ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমারের ৬৮ টি হোমিওপ্যাথি লক্ষণ, ঔষধ ও রেপার্টরি।

 চিকিৎসা:

হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।

সূচি
1. টিউমার
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ৬৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)

এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে। 

ব্রেইন টিউমার Brain Tumors

  1. ব্রেইন টিউমার – TUMOR, encephaloma (34)1 acet-ac, 1 arn, 2 ars, 2 ars-i, 1 art-v, 2 bar-c, 1 bell, 1 bufo, 2 calc, 1 carb-ac, 2 carb-an, 1 caust, 3 CON, 2 croc, 1 gels, 1 glon, 1 graph, 1 hell, 1 hydr, 1 hyper, 2 kali-i, 2 kreos, 2 lach, 1 merc, 1 nit-ac, 1 nux-v, 3 PHOS, 3 PLB, 1 sep, 2 sil, 1 stram, 1 sulph, 2 thuj, 2 tub
  2. খিচনি, ব্রেইন টিউমার হতে – CONVULSIONS, brain tumors, from (2)  (বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য)
  3. খিচনি, কাঠিন্য, ব্রেইন টিউমার হতে – CONVULSIONS, scleroses, brain tumor, from (2)
  4. ব্রেইন টিউমার, স্কালেরোসিস হতে – TUMOR, encephaloma scleroses, from (1)Brain Tumors
  5. ব্রেইন টিউমার, হতে আক্ষেপ – TUMOR, encephaloma spasms, from (1)
  6. ব্রেইন টিউমার, সিফিলিস জাত – TUMOR, encephaloma syphilitic (2)
  7. বমি, সাধারনত ব্রেইন টিউমার হতে – VOMITING, general tumors, brain, from (3)
  8. অসাড়ে মূত্রত্যগ, তার সহিত মস্তিস্ক বা মেরুদন্ডে টিউমার – URGING, involuntary, urination tumors, brain or spinal, with (1)

 

মাথায় টিউমারHead Tumors

  1. টিউমার – TUMORS, (23) 1 anan, 1 apom, 1 arn, 1 aur, 2 bar-c, 1 bell, 1 calc, 2 calc-f, 2 con, 1 cupr, 1 fl-ac, 1 glon, 1 graph, 2 hecla, 1 hydr, 2 kali-i, 1 merc, 1 merc-p, 1 phos, 2 plb, 1 sep, 1 sil, 1 still
  2. স্ফীত টিউমার – SWELLINGS,tumor (16)
  3. স্ফীত টিউমার, কপালে, ক্ষতকর বা স্পর্শকাতর – SWELLINGS,tumor forehead, sore (1)
  4. টিউমার, মাথার ডান টেমপেলে চেপ্টা রক্তবর্ন টিউমার, শিশুদের – TUMORS, nevus on right temple, flat, in children (1)
  5. অস্থি বৃদ্ধি – EXOSTOSES (15)1 anan, 3 ARG-M, 3 AUR, 2 calc, 3 CALC-F, 2 fl-ac, 2 hecla, 2 kali-i, 3 MERC, 2 mez, 3 PHOS, 2 phyt, 1 sil, 1 still, 1 syph
  6. অস্থি বৃদ্ধি ব্যাথা যুক্ত – EXOSTOSES painful (3)

 

নাকে টিউমার   –  Nose TumorsNose Tumors

  1. টিউমার, নাকের ভিতরে শক্ত টিউমার – TUMORS, hard inside (2)
  2. টিউমার, শক্ত বাম পার্শে – TUMORS, hard left side (1)
  3. টিউমার, নাকের গভির অংশে শক্ত টিউমার TUMORS, hard post nasal (2)
  4. টিউমার, নাকের মুলে শক্ত টিউমার – TUMORS, hard root (1)
  5. টিউমার, নাকের অগ্রভাগে শক্ত টিউমার – TUMORS, hard tip (3)
  6. অস্থিবৃদ্ধি – EXOSTOSES (2)

 

কানে টিউমার Ears Tumors

  1. টিউমার, সিস্টিকTUMORS, cystic (3)Ears Tumors
  2. টিউমার, কানের, পিছনে, ছোটসিস্টিকটিউমার- TUMORS, cystic behind, small (4)
  3. টিউমার, কানের উপরের দিকে, সিস্টিক TUMORS, cystic front of, in (2)
  4. টিউমার, কানেরলোবের উপর, সিস্টিকTUMORS, cystic lobe, on (3)
  5. টিউমার, কানেরলোবের নিচে, সিস্টিকTUMORS, cystic lobe, on lobe, under (1)
  6. টিউমার, সিস্টিক স্টেটোমা – TUMORS, cystic steatoma (2)
  7. টিউমার,কানের, পিছনে, সিস্টিকওয়েন- TUMORS, cystic wens, behind ears (2)

 

