যে শাস্ত্র পাঠ করলে শরীরের বিভিন্ন হাড়, মাংসপেশী, অঙ্গ (Viscera) রক্তনালী, স্নায়ুতন্ত্র ইত্যাদির অবস্থান এবং গঠন সম্বন্ধে জানা যায়, তাকে এনাটমি (Anatomy) বা ব্যবচ্ছেদবিদ্যা বলে।
আলোচনার সুবিধার্থে মানবদেহকে ৬টি ভাগে ভাগ করা হয়।
১) এবডোমেন (Abdomen)
২) থোরাক্রা (Thorax)
৩) হেড নেক (Head Neck)
৪) ব্রেন ও চক্ষু গোলোক (Brain & Eye ball)
৫) উর্দ্ধাংগ (Upper Limb)
৬) নিম্নাংগ (Lower Limb)