ফোড়া (ইংরেজি: abscess) হলো শরীরে টিস্যুর মধ্যে পুঁজ জমা হওয়া। ফোড়ার জায়গা লালচে ও উষ্ণ হয়ে যায়, ব্যথা হয়, ফুলে যায়। ফোঁড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
প্রকারভেদঃ
- ১. কার্বাঙ্কল (Carbuncles)
- ২. বয়েল (Boils)
- ৩. বাগী (Bubo)
বিস্তারিত জানতে উল্লেখিত বিষয়ের আলোচনা দেখুন।
লক্ষণঃ
ফোড়ার প্রধান লক্ষণগুলো হলো ত্বক লালচে হয়ে উঠা, উত্তাপ, ফোলাভাব, ব্যথা এবং ত্বকের কার্যকারিতা হ্রাস। ফোড়ার উপরে চাপ দিলে মনে হবে ভিতরে তরল জমে আছে। যতদূর ফোলা থাকে লালচে ভাব তার চেয়েও বেশিদূর পর্যন্ত থাকে। কখনো কখনো উচ্চ তাপমাত্রার জ্বর ও সর্দি হতে পারে।
কারনঃ
ফোড়া হয় মূলত ব্যাক্টেরিয়া সংক্রমণের জন্য। প্রায়শই একটি ফোড়ায় কয়েকটি ভিন্ন ভিন্ন জীবাণু পাওয়া যায়। যে ব্যাক্টেরিয়া দিয়ে সবচেয়ে বেশি ফোড়া হয় তা হলো স্টাফাইলোকক্কাস অরিয়াস। বিরল ক্ষেত্রে পরজীবী দিয়ে ফোড়া হতে পারে বিশেষত উন্নয়নশীল বিশ্বে।
রোগ নির্নয়ঃ
চামড়ার ফোড়া খালি চোখে দেখেই নির্ণয় করা হয়। অভ্যন্তরীণ ফোড়া শনাক্ত করা বেশ কঠিন। এ ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যানের সহায়তা নিতে হয়।
আক্রান্তের স্থানঃ
ফোড়া যে কোনও ধরণের টিস্যুতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের পৃষ্ঠে ফোড়া হয় এছাড়াও ফুসফুস, মস্তিষ্ক, দাঁত, বৃক্ক এবং টনসিলে ফোড়া হতে দেখা যায়। বড় ধরনের জটিলতার মধ্যে রয়েছে ফোড়াযুক্ত স্থানে সৃষ্ট বিষাক্ত উপাদানগুলোর কারনে টিস্যুর মৃত্যু বা গ্যাংগ্রিন হতে পারে।
ফোড়া নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তরঃ
১. ফোড়ার চিকিৎসায় সফলতার জন্য হোমিওপ্যাথিতে কি কি বিষয় মনে রাখতে হবে?
২. ফোড়া ফাটানোর হোমিওপ্যাথি ঔষধ কি কি?
৩. ফোড়ার পুঁজ কমানর হোমিওপ্যাথি ঔষধ কি কি?
৪. ফোড়ার পুঁজ বাড়ানর হোমিওপ্যাথি ঔষধ কি কি?
৫. ফোড়াতে যদি ঠাণ্ডা অনুভূতি হয়, শীতল ফোড়া ও ব্যথা ছাড়া ফোড়া হয় তাহলে কি কি ঔষধ?
৬. ফোড়া নীলচে রঙের হলে কি কি ঔষধ হবে?
৭. ফোড়াতে যদি জ্বালাকর অনুভূতি থাকে তাহলে কি কি ঔষধ?
৮. ফোড়ার পুঁজ যদি চামড়ার নিচ থেকে অনেক গভীরে অবস্থান করে তাহলে কি ঔষধ?
৯. ফোড়া থেকে যে পুঁজ পানি বের হয় তার রঙ, গন্ধ ও অবস্থা দেখে কি কি ঔষধ দিব?
১০. কারন ঘটিত ফোড়ার লক্ষণ ও তার ঔষধ কি কি?
১১. ফোড়া হয়ে যদি গ্যাংরিন হয়ে যায় তাহলে কি কি ঔষধ দিব?
১২. বার বার ফোড়া হলে কি কি ঔষধ দিব?
১৩. ফোড়ার অঙ্গ ভিত্তিক ঔষধ সমূহ কি কি?
* ভিডিও টিউটোরিয়ালে প্রতিটি বিষয়ের উত্তর দেয়া আছে।
ফোঁড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)
হোমিওপ্যাথিতে ফোঁড়ার চিকিৎসার জন্য নিচে দেয়া ২১৯ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা
+ চিহ্নে ক্লিক করুণ
ফোঁড়ার সাধারণ লক্ষণ সমূহ Abscess general
- ফোঁড়া পুঁজবটিকা (108) 1 all-c, 2 anan, 3 ANTHR, 1 ant-c, 1 ant-t, 2 apis, 3 ARN, 1 ars, 2 ars-i, 1 ars-s-f, 2 asaf, 2 bar-c, 1 bar-m, 2 bell, 2 bell-p, 1 both-l, 2 bry, 1 bufo, 1 calc, 1 calc-f, 2 calc-hp, 3 CALC-I, 3 CALC-S, 1 calc-sil, 3 CALEN, 2 canth, 1 caps, 2 carb-ac, 1 carb-an, 2 carb-v, 2 caust, 2 cench, 2 cham, 2 chin, 1 chin-ar, 1 chin-s, 1 cic, 2 cist, 1 cocc, 1 con, 1 conch, 2 croc, 1 crot-h, 1 cupr, 1 digox, 2 dulc, 2 echi, 1 elat, 2 fl-ac, 2 guai, 2 gunp, 3 HEP, 2 hippoz, 1 hydrog, 1 kali-c, 1 kali-chl, 1 kali-s, 2 kreos, 3 LACH, 2 lap-a, 1 led, 2 lyc, 1 mag-c, 2 mang, 1 matth, 3 MERC, 1 merc-d, 1 mez, 3 MYRIS, 1 nat-c, 1 nat-m, 1 nat-sal, 1 nat-sil, 2 nit-ac, 1 nux-v, 2 olnd, 2 ol-j, 1 paeon, 1 petr, 1 ph-ac, 3 PHOS, 2 phyt, 1 plb, 1 psor, 1 ptel, 1 puls, 2 pyrog, 1 raja-s, 2 rhus-t, 2 sec, 1 sep, 1 sieg, 3 SIL, 1 sil-mar, 1 staph, 2 stram, 2 sul-ac, 1 sul-i, 2 sulph, 1 symph, 1 syph, 1 tarent, 2 tarent-c, 1 thyr, 1 tub, 1 vesp, 2 vip, 1 wies
- ফোঁড়া ফাটানোর ঔষধ (11) 1 apis, 1 arn, 1 bell, 1 bry, 1 calc, 2 calc-s, 1 guai, 2 hep, 2 merc, 1 phyt, 1 sil
- ফোঁড়ার পুঁজ শোষণকারী ঔষধ (5) 2 calc-s, 1 iod, 3 LACH, 2 phos, 2 sil
- একুইট প্রকারের ফোঁড়া (32) 1 acon, 2 anan, 1 anthr, 1 apis, 2 arn, 1 ars, 2 bell, 1 calc-hp, 2 calc-s, 1 calen, 2 carb-ac, 1 chin-s, 1 crot-h, 1 fl-ac, 3 HEP, 1 hippoz, 2 lach, 1 lap-a, 1 lyc, 3 MERC, 2 merc-s, 2 myris, 2 nit-ac, 1 ph-ac, 1 phos, 2 rhus-t, 3 SIL, 1 sil-mar, 2 sulph, 1 syph, 2 tarent-c, 1 vesp
- অসুস্থতায় আক্রান্ত হওয়ার ফলে ফোঁড়া (8) 1 abrot, 2 chin, 1 chin-ar, 1 ferr, 1 kali-c, 1 nat-m, 1 ph-ac, 2 phos
- ব্যথা ও পুঁজ ব্যাতিত ফোঁড়া (1) 1 lyc
- রক্ত পূর্ন ফোঁড়া (1) 1 crot-h
- নীলাভ বর্নের ফোঁড়া (2) 1 lach, 1 tarent-c
- জ্বালাকর ফোঁড়া (5) 3 ANTHR, 3 ARS, 1 merc, 2 pyrog, 3 TARENT-C
- ঠাণ্ডা প্রকৃতির ফোঁড়া (1) 1 merc
- ক্রনিক প্রকারের ফোঁড়া (37) 1 arg-m, 1 arn, 2 asaf, 1 aur, 1 calc, 2 calc-f, 1 calc-i, 1 calc-p, 2 calc-s, 2 carb-v, 1 cham, 1 chin, 1 con, 1 fl-ac, 1 graph, 3 HEP, 2 iod, 1 iodof, 1 kali-bi, 1 kali-i, 1 laur, 1 lyc, 1 mag-f, 1 mang, 2 merc, 1 merc-c, 1 merc-i-r, 2 merc-s, 2 nit-ac, 1 ol-j, 1 phos, 2 pyrog, 1 sars, 1 sep, 2 sil, 1 stram, 2 sulph
- ঠাণ্ডা ফোঁড়া (1) 1 ol-j
- গভীর ফোঁড়া (4) 1 calc, 2 calc-s, 1 caps, 1 tarent
- ফোঁড়ার স্রাব, ঝাঁজালো (25) 1 ail, 3 ARS, 2 asaf, 1 bell-p, 1 brom, 2 carb-v, 3 CAUST, 2 cham, 2 clem, 1 echi, 1 euphr, 1 fl-ac, 1 gels, 2 hep, 2 kali-ox, 1 lach, 2 lyc, 2 merc, 1 mez, 2 nat-c, 1 nat-m, 2 petr, 1 sabad, 1 sanic, 1 sars
- ফোঁড়ার স্রাব, কালো (4) 1 bry, 1 chin, 1 lyc, 2 sulph
- ফোঁড়ার স্রাব, মৃদু (12) 1 bell, 2 calc, 2 hep, 2 lach, 1 mang, 2 merc, 1 phos, 3 PULS, 1 rhus-t, 2 sil, 1 staph, 2 sulph
- ফোঁড়ার স্রাব, রক্ত পূর্ন (19) 1 arg-n, 1 arn, 2 ars, 3 ASAF, 1 bell, 1 calc-s, 2 carb-v, 2 caust, 1 con, 1 croc, 1 crot-h, 1 dros, 3 HEP, 1 iod, 1 kali-c, 1 kreos, 1 lach, 2 lyc, 2 phyt
- ফোঁড়ার স্রাব, বাদামী বর্নের (5) 1 anac, 1 calc, 1 con, 1 lycps, 1 puls
- ফোঁড়ার স্রাব, হ্যাজাকর (11) 1 am-c, 1 anac, 1 bell, 1 calc, 1 chel, 1 con, 1 cupr, 1 graph, 1 ign, 1 iod, 1 kreos
- ফোঁড়ার স্রাব, পূতিগন্ধময় (53) 1 am-c, 1 ant-t, 2 anthr, 1 arn, 2 ars, 3 ASAF, 1 aur, 1 bapt, 1 bar-m, 2 bell, 1 bov, 1 bry, 2 calc, 2 carb-an, 3 CARB-V, 2 caust, 1 chel, 2 chin, 1 chin-s, 1 cic, 1 clem, 1 con, 1 cycl, 1 dros, 1 fl-ac, 2 graph, 3 HEP, 1 kali-c, 2 kali-p, 3 KREOS, 2 lach, 1 led, 2 lyc, 1 mang, 2 merc, 1 mez, 1 mur-ac, 1 nat-c, 2 nit-ac, 1 nux-m, 2 nux-v, 1 paeon, 1 petr, 2 ph-ac, 1 phos, 2 phyt, 1 plb, 2 psor, 1 pyrog, 1 syph, 1 thuj, 1 vip, 1 vip-r
- ফোঁড়ার স্রাব, জাউতুল্য (8) 1 arg-m, 1 arn, 1 bar-c, 1 cham, 1 ferr, 1 merc, 1 sep, 2 sil
- ফোঁড়ার স্রাব, ধূসর (10) 2 ambr, 2 ars, 1 carb-an, 2 caust, 1 chin, 1 lyc, 1 merc, 1 sep, 2 sil, 1 thuj
- ফোঁড়ার স্রাব, সবুজাভ (18) 1 ars, 2 asaf, 2 aur, 1 carb-v, 2 caust, 1 kreos, 3 MERC, 1 nat-c, 1 nux-v, 1 phos, 2 puls, 1 rhus-t, 1 sec, 1 sep, 1 sil, 1 staph, 1 syph, 1 tub
- ফোঁড়ার স্রাব, টক গন্ধ যুক্ত (8) 1 calc, 1 graph, 2 hep, 1 kalm, 2 merc, 1 nat-c, 1 sep, 1 sulph
- ফোঁড়ার স্রাব, চাপাপড়া (11) 2 bry, 2 calc, 1 cham, 1 dulc, 3 HEP, 2 lach, 2 merc, 1 puls, 2 sil, 1 stram, 2 sulph
- ফোঁড়ার স্রাব, নির্গত হতে চায়না (23) 1 arg-n, 1 ars, 1 asaf, 1 bor, 1 bov, 2 calc-sil, 1 cham, 1 coc-c, 2 con, 1 euphr, 1 hep, 1 hydr, 1 kali-bi, 1 kali-s, 1 merc, 1 mez, 1 ph-ac, 1 phos, 2 puls, 1 sanic, 1 sep, 1 sil, 1 sulph
- ফোঁড়ার স্রাব, ঘন (8) 1 arg-n, 2 calc-sil, 1 euphr, 1 hep, 1 kali-bi, 1 kali-s, 2 puls, 1 sanic
- ফোঁড়ার স্রাব, পাতলা ও তরল (22) 1 ars, 2 asaf, 1 carb-v, 2 caust, 1 dros, 1 fl-ac, 1 iod, 1 kali-c, 2 lyc, 2 merc, 1 nit-ac, 1 phos, 1 plb, 1 puls, 1 ran-b, 1 ran-s, 1 rhus-t, 1 ruta, 2 sil, 1 staph, 2 sulph, 1 thuj
- ফোঁড়ার স্রাব, পানির মত (25) 2 ars, 3 ASAF, 1 calc, 2 carb-v, 2 caust, 1 cench, 1 cham, 1 clem, 1 con, 1 dros, 1 fl-ac, 2 graph, 2 iod, 1 kali-c, 1 lach, 2 lyc, 2 merc, 2 nit-ac, 1 nux-v, 2 phyt, 1 plb, 1 puls, 1 ran-b, 2 ran-s, 1 rhus-t
- ফোঁড়ার স্রাব, সাদাটে (11) 1 am-c, 1 ars, 2 calc, 1 carb-v, 1 hell, 2 lyc, 1 nat-m, 1 puls, 1 sep, 1 sil, 1 sulph
- ফোঁড়ার স্রাব, হলুদ বর্নের (49) 1 acon, 1 am-c, 1 ambr, 1 anac, 1 ang, 1 arg-m, 1 ars, 1 aur, 1 bov, 2 bry, 2 calc, 3 CALC-S, 1 caps, 2 carb-v, 2 caust, 1 cench, 2 cic, 2 clem, 1 con, 1 croc, 1 dulc, 1 euphr, 1 graph, 3 HEP, 1 iod, 1 kali-n, 1 kreos, 1 lyc, 1 mag-c, 1 mang, 2 merc, 2 nat-c, 1 nat-m, 2 nit-ac, 2 nux-v, 2 phos, 3 PULS, 2 rhus-t, 1 ruta, 1 sec, 1 sel, 2 sep, 2 sil, 1 spig, 2 staph, 1 sul-ac, 2 sulph, 1 thuj, 1 viol-t
- ফোঁড়ার স্রাব, হলদে-সবুজ (7) 1 ars-i, 2 calc-sil, 1 kali-bi, 1 kali-s, 1 merc, 2 puls, 1 sil
- ফোঁড়ার কুপ্রভাব (8) 1 abrot, 2 chin, 1 chin-ar, 1 ferr, 1 kali-c, 1 nat-m, 1 ph-ac, 2 phos
- ফোঁড়া এমপয়সেল প্রকারের (3) 1 kali-s, 1 sil, 1 sulph
- শারীরিক পরিশ্রম করার ফলে ফোরায় আক্রান্ত (1) 1 carb-ac
- জ্বরের পরে ফোঁড়া (1) 1 ph-ac
- একটানা জ্বরের সময় ফোঁড়া (4) 1 ars, 1 hep, 1 ph-ac, 1 sil
- টাইফয়েড জ্বরের পরে ফোঁড়া (1) 1 ph-ac
- ফাইব্রিনাস অংশে ফোঁড়া (1) 1 mez
- বহিরাগত বস্তু শরীর থেকে বের করার ফলে ফোঁড়া (5) 1 arn, 2 hep, 2 lob, 3 MYRIS, 3 SIL
