যক্ষ্মা রোগের চিকিৎসা, ১০৭ টি লক্ষণ ও রেপার্টরি।

যক্ষ্মা রোগের চিকিৎসা

যক্ষ্মা রোগের চিকিৎসা (Tuberculosis)

যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি, যা প্রধানত ফুসফুসকে আক্রান্ত  করে। তবে ফুসফুস ছাড়া ও শরীরের অন্যত্র যক্ষ্মা হতে পারে। যেমন : লসিকাগ্রন্থি, হাড় ও গিট, অন্ত্র, হৃৎপিণ্ডের আবরণ ও মস্তিষ্কের আবরণ  (মেনিনজেস) ইত্যাদিতেও যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা রোগের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

কারণ (Cause):

যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম ’মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস’’ (Mycobacterium tuberculosis) । এটি এক প্রকার ব্যাকটেরিয়া । এ জীবাণু যক্ষ্মা রোগীর কফের সাথে বের হয়ে আসে এবং বাতাসের মাধ্যমে অন্য লোকের ফুসফুসে প্রবেশ করে রোগের সৃষ্টি করে। অনেক সময় যক্ষ্মা জীবাণু আক্রান্ত গরুর কাঁচা দুধের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তাই কাঁচা দুধ পান করা নিরাপদ নয় । যক্ষ্মা যে কোন বয়সে হতে পারে। অপুষ্টি এবং ঘনবসতিপূর্ণ বাসস্থান রোগ বিস্তারে সহায়তা করে।

উপসর্গ ও লক্ষণ (Symptom & Sign):

  • ১) রোগী দীর্ঘদিন যাবত খুসখুসে কাশিতে ভুগতে থাকে ।
  • ২) ধীরে ধীরে ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া ও সন্ধ্যার দিকে অল্প অল্প জ্বর হতে থাকা ।
  • ৩) ঠিক মতো চিকিৎসা না হলে শেষের দিকে কাশের সাথে রক্ত যাওয়া, ফুসফুসে পানি জমা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ইত্যাদি নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে ।
  • ৪) শিশুদের ক্ষেত্রে সাধারণত জ্বর আসা, খাওয়ার অরুচি, ওজন কমে যাওয়া এসব লক্ষণ দেখা যায় । খুব কম শিশুরই কাশির সাথে রক্ত যায়।
  • ৫) দীর্ঘদিন স্থায়ী গলা ভাঙ্গা বা স্বর বসে যাওয়াও যক্ষ্মা রোগের লক্ষণ হতে পারে।

রোগ নির্ণয় (Dignosis):

যক্ষ্মা রোগের লক্ষণ ও উপসর্গগুলো কারো দেখা গেলে এবং তার আশেপাশে আক্রান্ত রোগী থাকলে তা থেকে যক্ষ্মা হয়েছে বলে সন্দেহ করা যেতে পারে । এ অবস্থায় রোগীর কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে । এগুলো হচ্ছে-

১) বুকের এক্স-রে, (২) রোগীর কফ পরীক্ষা, (৩) রোগীর রক্ত পরীক্ষা

কফের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ । কারণ কফের মধ্যে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া গেলে তা এ রোগের প্রত্যক্ষ প্রমাণ । যে লোকের কাশি তিন সপ্তাহের বেশী স্থায়ী তার বুকের ভেতরের কফ অবশ্যই পরীক্ষা করতে হবে । এছাড়া রোগীর বুকের এক্স-রে দেখেও যক্ষ্মা শনাক্ত করা সম্ভব ।

চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)

হোমিওপ্যাথিতে যক্ষ্মা রোগের চিকিৎসার জন্য নিচে দেয়া ১০৭ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

Lungs

  1. TUBERCULOSIS, infection (122) ঔষধ- 1 acal, 2 acet-ac, 1 acon, 3 AGAR, 1 agarin, 2 all-s, 1 ant-ar, 1 ant-t, 2 ars, 2 ars-i, 1 atro, 1 aur-ar, 1 bac, 1 bals-p, 2 bapt, 2 bar-m, 1 bell, 1 blatta, 2 brom, 2 bry, 2 bufo, 3 CALC, 1 calc-ar, 2 calc-i, 3 CALC-P, 2 calc-s, 1 calo, 1 cann-s, 2 carb-an, 2 carbn-s, 2 carb-v, 1 card-m, 2 chin-ar, 1 chlor, 1 cimic, 1 coc-c, 1 cod, 2 con, 2 crot-h, 1 cupr-ar, 2 dros, 2 dulc, 2 elaps, 1 erio, 1 ferr-acet, 2 ferr-ar, 2 ferr-i, 1 ferr-m, 2 ferr-p, 1 fl-ac, 1 form, 2 gall-ac, 2 graph, 2 guai, 1 ham, 3 HEP, 1 hippoz, 1 hydr, 1 ichth, 3 IOD, 1 iodof, 1 ip, 1 kali-ar, 1 kali-bi, 3 KALI-C, 2 kali-n, 2 kali-p, 3 KALI-S, 2 kreos, 1 lac-ac, 2 lac-d, 2 lach, 2 lachn, 1 laur, 1 lec, 1 led, 3 LYC, 1 mang, 2 med, 2 merc, 1 mill, 2 myos, 2 myrt-c, 1 naphtin, 1 nat-ar, 2 nat-m, 1 nat-s, 2 nit-ac, 1 nux-v, 2 ol-j, 1 ox-ac, 1 petr, 2 ph-ac, 2 phel, 3 PHOS, 1 piloc, 2 plb, 3 PSOR, 3 PULS, 1 rumx, 1 ruta, 1 salv, 1 samb, 2 sang, 3 SENEC, 2 seneg, 2 sep, 3 SIL, 3 SPONG, 3 STANN, 1 stict, 2 still, 1 succ, 3 SULPH, 1 sul-ac, 1 teucr, 1 thea, 3 THER, 3 TUB, 1 urea, 1 vanad, 3 ZINC
  2. ASTHMA, tuberculosis, with (1)
  3. PLEURISY, infection tuberculosis patients, in (9)
  4. TUBERCULOSIS, infection acute (31)
  5. TUBERCULOSIS, infection acute exacerbations in all stages of (1)
  6. TUBERCULOSIS, infection acute menses, suppressed, from (1)
  7. TUBERCULOSIS, infection bleedings, with (1)
  8. TUBERCULOSIS, infection bleedings, with after (1)
  9. TUBERCULOSIS, infection bones, of (4)
  10. TUBERCULOSIS, infection cold, damp weather (1)
  11. TUBERCULOSIS, infection elderly, people (1)
  12. TUBERCULOSIS, infection fever, in (3)
  13. TUBERCULOSIS, infection florida (6)
  14. TUBERCULOSIS, infection gonorrhea, after suppressed (1)
  15. TUBERCULOSIS, infection incipient (45)
  16. TUBERCULOSIS, infection injury to the after (2)
  17. TUBERCULOSIS, infection last stage (20)
  18. TUBERCULOSIS, infection lying, on side agg. (1)
  19. TUBERCULOSIS, infection miners, from coal dust (2)
  20. TUBERCULOSIS, infection nursing, mothers (1)
  21. TUBERCULOSIS, infection pituitous (32)
  22. TUBERCULOSIS, infection prophylaxis, for (5)
  23. TUBERCULOSIS, infection purulent and ulcerative (33)
  24. TUBERCULOSIS, infection recurring (3)
  25. TUBERCULOSIS, infection stone-cutters (4)
  26. TUBERCULOSIS, infection sycotic (25)
  27. TUBERCULOSIS, infection weakness, in (5)

Abdomen

  1. TABES mesenterica, tuberculosis (24)

Back

  1. TUBERCULOSIS, of vertebrae, or Pott’s disease (9)
  2. TUBERCULOSIS, of vertebrae, or Pott’s disease lies on, with drawn up knees (1)

Bones

  1. TUBERCULOSIS, of bones (4)

Breasts

  1. BREAST-feeding, tuberculosis (1)

Breathing

  1. DIFFICULT, breathing tuberculosis, in (3)

Chest

  1. PAIN, tuberculosis, in (8)

Children

  1. GIRLS, chlorotic tuberculosis florida, suppurative stage (1)

Constitution

  1. ALCOHOLIC, constitutions, tuberculosis, with (1)
  2. CHILDREN, constitutions, walking, slow in, meningeal tuberculosis (1)
  3. ELDERLY, people tuberculosis (7)
  4. GIRLS, general chlorotic tuberculosis florida, suppurative stage (1)
  5. SCROFULOUS, constitutions tuberculosis, incipient (1)
  6. SYCOTIC, constitutions a kind of phthisis, not true tuberculosis (1)
  7. TUBERCULOSIS, constitutions (34)
  8. TUBERCULOSIS, constitutions aphonia (1)
  9. TUBERCULOSIS, constitutions chest, oppression of, with constant irritation to cough and expectoratio (1)
  10. TUBERCULOSIS, constitutions cough, chronic (2)
  11. TUBERCULOSIS, constitutions cough, chronic slight hacking (1)
  12. TUBERCULOSIS, constitutions expectoration, bloody, shortness of breath, no pain in chest, palpitatio (1)
  13. TUBERCULOSIS, constitutions hemoptysis (1)
  14. TUBERCULOSIS, constitutions hyperemia (1)
  15. TUBERCULOSIS, constitutions sputa, bloody or purulent, alternately (3)
  16. YOUNG people tuberculosis (1)
  17. YOUNG people tuberculosis florida (2)
  18. EMACIATION, body tuberculosis, in (16)

Diseases

  1. EMACIATION, body tuberculosis, in colliquative night sweat (1)
  2. GOITRE, exophthalmic tuberculosis history, with (1)
  3. POTT’S disease, tuberculosis of vertebrae (9)
  4. POTT’S disease, tuberculosis of vertebrae lies on, with drawn up knees (1)
  5. VACCINATIONS, ailments, after tuberculosis, incipient (1)

Feet

  1. BURNING, pain tuberculosis, in (1)
  2. SWELLING tuberculosis (2)

Female

  1. MENSES, ailments, of menses tuberculosis, in (2)
  2. MENSES, suppressed, tuberculosis, in (5)
  3. MENSES, tuberculosis, in (2)

Fever

  1. AFTERNOON tuberculosis, in (1)
  2. DURATION, constant, continued tuberculosis, in (1)
  3. EMACIATION, with hectic fever, and night sweats tuberculosis, in (2)
  4. HECTIC fever tuberculosis, in (9)
  5. HECTIC fever tuberculosis, in with appearance similar to chronic (1)
  6. INTERMITTENT fever tuberculosis, incipient (1)

Generals

  1. TEMPERATURE, body, increased 100 to 104, seldom rises to 105 or 106 100, tuberculosis, in (1)

Glands

  1. SPLEEN, general enlarged tuberculosis, in incipient (1)
  2. THYROID, gland, goitre, exophthalmic tuberculosis history, with (1)
  3. TUBERCULOSIS, in, affected (2)

Hands

  1. NAILS, fingers, curved, fingernails tuberculosis, in (2)

Intestines

  1. TUBERCULOSIS, of (3)
  2. ULCERS diarrhea, causes tuberculosis, in (1)
  3. ULCERS tuberculosis, with (1)

Kidneys

  1. TUBERCULOSIS (8)

Larynx

  1. TUBERCULOSIS, (48)
  2. TUBERCULOSIS, short hacking cough and loss of voice (1)
  3. TUBERCULOSIS, singers and public speakers (2)
  4. TUBERCULOSIS, tuberculosis, trachea (19)

Male Sexual

  1. SEMINAL, emissions, tuberculosis, in (1)

Mind

  1. ANXIETY, breathing, difficult, from tuberculosis, in (1)
  2. ANXIETY, tuberculosis, in (2)
  3. CHANGEABLE, (fickle), tuberculosis, in, florida (1)
  4. FEAR, tuberculosis, of (6)

Nerves

  1. FAINTING, faintness, forenoon 10 a.m. tuberculosis, in (1)

Perspiration

  1. NIGHT, at tuberculosis, in (23)
  2. TUBERCULOSIS, in (22)
  3. TUBERCULOSIS, in night, at (23)

Pulse

  1. FAST, pulse evening especially in tuberculosis, in (1)
  2. FAST, pulse heartbeat, quicker than heartbeat, reminds one of, in beginning of tuberculosis (1)
  3. FAST, pulse heat, with dry tuberculosis florida, in (1)
  4. FAST, pulse tuberculosis, in (7)
  5. HARD, pulse tuberculosis, in (1)
  6. QUICK, pulse tuberculosis, in incipient (1)
  7. SMALL, pulse tuberculosis, in (1)
  8. VARIABLE, pulse tuberculosis, in (1)
  9. WEAK, pulse tuberculosis, in (3)
  10. WEAK, pulse tuberculosis, in incipient, in (1)

Rectum

  1. DIARRHEA, general, tuberculosis, during (23)

Sleep

  1. INSOMNIA, tuberculosis, in (2)

Stomach

  1. HICCOUGHS, general tuberculosis, in (1)

Stomach

  1. VOMITING, general tuberculosis, in (2)

Toxicity

  1. STONE-cutters, ailments in stone cutter’s tuberculosis (3)
  2. VACCINATIONS, tuberculosis, incipient (1)

 

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

2 Comments

  1. naimul hasan

    স্যার, আপনার এই পেইজটা আমাদের অনেক উপকারে আসে,ধন্যবাদ আপনার সুস্থতা কামনা করি।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *