স্ত্রী রোগ সম্পর্কিত ১৬২ টি পরিচ্ছেদ।

হোমিওপ্যাথিতে স্ত্রী রোগ সম্পর্কিত প্রায় ৪৬৫২ টি লক্ষণ রয়েছে, এ লক্ষণ সমূহকে ১৬২ টি পরিচ্ছেদে বিভক্ত করে বর্ননা করা হয়েছে। যে সকল শিক্ষার্থি স্ত্রী রোগ সম্পর্কে জানতে ও চিকিৎসা দিতে চান, তাঁদের অবশ্যই ১৬২ টি পরিচ্ছেদ সম্পর্কে জানতে হবে। তবেই স্ত্রী রোগর ৪৬৫২ টি লক্ষণ আয়ত্ব করা সম্ভব।

যারা চিকিৎসা নিতে চানঃ

বর্তমান প্রতারনার যুগে সঠিক চিকিৎসা পেতে হলেও জ্ঞান অর্জন করতে হয়। নিচে দেয়া ১৬২ টি পরিচ্ছেদ ভালো ভাবে পড়বেন এ আমাদের অনুরোধ। আপনার রোগের সাথে কোনটা মিলে গেলে নাম্বার সহ আমাদের জানাবেন। আসা করি সু চিকিৎসা পাবেন।

  • যে লক্ষণের শেষে ১ বা ২ আছে তা অসাধারণ লক্ষণ। এ লক্ষণের কোন একটি যদি আপনার লক্ষণের সাথে হুবহু মিলে যায়, তা হলে রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনা সর্বাধিক।
  • হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অসাধারণ লক্ষণ মিলিয়ে চিকিৎসা দিলে রোগের নাম যাই হোক আরোগ্য হবে। তাই অসাধারণ লক্ষণ তালাস করুণ।
  • হোমিওপ্যাথিকে তার নিজস্ব্য দৃষ্টি ভঙ্গি দিয়ে বিবেচনা করুণ। অন্যের দৃষ্টিভঙ্গি হোমিওপ্যাথি ডাক্তারের উপরে চাপানোর চেষ্টা করবেননা।

সফল রোগীর ভিডিও প্রমাণ

স্ত্রী রোগের রুব্রিক বা পরিচ্ছেদ সমূহঃ (মার্ফি রেপার্টরি হতে সংগ্রহীত)

  1. অতি সচেতন, জরায়ু সম্পর্কে (5) CONSCIOUS, of the uterus (5)
  2. অধবায়ু নিঃস্বরন, জুনিপথ দিয়ে (21) FLATUS, vagina, from (21)
  3. অবিরাম বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (2) ACHING, pain, genitalia (2)
  4. অভেরি প্রদাহ (56) OOPHORITIS, (56)
  5. অর্বুদ, স্ত্রী জননাঙ্গে (7) TUMORS, (7)
  6. অসাড়তা, স্ত্রী জননাঙ্গে (4) NUMBNESS, (4)
  7. আকুঞ্চন, ডিম্বকোষের (1) CONSTRICTION, ovaries (1)
  8. আকস্মিক টান লাগা অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (1) TWITCHING, genitalia (1)
  9. আকড়েধরার মত, বেদনা, ডিম্বকোষে (3)  GRIPING, pain, ovaries (3)
  10. আঘাত লাগা, স্ত্রী জননাঙ্গে (8) INJURIES, to genitalia (8)
  11. আঁচিল- স্লেস্মাগুটি, স্ত্রী জননাঙ্গে (14) CONDYLOMATA, (14)
  12. আঁচিল, স্ত্রী জননাঙ্গে (12) WARTS, genitalia (12)
  13. আদ্রতা, স্ত্রী জননাঙ্গের (2) MOISTURE, genitalia (2)
  14. আবরন ঝিল্লীর প্রদাহ, পেলভিসের (25) PERITONITIS, pelvic (25)
  15. আড়ষ্টভাব বেদনা, জরায়ুতে (1) STIFFNESS, painful of uterus (1)
  16. উত্তাপ, স্ত্রী জননাঙ্গে (21) HEAT, (21)
  17. উত্তেজিত হয় জননান্দ্রিয়, সহজেই (10) EXCITEMENT of genitals, easy (10)
  18. উদ্ভেদ, স্ত্রী জননাঙ্গে (50) ERUPTIONS, (50)
  19. উপদাহ, স্ত্রী জননাঙ্গে (24) IRRITATION, (24)
  20. উপমাংস, স্ত্রী জননাঙ্গে (11) EXCRESCENCES, (11)
  21. ঋজুতা যোনি ও ভগাঙ্কুরের, মুত্রত্যাগের পরে, তার সহিত যৌন ক্রিয়ার ইচ্ছা (1) ERECT, vagina, clitoris, after urination, with sexual desire (1)
  22. ঋতু ব্যাতিত রক্ত স্রাব, (0) METRORRHAGIA, (0)
  23. ঋতুপূর্ববর্তী অস্বাভাবিকতা, (77) PRE-MENSTRUAL syndrome, (77)
  24. ঋতুলোপকাল, (98) MENOPAUSE, (98)
  25. ঋতুস্রাব অনুপস্থিত, (168) AMENORRHEA, (168)
  26. ঋতুস্রাব অবস্থায়, সাধারন বৃদ্ধি (89) MENSES, general agg. during (89)
  27. একজিমা, যোনিপথে যোনিকপাটে (1) ECZEMA, vagina, vulva, labia (1)
  28. এন্ডোমেটরিওসিস (0) ENDOMETRIOSIS, (0)
  29. কাচা-হাজা ভাব, স্ত্রী জননাঙ্গের (1) RAWNESS, genitalia (1)
  30. কাটছে এমন বেদনা, স্ত্রী জননাঙ্গে (7) CUTTING, (7)
  31. কাঠিন্য, স্ত্রী জননাঙ্গের (5) INDURATION, (5)
  32. কালশিটে পড়ার মত অবস্থা, ডিম্বকোষে (0) CONTUSION, ovaries, (0)
  33. কেঁচো-কৃমি, স্ত্রী জননাঙ্গে (3) ASCARIDES, genitalia (3)
  34. কোমল, জরায়ু (1) SOFT, uterus (1)
  35. ক্যান্সার, স্ত্রী জননাঙ্গে (41) CANCER, (41)
  36. কষ্টরজ, (214) DYSMENORRHEA, (214)
  37. ক্ষত, স্ত্রী জননাঙ্গে (45) ULCERS, (45)
  38. খানন করার মত বেদনা, স্ত্রী জননাঙ্গে (1) DIGGING, (1)
  39. খালধরার মত (অবস কর) বেদনা, স্ত্রী জননাঙ্গে (8) CRAMPING, (8)
  40. খোলা মনেহয়, জরায়ু (2) OPEN feels, uterus (2)
  41. গুটিকা (NODULES), স্ত্রী জননাঙ্গে (6) NODULES, genitalia (6)
  42. গুটিকা (TUBERCLES), স্ত্রী জননাঙ্গে (4) TUBERCLES, genitalia (4)
  43. গনোরিয়া (0) COWPERITIS, (0)
  44. গনোরিয়া, স্ত্রী জননাঙ্গে (19) GONORRHEA, (19)
  45. গ্রন্থিবদ্ধ, যেন জরায়ু (1) KNOTTED, uterus, as if (1)
  46. গর্ভধারণ, (0) PREGNANCY, (0)
  47. গর্ভধারন, সহজ (5) CONCEPTION, easy (5)
  48. গর্ভপাত সহসা, (0) ABORTION, spontaneous, (0)
  49. গর্ভস্রাব/গর্ভপাত, (0) MISCARRIAGE, (0)
  50. ঘর্ম, স্ত্রী জননাঙ্গে (10) PERSPIRATION, (10)
  51. চিবানোর মত বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (2) GNAWING, (2)
  52. চিমটি কাটার ন্যায় অনুভূতি, স্ত্রী জননাঙ্গে (3) PINCHING, (3)
  53. চেপে ধরার মত বেদনা, জননান্দ্রিয়ে (45) PRESSING, pain, genitalia (45)
  54. চেপে ধরে, জুনিপথ, যোনিকপাট (6) HOLDS, vagina, vulva (6)
  55. চোট বা আচর লাগা, স্ত্রী জননাঙ্গে (30) EXCORIATION, (30)
  56. চটা ফুসকুড়ি স্ত্রী জননাঙ্গে (1) BLOTCHES, genitalia (1)
  57. চুল পড়ে যাওয়া, স্ত্রী জননাঙ্গের (9) HAIR falling out, genitalia (9)
  58. চুলকানি, স্ত্রী জননাঙ্গে (106) ITCHING, (106)
  59. ছিদ্রকর বেদনা, ডিম্বকোষে (7) BORING, pain, ovaries (7)
  60. ছিন্নকর বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (12) TEARING, (12)
  61. ছিড়ে যাওয়া, জুনিপথ (2) TEARS, of vagina (2)
  62. জাড়ি ক্ষত, স্ত্রী জননাঙ্গে (10) APHTHAE, genitalia (10)
  63. জুনিপথের আক্ষেপ (44) VAGINISMUS, vagina (44)
  64. জুনিপথের প্রদাহ, (23) VAGINITIS, (23)
  65. জ্বালাকর বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (73) BURNING, pain, (73)
  66. জরায়ু যেন উপর দিকে ঠেলা মারছে এমন অনুভূতি, বসার সময় (2) PUSHES, uterus, up when she sits down (2)
  67. জরায়ু মুখের প্রদাহ (16) CERVICITIS, inflammation, cervix (16)
  68. জরায়ু সংক্রমণ, জরায়ুতে পূঁয সঞ্চয় (5) PYOMETRA, retained pus in uterus (5)
  69. জরায়ুতে হাত দিয়ে চাপছে মোচড়াচ্ছে এমন অনুভূতি (2) SQUEEZED, uterus, sensation of, by a hand (2)
  70. ঝাঁকি দিয়ে উঠে, জরায়ু (1) JERKING, uterus (1)
  71. ঝিনঝিনকর কামোদ্দীপক অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (24) TINGLING, genitalia, voluptuous (24)
  72. টান টান ভাব ডিম্বকোষ অঞ্চলে, হাত উপরের দিকে উঠালে (1) TIGHTNESS, in ovarian region, on raising arms (1)
  73. টেনে ধরার মত অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (3) DRAWING, (3)
  74. যৌন ক্রিয়া অবস্থায়, যুনিপথের আনুভূতি হীনতা (1) ANESTHESIA, vagina, during sex (1)
  75. যৌন ক্রিয়া, সম্পর্কিত স্বভাব (0) SEXUAL, behavior (0)
  76. ঠোকর মারার মত বেদনা, জুনিপথে (1) PECKING pain, vagina (1)
  77. ডিপথেরিয়া ঘটিত, রসানি ক্ষরণ, স্ত্রী জননাঙ্গের (5) DIPTHTERIA, exudations, genitalia (5)
  78. ডিম্বকোষে হাত দিয়ে চাপছে মোচড়াচ্ছে এমন অনুভূতি (2) SQUEEZING, ovaries (2)
  79. ডিম্বকোষের সমস্যা, সার্জারির কারণে (17) OVARIES, complaints following surgery (17)
  80. তিল বা আচিল, জরায়ুতে (9) MOLES, uterus (9)
  81. তীক্ষ্ণ বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (33) SHARP, (33)
  82. দাঁতে কাটার মত বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (16) BITING, pain, (16)
  83. দানা দানা উৎপত্তি, জুনিপথে (4) GRANULATION, vagina (4)
  84. দুর্বলতা অনুভূত হয়, জননান্দ্রিয় প্রদেশে (3) WEAKNESS, sensation of, genitalia region (3)
  85. নালী ক্ষত, জুনিপথের (9) FISTULA, vagina (9)
  86. নিম্ন দিকে ঠেলে মারা বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (78) BEARING down pain, (78)
  87. পক্ষাঘাতের আক্রমণ জরায়ুতে, যেন তা ঘুমিয়ে আছে (1) SHOCKS, uterus, in, on falling asleep (1)
  88. পিছন দিকে ফিরানো, জরায়ু (5) RETROVERSION, of uterus (5)
  89. পিঁপড়ে হাটার মত অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (3) FORMICATION, genitalia, (3)
  90. পিষণ করার মতো বেদনা, স্ত্রী জননান্দ্রিয়ে (1) GRINDING, pain, genitalia (1)
  91. পচনশীল ক্ষত হতে দূষণ, সন্তান প্রসব জনিত (13) SEPSIS puerperalis (13)
  92. পচনশীল ক্ষত, স্ত্রী জননাঙ্গে (5) GANGRENE, (5)
  93. পেশীর দুর্বলতা, জরায়ুর (28) ATONY, uterus (28)
  94. পনিরের মতো কিছু জমা হয়, স্ত্রী জননাঙ্গে (1) CHEESY, deposits, genitalia (1)
  95. পূর্ণতাবোধ, জরায়ুতে (5) FULLNESS, uterus (5)
  96. প্রদাহ, স্ত্রী জননাঙ্গে (34) INFLAMMATION, (34)
  97. প্রদাহিত স্পর্শকাতর বেদনা, স্ত্রী জননাঙ্গে (39) SORE, (39)
  98. প্রসবান্তিক স্রাব, (0) LOCHIA, (0)
  99. ফাইবরইড টিউমার, ডিম্বকোষে (15) FIBROIDS, ovaries (15)
  100. ফাটা, স্ত্রী জননাঙ্গে (4) CRACKS, genitalia (4)
  101. ফাপা, যেন জরায়ু, তাতে যেন বায়ু ভর্তি রয়েছে (1) DISTENDED, uterus, as if, filled with wind (1)
  102. ফেটে যাওয়ার মতো বেদনা, ডিম্বকোষে (2) BURSTING, pain, ovaries (2)
  103. ফেলোপিয়ান টিউবের প্রদাহ (SALPINGITIS) (21) SALPINGITIS, inflammation of fallopian tubes (21)
  104. ফোলা যেন ভগাঙ্কুর, এমন অনুভূতি (2) SWOLLEN, clitoris, sensation, as if (2)
  105. ফোস্কা, স্ত্রী জননাঙ্গে (7) VESICLES, genitalia (7)
  106. ফোড়া, স্ত্রী জননাঙ্গে (6) ABSCESS, genitalia (6)
  107. ফুসকুড়ি, স্ত্রী জননাঙ্গে (1) RASH, genitalia (1)
  108. বার্থলিন গ্লান্ডের প্রদাহ, স্ত্রী জননাঙ্গের (9) BARTHOLINITIS, genitalia (9)
  109. বেদনা, জননান্দ্রিয়ে (47) PAIN, genitalia (47)
  110. ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহে রক্ত বিষাক্ততা (TOXEMIA), (0) TOXEMIA, (0)
  111. বন্ধ্যাত্ব, স্ত্রী লোকের (79) INFERTILITY (79)
  112. বলের মত ভাড়ি কিছু রয়েছে ডান ডিম্বকোষে, এমনটি মনেহয় (1) BALL, ovaries, feels like a heavy, in right (1)
  113. বল্লম দ্বারা বিদ্ধ করার মতো বেদনা, স্ত্রী জননাঙ্গে (3) LANCINATING, (3)
  114. বস্থিদেশের প্রদাহিক প্রকৃতির অসুস্থতা, জরায়ুতে (65) PELVIC inflammatory disease, uterus (65)
  115. বহিনির্গমন, জরায়ুর (130) PROLAPSED, uterus, (130)
  116. বৃহদাকার, স্ত্রী জননাঙ্গ ENLARGED,
  117. বহুপাদ অর্বুদ (পলিপাস), স্ত্রী জননাঙ্গে (4) POLYPS, (4)
  118. ভারবোধ অনুভুতি, জরায়ুতে (2) WEIGHT sensation, uterus (2)
  119. ভারবোধ অনুভুতি, স্ত্রী জননাঙ্গে (4) HEAVINESS, sensation, (4)
  120. ভিজা অনুভুতি যেন, জুণিপথ যোনিকপাট (3) WET, sensation as if, vagina and vulva (3)
  121. মৃগীর পুর্বানুভূতি, জরায়ু হতে উদর পর্যন্ত বিস্তৃত হয় (1) EPILEPTIC aura, extending from uterus to stomach (1)
  122. মুঠোকরে ধরা ও ছেড়েদেয়ার অনুভূতি জরায়ুতে (1) CLUTCHING, and relaxing sensation of uterus (1)
  123. রক্তজমা, স্ত্রী জননাঙ্গে (40) CONGESTION, (40)
  124. রক্তপাত, স্ত্রী জননাঙ্গ হতে (185) BLEEDING, (185)
  125. রস সঞ্চয় স্ফীতি, স্ত্রী জননাঙ্গের (6) EDEMA, (6)
  126. লালচে বর্ন, স্ত্রী জননাঙ্গ (13) REDNESS, genitalia (13)
  127. শক্তভাব, স্ত্রী জননাঙ্গে (3) HARDNESS, (3)
  128. শিথিলতা জননাঙ্গের, যোনি পথের স্রাব নির্গত হওয়ার সময় (4) RELAXATION, of genitals, during vagina discharge (4)
  129. শিরাস্ফীতি, স্ত্রী জননাঙ্গের (8) VEINS, varicose, genitalia (8)
  130. শীতলতা অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (3) COLDNESS, (3)
  131. শীর্নতা, ডিম্বকোষের (9) ATROPHY, ovaries (9)
  132. শোথ, স্ত্রী জননাঙ্গে (0) DROPSY, (0)
  133. শুস্কতা, স্ত্রী জননাঙ্গের (5) DRYNESS, (5)
  134. শুয়ে থাকলে, জরায়ুর লক্ষন সমূহ বৃদ্ধি (1) LYING, agg. of uterine symptoms (1)
  135. সংকোচনকর অনুভূতি (11) CONSTRICTING, (11)
  136. সংবেদনহীনতা, জুনিপথের (10) INSENSITIVITY, vagina (10)
  137. সঙ্কোচন, স্ত্রী জননাঙ্গের (2) CONTRACTIONS, (2)
  138. সাদাস্রাব, যোনিপথের (0) LEUCORRHEA, vagina, (0)
  139. সামনের দিকে ঝুঁকানো (ANTEVERSION) জরায়ু (4) ANTEVERSION, of uterus (4)
  140. সিস্ট, স্ত্রী জননাঙ্গে (4) CYSTS, genitalia (4)
  141. সূচী বিদ্ধকর অনুভূতি, স্ত্রী জননান্দ্রিয়ে (32) STITCHING (32)
  142. স্ত্রী জননান্দ্রিয়ের, রোগ আরোগ্যকারী ঔষধ (88) FEMALE, genitalia, remedies (88)
  143. স্ত্রীলোকের কাম উম্মাদনা, (0) NYMPHOMANIA, (0)
  144. স্থানচ্যুতি, জরায়ুর (45) DISPLACEMENT, of uterus, (45)
  145. স্নায়ুশুল প্রকৃতির বেদনা, স্ত্রী জননাঙ্গে (56) NEURALGIC (56)
  146. সন্তান প্রসবের পরে জরায়ু স্বাভাবিক অবস্থায় না আসা (SUBINVOLUTION) (33) SUBINVOLUTION, genitalia (33)
  147. স্পঞ্জের মত, জরায়ু মুখ (3) SPONGY, cervix (3)
  148. স্পন্দিত হওয়া, স্ত্রী জননাঙ্গ (9) PULSATING, (9)
  149. স্পর্শকাতর, স্ত্রী জননাঙ্গ (17) SENSITIVE, (17)
  150. স্ফীতি, স্ত্রী জননাঙ্গ (48) SWELLING, (48)
  151. স্রাব, জুনিপথের, (164) DISCHARGE, vagina, (164)
  152. হাত দিয়ে চেপে ধরা বা খাবি খাওয়া বেদনা, ডিম্বকোষে (1) GRASPING, pain, ovaries (1)
  153. হাত দিয়ে জননাঙ্গ নাড়াচাড়া করে, জ্বর অবস্থায় (1) HANDLES genitals, during fever (1)
  154. হার্পিস, স্ত্রী জননাঙ্গে (20) HERPES, genitalia (20)
  155. হালকা ব্যথা অবিরত, স্ত্রী জননান্দ্রিয়ে (4) DULL, pain, constant (4)
  156. হুল ফুটার ন্যায় বেদনা, স্ত্রী জননাঙ্গে (17) STINGING, (17)
  157. হস্তমৈথুন, স্ত্রী লোকের (0) MASTURBATION, (0)
  158. CANDIDA albicans, infection (11) CANDIDA albicans, infection (11)
  159. CHLAMYDIAL, infection (3) CHLAMYDIAL, infection (3)
  160. INFANTILISMUS, genitalis (12) INFANTILISMUS, genitalis (12)
  161. INSUFFICIENCY, of ovaries (3) INSUFFICIENCY, of ovaries (3)
  162. JARS, uterus, very tender to motion (6) JARS, uterus, very tender to motion (6)

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

5 Comments

  1. KazukoGLopez

    Howdy! I’m at work surfing around your blog from my new apple
    iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts!

    Carry on the fantastic work!

    Reply
  2. Trudi

    Hello to all, the contents present at this site are truly awesome for
    people experience, well, keep up the good work fellows.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোমিওপ্যাথি রিলেটেড প্রোডাক্ট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য Dismiss