চোখে টিউমার Eye Tumors

  1. টিউমার – TUMORS, (18)1 aur, 2 calc, 1 caust, 2 con, 1 graph, 2 hep, 1 hydrc, 1 kali-bi, 1 lyc, 2 nat-m, 2 nit-ac, 2 phos, 2 puls, 2 sil, 2 staph, 1 sulph, 1 teucr, 2 thuj
  2. টিউমার, (চোখের পাতায়) সিস্টিক – TUMORS, (on eyelids) cystic (13)Eye Tumors
  3. টিউমার, (চোখের পাতায়) সিস্টিক জান্তব চর্বিঘটিতআম – TUMORS, (on eyelids) cystic sebaceous cyst, on (1)
  4. টিউমার, (চোখের পাতায়) মেয়বুমিয়ান গ্রন্থিতে – TUMORS, (on eyelids) meibomian glands (4)
  5. টিউমার, (চোখের পাতায়) ক্ষুদ্র আব TUMORS, (on eyelids) nodules in the lids (4)
  6. টিউমার, ডান চোখের নিচের পাতায় – TUMORS, (on eyelids) right, lower (1)
  7. টিউমার, ডান চোখের উপরের পাতায় – TUMORS, (on eyelids) right, upper (1)
  8. টিউমার, (চোখের পাতায়) সারকোমা প্রকৃতিরTUMORS, (on eyelids) sarcoma (2)
  9. টিউমার, (চোখের পাতায়) নেত্রবর্ত্মকলায় সারকোমা প্রকৃতির – TUMORS, (on eyelids) sarcoma conjunctiva, of (1)
  10. টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমারTUMORS, (on eyelids) tarsal tumors (13)
  11. টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমার রিকোয়ারেন্ট -TUMORS, (on eyelids) tarsal tumors recurrent (3)
  12. টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমাররিকোয়ারেন্ট স্টেইস আফটার – TUMORS, (on eyelids) tarsal tumors repeated styes, after (1)

 

মুখমন্ডলে টিউমার Face TumorsFace Tumors

  1. টিউমার, সিস্টিকTUMOR, cystic (5)
  2. টিউমার, সিস্টিকগালের, উপরTUMOR, cystic cheek, on (2)
  3. টিউমার, সিস্টিকজান্তব চর্বিঘটিত – TUMOR, cystic sebaceous (1)
  4. টিউমার, সিস্টিকমেলারহাড়ে TUMOR, cystic malar bone (1)

 

মুখগহ্বরে টিউমার  –  Mouth Tumors

  1. টিউমার – TUMORS (4)
  2. টিউমার, বাম পার্শের সর্বশেষ দাতের পিছনে – TUMORS left side behind last molar (1)
  3. টিউমার, মেলিগনেন্ট – TUMORS malignant (1)
  4. টিউমার, বেদনাহীন – TUMORS painless (2)
  5. টিউমার, ঠোঁটেরডান পার্শের ভিতরেরদিকে – TUMORS right lip, inner side (1)
  6. টিউমার, ছোট – TUMORS small (1)Mouth Tumors
  7. টিউমার, স্পঞ্জের মত – TUMORS spongy (1)
  8. টিউমার, ক্ষতকর – TUMORS ulcerated (1)
  9. টিউমার, মাড়িতে, প্রদাহিত – TUMORS, gums, inflamed (1)
  10. টিউমার, নিচের মাড়িতে, প্রদাহিত টিউমার বেদনাহীন, সহযেই নারানো যায় – TUMORS, gums, inflamed painless, movable, lower gums (1)
  11. টিউমার, মাড়িতে, প্রদাহিত টিউমার একটি আখরুটের সমান – TUMORS, gums, inflamed size of walnut (2)
  12. টিউমার, মাড়িতে, প্রদাহিত টিউমার একটি আখরুটের সমান দুই দাতের মধ্যখানে – TUMORS, gums, inflamed size of walnut in place of two bicuspids (1)
  13. টিউমার, ঠোঁটে, সিসটিক – TUMORS, lips, cystic on (3)
  14. টিউমার, নিচের ঠোঁটে, সিসটিক – TUMORS, lips, cystic on, lower (1)
  15. টিউমার, শক্ত তালুতে – TUMORS tumors, palate, hard (2)
  16. অস্থিবৃদ্ধি, তালুতে – EXOSTOSES, roof of (2)

 

গ্লান্ডে টিউমার Glands Tumors

  1. পেরটিড গ্লান্ডের আসুস্থ্যতা, ডান পার্শের গ্লান্ডে সিস্টিক টিউমার – PAROTID glands, ailments of tumor, cystic on, right (2)
  2. থাইরইড গ্লান্ডে টিউমার – THYROID, gland, tumors (2)

 

স্বরযন্ত্রে টিউমার   –   Larynx TumorsLarynx Tumors

  1. টিউমার, বিনাইন – TUMORS, benign (4)

 

ঘাড়ে টিউমার  –  Neck Tumors

  1. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত – TUMORS, lipomas, fatty, on (3)
  2. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, মেলিগনেন্ট – TUMORS, lipomas, fatty, on malignant on (1)
  3. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত ঘারের পার্শে – TUMORS, lipomas, fatty, on cystic, on BOTH-L sides (1)
  4. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়, – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic (4)Neck Tumors
  5. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়- TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic fatty (1)
  6. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়, রিকোরেন্ট ফাইবরইড – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic recurrent fibroid (1)
  7. টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত সিস্টিক বাহ্যিক গলার পার্শে – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic side (1)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

 

পাঠকদের জন্য নির্দেশনা

১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি।
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন।
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

 

[PGPP id=1214]

 

 

সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…

Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015

 

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *