[PGP id=876]
ফুসফুস (Lungs) :
২টি ফুসফুস থোরাক্সের বিশাল অংশ অধিকার করে রাখে। ২টি ব্রংকাই গাছের ডালপালার ন্যায় অসংখ্য ছোট শাখায় বিভক্ত হয়।ব্রংকাই লোবার ব্রংকাই সেগমেন্টাল ব্রংকাই লবিউলার রেসপিরেটরি ব্রংকিওল আ্যাল-ভিউলারস্যাক এট্রিয়া আ্যালভিউলাস। আ্যালভিউলাস এর দেয়াল ছোট জালিকা শিরা দ্বারা আবৃত থাকে। এখানে অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড বিনিময় হয়। ডান ফুসফুস বড় এবং তিনটি লোবে বিভক্ত থাকে। বাম ফুসফুস ছোট ও দুইটি লোবে বিভক্ত। ফুসফুস প্লুরা নামক দুই স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। বিভিন্ন রোগে পানি জমা হলে তাকে প্লুরাল ইফিউশান/প্লুরেসি বলে। ফুসফুস অনেকটা স্পঞ্জের মত।
ফুসফুসের কাজ :
- ১) গ্যাস বিনিময় : অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।
- ২) উদ্বায়ী গ্যাস যেগুলি শরীরে তৈরি হয় যেমন-এমোনিয়া, কিটোন বডি, এলকোহল, জলীয় বাষ্প ইত্যাদি ফুসফুস দিয়ে বের হয়।
- ৩) শরীরের তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
- ৪) শরীরের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। প্রতিদিন শ্বাসের সাথে ৫০০-৮০০ মি.লি পানি বের য়ে যায়।
- ৫) রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]