মহা-ধমনী ও শিরা (Aorta and vena Cava):

মহা-ধমনী ও শিরা (Aorta and vena Cava)

মহা-ধমনী (Aorta):

ডায়াফ্রামের ছিদ্র দিয়ে এবডোমেনে প্রবেশ করে। ৪র্থ লাম্বার ভার্টিব্রা বরাবর এসে দুইটি ইলিয়াক ধমনীতে বিভক্ত হয়। অনেকগুলি গুরুত্বপূর্ণ শাখা ধমনীর মাধ্যমে বিভিন্ন অঙ্গে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে ।

নিম্নায়গের মহাশিরা (Inferior vena Cava):

৪র্থ নাম্বার ভার্টিব্রার সম্মুখ থেকে শুরু হয়ে উপরের দিকে ৮ম থোরাসিক ভার্টিব্রা বরাবর ডায়াফ্রামকে ছেদ করে থোরাক্সে ঢুকে হৃদপিণ্ডের ডান এট্রিয়ামে শেষ হয়।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *