চিকিৎসা:
হোমিওপ্যাথি পদ্ধতিতে এ রোগের সফল ও কার্যকরী চিকিৎসা রয়েছে। কোন প্রকার অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী মূল থেকে পুর্নাঙ্গ ভাবে আরোগ্য হয়।
সূচি
1. টিউমার।
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।
সফল রোগীর ভিডিও প্রমাণ
লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ
হোমিওপ্যাথিতে ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমারের চিকিৎসার জন্য নিচে দেয়া ৬৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন-নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)
এ পর্বটি বুঝতে হলে মূল টিউমার পাতাটি পড়তে হবে।
ব্রেইন টিউমার – Brain Tumors
- ব্রেইন টিউমার – TUMOR, encephaloma (34)1 acet-ac, 1 arn, 2 ars, 2 ars-i, 1 art-v, 2 bar-c, 1 bell, 1 bufo, 2 calc, 1 carb-ac, 2 carb-an, 1 caust, 3 CON, 2 croc, 1 gels, 1 glon, 1 graph, 1 hell, 1 hydr, 1 hyper, 2 kali-i, 2 kreos, 2 lach, 1 merc, 1 nit-ac, 1 nux-v, 3 PHOS, 3 PLB, 1 sep, 2 sil, 1 stram, 1 sulph, 2 thuj, 2 tub
- খিচনি, ব্রেইন টিউমার হতে – CONVULSIONS, brain tumors, from (2) (বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য)
- খিচনি, কাঠিন্য, ব্রেইন টিউমার হতে – CONVULSIONS, scleroses, brain tumor, from (2)
- ব্রেইন টিউমার, স্কালেরোসিস হতে – TUMOR, encephaloma scleroses, from (1)
- ব্রেইন টিউমার, হতে আক্ষেপ – TUMOR, encephaloma spasms, from (1)
- ব্রেইন টিউমার, সিফিলিস জাত – TUMOR, encephaloma syphilitic (2)
- বমি, সাধারনত ব্রেইন টিউমার হতে – VOMITING, general tumors, brain, from (3)
- অসাড়ে মূত্রত্যগ, তার সহিত মস্তিস্ক বা মেরুদন্ডে টিউমার – URGING, involuntary, urination tumors, brain or spinal, with (1)
মাথায় টিউমার – Head Tumors
- টিউমার – TUMORS, (23) 1 anan, 1 apom, 1 arn, 1 aur, 2 bar-c, 1 bell, 1 calc, 2 calc-f, 2 con, 1 cupr, 1 fl-ac, 1 glon, 1 graph, 2 hecla, 1 hydr, 2 kali-i, 1 merc, 1 merc-p, 1 phos, 2 plb, 1 sep, 1 sil, 1 still
- স্ফীত টিউমার – SWELLINGS,tumor (16)
- স্ফীত টিউমার, কপালে, ক্ষতকর বা স্পর্শকাতর – SWELLINGS,tumor forehead, sore (1)
- টিউমার, মাথার ডান টেমপেলে চেপ্টা রক্তবর্ন টিউমার, শিশুদের – TUMORS, nevus on right temple, flat, in children (1)
- অস্থি বৃদ্ধি – EXOSTOSES (15)1 anan, 3 ARG-M, 3 AUR, 2 calc, 3 CALC-F, 2 fl-ac, 2 hecla, 2 kali-i, 3 MERC, 2 mez, 3 PHOS, 2 phyt, 1 sil, 1 still, 1 syph
- অস্থি বৃদ্ধি ব্যাথা যুক্ত – EXOSTOSES painful (3)
- টিউমার, নাকের ভিতরে শক্ত টিউমার – TUMORS, hard inside (2)
- টিউমার, শক্ত বাম পার্শে – TUMORS, hard left side (1)
- টিউমার, নাকের গভির অংশে শক্ত টিউমার TUMORS, hard post nasal (2)
- টিউমার, নাকের মুলে শক্ত টিউমার – TUMORS, hard root (1)
- টিউমার, নাকের অগ্রভাগে শক্ত টিউমার – TUMORS, hard tip (3)
- অস্থিবৃদ্ধি – EXOSTOSES (2)
কানে টিউমার – Ears Tumors
- টিউমার, সিস্টিক– TUMORS, cystic (3)
- টিউমার, কানের, পিছনে, ছোটসিস্টিকটিউমার- TUMORS, cystic behind, small (4)
- টিউমার, কানের উপরের দিকে, সিস্টিক– TUMORS, cystic front of, in (2)
- টিউমার, কানেরলোবের উপর, সিস্টিক– TUMORS, cystic lobe, on (3)
- টিউমার, কানেরলোবের নিচে, সিস্টিক– TUMORS, cystic lobe, on lobe, under (1)
- টিউমার, সিস্টিক স্টেটোমা – TUMORS, cystic steatoma (2)
- টিউমার,কানের, পিছনে, সিস্টিকওয়েন- TUMORS, cystic wens, behind ears (2)
চোখে টিউমার – Eye Tumors
- টিউমার – TUMORS, (18)1 aur, 2 calc, 1 caust, 2 con, 1 graph, 2 hep, 1 hydrc, 1 kali-bi, 1 lyc, 2 nat-m, 2 nit-ac, 2 phos, 2 puls, 2 sil, 2 staph, 1 sulph, 1 teucr, 2 thuj
- টিউমার, (চোখের পাতায়) সিস্টিক – TUMORS, (on eyelids) cystic (13)
- টিউমার, (চোখের পাতায়) সিস্টিক জান্তব চর্বিঘটিতআম – TUMORS, (on eyelids) cystic sebaceous cyst, on (1)
- টিউমার, (চোখের পাতায়) মেয়বুমিয়ান গ্রন্থিতে – TUMORS, (on eyelids) meibomian glands (4)
- টিউমার, (চোখের পাতায়) ক্ষুদ্র আব– TUMORS, (on eyelids) nodules in the lids (4)
- টিউমার, ডান চোখের নিচের পাতায় – TUMORS, (on eyelids) right, lower (1)
- টিউমার, ডান চোখের উপরের পাতায় – TUMORS, (on eyelids) right, upper (1)
- টিউমার, (চোখের পাতায়) সারকোমা প্রকৃতির– TUMORS, (on eyelids) sarcoma (2)
- টিউমার, (চোখের পাতায়) নেত্রবর্ত্মকলায় সারকোমা প্রকৃতির – TUMORS, (on eyelids) sarcoma conjunctiva, of (1)
- টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমার– TUMORS, (on eyelids) tarsal tumors (13)
- টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমার রিকোয়ারেন্ট -TUMORS, (on eyelids) tarsal tumors recurrent (3)
- টিউমার, (চোখের পাতায়) টারসাল টিউমাররিকোয়ারেন্ট স্টেইস আফটার – TUMORS, (on eyelids) tarsal tumors repeated styes, after (1)
মুখমন্ডলে টিউমার – Face Tumors
- টিউমার, সিস্টিক – TUMOR, cystic (5)
- টিউমার, সিস্টিকগালের, উপর– TUMOR, cystic cheek, on (2)
- টিউমার, সিস্টিকজান্তব চর্বিঘটিত – TUMOR, cystic sebaceous (1)
- টিউমার, সিস্টিকমেলারহাড়ে– TUMOR, cystic malar bone (1)
মুখগহ্বরে টিউমার – Mouth Tumors
- টিউমার – TUMORS (4)
- টিউমার, বাম পার্শের সর্বশেষ দাতের পিছনে – TUMORS left side behind last molar (1)
- টিউমার, মেলিগনেন্ট – TUMORS malignant (1)
- টিউমার, বেদনাহীন – TUMORS painless (2)
- টিউমার, ঠোঁটেরডান পার্শের ভিতরেরদিকে – TUMORS right lip, inner side (1)
- টিউমার, ছোট – TUMORS small (1)
- টিউমার, স্পঞ্জের মত – TUMORS spongy (1)
- টিউমার, ক্ষতকর – TUMORS ulcerated (1)
- টিউমার, মাড়িতে, প্রদাহিত – TUMORS, gums, inflamed (1)
- টিউমার, নিচের মাড়িতে, প্রদাহিত টিউমার বেদনাহীন, সহযেই নারানো যায় – TUMORS, gums, inflamed painless, movable, lower gums (1)
- টিউমার, মাড়িতে, প্রদাহিত টিউমার একটি আখরুটের সমান – TUMORS, gums, inflamed size of walnut (2)
- টিউমার, মাড়িতে, প্রদাহিত টিউমার একটি আখরুটের সমান দুই দাতের মধ্যখানে – TUMORS, gums, inflamed size of walnut in place of two bicuspids (1)
- টিউমার, ঠোঁটে, সিসটিক – TUMORS, lips, cystic on (3)
- টিউমার, নিচের ঠোঁটে, সিসটিক – TUMORS, lips, cystic on, lower (1)
- টিউমার, শক্ত তালুতে – TUMORS tumors, palate, hard (2)
- অস্থিবৃদ্ধি, তালুতে – EXOSTOSES, roof of (2)
গ্লান্ডে টিউমার – Glands Tumors
- পেরটিড গ্লান্ডের আসুস্থ্যতা, ডান পার্শের গ্লান্ডে সিস্টিক টিউমার – PAROTID glands, ailments of tumor, cystic on, right (2)
- থাইরইড গ্লান্ডে টিউমার – THYROID, gland, tumors (2)
স্বরযন্ত্রে টিউমার – Larynx Tumors
- টিউমার, বিনাইন – TUMORS, benign (4)
ঘাড়ে টিউমার – Neck Tumors
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত – TUMORS, lipomas, fatty, on (3)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, মেলিগনেন্ট – TUMORS, lipomas, fatty, on malignant on (1)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত ঘারের পার্শে – TUMORS, lipomas, fatty, on cystic, on BOTH-L sides (1)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়, – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic (4)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়- TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic fatty (1)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত, সিস্টিক বাহ্যিক গলায়, রিকোরেন্ট ফাইবরইড – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic recurrent fibroid (1)
- টিউমার, মেদার্বুদ, চর্বিযুক্ত সিস্টিক বাহ্যিক গলার পার্শে – TUMORS, lipomas, fatty, on tumors, throat, external, cystic side (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা |
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। |
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারনে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। |
৩. ডাক্তারগণ প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। |
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। |
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন। |
[PGPP id=1214]
সফল চিকিৎসা ও তার অকাট্য ভিডিও প্রমাণ।#আমাদের_চেম্বার_সমূহনারায়ণগঞ্জ অফিস১/এ, রোড ৪, আজিজ মাস্টার ভবন, শাহাবদ্দিন সি…
Posted by HD Homeo Sadan on Wednesday, May 20, 2015