সংজ্ঞা:
যে প্রক্রিয়াতে রক্ত নালীসমূহের মধ্য দিয়ে হৃদপিণ্ড থেকে বের হয়ে সমস্ত শরীরে বাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বলে।
শ্রেণী বিভাগ :
- ১) বৃহত্তম বা সিস্টেমিক সঞ্চালন (Systemic Circulation): রক্ত বাম নিলয় হতে বের হয়ে সমস্ত কোষ ঘুরে পুনরায় বাম অলিন্দে ফিরে আসে।
- ২) পালমোনারি সঞ্চালন (Pulmonary Circulation): রক্ত ডান নিলয় (Ventricle ) থেকে ফুসফুসে যেয়ে পুনরায় বাম অলিন্দে ফিরে আসে।
- ৩) পোর্টাল সঞ্চালন (Portal Circulation): রক্ত অন্ত্র থেকে শোষিত খাবার নিয়ে যকৃতে আসবে এবং যকৃত থেকে নিম্ন মহাশিরা দিয়ে হৃদপিণ্ডে ফিরে আসে।
হৃৎপিন্ড(Heart):
এর ওজন প্রায় ৩২৫ গ্রাম। দুটি ফুসফুসের মধ্যে এবং ডায়াফ্রাম (মধ্যচ্ছেদ পর্দা)এর উপর থোরাক্সে অবস্থিত। পেরিকার্ডিয়াম নামক ২ স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। এর আকৃতি কোণের ন্যায় এবং ৪টি প্রকোষ্ঠে বিভক্ত: (ক) ডান অলিন্দ (Righr Atrium) (খ) ডান নিলয় (Right Ventricle) (গ) বাম অলিন্দ (Left Atrium) (ঘ) বাম নিলয় (Left Ventricle)। হৃৎপিন্ড রক্তকে পাম্প করে ফুসফুস এবং শরীরের সমস্ত অঙ্গে প্রেরণ করে।
রক্ত সঞ্ছালনঃ
প্রতি মিনিটে ৭০-৮০ বার রক্ত পাম্প করে। করোনারী ধমনী হৃৎপেশীতে রক্ত সরবরাহ করে।
অলিন্দদ্বয় একসাথে এবং নিলয় দ্বয় এক সাথে সংকুচিত হয়। এর ফলে স্টেথোস্কোপ দিয়ে লাব-ডাব শব্দ পাওয়া যায়। হৃদপিণ্ডে চারটি কপাটিকা আছে যা রক্তের গতি এক দিকে রাখে এবং উল্টা দিকে যেতে বাধা দেয়।
সফল রোগীর ভিডিও প্রমাণ
রক্ত সঞ্চালন গতি পথ :
রক্ত পর্যায়ক্রমে ডান অনিন্দ > ডান নিলয় > পালমোনারী ধমনী দিয়ে ফুসফুস > পালমোনারী শিরা দিয়ে বাম অলিন্দ > বাম নিলয় > মহা-ধমনী > ধমনী > জালিকা শিরা > মহা শিরা > হয়ে আবার ডান অলিন্দে ফিরে আসে।
- ১) দেহের কার্বনডাই অক্সাইড যুক্ত অশুদ্ধ রক্ত জালিকা থেকে শিরা ও মহা শিরা দিয়ে ডান অলিন্দে (Atrium) আসে।
- ২) ডান অলিন্দ সংকুচিত হলে রক্ত ডান নিলয়ে ( Ventricle) প্রবেশ করে। ডান নিলয় সংকুচিত (Contraction) হলে রক্ত পালমোনারী ধমনী দিয়ে ফুসফুসে যায়।
- ৩) ফুসফুস জালিকা ও অ্যালভিওলাই এর মধ্যে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড আদান প্রদান হয় । ফলে অশুদ্ধ রক্ত , অকি্রাজেন সমৃদ্ধ হয়ে শুদ্ধ হয় এবং পালমোনারী শিরা দিয়ে বাম অলিন্দে ( Atrium) প্রবেশ করে। বাম অলিন্দ সংকোচনের ফলে বাম নিলয় (L. Ventricle) এ প্রবেশ করে। বাম নিলয় সংকোচনের ফলে রক্ত পাম্প হয়ে মহা-ধমনীতে (Aorta) যায়।
- ৪) মহা-ধমনী থেকে বিভিন্ন ধমনী ও শাখা ধমনী দিয়ে শরীরের সমস্ত কোষে রক্ত পৌঁছে। কোষ থেকে নির্গত বর্জ্য কার্বনডাই অক্সাইড রক্তে প্রবেশ করে রক্তকে অশুদ্ধ করে । এ অশুদ্ধ রক্ত জালিকা ও শিরা হয়ে পুনরায় হৃদপিণ্ডে ফিরে আসে।
[PGPP id=1214]
Inspiring quest there. What occurred after?
Good luck!
I’ve attached, thank you very much.
tnqs sir