মস্তিষ্ক (Brain)
মস্তিষ্ক খুলির ভিতর অবস্থিত। স্নায়ু তন্ত্রের প্রধান অঙ্গ। মান দেহের সমস্ত কার্যকলাপ এটা দিয়ে নিয়ন্ত্রিত হয় ।
মস্তিষ্কের অংশ সমূহ:
- ১) সেরিব্রাম (Cerebrum),
- ২) মিডব্রেন (Midbrain),
- ৩) পনস (Pons ),
- ৪) সেরিবেলাম (Cerebellum),
- ৫) মেডুলা অবলাংগাটা (Medulla Oblongata)
সেরিব্রাম (Cerebrum): মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। এটা দুইভাগে বিভক্ত ডান ও বাম হেমিস্ফেয়ার (Hemisphere), প্রতি হেমিস্ফেয়ার ৪ টি লোবে বিভক্ত। যথা : ফ্রন্টাল,প্যারাইটাল, অক্সিপিটাল ও টেম্পোরাল লোবে। উপরিভাগ ঢেউ খেলানো এবং ধূসর। ধূসর পদার্থের নাম গ্রে ম্যাটার (Gray Matter)। ভিতরের সাদা অংশের নাম হোয়াইট ম্যাটার (White Matter) যা স্নায়ু বা নার্ভ দিয়ে গঠিত।
সফল রোগীর ভিডিও প্রমাণ
মিড ব্রেন (Mid Brain): সেরিব্রালের নীচের অংশ।
সেরিবেলাম (Cerebellum): সেরিব্রালের নীচে ও মিড ব্রেন এবং পনস এর পিছে খাঁজ খাঁজ আকৃতির অংশ যা স্নায়ুর মাধ্যমে সেরিব্রাল ও মিড ব্রেন এবং পনসের সাথে যুক্ত।
পনস (Pons): মিড ব্রেন ও মেডুলার মধ্যে অবস্থিত।
মেডুলা অবলাংগাটা (Medulla Oblongata): সবচেয়ে নীচের অংশ যাহা সুষুষ্মা স্নায়ু (Spinal Cord) এর সহিত যুক্ত। এই অংশ খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে শ্বাসপ্রশ্বাস ও হৃদপিণ্ড নিয়ন্ত্রণকারী সেন্টার (Respiratory Vasomotor Center) অবস্থিত। এদের বিভিন্ন কার্য প্রণালী শারীরবিদ্যা অংশে স্নায়ুতন্ত্রে বর্ণিত আছে।
সুষুন্মাকান্ড (Spinal Cord): কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ যা মেরুদণ্ডের (Vertebral Column) মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে। এটি প্রায় ৪৫ সে.মি বা ১৮ ইঞ্চি। উপরের দিকে ১৯ সার্ভিকেল ভার্টিব্রা বরাবর মেডুলা অবলংগাটার সহিত যুক্ত। নীচে ১ লাম্বার ভার্টিব্রার নীচ পর্যন্ত বিস্তৃত। এর দুই পার্শ হতে ৩১ জোড়া স্নায়ু (Nerve) বের হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। এটাও মেনিনজেস দিয়ে আবৃত।
সুষুন্মা স্নায়ুকে আড়াআড়িভাবে ভাগ করলে ২ টি অংশে পাওয়া যায়।
- ১) ধূসর পদার্থ (Gray matter) ভিতরের দিকে থাকে। মূলত স্নায়ু কোষের দেহ (Body) দিয়ে গঠিত।
- ২) শ্বেত পদার্থ (White Matter) বাহিরের অংশ, মূলত স্নায়ু বা (Nerve) দিয়ে গঠিত।
মস্তিষ্ক হতে ১২ জোড়া স্নায়ু (Cranial Nerve) বের হয়ে বিভিন্ন অঙ্গে অনুভূতি নিয়ে যায় ও নিয়ে আসে। অর্থাৎ স্নায়ু সমূহের মাধ্যমে মস্তিষ্ক সমস্ত শরীরের বিভিন্ন অনুভূতি গ্রহণ করে এবং বিভিন্ন কার্য পরিচালনা করে।
[PGPP id=1214]