শ্বাসকষ্টের চিকিৎসা
দীর্ঘমেয়াদী হাঁপ বা বারবার হাঁপের আক্রমণকে হাঁপানি বলে। হাঁপানি শ্বাসতন্ত্রের ক্রনিক প্রদাহ জনিত ও ক্ষুদ্র শ্বাসনালীগুলোর রোগ, যাতে ক্ষুদ্র শ্বাসনালীগুলো সর্বদা প্রদাহজনিত কারণে লাল এবং সংবেদনশীল থাকে। এ সংবেদনশীল ক্ষুদ্র শ্বাসনালীগুলো যদি ঠাণ্ডা, ভাইরাস জীবাণু অথবা হাঁপানি উদ্দীপক অন্য কোন বস্তুর সংস্পর্শে আসে তখন সেগুলোতে প্রতিক্রিয়া জনিত সংকোচন ঘটে ফলে শ্বাস নালী সংকীর্ণ হয়ে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হয় এবং রোগীর শ্বাস কষ্ট হয়।
কারণ (Cause)
- প্রচলিত চিকিৎসা মতে – অনেক সময় সুনির্দিষ্ট কারণ জানা যায় না।
- হোমিওপ্যাথি মতে- সোরা ও সাইকোসিস উপবিশ এর প্রধান কারণ। যেমন কারো গনোরিয়া বা চর্ম রোগ মলম দিয়ে বা বিসদৃশ পন্থায় বিতাড়িত করার পরে এ রোগটি ফুসফুসে আক্রমণ করলে রোগের নাম হয় হাঁপানি, লিভারে আক্রমণ করলে এর নাম হয় লিভার সিরোসিস, কিডনিতে আক্রমণ করলে এর নাম হয় নেফরোসিস।
- হোমিওপ্যাথি মতে- গনোরিয়া বা চর্ম রোগ মলম দিয়ে বা বিসদৃশ পন্থায় বিতাড়িত করার কুফল বংশানুক্রমিক বিস্তার লাভ করে।
- এলার্জি-এলার্জির কারণে হাঁপানি হতে পারে। ধূলা, বালি, ফুলের রেণু, পশুপাখির লোম, পালক, বিভিন্ন ধরনের খাদ্য যেমন – ইলিশ মাছ, গরুর মাংস, বেগুন, ডিম ইত্যাদিতে যদি কারো এলার্জি থাকে তবে এগুলোর সংস্পর্শে এলে বা খেলে হাঁপানি হতে পারে। কম্বল, কার্পেট, লোমশ পোশাক অনেক সময় কারণ হতে পারে।
- বংশগত- যদি কারো বংশে হাঁপানির ইতিহাস থাকে তবে তার হাঁপানি হতে পারে।
- শ্বাসতন্ত্রের সংক্রমণ- ধূমপান করলে হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে।
উপসর্গ ও লক্ষণ Symptom & Sign)
- শ্বাস কষ্ট: হাঁপানি রোগের প্রধান লক্ষণ হলো অল্পক্ষণ স্থায়ী শ্বাস কষ্ট। শ্বাস টেনে ভেতরে নেয়ার চেয়ে নিশ্বাস ফেলবার সময় কষ্ট বেশি হয়। বুকের ভেতর চাপ অনুভূত হয়। রোগী শুয়ে থাকতে পারে না, বসে সামনের দিকে ঝুঁকে শ্বাস নেয়। শ্বাস কষ্ট যে কোন সময় হতে পারে। তবে রাতের দিকে বিশেষ করে শেষ রাতে বেশি হয়। শ্বাস কষ্ট কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
- শোঁ শোঁ শব্দ: বুকের ভেতরে শোঁ শোঁ শব্দ শোনা যায়। স্টেথোস্কোপ বুকের উপর বসিয়ে সুস্পষ্টভাবে এই শব্দ শোনা যায়। তীব্র সংক্রামণ হলে স্টেথোস্কোপ ছাড়াই শোনা যায়। নিঃশ্বাসের সময় শব্দ বেশী হয়।
- ঘাড়ের দুপাশে মাংসপেশি নিঃশ্বাসের সাথে ফুলে ফুলে উঠে।
- বুকের খাঁচার মাংসপেশিগুলো ভেতরের দিকে ঢুকে যায়। যাদের দীর্ঘদিন ধরে এই রোগ থাকে তাদের বুকের খাঁচার আকৃতি অনেকটা ব্যারেলের মতো হয়ে যায়। অর্থাৎ দুপাশ চাপা, গোলাকার হয়ে উঠে।
- কাশি থাকে এবং তার সাথে সাদা বা হলুদ কফ থাকতে পারে।
প্রকার ভেদ (Classification) :
- এপিসোডিক হাঁপানি (Episodic Asthma) : হঠাৎ শ্বাস কষ্ট সাধারণত শ্বাস ফেলার সময় যার সাথে শাঁইশাঁই শব্দ থাকে । যখন ভালো হয়ে যায় তখন রোগের কোন লক্ষণ থাকে না।
- ক্রনিক হাঁপানি (Chronic Asthma) : এটা এপিসোডিক হাঁপানি যা বছরের পর বছর কখনো না কখনো চলে। কিন্তু ভালো সময়ে কিছু পরিমাণ শ্বাস কষ্ট থাকে । কাশি মিউকাস মিশ্রিত থুথু এবং বার বার শ্বাসতন্ত্রের সংক্রামণ দেখা যায় । যখন রোগের অন্য লক্ষণ থাকে না তখনও Rhonchi দেখা যায় ।
- হঠাৎ মারাত্মক হাঁপানি (Acute severe Asthma) : এ ধরনের খুবই মারাত্মক । এই হাঁপানি থেকে রোগীর মৃত্যু ঘটতে পারে । উপসর্গ ও লক্ষণ:
- ১) নাড়ীর গতি হঠাৎ ১২০ বারের বেশী সেই সাথে পালসাস প্যারাডক্সাস থাকে এবং পরে কমতে থাকে ।
- ২) এক সাথে পুরো বাক্য বলে শেষ করতে পারে না ।
- ৩) সেন্ট্রাল সায়ানোসিস থাকতে পারে ।
- ৪) অবসন্নতা, রক্তচাপ প্রথমে বাড়ে পরে কমতে থাকে ।
- ৫) ফুসফুসের কোন শব্দ না হওয়া (Silent chest) ।
হঠাৎ মারাত্মক হাঁপানির চিকিৎসা: হঠাৎ মারাত্মক হাঁপানির চিকিৎসার প্রধান কথাই হল রোগীকে দ্রুত বিপদমুক্ত করতে হবে। হোমিও ঔষধ দিয়ে রোগীকে সাথে সাথে হাসপাতালে পাঠাতে হবে। হোমিও ঔষধে কাজ হলে হাসপাতালে যাওয়ার পূর্বেই রোগী সুস্থ অনুভব করবে। রোগী সহনশীল অবস্থায় ফিরে এলে লক্ষণ ভিত্তিক হোমিও চিকিৎসা করতে হবে।
প্রতিরোধ (Prevention) :
- রোগীর অভিজ্ঞতা অনুসারে যে যে কারণে (আবহাওয়া, বিশেষ খাদ্য ও পানিয়, গোসল ও পরিবেশ ইত্যাদি) হাঁপানির টান বেড়ে যায় তা থেকে রোগীকে দূরে থাকতে হবে ।
- ধূমপান এবং সব রকমের ধোয়া থেকে রোগীর দূরে থাকা প্রয়োজন ।
- কম্বল, কার্পেট, লোমশ পোশাক, ঘর ঝাড়া, কুকুর, বিড়াল, খরগোস ইত্যাদির মাধ্যমে হাঁপানির সংক্রমণ ঘটতে পারে তাই এগুলো থেকে দূরে থাকতে হবে ।
চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)
হোমিওপ্যাথিতে হাঁপানি রোগের চিকিৎসার জন্য নিচে দেয়া ২৮৭ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
Murphy Mind
- আক্ষেপিক কান্না করে, তার সহিত হাঁপানি – CRYING, convulsive asthma, with (1)
- হাস্য করে, তার সহিত হাঁপানি – LAUGHING, asthma, with (1)
- হাস্য করে, আকস্মিক, তার সহিত হাঁপানি – LAUGHING, spasmodic asthma, with (1)
- আত্বহত্যা প্রবন ব্যাক্তির, হতাশা, হাঁপানির টান হতে – SUICIDAL, despair, from asthma, during spell of (1)
Murphy Constitution
- হাঁপানি, ধাতুগত – ASTHMATIC, constitutions, (28)2 ambr, 2 arg-n, 3 ARS, 2 ars-i, 1 asaf, 2 aur, 1 blatta, 1 calc, 1 carc, 2 colch, 1 eucal, 1 iod, 2 ip, 1 kali-ar, 3 KALI-C, 2 kali-i, 1 kali-n, 3 LOB, 3 MERC, 2 mosch, 3 NAT-S, 1 phos, 2 puls, 1 samb, 1 sil, 1 spong, 2 sulph, 3 TUB
- হাঁপানি, ধাতুগত ভাবে ফুলের গন্ধে আক্রান্ত হয় – ASTHMATIC, constitutions, odor of blossoms, affected by (2)
- পিত্তরস প্রধান, ধাতুগত ব্যাক্তির হাঁপানি – BILIOUS, constitutions asthma (3)
- শিশুদের, ধাতুগত ভাবে বোকে সর্দি ও হাঁপানি – CHILDREN, constitutions, constitutional condition results in chest catarrhs and asthmatic complaints (1)
- বয়োজ্যেষ্ঠ্, ব্যাক্তির হাঁপানি – ELDERLY, people asthma (19)3 AMBR, 1 am-c, 1 ant-c, 1 ant-t, 3 ARS, 1 aur, 2 bar-c, 1 blatta, 1 camph, 2 carb-v, 1 caust, 1 chin, 1 kali-c, 1 lach, 1 teucr, 1 nat-s, 1 op, 1 sil, 1 sulph
- বয়োজ্যেষ্ঠ্, ব্যাক্তির হাঁপানি সর্দি – ELDERLY, people asthma colds (1)
- বয়োজ্যেষ্ঠ্, ব্যাক্তির হাঁপানি কাশি, তার সহিত সুড়সুড় বোধ – ELDERLY, people asthma cough, with tickling (1)
- বয়োজ্যেষ্ঠ্, ব্যাক্তির হাঁপানিতে ফুসফুস পক্ষাঘাতে আক্রান্ত, এটি নিউমোনিয়ার প্রথম পর্যায় – ELDERLY, people asthma lungs, threatened paralysis of, at an early stage of pneumonia (1)
- বয়োজ্যেষ্ঠ্, ব্যাক্তির হাঁপানি, যখন যৌন আকাংখা নিয়ে কারো নিকটে যায় – ELDERLY, people asthma sex, when attempting, man (1)
- সন্ধিবাত, ধাতুগত ভাবে, তার সহিত পর্যায়ক্রমে হাঁপানি – GOUTY, constitutions alternates with, asthma (1)
- সন্ধিবাত, ধাতুগত ভাবে, তার সহিত পর্যায়ক্রমে হাঁপানি, কপালে ব্যাথা – GOUTY, constitutions alternates with, asthma with, pain in forehead (1)
- হিস্টিরিয়া রোগীর, ধাতুগত হাঁপানি, হৃদস্পন্ধন, ডিসনিয়া, মানুষিক অবসাদ এবং হজমে গন্ডগোল – HYSTERICAL, constitutions asthma, palpitation, dyspnoea, prostration, and digestive troubles (1)
- হিস্টিরিয়া রোগীর, ধাতুগত আক্ষেপিক হাঁপানি, স্বপনে উৎকন্ঠা, এমন অনুভূতি যেন বস্ত্রাবৃত ছিল – HYSTERICAL, constitutions spasmodic asthma, caused by anxious dreams, sensation as if clothing were (1)
- বিষন্ন প্রকৃতির, ধাতুগত ব্যাক্তির আক্ষেপিক হাঁপানি, স্বপনে উৎকন্ঠা, এমন অনুভূতি যেন বস্ত্রাবৃত ছিল – MELANCHOLIC, constitutions asthma, spasmodic, caused by anxious dreams, sensation as if clothing wer (1)
- পেশাদার, খনির শ্রমিকদের, হাঁপানি, কয়লাধুলোরমধ্যেশ্বাস গ্রহনদ্বারাসৃষ্ট – OCCUPATIONS, miners, asthma, produced by inhalation of coal dust (1)
- পেশাদার, নাবিকদের হাঁপানি, যখন তারা তীরে আসে – OCCUPATIONS, sailors, asthma, on going ashore (1)
- রক্তবর্ণ,ধাতুগত ব্যাক্তির, হাঁপানি, যেন জীবনের সাথে মিসে আছে – SANGUINE, constitutions asthma, in lively subjects (1)
- সাপ্তাহিক, রোগাগ্রস্থ, ধাতুগত ব্যাক্তির, হাঁপানি – WEAKLY, sickly, constitutions asthma (2) যুবক ব্যাক্তির হাঁপানি, সাধারনত আবহাওয়ার সামান্ন পরিবর্তনে ব্রংকিয়াল সর্দিতে আক্রান্ত হয় – YOUNG people asthma, from a general, bronchial catarrh, afterwards with every change of weather (1)
Murphy Lungs
- হাঁপানি – ASTHMA, (188)2 acon, 2 agar, 1 all-c, 1 aloe, 1 alum, 1 alumn, 3 AMBR, 2 am-c, 1 aml-n, 1 anac, 1 ant-ar, 1 ant-c, 2 ant-t, 2 apis, 1 aral, 3 ARG-N, 1 arn, 3 ARS, 3 ARS-I, 1 arum-t, 2 asaf, 1 asar, 1 asc-t, 1 atro, 2 aur, 1 bac, 2 bar-c, 1 bar-m, 2 bell, 3 BLATTA, 2 bov, 2 brom, 2 bry, 2 cact, 2 calad, 2 calc, 1 camph, 1 cann-i, 2 cann-s, 2 caps, 1 carb-an, 1 carbn-s, 2 carb-v, 3 CARC, 1 card-m, 1 caust, 1 cham, 1 chel, 2 chin, 2 chin-ar, 2 chlol, 1 chlor, 2 cic, 1 cina, 1 cist, 2 coca, 1 cocain, 1 cocc, 1 coc-c, 2 coff, 2 colch, 1 coloc, 2 con, 1 croc, 2 crot-h, 1 croto-t, 3 CUPR, 2 cupr-acet, 1 cupr-ar, 1 daph, 2 dig, 2 dros, 2 dulc, 2 euph, 1 eup-per, 2 ferr, 2 ferr-ar, 1 ferr-i, 1 ferr-p, 1 gall-ac, 2 gels, 1 glon, 2 graph, 1 grat, 1 grin, 2 hep, 2 hippoz, 1 hydr-ac, 1 hyos, 1 ictod, 2 ign, 2 iod, 3 IP, 3 KALI-AR, 2 kali-bi, 2 kali-br, 3 KALI-C, 2 kali-chl, 2 kali-i, 3 KALI-N, 2 kali-p, 2 kali-s, 1 lac-d, 2 lach, 1 lact, 2 laur, 2 led, 1 lem-m, 3 LOB, 2 lyc, 1 magn-gr, 1 manc, 2 med, 1 meny, 2 meph, 1 merc, 1 merc-i-r, 1 mez, 1 morph, 2 mosch, 2 naja, 2 naphtin, 1 nat-ar, 1 nat-c, 2 nat-m, 1 nat-p, 3 NAT-S, 2 nit-ac, 1 nux-m, 2 nux-v, 1 ol-an, 2 op, 1 par, 1 petr, 1 phel, 2 phos, 2 phyt, 1 plat, 1 plb, 1 podo, 2 psor, 1 ptel, 3 PULS, 1 queb, 1 ran-s, 1 raph, 1 rhod, 1 rumx, 2 ruta, 1 sabad, 1 sabin, 3 SAMB, 2 sang, 1 sars, 1 scroph-n, 1 sec, 1 sel, 2 seneg, 2 sep, 3 SIL, 1 sin-n, 1 spig, 3 SPONG, 1 squil, 2 stann, 2 still, 3 STRAM, 1 stront-c, 1 stry, 3 SULPH, 2 sul-ac, 1 syph, 1 syc-co, 1 tab, 1 tela, 1 ter, 2 thuj, 1 tub, 1 vario, 2 verat, 1 verat-v, 1 viol-o, 1 viol-t, 3 VISC, 1 xan, 1 zinc, 1 zinc-m, 2 zing
- হাঁপানি – বায়ু প্রবাহে বৃদ্ধি- ASTHMA, air, draft of, agg. (4)
- হাঁপানি – পাহাড়ি বায়ু প্রবাহে উপশম – ASTHMA, air, draft of, agg. mountain, air amel. (2)
- হাঁপানি – খোলা বায়ু প্রবাহে উপশম – ASTHMA, air, draft of, agg. open, amel. (4)
- হাঁপানি – সামুদ্রিক বায়ু প্রবাহে উপশম – ASTHMA, air, draft of, agg. sea air, amel. (2)
- হাঁপানি – মদ্যপায়ীদের – ASTHMA, alcoholics (2)
- হাঁপানি – এলার্জিক হাঁপানি, তার সহিত হেফিভার – ASTHMA, allergic, hay fever, with (37)
- হাঁপানি – এলার্জিক হাঁপানি, তার সহিত হেফিভার ও হাঁচি – ASTHMA, allergic, hay fever, with sneezing, with (11)
- হাঁপানি, উচ্চস্থানে – ASTHMA, altitude, from (4)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে উদ্ভেদ – ASTHMA, alternating, with eruptions (15)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে উদরাময়, রাত্রিকালিন – ASTHMA, alternating, with diarrhea, nocturnal (1)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে গেঁটেবাত – ASTHMA, alternating, with gout (3)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে মাথাব্যাথা – ASTHMA, alternating, with headache (3)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে আমবাত – ASTHMA, alternating, with urticaria (1)
- হাঁপানি, তার সহিত পর্যায়ক্রমে আক্ষেপিক বমি – ASTHMA, alternating, with vomiting, spasmodic (2)
- হাঁপানি, রাগান্বিত হওয়ার পর – ASTHMA, anger, after (6)
- হাঁপানি, তার সহিত উৎকন্ঠা – ASTHMA, anxiety, with (4)
- হাঁপানি, শরৎকালিন – ASTHMA, autumn (1)
- হাঁপানি, উদ্গারে উপশম – ASTHMA, belching, amel. (2)
- হাঁপানি, মাথা পিছনের দিকে বাকালে উপশম – ASTHMA, bending, head backwards amel. (3)
- হাঁপানি, সামনের দিকে মাথা দোলায় – ASTHMA, bending, head backwards amel. forwards, rocking (1)
- হাঁপানি, তার সহিত ব্রঙ্কিয়াল শ্লেষ্মা – ASTHMA, bronchial catarrh, with (18)
- হাঁপানি, তার সহিত গলা ও বুক জ্বালা – ASTHMA, burning, in throat and chest, with (1)
- হাঁপানি, আবহাওয়া পরিবর্তনে – ASTHMA, change, of weather (3)
- হাঁপানি, শিশুদের টিকা দেওয়ার পর – ASTHMA, children vaccination, after (4)
- হাঁপানি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি – ASTHMA, cold, air agg. (5)
- হাঁপানি, টিকা দেওয়ার পর ঠান্ডা বাতাসে উপশম – ASTHMA, cold, air agg. vaccination, after amel. (4)
- হাঁপানি, স্যাতসেতে আবহাওয়ার ঠান্ডা বাতাসে বৃদ্ধি – ASTHMA, cold, air agg. damp, weather (4)
- হাঁপানি, শুষ্ক আবহাওয়ার ঠান্ডা বাতাসে বৃদ্ধি – ASTHMA, cold, air agg. dry weather (3)
- হাঁপানি, ঠান্ডা পানিতে বৃদ্ধি – ASTHMA, cold, air agg. water, agg. (1)
- হাঁপানি, ঠান্ডা পানিতে উপশম – ASTHMA, cold, air agg. water, agg. amel. (1)
- হাঁপানি, ঠান্ডা প্রয়োগে – ASTHMA, cold, taking, from (12)
- হাঁপানি, গরম লাগা অবস্থায় ঠান্ডা প্রয়োগে – ASTHMA, cold, taking, from heated, when (1)
- হাঁপানি, গ্রীষ্ম কালে ঠান্ডা প্রয়োগে – ASTHMA, cold, taking, from summer, in (1)
- হাঁপানি, ধাতুগত – ASTHMA, constitutionally (8)
- হাঁপানি, তার সহিত গলদেশের সংকোচন – ASTHMA, constriction in throat, with (7)
- হাঁপানি, তার সহিত সর্দি – ASTHMA, coryza, with (8)
- হাঁপানি, সর্দির পর, গ্রীষ্ম কালে – ASTHMA, coryza, with after, summer in (2)
- হাঁপানি, হওয়ার পূর্বে সর্দি লাগে – ASTHMA, coryza, with preceded by (6)
- হাঁপানি, এজমাটিক কাশি – ASTHMA, coughing, asthmatic (102)
- হাঁপানি, এজমাটিক কাশিতে বৃদ্ধি – ASTHMA, coughing, asthmatic agg. (1)
- হাঁপানি, এজমাটিক কাশির পর – ASTHMA, coughing, asthmatic after (1)
- হাঁপানি, খালধরা, হাপানির সহিত শরীরের বিভিন্ন স্থানের পেশিতে আক্ষেপ – ASTHMA, cramp, muscular spasm of various parts, with (1)
- হাঁপানি, তার সহিত নীলকৃষ্ণ রোগ – ASTHMA, cyanosis, with (4)
- হাঁপানি, স্যাতসেতে পরিবেশে – ASTHMA, dampness, from (6)
- হাঁপানি, নিরাশ হয়ে পরে, তার সহিত চিন্তা করতে থাকে যেন সে মারা যাবে – ASTHMA, despondency, thinks she will die, with (2)
- হাঁপানি, তার সহিত উদরাময় – ASTHMA, diarrhea following, with (1)
- হাঁপানি, হজমে গন্ডগোলের পর – ASTHMA, digestion disturbed, after (12)
- হাঁপানি, দুপুরের খাবারের পর – ASTHMA, dinner, after (1)
- হাঁপানি, শুষ্ক আবহাওয়ায় বৃদ্ধি – ASTHMA, dry weather, agg. (2)
- হাঁপানি, ধুলাবালি শ্বাসে গ্রহনের ফলে – ASTHMA, dust, from inhaling (8)
- হাঁপানি, খাবার খাওয়ার পর – ASTHMA, eating, after (3)
- হাঁপানি, খাবার খাওয়ার পর উপশম – ASTHMA, eating, after amel. (2)
- হাঁপানি, উদর পূর্ন করে খাবার খাওয়ার পর বৃদ্ধি – ASTHMA, eating, after satisfying, agg. (1)
- হাঁপানি, বয়োজ্যেষ্ঠ, ব্যাক্তির – ASTHMA, elderly, people, in (10)
- হাঁপানি, আবেগ অনুভূতির পর – ASTHMA, emotions, after (12)
- হাঁপানি, জিহ্বার গোঁড়ার দিকে, আক্ষেপ বা দুর্বলতা – ASTHMA, epiglottis, spasms or weakness of (1)
- হাঁপানি, উদ্ভেদ, চাপাপড়ার পর – ASTHMA, eruptions, after suppressed (12)
- হাঁপানি, সন্ধা কালে – ASTHMA, evening (9)
- হাঁপানি, সন্ধা কালে বিছানায় থাকা অবস্থায় – ASTHMA, evening bed, in (3)
- হাঁপানি, পরিশ্রম করা হতে – ASTHMA, exertion, from (4)
- হাঁপানি, শুয়ে থাকার পর পরিশ্রম করা হতে – ASTHMA, exertion, from lying down, after (12)
- হাঁপানি, রাত ৯ টায় পরিশ্রম করা হতে – ASTHMA, exertion, from night, 9 p.m. (1)
- হাঁপানি, উত্তেজনায় – ASTHMA, excitement (23)
- হাঁপানি, শ্লেষ্মা উঠলে, উপশম – ASTHMA, expectoration, amel. (11)
- হাঁপানি, মুখমণ্ডলের কুশ্রী বিখাউজ উপশম হওয়ার পরে হাঁপানি – ASTHMA, faceache, with, after disappearance of tetter on face (1)
- হাঁপানি, পেট ফাঁপা হতে – ASTHMA, flatulence, from (10)
- হাঁপানি, কুয়াশায় বৃদ্ধি – ASTHMA, fog, agg. (1)
- হাঁপানি, সুড়সুড়ি বোধ, হাঁপানির অনতিপূর্বে – ASTHMA, formication, preceded by (2)
- হাঁপানি, ভয় পাওয়ার পর – ASTHMA, fright, after (3)
- হাঁপানি, তার সহিত পাকস্থলী সংক্রান্ত বিকলতা – ASTHMA, gastric derangements, with (12)
- হাঁপানি, তার সহিত গলগন্ড – ASTHMA, goitre, with (1)
- হাঁপানি, গনোরিয়া চাপাপড়া হতে – ASTHMA, gonorrhea, from suppressed (2)
- হাঁপানি, সন্ধিবাত, বাতজ্বরের সহিত – ASTHMA, gout, rheumatism, with (3)
- হাঁপানি, মস্তক হাটুর নিকটে নিয়ে আসে – ASTHMA, head, on knee position (1)
- হাঁপানি, তার সহিত হৃৎপিন্ডের সমস্যা – ASTHMA, heart, problems, with (37)
- হাঁপানি, তার সহিত হৃৎপিন্ডের মেদাপকর্ষ – ASTHMA, heart, problems, with fatty degeneration of, from (2)
- হাঁপানি, উত্তাপে বৃদ্ধি – ASTHMA, heat, agg. (2)
- হাঁপানি, তার সহিত অর্শ – ASTHMA, hemorrhoids, with (2)
- হাঁপানি, লাল লাল দাগ ও চুলকানি যুক্ত চর্মরোগ হতে – ASTHMA, hives, from (2)
- হাঁপানি, ঘোড়ার নিকটে গেলে – ASTHMA, horse, coming in contact with (1)
- হাঁপানি, সেঁতসেঁতে স্থানে – ASTHMA, humid (19)
- হাঁপানি, সেঁতসেঁতে স্থানে শিশুদের – ASTHMA, humid children, in (3)
- হাঁপানি, তার সহিত হাইড্রোথোরাক্স – ASTHMA, hydrothorax, with (1)
- হাঁপানি, হিস্টিরিয়া রোগীদের – ASTHMA, hysterical (12)
- হাঁপানি মৃগীরোগের প্রকোপ শেষ হতেই হাঁপানি – ASTHMA, hysterical tears, flow of, ending in (1)
- হাঁপানি, মেরুদন্ডে আঘাত পাওয়ার পর – ASTHMA, injury, of spine, after (2)
- হাঁপানি, তার সহিত অনিদ্রা – ASTHMA, insomnia, with (2)
- হাঁপানি, তার সহিত সবিরাম জ্বর – ASTHMA, intermittent, fever, with (1)
- হাঁপানি, তার সহিত চুলকানি – ASTHMA, itching, with (5)
- হাঁপানি, হাসলে বৃদ্ধি – ASTHMA, laughing, agg. (1)
- হাঁপানি, পিছন দিকে হেলান দিলে – ASTHMA, leaning, backwards (1)
- হাঁপানি, প্রতিবার পরিতৃপ্ত আহার করার পর – ASTHMA, meal, after every satisfying (1)
- হাঁপানি, হামের পর – ASTHMA, measles, after (2)
- হাঁপানি, ঋতুস্রাব অবস্থায় – ASTHMA, menses, during (1)
- হাঁপানি, ঋতুস্রাব দমন করার পর – ASTHMA, menses, during after suppression of (2)
- হাঁপানি, ঋতুস্রাবের পুর্বে – ASTHMA, menses, during before (1)
- হাঁপানি, ঋতুস্রাব অবস্থায় দম ফুঁড়িয়ে যাওয়া – ASTHMA, menses, during scanty (1)
- হাঁপানি, হাঁচি, ঋতুস্রাব অবস্থায় নিদ্রা হতে জাগ্রত হলে – ASTHMA, menses, during seizures, in, awaking him during sleep (4)
- হাঁপানি, ঋতুস্রাব অবস্থায় নিদ্রা হতে জাগ্রত হলে – ASTHMA, menses, during waking from sleep (4)
- হাঁপানি, মানুষিক পরিশ্রমে – ASTHMA, mental, exertion (1)
- হাঁপানি, পারদ সেবনের পর – ASTHMA, mercury, after (1)
- হাঁপানি, মধ্যরাত্রির পর – ASTHMA, midnight, after (8)
- হাঁপানি, মধ্যরাত্রির পর বিছানা হতে লাফ দিয়ে উঠে – ASTHMA, midnight, after must spring out of bed (3)
- হাঁপানি, খনি শ্রমিকদের হাঁপানি, কয়লার ধুলা হতে – ASTHMA, miner’s asthma, from coal dust (5)
- হাঁপানি, সেঁতসেঁতে ছত্রাকময় পরিবেশ হতে – ASTHMA, moldy, environment, from (4)
- হাঁপানি, সকালে – ASTHMA, morning (13)
- হাঁপানি, সকালে বিছানায় থাকা অবস্থায় – ASTHMA, morning bed, in (2)
- হাঁপানি, সকাল ১০ টায় – ASTHMA, morning 10 a.m. (1)
- হাঁপানি, সকাল ১০ টা থেকে ১১ টা – ASTHMA, morning 10 a.m. 10 to 11 a.m. (1)
- হাঁপানি, সকালে তারাতারি জাগ্রত হয় – ASTHMA, morning waking, early (9)
- হাঁপানি, সকালে জাগ্রত হলে – ASTHMA, morning waking, on (3)
- হাঁপানি, সংগীতে বৃদ্ধি – ASTHMA, music, agg. (1)
- হাঁপানি, তার সহিত বমিভাব – ASTHMA, nausea, with (3)
- হাঁপানি, স্নায়ুবিক – ASTHMA, nervous (4)
- হাঁপানি, রাত্রে – ASTHMA, night (31)
- হাঁপানি, রাত্র ৯ টায় – ASTHMA, night 9 p.m. (1)
- হাঁপানি, রাত ১০ টায় – ASTHMA, night 10 p.m. (1)
- হাঁপানি, রাত ১০ টা ১১ টায় যখন প্রস্রাব করে – ASTHMA, night 10 p.m. 11 p.m. when urinating (1)
- হাঁপানি, ১১ টা থেকে ২ টা পর্যন্ত – ASTHMA, night 10 p.m. 11 p.m. to 2 a.m. (2)
- হাঁপানি, রাত ২ টায় – ASTHMA, night 2 a.m. (4)
- হাঁপানি, ২ টা থেকে ৩ টা পর্যন্ত – ASTHMA, night 2 a.m. 2 to 3 a.m. (2)
- হাঁপানি, ২ টা থেকে ৪ টা পর্যন্ত – ASTHMA, night 2 a.m. 2 a.m. to 4 a.m. (2)
- হাঁপানি, রাত ৩ টায় – ASTHMA, night 3 a.m. (5)
- হাঁপানি, ৪ টা থেকে ৫ টা পর্যন্ত – ASTHMA, night 4 to 5 a.m. (3)
- হাঁপানি, রাত ৫ টায় – ASTHMA, night 5 a.m. (2)
- হাঁপানি, দুপুরে – ASTHMA, noon (1)
- হাঁপানি, গন্ধ হতে – ASTHMA, odors, from (2)
- হাঁপানি, তার সহিত বক্ষস্পন্ধন – ASTHMA, palpitations, with (5)
- হাঁপানি, স্ববিরাম – ASTHMA, periodic (18)
- হাঁপানি, প্রতি ৮ দিন পর পর – ASTHMA, periodic every 8 days (3)
- হাঁপানি, তরুন ফুস্কুরি চাপা পড়ার পর – ASTHMA, rash, after suppression of acute (4) হাঁপানি সাম্প্রতিক ও হালকা প্রকৃতির – ASTHMA, recent, uncomplicated cases (2)
- হাঁপানি, তার সহিত বাতরোগ – ASTHMA, rheumatism, with (3)
- হাঁপানি, তার সহিত গেঁটে বাতের অভিযোগ – ASTHMA, rheumatism, with rheumatic-gouty complaints, with (1)
- হাঁপানি, অশ্বারোহনে বৃদ্ধি – ASTHMA, riding, agg. (1)
- হাঁপানি, দোল খেলে উপশম – ASTHMA, rocking, amel. (1)
- হাঁপানি গোলাপ ফুলের ঘ্রান নিয়ে সর্দি লেগে – ASTHMA, rose cold, following (1)
- হাঁপানি, নাবিকগন, তীরে আসার সাথে সাথে – ASTHMA, sailors, as soon as they go ashore (1)
- হাঁপানি, সমুদ্রতীরে উপশম – ASTHMA, seashore, amel. (1)
- হাঁপানি, যৌনক্রিয়া কালে – ASTHMA, sex, during (2)
- হাঁপানি, যৌনক্রিয়ার পরে – ASTHMA, sex, during after (3)
- হাঁপানি, তার সহিত যৌন উদ্দিপনা – ASTHMA, sexual excitation, with (1)
- হাঁপানি, নিদ্রার, সময় আসলে – ASTHMA, sleep, coming on during (11)
- হাঁপানি, নিদ্রার, পরে – ASTHMA, sleep, coming on during after (4)
- হাঁপানি, নিদ্রিতাবস্থায় নিদ্রা ভঙ্গ হয়ে – ASTHMA, sleep, coming on during falling asleep, after (5)
- হাঁপানি, বিছানায় উঠে বসতে বাধ্য হয় – ASTHMA, sit up, must, in bed (1)
- হাঁপানি, তার সহিত চর্মরোগ – ASTHMA, skin disease, with (2)
- হাঁপানি, ধুমপান হতে – ASTHMA, smoking, from (4)
- হাঁপানি, ধূমপানে উপশম – ASTHMA, smoking, from amel. (1)
- হাঁপানি, আকস্মিক আক্ষেপিক – ASTHMA, spasmodic (58)
- হাঁপানি, বসন্ত কালে – ASTHMA, spring, in (1)
- হাঁপানি, মলত্যাগে উপশম – ASTHMA, stool, amel. (1)
- হাঁপানি, হঠাৎ আক্রান্ত হয় – ASTHMA, sudden, attacks (3)
- হাঁপানি, শ্বাসরোধকর – ASTHMA, suffocative (5)
- হাঁপানি, গ্রীষ্মকালীন – ASTHMA, summer, in (3)
- হাঁপানি, গ্রীষ্মকালে উপশম – ASTHMA, summer, in amel. (1)
- হাঁপানি, পায়ের তালুর ঘাম চাপাপড়া হতে – ASTHMA, suppressed, foot sweat, from (2)
- হাঁপানি, চাপাপড়ায় – ASTHMA, suppression, from (1)
- হাঁপানি, চাপাপড়ায় – ASTHMA, sycotic (4)
- হাঁপানি, কথা বললে বৃদ্ধি – ASTHMA, talking, agg. (2)
- হাঁপানি, কথা বললে উপশম – ASTHMA, talking, agg. amel. (1)
- হাঁপানিতে আক্রান্ত হলে বিখাউজ চর্ম রোগ চলে যায় – ASTHMA, tetter recedes with attack (1)
- হাঁপানি, পিপাসা, বমিভাব, বুকে সুইফুটানোর মত এবং জালাকর বেদনা – ASTHMA, thirst, nausea, stitches and burning in chest, with (1)
- হাঁপানি, বজ্রঝড় অবস্থায় – ASTHMA, thunderstorm, during (4)
- হাঁপানি, যক্ষ্মারোগের, সহিত – ASTHMA, tuberculosis, with (1)
- হাঁপানি, মুত্রবিকার জনিত – ASTHMA, uremia, with (1)
- হাঁপানি, প্রশ্রাব করার সময় – ASTHMA, urinating, while (1)
- হাঁপানি, তার সহিত বেদনা যুক্ত রাত্রিকালিন প্রশ্রাব – ASTHMA, urination, painful at night, with (1)
- হাঁপানি, তার সহিত প্রস্রাবের সাথে ঘন ও শক্ত পদার্থ নির্গত হয় – ASTHMA, urine supersaturated with solids, with (1)
- হাঁপানি, টিকা নেওয়ার পর – ASTHMA, vaccination, after (3)
- হাঁপানি, হয়রানি-পরিশ্রম, হতে – ASTHMA, vexation, from (1)
- হাঁপানি, তার সহিত শীরোঘুর্নন – ASTHMA, vertigo, with (1)
- হাঁপানি, তার সহিত বমি – ASTHMA, vomiting, with (3)
- হাঁপানি, বমি হলে উপশম – ASTHMA, vomiting, with amel. (1)
- হাঁপানি, উষ্ণ খাবারে বৃদ্ধি – ASTHMA, warm, food agg. (2)
- হাঁপানি, উষ্ণ ঘরে বৃদ্ধি – ASTHMA, warm, food agg. room agg. (3)
- হাঁপানি, উষ্ণ, ঘরের খোলা বাতস হতে – ASTHMA, warm, food agg. room from the open air (2)
- হাঁপানি, পানি, পরিবর্তনে বৃদ্ধি – ASTHMA, weather, change of agg. (5)
- হাঁপানি, ভেজা, আবহাওয়ায় – ASTHMA, wet, weather, in (9)
- হাঁপানি, ভেজা, উষ্ণ, আবহাওয়ায় – ASTHMA, wet, weather, in warm, wet weather (3)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী – ASTHMA, wheezing (73)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, বিকালে – ASTHMA, wheezing afternoon (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, দিনের বেলা – ASTHMA, wheezing daytime (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, সন্ধ্যা কালে – ASTHMA, wheezing evening (2)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, সন্ধ্যা কালে বিছানায় – ASTHMA, wheezing evening bed, in (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, সন্ধায় শয়ন কালে – ASTHMA, wheezing evening lying down, on (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, শ্লেষ্মা নির্গমনে উপশম – ASTHMA, wheezing expectoration amel. (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, শ্বাসত্যাগ কালে – ASTHMA, wheezing expiring, when (3)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, শ্বাসগ্রহন কালে – ASTHMA, wheezing inspiring, while (5)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, মধ্যরাত্রির পর – ASTHMA, wheezing midnight, after (2)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, রাত্রি কালে – ASTHMA, wheezing night (2)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, বসা অবস্থায় – ASTHMA, wheezing sitting up, while (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, নিদ্রাবস্থায় – ASTHMA, wheezing sleep, during (1)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, ধুমপানে – ASTHMA, wheezing smoking, on (2)
- হাঁপানি, সাঁই সাঁই শব্দকারী, উষ্ণ ঘড়ে – ASTHMA, wheezing warm room (1)
- হাঁপানি, হুপিং কাশি, হতে – ASTHMA, whooping, cough, from (1)
- হাঁপানি, বাতাসের, প্রতিকুলে হাটলে – ASTHMA, wind, walking against (1)
- হাঁপানি, বায়ুময় আবহাওয়ায় – ASTHMA, windy, weather (1)
- হাঁপানি, শীতকালীন, আক্রমন – ASTHMA, winter, attacks (4)
Murphy Arms
- বর্নবিকৃতি, বাহু নিল, তার সহিত হাঁপানি – DISCOLORATION, blue asthma, with (1)
- উদ্ভেদ, পর্যায়ক্রমে হাঁপানি ও অগ্রবাহুতে ব্রনের মত উদ্ভেদ – ERUPTIONS, forearms pimples alternating with asthma (1)
- উদ্ভেদ, পর্যায়ক্রমে হাঁপানি ও অগ্রবাহুতে ছোট ছোট লাল ফুস্কুড়ি – ERUPTIONS, forearms rash rash, alternating with asthma (1)
- ফুস্কুড়ির সহিত পর্যায়ক্রমে হাঁপানি – RASH alternating with asthma (2)
Murphy Chest
- সংকোচন হাঁপানিসংক্রান্ত – CONSTRICTION asthmatic (10) 1 ang, 1 ars, 3 CACT, 1 coff, 2 led, 2 lob, 1 mez, 1 naja, 1 nux-v, 1 sulph
- ফুলা, শোথ, তার সহিত হাঁপানি – EDEMA, dropsy asthma, with (1)
- ফুস্কুড়ির সহিত পর্যায়ক্রমে হাঁপানি – RASH alternating with asthma (1)
Murphy Children
- হাঁপানি, শিশুদের – ASTHMA, children (29)2 acon, 1 ambr, 3 ANT-T, 3 ARS, 2 carc, 3 CHAM, 3 IP, 1 kali-ar, 1 kali-br, 1 kali-c, 1 kali-i, 3 KALI-N, 3 KALI-S, 1 lob, 3 MED, 2 mosch, 3 NAT-S, 1 nux-v, 1 psor, 3 PHOS, 3 PULS, 3 SAMB, 1 sanic, 2 sil, 1 stram, 1 sulph, 2 thuj, 3 TUB, 1 vib
- হাঁপানি, শিশুদের, টিকা দেওয়ার পর – ASTHMA, children vaccination, after (3)
Murphy Diseases
- হাঁপানি- ASTHMA, (188)
- এলার্জির, প্রতিক্রিয়ায় হাঁপানি – ALLERGIC, reactions asthma (25)
- এলার্জির, প্রতিক্রিয়ায় হাঁপানি তার সহিত হাঁচি – ALLERGIC, reactions asthma sneezing, with (11)
- হাঁপানি, এলার্জি, তার সহিত হেফিভার – ASTHMA, allergic, hay fever, with (37)
- হাঁপানি, এলার্জি, তার সহিত হেফিভার ও হাঁচি – ASTHMA, allergic, hay fever, with sneezing, with (11)
- হাঁপানি, তার সহিত ব্রংকিয়াল সর্দি – ASTHMA, bronchial catarrh, with (18)
- হাঁপানি, শিশুদের – ASTHMA, children (29)
- হাঁপানি, শিশুদের টিকা দেওয়ার পর – ASTHMA, children vaccination, after (4)
- শোথ বাহ্যিক ভাবে, হাঁপানি, তার সহিত আক্ষেপ, শিশুদের – EDEMA, general, external, asthma, with spasmodic, of children (1)
- শীর্ন, দেহ, হাঁপানি রোগীর – EMACIATION, body asthma, in (1)
- গলগণ্ড, থাইরইড গ্লান্ডের, তার কারনে হাঁপানি – GOITRE, thyroid asthma, causes (1)
- ভালো সাস্থ্য থাকে হাঁপানি আক্রমনের পুর্বে – GOOD health before paroxysms alternates with asthma (1)
- হেফিভার, তার সহিত হাঁপানিসংক্রান্তশ্বাস – HAY fever, asthmatic breathing, with (24)
- টিকা দেওয়ায়, অসুস্থ্যতা, হাঁপানি আক্রমনের পরে – VACCINATIONS, ailments, after asthma, after (4)
Murphy Emergency
- এলার্জির, প্রতিক্রিয়ায় হাঁপানি- ALLERGIC, reactions asthma (25)
- এলার্জির, প্রতিক্রিয়ায় হাঁপানি তার সহিত হাঁচি – ALLERGIC, reactions asthma sneezing, with (10)
Murphy Face
- বর্নবিকৃতি, নিল বর্ন, হাঁপানির প্রভাবে – DISCOLORATION, bluish asthma, in (3)
- ঝাকি দিয়ে উঠা, মুখমন্ডল , হাঁপানির পুর্বে – TWITCHING, facial asthma, before (1)
Murphy Female
- ঋতুস্রাব চপাপড়া, তার সহিত হাঁপানি – MENSES, suppressed, asthma, with (2)
Murphy Fever
- সবিরাম জ্বরের সহিত হাঁপানি, প্রতিবৎসর হয় – INTERMITTENT fever asthma, with, for a year (1)
Murphy Glands
- থাইরইড গ্লান্ডের, গলগণ্ড, তার কারনে হাঁপানি – THYROID, gland, goitre asthma, causes (1)
- প্লীহা, বড় হয় হাঁপানি অবস্থায় – SPLEEN, general enlarged asthma, in (1)
Murphy Headache
- মাথা ব্যাথার সহিত পর্যায়ক্রমে হাঁপানি – ALTERNATING, with, asthma (3)
Murphy Heart
- হৃত্স্পন্দন, ক্ষীণ, হতাসার পর, তার সহিত হাঁপানিতে আক্রান্ত হয় – HEARTBEATS, feeble, after disappointment of affections asthma, with (1)
- হৃত্স্পন্দন, জোরে হয় হাঁপানি অবস্থায় – HEARTBEATS, strong asthma, in (1)
- হৃত্স্পন্দন, অত্যধিক হাঁপানি অবস্থায় – HEARTBEATS, violent asthma, in (1)
Murphy Joints
- দংশন করার মত, বেদনা, তার সহিত পর্যায়ক্রমে হাঁপানি – GNAWING, pain alternates with asthma (1)
Murphy Liver
- রক্ত সঞ্চয়, তার সহিত হাঁপানি – CONGESTION, asthma, with (1)
- স্থানচ্যুত, কলিজা, হাঁপানি অবস্থায় – DISPLACED, liver asthma, in (1)
- কলিজা বড় হয় হাঁপানি অবস্থায়, এমফেসিমেটাস, এমন অনুভূতি হতে পারে যে তার কলিজা নিচের রিব পর্যন্ত নেমেছে – ENLARGED asthma, in emphysematous, can be felt below ribs, (1)
Murphy Mouth
- শ্বাস-প্রশ্বাসে, মুখে, নোনা মাছের গন্ধ, হাঁপানিতে আক্রান্ত হওয়ার পূর্বে – BREATH, mouth, odor fish brine, before asthma attack (1)
- লালাস্রাব, হাঁপানির সময় – SALIVATION, asthma, in (1)
Murphy Nerves
- মুর্ছাকল্পতা, হাঁপানি হতে – FAINTING, faintness, asthma, from (6)
Murphy Nose
- সর্দি, হাঁপানির ন্যায়, শ্বাস-প্রশ্বাসের সহিত – CORYZA, asthmatic, breathing, with (18)
- সর্দি, পুরাতন, যার ফলে দীর্ঘস্থায়ী হাঁপানি – CORYZA, chronic, long-continued asthma, causing (3)
- হেফিভার, হাঁপানির ন্যায়, শ্বাস-প্রশ্বাসের সহিত – HAY fever asthmatic breathing, with (24)
- হাঁচি, এলার্জিক হাঁপানি, তার সহিত হেফিভার – SNEEZING, general asthma, allergic, hay, with (11)
Murphy Pulse
- দ্রুত নাড়ি, হাঁপানি রোগে – FAST, pulse asthma, in (1)
- দ্রুত নাড়ি (১০০/মিনিট), হাঁপানি রোগে – FAST, pulse asthma, in 100 (1)
- দ্রুত নাড়ির, হাঁপানি রোগের সহিত হৃৎপিন্ডের পূর্নতা বা রক্তজমা – FAST, pulse asthma, in congestion to heart, with (1)
- দ্রুত নাড়ি মিলারিতে, হাঁপানি রোগে- FAST, pulse asthma, in millari (1)
- সবিরাম নাড়ি, হাঁপানির সময় থাইমাস গ্লান্ড রিজনে (স্টার্নাম বরাবর ভিতরে) থেমে থেমে নাড়ি স্পন্ধন – INTERMITTENT, pulse, beats asthma thymicum, in (1)
- অনিয়মিত, নাড়ি, হাঁপানির সময় থাইমাস গ্লান্ড রিজনে (স্টার্নাম বরাবর ভিতরে) অনিয়মিত নাড়ি স্পন্ধন – IRREGULAR, pulse asthma thymicum, in (1)
- ক্ষীণ নাড়ি মিলারিতে, হাঁপানি রোগে- SMALL, pulse asthma millari, in (2)
- আক্ষেপিক নাড়ি মিলারিতে, হাঁপানি রোগে- SPASMODIC, pulse asthma millari, in (1)
Murphy Skin
- উদ্ভেদ,পরিবর্তন হয়ে হাঁপানি – ERUPTIONS alternating with asthma (5)
- ফুসকুড়িতে, বুকে টান টান অনুভুতি পরিবর্তন হয়ে হাঁপানি – RASH, skin tightness of chest alternating with asthma (1)
- আমবাত, পরিবর্তন হয়ে হাঁপানি – URTICARIA, hives alternating with asthma (4)
- আমবাত, হাঁপানি অবস্থায় – URTICARIA, hives asthmatic, troubles, in (1)
Murphy Stomach
- উৎকন্ঠা, পাকস্থলিতে, হাঁপানি অবস্থায় – ANXIETY, in asthma, in (1)
- ঢেঁকুর-উদ্গার, হাঁপানির সহিত – BELCHING, general, asthma, with (1)
- হিক্কা, হাঁপানির শুরুতে – HICCOUGHS, general asthma, begins with (1)
Murphy Throat
- তীক্ষ্ণ বেদনা, হাঁপানির পূর্বে – SHARP, pain asthma, before (1)
Murphy Toxicity
- তামাকের, গন্ধে বৃদ্ধি, ধুমপানের পর হাঁপানি – TOBACCO, breathing, agg. after smoking asthma, after smoking (3)
- টিকা, দেওয়ার পর হাঁপানি – VACCINATIONS, asthma, after (4)
Murphy Urine
- সল্পমুত্রের, সহিত হাঁপানি – SCANTY asthma, with (1)
- সল্পমুত্রের,পুর্বে হাঁপানি – SCANTY asthma, with before (2)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
Can I simply say what a relief to uncover someone who really
knows what they are discussing on the net. You certainly
realize how to bring an issue to light and
make it important. A lot more people really need to check this out and understand this
side of your story. I was surprised you’re not more popular
because you surely possess the gift.
Spot on with this write-up, I truly feel this unique site needs
considerably more attention. I’ll most likely be back again to read through more,
many thanks for the info!
Asking them questions are truly pleasant thing when you are not understanding something
totally, except this paragraph gives good understanding
even.
I enjoy the helpful information you provide inside your articles.
I am going to bookmark your blog and appearance again here regularly.
I am just quite sure I will learn a lot of new stuff below!
Best of luck for the upcoming!
You really ensure it is seem very easy with your presentation nevertheless i find this topic to get actually
something that I do believe I would personally never understand.
It appears too complicated and very broad to me. I am just anticipating for your post, I’ll try to get the hang
from it!
I always spent my 30 minutes to read through this website’s posts at all times along with
a cup of coffee.
I’m unclear where you are getting the info, but great topic.
I needs to take some time learning more
or understanding more. Thanks for wonderful info I needed this information for
my mission.
Hi there, There’s undoubtedly that your blog may be
having web browser compatibility issues. Whenever I take a
look at blog in Safari, it looks fine however, when opening in IE, it’s got some
overlapping issues. I merely desired to offer you a quick heads up!
Other than that, excellent site!
Wonderful beat ! I wish to apprentice whilst you amend your web site, how can i subscribe for a weblog website?
The account helped us a applicable deal. I was tiny bit familiar of
this your broadcast offered vibrant transparent idea
An impressive share! I’ve just forwarded this onto a coworker who has been doing a little research
on this. And he in fact bought me dinner because I found
it for him… lol. So allow me to reword this…. Thanks for the
meal!! But yeah, thanks for spending time to talk about this topic
here on your web site.
My coder is trying to persuade me to maneuver to .net from PHP.
I have got always disliked the thought as a result of
costs. But he’s tryiong none the less. I’ve been utilizing Movable-type
on various websites for roughly each year and am concerned about switching to a different platform.
I have heard fantastic reasons for blogengine.net.
What is the way I could import all of my wordpress posts involved with it?
Any help would be really appreciated!
It is a great tip particularly to individuals a
new comer to the blogosphere. Short but very precise info Appreciate your
sharing this. A must read post!
Hello there, just became aware of your blog site through Google, and discovered that it is really informative.
I am just gonna watch out for brussels. I’ll be grateful if you continue this later on. A great deal of individuals
will be benefited from your writing. Cheers!
I’ve been browsing on-line over three hours lately, yet I
never found any fascinating article like yours. It’s beautiful worth enough for me personally.
Within my view, if all site owners and bloggers made
good written content as you probably did, the web will likely be a lot more useful than in the past.
Unquestionably assume that that you stated. Your chosen reason appeared
to be on the internet the easiest thing to pay attention to.
I have faith that for you, I definitely get irked while
people consider worries that they can just don’t learn about.
You was able to hit the nail upon the top plus defined out everything without needing side-effect , people could go on a signal.
Will likely return to obtain additional. Thanks
A few things i don’t understood is the simple truth is how
you are will no longer really much more well-preferred than you might be now.
You’re so intelligent. You realize thus significantly in terms of this matter, made me personally consider it from numerous numerous
angles. Its like women and men aren’t involved except it is
actually something to accomplish with Girl gaga!
Your individual stuffs excellent. Always handle it!