENORRHEA, flow, amel. the smaller the flow, the greater the pain (1)
  30. কষ্টরজ, ভয় পাওয়া হতে – DYSMENORRHEA, fright, from (1)
  31. কষ্টরজ, ভয়ঙ্কর – DYSMENORRHEA, frightful (3)
  32. কষ্টরজ, ভয়ঙ্কর ভাবে বেদনা, ক্রন্দন করে ও উচ্চ চিৎকার করে – DYSMENORRHEA, horrible pain, crying and screaming (9)
  33. কষ্টরজ তার সহিত শিশু সুলভ আচরণ – DYSMENORRHEA, infantilism, with (1)
  34. কষ্টরজ, বন্ধ্যা মহিলাদের – DYSMENORRHEA, infertility, in (3)
  35. কষ্টরজ, তার সহিত ঝাঁকি দিয়ে উঠে – DYSMENORRHEA, jerks, with (1)
  36. কষ্টরজ, শয়ন করলে উপশম – DYSMENORRHEA, lying amel. (1)
  37. কষ্টরজ, পা প্রসারিত করে চিত হয়ে শয়ন করলে উপশম – DYSMENORRHEA, lying amel. back on, with legs stretched (1)
  38. কষ্টরজ, রজনিবৃতির প্রাক্কলে – DYSMENORRHEA, menopausal, period (1)
  39. কষ্টরজ, গর্ভস্রাব/গর্ভপাতের পরে – DYSMENORRHEA, miscarriage, after (1)
  40. কষ্টরজ, তার সহিত বমিভাব ও বমি – DYSMENORRHEA, nausea and vomiting, with (5)
  41. কষ্টরজ, কোন অবস্থানে বেদনার উপশম হয়না – DYSMENORRHEA, no relief in any position (1)
  42. কষ্টরজ, ঘর্ম দমন করার ফলে – DYSMENORRHEA, perspiration, from checked (1)
  43. কষ্টরজ, অকালপরিণত – DYSMENORRHEA, premature (21) 1 am-c, 2 calc, 1 caust, 1 cocc, 1 con, 1 cycl, 1 ign, 2 kali-c, 1 lam, 1 lil-t, 2 mag-p, 1 nat-m, 2 nux-v, 1 ol-an, 1 phos, 1 sabin, 1 sep, 1 sil, 1 sin-n, 2 sulph, 2 xan
  44. কষ্টরজ, তার সহিত জননাঙ্গের স্থানচ্যুতি – DYSMENORRHEA, prolapse, with (2)
  45. কষ্টরজ, বয়ঃসন্ধি কালে – DYSMENORRHEA, puberty, at (3)
  46. কষ্টরজ, বাতজ – DYSMENORRHEA, rheumatic (6)
  47. কষ্টরজ, তার সহিত চিৎকার করে কান্না করে – DYSMENORRHEA, screams, with (3)
  48. কষ্টরজ, তার সহিত যৌন ক্রিয়া করার ইচ্ছা জাগে – DYSMENORRHEA, sexual desire, with (1)
  49. কষ্টরজ, আক্ষেপিক, স্নায়ুশুল প্রকৃতির – DYSMENORRHEA, spasmodic, neuralgic (24)
  50. কষ্টরজ, আক্ষেপিক, স্নায়ুশুল প্রকৃতির, তার সহিত জরায়ুতে রক্তসঞ্চয় – DYSMENORRHEA, spasmodic, neuralgic uterine congestion, with (9)
  51. কষ্টরজ, তার সহিত মুত্রকৃচ্ছতা – DYSMENORRHEA, strangury, with (1)
  52. কষ্টরজ, শীতল ঘর্মের পরে – DYSMENORRHEA, sweat, cold, after (1)
  53. কষ্টরজ, ঊরুতে ব্যথা – DYSMENORRHEA, thighs down (7)
  54. কষ্টরজ, তার সহিত ঘন ঘন মুত্রত্যাগ – DYSMENORRHEA, urination, frequent, with (1)
  55. কষ্টরজ, হাটাচলায় বৃদ্ধি – DYSMENORRHEA, walking, agg. (1)
  56. কষ্টরজ, হাটাচলায় উপশম – DYSMENORRHEA, walking, agg. amel. (1)
  57. কষ্টরজ, উষ্ণতা বা গরম সেঁকায় উপশম – DYSMENORRHEA, warmth amel. (7)
  58. কষ্টরজ, ধৌত করলে উপশম – DYSMENORRHEA, washing, amel. (1)
  59. কষ্টরজ, ভিজা অবস্থায় থাকার পরে – DYSMENORRHEA, wet, after getting (3)
  60. যৌন ক্রিয়া করার ইচ্ছা বর্ধিত, তার সহিত কষ্টরজ – SEXUAL, behavior increased dysmenorrhea, with (1)
  61. কফি খাওয়ার ইচ্ছা জাগে কষ্টরজের সময় – COFFEE, desires dysmenorrhea, in (1)
  62. হাতে ঘর্ম হয় কষ্টরজের সময় – Hands PERSPIRATION dysmenorrhea (1)
  63. শব্দ স্পর্শকাতর কষ্টরজের সময় – SENSITIVE to sounds dysmenorrhea, in (1)
  64. হৃৎপিণ্ডে অবিরাম, বেদনা তার সহিত কষ্টরজ – Heart ACHING, pain dysmenorrhea, with (2)
  65. হৃৎপিণ্ডে হাত দিয়ে চেপেধরা বা খাবি খাওয়া অনুভূতি, কষ্টরজের সময় (1)      Heart GRASPING sensation, dysmenorrhea, in (1)
  66. হৃৎপিণ্ডে তীক্ষ্ণ বেদনা তার সহিত কষ্টরজ – Heart SHARP, pain dysmenorrhea, with (1)
  67. হৃৎপিণ্ডে তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা, কষ্টরজর সময় – Heart SHOOTING, pain dysmenorrhea, in (1)
  68. নিতম্বদেশে থেঁতলান বেদনা, (যেন প্রহার করা হয়েছে) কষ্টরজের সময় – Hips BRUISED pain, (beaten, as if,) dysmenorrhea, in (1)
  69. বেদনা কিডনিতে, কষ্টরজের সময় – PAIN, kidneys menses, during dysmenorrhea, in (1)
  70. কলিজায় রক্তজমা, কষ্টরজ, তার সহিত দুর্বল অবস – Liver – CONGESTION, dysmenorrhea, with, in feeble, torpid subjects (1)
  71. কলিজায় বেদনা, কষ্টকর ঋতুস্রাবের সময় – Liver – PAIN, menses, during dysmenorrhea, with (1)
  72. ঠাণ্ডা ঘর্ম কষ্টরজের সময় – COLD, sweat dysmenorrhea, in (2)
  73. বাউন্ডিং নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – BOUNDING, pulse dysmenorrhea, in (1)
  74. ইরিটেবল নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – IRRITABLE, pulse dysmenorrhea, in (1)
  75. দ্রুত নাড়ি স্পন্ধন কষ্টরজের সময় – QUICK, pulse dysmenorrhea, in (1)
  76. পাতলা নাড়ি স্পন্ধন  কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in (1)
  77. পাতলা নাড়ি স্পন্ধন ও বিসর্প, কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in erysipelas, in (1)
  78. পাতলা নাড়ি স্পন্ধন, তামাক বিষাক্ততা জনিত কষ্টরজের সময় – THIN, pulse, dysmenorrhea, in tobacco poisoning, in (1)
  79. পায়ু পথে বায়ু নিস্বরন হয়, তার সহিত কষ্টরজ – FLATUS, rectal, dysmenorrhea, with (1)
  80. অনিদ্রা, কষ্টরজের সময় – INSOMNIA, dysmenorrhea, in (2)
  81. অনিদ্রা, ঋতুস্রাবের সময় জরায়ুর স্থানচ্যুতি অথবা জরায়ুর উপদাহ, তার সহিত কষ্টরজ – INSOMNIA, menses, during prolapsus uteri or uterine irritation, with dysmenorrhea, with (1)
  82. বিশৃঙ্খল, দৃষ্টিশক্তি কষ্টরজের সময় – CONFUSED, vision menses, dysmenorrhea, in (1)
  83. প্রবেশদ্বার সিস্টেমে, রক্তজমা কষ্টরজ এবং অর্শের ফলে – PORTAL system, congestion dysmenorrhea and piles, resulting in (1)
  84. মূত্রের বেগ, বেদনাদায়ক, মুত্রত্যাগ কষ্টকর, কষ্টরজ অবস্থায় – URGING, painful, urination dysmenorrhea, during (3)
  85. বেদনা, বাম স্তনে তার সহিত কষ্টরজ – Breasts PAIN, left dysmenorrhea, with (1)
  86. স্তনে তীক্ষ্ণ, বেদনা তার সহিত কষ্টরজ – Breasts SHARP, pain dysmenorrhea, with (1)
  87. স্তনে তীক্ষ্ণ বেদনা, তার সহিত শিশু পালন করা অবস্থায় কষ্টরজ – Breasts SHARP, pain dysmenorrhea, with nursing, when (1)
  88. ক্ষতকর বা স্পর্শকাতর বেদনা, তার সহিত কষ্টরজ – Breasts SORE, pain dysmenorrhea, with (2)
  89. বালিকাদের অনিয়মিত কষ্টকর মাসিক – GIRLS, menses irregular, dysmenorrhea (1)
  90. গণ্ডমালা ধাতু গ্রস্থের কষ্টরজ – SCROFULOUS, constitutions dysmenorrhea (1)
  91. দুর্বল, রোগাটে ধাতু গ্রস্থের কষ্টরজ – WEAKLY, sickly, constitutions dysmenorrhea (1)
  92. অতিরিক্ত লাজুক স্বভাবের, স্নায়বিক মেজাজ, গ্রস্থ নারীদের কষ্টরজ – WOMEN, spare habit, delicate, nervous temperament, dysmenorrhea (1)
  93. ভয়ঙ্কর, স্বপ্ন দেখা, কষ্টরজর সময় – FRIGHTFUL, dreams, dysmenorrhea, in (1)
  94. মুখমণ্ডল লাল, কষ্টরজ অবস্থায় – Face RED, dysmenorrhea, during (2)

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

 

 

 

[PGPP id=1214]

সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…

Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

16 Comments

  1. KarylNRogoff

    You really ensure it is seem really easy with your presentation but I find this matter to get really something that I
    believe I’d in no way understand. It seems like too complex and extremely
    huge to me. I’m possessing a look forward for the next submit, I’ll make an effort to receive the
    cling of it!

    Reply
  2. OllieOReeb

    I have been exploring for a bit for just about any
    top quality articles or weblog posts in this form of space .
    Exploring in Yahoo I finally discovered this website.
    Studying this information So i’m satisfied to show that I’ve a very perfect uncanny feeling I found out exactly the
    things i needed. I this sort of lot without doubt can make
    sure to will not forget to remember this website and gives it a peek on a relentless basis.

    Reply
  3. CareyUMulato

    Hey There. I came across your weblog using msn. That may be a
    very neatly written article. I will ensure to bookmark
    it and return to read extra of your respective useful info.

    Thanks for your post. I am going to definitely return.

    Reply
  4. TessTLagrave

    You made some decent points there. I checked on the net to
    find out more in regards to the issue and discovered many people may go
    along with your opinion of this web site.

    Reply
  5. MiltonMKramp

    Greetings from California! I’m bored at the office therefore
    i chosen to look at your site on my own iphone during lunch break.

    I enjoy the information you provide here and can’t wait to take a
    look once i return home. I’m surprised at how quick your site loaded on my own phone ..
    I’m not actually using WIFI, just 3G .. Anyhow,
    awesome blog!

    Reply
  6. GerardFCagey

    Hiya! I know this is kinda off topic however , I’d figured
    I’d ask. Would you be interested in exchanging links or maybe guest
    writing a blog article or vice-versa? My site addresses a lot of the same topics as yours and I think we
    could greatly benefit from each other. If you happen to be interested feel free to shoot me an email.

    I look forward to hearing from you! Terrific blog by the way!

    Reply
  7. PercyADitman

    This is very interesting, You’re a very skilled blogger.
    I’ve joined your rss feed and look forward to seeking more
    of your magnificent post. Also, I have shared your web site in my social networks!

    Reply
  8. DahliaSDacey

    Pretty nice post. I really discovered your blog and wished to state that I actually have truly enjoyed surfing around your blog posts.
    In any case I am going to be subscribing in your feed and that i
    hope you write again soon!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *