[PGP id=876]
শ্বাসতন্ত্র (Respiratory Syestem)
সংজ্ঞা : যে সমস্ত অঙ্গেও মাধ মে আমরা বায়ু হতে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস ত্যাগ করি তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলে।
শ্বসনতন্ত্রের অংশসমূহ :
- ১) নাক ও নাক গহ্বর (Nose & Nasel Cavity),
- ২) ন্যাযোফ্যারিংক্স (Nasophnx),
- ৩) ওরো ফ্যারিংক্স (Oropharynx),
- ৪) ল্যারিংক্স (Larynx),
- ৫) ট্রাকিয়া (Trachea),
- ৬) প্রধান ব্রংকাস (Principle Bronchus),
- ৭) ফুসফুস (Lung) এর ভিতর : ১) ব্রংকিওল (Bronchiole), ২) রেসপিরেটরী ব্রংকিওল (B), ৩) আ্যলভিওলার ডাষ্ট (Alveolur duct) ৪) এট্রিয়া (Atria), ৫) আ্যলভিওলী বা বায়ু কোষ (Alveoli)
শ্বসন (Respiration ):
যে পক্রিয়াতে বায়ুর অক্সিজেন শরীরে প্রবেশ করে রক্ত দিয়ে বাহিত হয়ে কোষে যেয়ে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া সম্পাদন করে এবং এতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড পুনরায় বায়ুমণ্ডলে বের করে দেয়, তাকে শ্বসন বলে।
শ্বসনের ২ টি ধাপ:
১) শ্বাস গ্রহণ (Inspiration)- ২ সেকেন্ড, ২) প্রশ্বাস (Expiration)- শ্বাস ত্যাগ- ৩ সেকেন্ড
শ্বসনের গতি :
পূর্ণবয়স্ক মানুষ শ্বাস নেয় ১২-১৮ বার প্রতি মিনিটে। বাচ্চারা শ্বাস নেয় ২০-৩০ বার প্রতি মিনিটে। তবে উত্তেজিত হলে, ব্যায়াম করলে, জর হলে এর গতি বৃদ্ধি পায়।
শ্বসনের নিয়ন্ত্রণ (Control of Respiration):
মস্তিষ্কের মেডুলা অবলাংগাটায় শ্বাস কেন্দ্র বা (Respiratory Centre) থাকে যা শ্বাসের গতি নিয়ন্ত্রণ করে। এই কেন্দ্র ধ্বংস হলে মৃত্যু অনিবার্য
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]