মস্তিষ্ক (Brain)

মস্তিষ্ক (Brain)

মস্তিষ্ক খুলির ভিতর অবস্থিত। স্নায়ু তন্ত্রের প্রধান অঙ্গ। মান দেহের সমস্ত কার্যকলাপ এটা দিয়ে নিয়ন্ত্রিত হয় ।

মস্তিষ্কের অংশ সমূহ:

  • ১) সেরিব্রাম (Cerebrum),
  • ২) মিডব্রেন (Midbrain),
  • ৩) পনস (Pons ),
  • ৪) সেরিবেলাম (Cerebellum),
  • ৫) মেডুলা অবলাংগাটা (Medulla Oblongata)

সেরিব্রা (Cerebrum):  মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এটা দুইভাগে বিভক্ত ডান ও বাম হেমিস্ফেয়ার (Hemisphere), প্রতি হেমিস্ফেয়ার ৪ টি লোবে বিভক্ত। যথা : ফ্রন্টাল,প্যারাইটাল, অক্সিপিটাল ও টেম্পোরাল লোবে। উপরিভাগ ঢেউ খেলানো এবং ধূসর। ধূসর পদার্থের নাম গ্রে ম্যাটার (Gray Matter)। ভিতরের সাদা অংশের নাম হোয়াইট ম্যাটার (White Matter) যা স্নায়ু বা নার্ভ দিয়ে গঠিত।

brain_hemisphere

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

মিড ব্রেন (Mid Brain): সেরিব্রালের নীচের অংশ।

সেরিবেলাম (Cerebellum): সেরিব্রালের নীচে ও মিড ব্রেন এবং পনস এর পিছে খাঁজ খাঁজ আকৃতির অংশ যা স্নায়ুর মাধ্যমে সেরিব্রাল ও মিড ব্রেন এবং পনসের সাথে যুক্ত।

পনস (Pons): মিড ব্রেন ও মেডুলার মধ্যে অবস্থিত।

মেডুলা অবলাংগাটা (Medulla Oblongata): সবচেয়ে নীচের অংশ যাহা সুষুষ্মা স্নায়ু (Spinal Cord) এর সহিত যুক্ত। এই অংশ খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে শ্বাসপ্রশ্বাস ও হৃদপিণ্ড নিয়ন্ত্রণকারী সেন্টার (Respiratory Vasomotor Center) অবস্থিত। এদের বিভিন্ন কার্য প্রণালী শারীরবিদ্যা অংশে স্নায়ুতন্ত্রে বর্ণিত আছে।

Mid Brain

সুষুন্মাকান্ড (Spinal Cord): কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ যা মেরুদণ্ডের (Vertebral Column) মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে। এটি প্রায় ৪৫ সে.মি বা ১৮ ইঞ্চি। উপরের দিকে ১৯ সার্ভিকেল ভার্টিব্রা বরাবর মেডুলা অবলংগাটার সহিত যুক্ত। নীচে ১ লাম্বার ভার্টিব্রার নীচ পর্যন্ত বিস্তৃত। এর দুই পার্শ হতে ৩১ জোড়া স্নায়ু (Nerve) বের হয়ে সমস্ত শরীরে  ছড়িয়ে পড়েছে। এটাও মেনিনজেস দিয়ে আবৃত।

সুষুন্মা স্নায়ুকে আড়াআড়িভাবে ভাগ করলে ২ টি অংশে পাওয়া যায়।

  • ১) ধূসর পদার্থ (Gray matter) ভিতরের দিকে থাকে। মূলত স্নায়ু কোষের দেহ (Body) দিয়ে গঠিত।
  • ২) শ্বেত পদার্থ (White Matter) বাহিরের অংশ, মূলত স্নায়ু বা (Nerve) দিয়ে গঠিত।

মস্তিষ্ক হতে ১২ জোড়া স্নায়ু (Cranial Nerve) বের হয়ে বিভিন্ন অঙ্গে অনুভূতি নিয়ে যায় ও নিয়ে আসে। অর্থাৎ স্নায়ু সমূহের মাধ্যমে মস্তিষ্ক সমস্ত শরীরের বিভিন্ন অনুভূতি গ্রহণ করে এবং বিভিন্ন কার্য পরিচালনা করে।

 

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *