স্তন টিউমার:
নোট:- স্তনের সব টিউমার ক্যান্সার নয় কিন্তু প্রায় সব ক্যান্সার টিউমার থেকে হয় । হোমিওপ্যাথিতে টিউমার আরোগ্য হলে এর কোন দাগ বা সামান্য কুফলও বর্তমান থাকেনা । ব্রেস্ট টিউমারের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
মূল থেকে পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।
সূচি
1. টিউমার।
2. ব্রেস্ট টিউমার।
3. হাত ও পায়ের টিউমার।
4. অস্থি বা হাড়ের টিউমার।
5. আভ্যন্তরীণ অঙ্গের টিউমার।
6. পুরুষ ও স্ত্রী যননাঙ্গের টিউমার।
7. রক্তনালীর ব্লক বা এনোরিজম টিউমার।
8. ব্রেইন, মাথা, নাক, কান, চোখ, মুখ ও গলার টিউমার।
টিউমার কি?
বিশ্বের সমস্ত প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরি। এই কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরপর মারা যায়। এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মমতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনও কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
স্তন পরীক্ষাঃ
স্তনে হাত দিয়ে চেপে দেখতে হবে কোন চাকা বা গুঁটির মতো আছে কি না। যদি গুটির মতো পাওয়া যায় টিউমারের প্রকৃতি জানার জন্য মেমোগ্রাম (Breast Mammogram) পরীক্ষা বা আল্ট্রাসনো (Breast Ultrasound) পরীক্ষা করার প্রয়োজন হয়। ক্যান্সারে আক্রান্ত কিনা জানতে এফ.এন.এ.সি (FNAC) বা বায়োপসি (Biopsy) পরীক্ষা করতে হয়। হোমিওপ্যাথি ডাক্তার গন FNAC/Biopsy পরীক্ষা অতি প্রয়োজন না হলে দিবেননা কারণ এতে রোগ আরো জটিল ও দুরারোগ্য হতে পারে।
টিউমারের কারণ:
বংশগত বা অর্জনগত মায়া-জমের প্রভাবে শরীরে টিউমারের ক্ষেত্র বা রোগপ্রবনতা তৈরি হয়। এ রোগপ্রবনতা যার শরীরে রয়েছে, উপযুক্ত পরিবেশে তার শরীরে টিউমার রোগ হিসাবে বিকশিত হয়।
ব্রেস্ট টিউমারের চিকিৎসা:
হোমিওপ্যাথিতে স্তন টিউমার ওষুধের মাধ্যমে চিকিৎসা করে আরোগ্য করা সম্ভব। হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘স্তন টিউমারের’ জন্য চিকিৎসা নিলে প্রায় ৭৫ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়।
স্তন টিউমারের রোগ লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক।
হোমিওপ্যাথিতে ব্রেস্ট টিউমারের চিকিৎসা এর জন্য নিচে দেয়া ৩৯ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক সমূহ অত্যন্ত গুরুত্ব পূর্ণ বিষয়, তবে চূড়ান্ত বিষয় নয়, আরো অনেক কিছু জেনে চিকিৎসা দিতে হবে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহ হতে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে। (লক্ষণ সমূহের গাইডলাইন নির্দেশনা পোস্টের নিচে দেয়া আছে)
- স্তন টিউমার – BREAST TUMORS (৪৫ টি ঔষধের নাম ও তার গ্রেড দেয়া হল) 1 ars-i, 2 aster, 2 bell, 3 BELL-P, 1 berb-a, 2 brom, 1 bry, 1 calc, 2 calc-f, 1 calen, 2 carb-an, 1 cham, 2 chim, 1 clem, 3 CON, 2 cund, 1 ferr-i, 1 gnaph, 2 graph, 1 hecla, 2 hydr, 2 iod, 1 kali-i, 1 kali-m, 2 lach, 1 lap-a, 1 lyc, 2 merc-i-f, 1 murx, 1 nit-ac, 2 phos, 3 PHYT, 2 plb-i, 1 psor, 2 puls, 1 sabin, 1 sang, 2 scirr, 2 scroph-n, 1 sec, 3 SIL, 1 skook, 3 THUJ, 2 thyr, 1 tub
- স্তন টিউমার, জ্বালাকর – BREAST TUMORS, burning (1) (বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য)
- স্তন টিউমার, ফাইবরইড – BREAST TUMORS, fibroid (2)
- স্তন টিউমার, শক্ত – BREAST TUMORS, hard (3)
- স্তন টিউমার, শক্ত সঙ্কুচিত, গোলাকার গুটির ন্যায়, সঞ্চালনহীন, বল্লম দ্বারা বিদ্ধ করার ন্যায় বেদনা – BREAST TUMORS, hard incompressible, knobby, immovable, lancinating pains (1)
- স্তন টিউমার, বাম স্তনে শক্ত টিউমার, বেদনা যুক্ত – BREAST TUMORS, hard left, in, painful (2)
- স্তন টিউমার, শক্ত ক্ষুদ্র গুটির মত – BREAST TUMORS, hard nodular (1)
- স্তন টিউমার, শক্ত স্পর্শ কাতর, বেদনা যুক্ত – BREAST TUMORS, hard sensitive, painful (1)
- স্তন টিউমার, পাথরের মত শক্ত, গুটিকা, চামড়ার সাথে সংযুক্ত নয়, নড়াচড়া করানো যায়, যেন একটি বাদামের সমান – BREAST TUMORS, hard stony, nodulated, not attached to skin, movable and as large as a filbert, lan (2)
- স্তন টিউমার, কাঠিন্যযুক্ত – BREAST TUMORS, indurated (3)
- স্তন টিউমার, আঘাত পাওয়ার পর – BREAST TUMORS, injury, after (2)
- স্তন টিউমার, বল্লম দ্বারা বিদ্ধ করার ন্যায় বেদনা, শুধু মাত্র রাতে বিশ্রাম নিলে বিরত থাকে – BREAST TUMORS, lancinating, deprived her of rest, especially at night (1)
- স্তন টিউমার, বাম স্তনে – BREAST TUMORS, left (2)
- স্তন টিউমার, নিচের দিকে চাপে, রাতে ঘর্ম হয় – BREAST TUMORS, low-spirited, night sweat (1)
- পুরুষদের স্তন টিউমার, বাম স্তনে যেন একটি আখরুট – BREAST TUMORS, male, like a walnut in left (1)
- স্তন টিউমার, তার বেদনা বাহুতে বিস্তৃত হয় – BREAST TUMORS, pain extending down arms (1)
- স্তন টিউমার, স্পর্শে বেদনা হয় – BREAST TUMORS, painful to touch (1)
- স্তন টিউমার, ডান স্তনে বেদনাহীন – BREAST TUMORS, painless, in right (1)
- স্তন টিউমার, টেনে ধরার মত বেদনা বগলের নিকটে – BREAST TUMORS, pains drawing towards axilla (1)
- স্তন টিউমার, টেনে ধরার মত বেদনা বগলের নিকটে তার সহিত ছিদ্রকর বেদনা, রাতে বৃদ্ধি – BREAST TUMORS, pains drawing towards axilla with piercing, worse at night (1)
- স্তন টিউমার, ডান স্তনে – BREAST TUMORS, right (1)
- স্তন টিউমার, সাইরাস প্রকৃতির – BREAST TUMORS, scirrhous (1)
- স্তন টিউমার, ডান স্তনে সাইরাস প্রকৃতির, একটি মুরগীর ডিমের সমান, শক্ত, সামান্ন স্পর্শে হুল ফুটানোর ন্যায় বেদনা – BREAST TUMORS, scirrhous of right, size of hen’s egg, hard, nodulated, tender to touch, stinging p (1)
- স্তন টিউমার, স্পর্শকাতর এবং বেদনা যুক্ত – BREAST TUMORS, sensitive to touch, and painful (1)
- স্তন টিউমারে, স্তনের চামড়া শিথিল – BREAST TUMORS, skin loose (1)
- স্তন টিউমার, ছোট, বেদনাহীন, স্তনবৃন্তের নিকটে – BREAST TUMORS, small, painless, near nipple (1)
- স্তন টিউমার, তীব্র যন্ত্রনা কর, শুধু মাত্র রাতে বিশ্রাম নিলে বিরত থাকে – BREAST TUMORS, smarting, deprived her of rest, especially at night (1)
- স্তন টিউমার, অসমতল – BREAST TUMORS, uneven (1)
- স্তন টিউমার, অল্পবয়স্কা বিবাহিতা মহিলাদের – BREAST TUMORS, young married woman, in a (3)
- স্তন টিউমার, স্তন বৃন্তে – BREAST TUMORS, BREAST TUMORS, nipples (2)
- স্তন টিউমার, বাম স্তনবৃন্তের নিচে, একটি মুরগির ডিমের সমান, সহযেই নরাচরা করানো যায়, – BREAST TUMORS, nipples left, under, large as hen’s egg, moving freely under superficial fa (1)
- স্তন টিউমার, ডান স্তনবৃন্তে, শক্ত, একটি মুরগির ডিমের সমান- BREAST TUMORS, nipples right, in, hard, large as a hen’s egg (1)
- স্তন টিউমারে ক্ষত ও কাঠিন্য প্রাপ্ত – BREAST TUMORS, ULCERS indurated tumors (1)
- স্তন ক্যান্সারের টিউমারে নীলকৃষ্ণ লাল দাগ হয় রক্তের মত স্রাব নির্গত হয়, ধিরে ধিরে সম্পূর্ণ স্তন আক্রান্ত হয় এবং স্রাব নির্গত হয় – BREAST CANCER, bloodly discharge from livid red spot on tumor, gradually invading whole breast, discharging (1)
- স্তন ক্যান্সারে জ্বালাকর বেদনা, বাহ্যিক উত্তাপ পেলে আরামবোধ – BREAST CANCER, burning, pains, better from external warmth open tumor (3)
- স্তন ক্যান্সারের, খোলা টিউমার – BREAST CANCER, open tumors (8)
- স্তন ক্যন্সারে, চামড়া বেগুনীবর্ন দাগ দাগ এবং কুঞ্চিত লাল দাগ টিউমারে – BREAST CANCER, skin, purple spots and wrinkled red spots over tumor (2)
- স্তনের বোটা ভিতরে ঢুকে যায় যেন একটি ফানেল, ডান স্তনে ঘন সান্দ্র যুক্ত গুটিকা হওয়ার কারনে – RETRACTION, nipples, of drawn in like a funnel scirrhous tumor of right breast, from (1)
- দ্রুত, নাড়ি স্পন্ধন স্তন টিউমারের স্থানে – FAST, pulse breast tumor, in (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
পাঠকদের জন্য নির্দেশনা |
১. বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। |
২. ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কাড়নে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। |
৩. ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। |
৪. যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। |
৫. সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন। |
[PGPP id=1214]
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে ব্রেস্ট টিউমারের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
বগলে টিউমার
এ বিষয়ে অনেক ভালো চিকিৎসা আছে