ব্রঙ্কাইটিসের চিকিৎসা (bronchitis)
শ্বাসনালী বা ব্রংকাই এর প্রদাহ জনিত সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। কোন ব্যক্তির যদি এক নাগারে তিন মাসের মধ্যে বেশীর ভাগ দিন কফ যুক্ত কাশি থাকে তাহলে ব্রঙ্কাইটিরেস কথা প্রথমেই চিন্তা করা যেতে পারে।
কারণ (Cause):
- দীর্ঘদিন ধরে নানা বিষাক্ত বায়বীয় পদার্থ শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করা।
- ধূমপান অন্যতম প্রধান কারণ (ধূমপান ও ব্রঙ্কাইটিস- দু’জনে দু’জনার)।
- মিল কল-কারখানা এলাকায় ধুলাবালি ও ধোঁয়ার মধ্যে দীর্ঘদিন বসবাস করা।
- বহুদিন যাবত ধুলাবালিময় পরিবেশ বা ধূমপানের কারণে শ্বাসনালীতে অতিরিক্ত শ্লেষ্মা উৎপাদনের ফলেই অতিরিক্ত কফ হয় এবং শ্বাসকষ্ট হয়।
উপসর্গ ও লক্ষণ (Sympom & Sign):
- রোগের প্রাথমিক অবস্থায় কাশি থাকে । শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয় এবং বুকে অস্বস্তিকর চাপ অনুভব হয়।
- সকালে ঘুম থেকে উঠার পর বার বার কাশি হতে থাকে এবং শ্বাসকষ্ট হয় ।
- কাশির সাথে সামান্য শ্লেষ্মা বের হয়ে আসে এবং রোগী কিছুটা আরাম বোধ করে।
- রোগের শুরুতে শুকনা কাশি হয়। কফ খুব একটা বের হয় না। কিন্তু রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার ফলে কফের পরিমাণ বৃদ্ধি পায় এবং ঘন পুঁজের আঁকার ধারণ করে। তখন রোগীর জ্বর বৃদ্ধি পায়। ধীরে ধীরে শ্বাস কষ্ট বেড়ে যায়।
- শুরুতে রোগী কেবল পরিশ্রমের কাজ করলে হাঁপিয়ে যেতো। ধীরে ধীরে রোগ যখন বাড়তে থাকে তখন রোগী বসা অবস্থায়ও হাঁপাতে থাকে। এ কারণে অনেক সময় পুরনো কাশি বা ব্রঙ্কাইটিসকে হাঁপানি বলে ভুল হতে পারে।
চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)
হোমিওপ্যাথিতে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য নিচে দেয়া ৩৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
Murphy Lungs
- BRONCHITIS, infection (108) 2 acet-ac, 2 acon, 3 AESC, 2 all-c, 2 alum, 2 alumn, 1 am-c, 1 am-i, 2 am-m, 1 am-p, 1 ant-ar, 2 ant-c, 3 ANT-T, 2 apis, 2 arn, 3 ARS, 1 ars-i, 2 asc-t, 2 aur-m, 1 bar-c, 3 BAR-M, 2 bell, 2 benz-ac, 1 blatta, 2 brom, 3 BRY, 2 cact, 2 calc, 1 calc-f, 2 camph, 2 cann-s, 2 carbn-s, 2 carb-v, 1 card-m, 2 caust, 2 cham, 2 chel, 1 chin, 1 chlol, 1 chlor, 2 cina, 2 cist, 2 coc-c, 1 colch, 1 cop, 1 dig, 3 DROS, 2 dulc, 1 eup-per, 1 euphr, 2 ferr-i, 3 FERR-P, 2 gels, 1 grin, 2 guai, 3 HEP, 2 hippoz, 2 hyos, 2 iod, 3 IP, 1 kali-ar, 2 kali-bi, 2 kali-c, 2 kali-chl, 1 kali-p, 2 kreos, 2 lach, 2 lob, 3 LYC, 1 mang, 2 merc, 1 merc-s, 1 morg, 2 naja, 1 nat-ar, 2 nat-m, 3 NAT-S, 2 nit-ac, 2 nux-v, 2 ph-ac, 3 PHOS, 1 piloc, 1 pix, 2 plb, 2 psor, 3 PULS, 2 rhus-t, 2 rumx, 3 SANG, 3 SENEC, 2 seneg, 2 sep, 3 SIL, 1 solid, 3 SPONG, 2 squil, 3 STANN, 2 stict, 1 sul-ac, 2 sulph, 2 ter, 1 thuj, 3 TUB, 1 uran, 2 verat, 1 verat-v, 1 verb, 1 zinc
- BRONCHITIS, infection alternates with diarrhea (1)
- BRONCHITIS, infection capillary (7)
- BRONCHITIS, infection children (9)
- BRONCHITIS, infection chronic (76)
- BRONCHITIS, infection cold, from every (1)
- BRONCHITIS, infection elderly people (19)
- BRONCHITIS, infection fibrinous (5)
- BRONCHITIS, infection toxemic (6)
- BRONCHITIS, infection winter, each (1)
Murphy Chest
- ALTERNATING, with diarrhea and bronchitis (1)
Murphy Children
- BRONCHITIS, infants (2)
Murphy Constitution
- ELDERLY, people bronchitis (12)
- ELDERLY, people bronchitis cold weather, in, accumulation of mucus and much difficulty in raising it (2)
- GOUTY, constitutions bronchitis, chronic (1)
- HERPETIC, constitutions chronic bronchitis, with (1)
- INFANTS, bronchitis (1)
- LEAN, thin people invalids, subacute attacks of bronchitis (1)
- LYMPHATIC, constitutions bronchitis (1)
- PHLEGMATIC, constitutions bronchitis (1)
- RHEUMATIC, constitutions bronchitis, chronic (1)
- SCROFULOUS, constitutions bronchitis, chronic (1)
Murphy Diseases
- BRONCHITIS, bronchial tubes, (108)
- BRONCHITIS, bronchial tubes, children (8)
- EMACIATION, body bronchitis (1)
- EMACIATION, body lungs, hemoptysis, laryngitis, chronic bronchitis (1)
- EMACIATION, body lungs, hemoptysis, laryngitis, chronic bronchitis hectic, with a tubercular condi (1)
- EMACIATION, body lungs, hemoptysis, laryngitis, chronic bronchitis scrofulous (1)
- EMACIATION, body progressive bronchitis, in (1)
- NEPHRITIS, kidneys, bronchitis, with (1)
Murphy Fever
- TYPHOID, fever bronchitis, epidemic (1)
Murphy Glands
- SWELLING, bronchitis, in chronic (1)
Murphy Heart
- GRASPING sensation, clutching as if, with chronic bronchitis (1)
Murphy Kidneys
- NEPHRITIS, infection, bronchitis, with (1)
Murphy Liver
- LIVER, remedies bronchitis, with liver affections (1)
Murphy Pulse
- FAST, pulse bronchitis, in (1)
- FULL, pulse hydrocephalus and bronchitis, in incipient (1)
Murphy Urine
- COPIOUS bronchitis, in (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে ব্রঙ্কাইটিসের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট