স্ত্রী লোকের অন্তঃ প্রজনন অঙ্গ সমূহ (Internal Female Genitalia):
ওভারি বা ডিম্বাশয় (Ovary):
জরায়ুর দুই পার্শ্বে দুইটি ওভারি অবস্থিত।
কাজ :
- ১) ডিম্ব (Ovum) তৈরি করা,
- ২) ইসট্রোজেন ও প্রজেসটেরন হরমোন নিঃসরণ করে।
ডিম্ব-বাহী নালী বা ফ্যালোপিয়ান টিউব ( Fallopian Tube):
জরায়ুর দুই পার্শ্বে ২ টি নালী। শেষ প্রান্তে ফ্লাজেলা নামক ঝুলন্ত কতগুলি প্রসেস আছে, যা ডিম্বকে এ নালীতে নিয়ে আসে।
কাজ :
- ১) ডিম্বকে জরায়ুতে প্রেরণ করে,
- ২) ডিম্ব ও শুক্র এখানে নিষিক্ত হয়।
জরায়ু (Uterus):
এটি একটি মাংসল অঙ্গ। পেটের হাইপোকন্ডিয়াক অঞ্চলে, মূত্রাশয়ের পিছে ও রেক্টামের সম্মুখে অবস্থিত। গর্ভধারণের পর জরায়ু বিশাল আকার ধারণ করে ও পাতলা হয়। স্বাভাবিক অবস্থায় এর আয়তন ৩ * ২ * ১ ইঞ্চি।
এর তিনটি অংশ:
- ১) ফান্ডাস (Fundus),
- ২) বডি (Body),
- ৩) সার্ভিক্স (Cervix )
জরায়ুর ভিতরের আবরণী কলাকে এন্ডোমেট্রিয়াম (Endometrium) বলে, যা মাসিকের সময় ধ্বংস হয় ও পরে পুনরুজ্জীবিত হয়।
কাজ:
- ১) বাচ্চা ধারণ করে,
- ২) মাসিকের সময় এন্ডোমেট্রিয়াম ধ্বংস করে রক্তের সাথে বের করে দেয়।
যোনী (Vegina):
এটি একটি মাংসল অঙ্গ যা প্রসারিত হতে পারে। এর গায়ে অনেক গ্রন্থি আছে যা থেকে রস নিঃসরণ হয়। সঙ্গমের সময় এতে পুরুষাঙ্গ প্রবিষ্ট হয়। এটি যোনিমুখ থেকে সার্ভিক্রা পর্যন্ত বিস্তৃত। এর পিছনে পায়ুপথ ও মলাশয় থাকে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]
So thanks
Thanks a lot