- ফোঁড়াতে সুড়সুড়ি (1) 1 nat-sil
- পচনশীল ক্ষত যুক্ত ফোঁড়া (13) 2 ars, 2 asaf, 2 carb-v, 2 chin, 1 chin-s, 2 hep, 2 kreos, 3 LACH, 2 merc, 2 nit-ac, 1 phos, 2 sil, 2 sul-ac
- ফোঁড়ায় দ্রুত পুঁজ উৎপাদনকারী ঔষধ (13) 1 ars, 1 bell, 1 guai, 3 HEP, 1 lach, 2 merc, 1 nat-sil, 1 oper, 1 phos, 1 phyt, 1 puls, 3 SIL, 1 sulph
- ফোঁড়ার প্রাথমিক স্তর (22) 1 am-c, 1 anac, 1 apis, 2 arn, 1 ars, 1 aur, 2 bar-c, 2 bell, 1 calc, 2 carb-an, 1 chel, 1 con, 1 cupr, 1 graph, 1 guai, 2 hep, 1 ign, 1 iod, 1 kreos, 2 lach, 2 merc, 1 rhus-t
- ফোঁড়া চাপাপড়ার উপক্রম (9) 1 ars, 1 bell, 1 calc, 2 hep, 1 kreos, 1 lach, 1 lyc, 1 merc, 1 sil
- ফোঁড়া পূর্নতা প্রাপ্ত হয়না (1) 1 arn
- ঋতুস্রাবের সময় ফোঁড়া (1) 1 merc
- অনেকগুলো ফোঁড়া একসাথে (1) 1 vesp
- বেদনাময় ফোঁড়া (1) 1 wies
- শারীরিক পরিস্রম করার ফলে ফোঁড়া (1) 1 carb-ac
- অভ্যন্তরীণ অঙ্গে ফোঁড়া (5) 1 calc-s, 2 canth, 3 LACH, 2 pyrog, 1 sil
- ফোঁড়া বার বার হয় (14) 1 anthr, 2 arn, 1 ars, 1 berb, 1 calc, 1 calc-p, 1 calc-s, 1 crot-h, 1 echi, 1 hep, 2 pyrog, 2 sulph, 2 syph, 1 tub
- ফোঁড়া সমূদ্রতীরে বৃদ্ধি (1) 1 ba-tn
- ফোঁড়ার পরবর্তি অবস্থা (2) 1 chin, 1 phos
- ফোঁড়া ধীরগতিতে বৃদ্ধি হয় (3) 1 hep, 2 merc, 1 sil
- বংশগত ফোঁড়া (1) 1 syph
- ফোঁড়া গ্রীষ্মকালে বৃদ্ধি (1) 1 ba-tn
- ভীতিপ্রদ আশঙ্কাজনক ফোঁড়া (4) 1 bell, 1 carb-an, 2 hep, 1 lach
- ফোস্কা গুটিকার উপরে ফোঁড়া (1) 1 rhus-t
- রক্তাধারে ফোঁড়া (8) 1 ant-t, 2 ars, 1 kreos, 2 lach, 2 lyc, 2 puls, 2 sil, 1 sulph
- অস্থিতে ফোঁড়া (50) 1 ang, 1 ant-c, 1 aran, 1 arg, 1 arg-n, 1 arn, 1 ars, 1 asaf, 1 aur, 1 bell, 1 calc, 1 calc-f, 2 calc-hp, 1 calc-i, 1 calc-p, 1 chin, 1 con, 1 cycl, 1 fl-ac, 1 guai, 1 hecla, 1 hell, 1 hep, 1 kali-bi, 2 kali-c, 1 lach, 1 lyc, 1 mang, 1 merc, 1 merc-aur, 1 mez, 1 nit-ac, 1 petr, 1 ph-ac, 2 phos, 2 plat, 1 psor, 1 puls, 1 rhod, 1 rhus-t, 1 ruta, 1 sabin, 1 sec, 1 sep, 1 sil, 1 staph, 1 stront-c, 1 sulph, 1 symph, 1 tub
- ফোঁড়া হতে পুঁজ যেতে যেতে অস্থি বের হয়ে আসে (20) 1 ars, 1 asaf, 1 aur, 1 calc, 1 chin, 1 con, 1 hep, 1 lach, 1 lyc, 1 merc, 1 mez, 1 nit-ac, 1 ph-ac, 1 puls, 1 ruta, 1 sabin, 1 sep, 1 sil, 1 staph, 1 sulph
- ফোঁড়ার কারণে অস্থির উপরের নরম অংশ খসেপড়ে, পুতিগন্ধময় ধুসর বর্নের স্রাব নির্গত হয় (1) 1 phos
- অস্থির উপরের আবরণে ফোঁড়া (18) 1 ant-c, 2 asaf, 1 aur, 1 bell, 2 chin, 1 cycl, 1 hell, 2 kali-bi, 2 merc, 1 mez, 2 ph-ac, 1 puls, 1 rhod, 1 rhus-t, 2 ruta, 1 sabin, 2 sil, 1 staph
- উপাস্থিতে ফোঁড়া (1) 1 stram
- ফাইবরিনাস অংশে ফোঁড়া (1) 1 mez
- গ্রন্থিতে ফোঁড়া (59) 2 aur, 2 aur-m-n, 1 bad, 2 bar-c, 1 bar-m, 2 bell, 1 brom, 3 CALC, 1 calc-f, 2 calc-hp, 1 calc-i, 1 calc-p, 3 CALC-S, 1 canth, 1 carb-an, 1 carb-v, 1 cinnb, 1 cist, 1 clem, 1 coloc, 1 crot-h, 2 dulc, 1 echi, 1 fl-ac, 2 form, 2 guai, 1 guare, 3 HEP, 1 hyos, 1 ign, 1 jug-r, 3 KALI-I, 1 kreos, 2 lach, 1 lap-a, 2 lyc, 3 MERC, 1 myris, 2 nit-ac, 1 petr, 2 phos, 2 phyt, 2 pyrog, 2 rhus-t, 1 saroth, 2 sars, 1 sec, 2 sep, 3 SIL, 1 sil-mar, 1 spig, 1 squil, 2 stram, 1 sul-ac, 3 SULPH, 2 syph, 1 teucr-s, 2 tub, 1 zinc
- গ্রন্থিতে ফোঁড়ার, সহিত ঘর্ম (1) 1 saroth
- আভ্যন্তরিন অঙ্গে ফোঁড়া (2) 2 canth, 3 LACH
- সংযোগ স্থানে ফোঁড়া (26) 2 ang, 1 ars-i, 1 bac, 1 calc, 1 calc-f, 2 calc-hp, 2 calc-p, 1 calc-s, 1 conch, 1 fl-ac, 1 guai, 1 kali-c, 1 kali-i, 2 merc, 1 myris, 1 nit-ac, 1 ol-j, 1 ph-ac, 2 phos, 2 psor, 1 puls, 2 sil, 1 ter, 2 teucr, 1 thuj, 1 tub
- পেশীতে ফোঁড়া (5) 1 calc, 1 chin, 1 sil, 1 sulph, 1 symph
- পেশীর গভীরে ফোঁড়া (1) 1 calc
- পেশীর সোয়াসে ফোঁড়া (4) 1 chin, 1 sil, 1 sulph, 1 symph
- দেহের ভিতরের অংশে ফোঁড়া (1) 1 matth
- ভিটামিন ডি এর অভাবে শিশু অস্থির অপুষ্টি জনিত রোগ হয়ে, হাড়ের মাথায় ফোঁড়া (1) 2 merc
উদরে ফোঁড়া Abdomen abscess
- উদরে ফোঁড়া (6) 1 crot-h, 2 hep, 1 merc, 1 rhus-t, 2 sil, 1 sulph
- উদর ও মলদ্বারের চারিদিকে ফোঁড়া থাকার অনুভূতি (1) 1 cycl
- কুচকি প্রদেশে ফোঁড়া (4) 3 HEP, 2 merc, 1 sil, 1 syph
গোড়ালিতে ফোঁড়া Ankles abscess
- গোড়ালির সন্ধি স্থানে ফোঁড়া (4) 1 ang, 1 guai, 2 ol-j, 1 sil
বাহুতে ফোঁড়া Arms abscess
- বাহুতে ফোঁড়া (6) 1 agar, 1 anan, 1 ars, 1 lach, 1 plb, 1 sil
- পচনশীল ক্ষত যুক্ত ফোঁড়া (1) 1 anan
- ব্যবচ্ছেদ করার পরে ক্ষত ও ফোঁড়া (3) 2 ars, 2 lach, 2 sil
- অগ্রবাহুতে ফোঁড়া (1) 1 plb
- উপর বাহুতে ফোঁড়া (1) 1 agar
- উপর বাহুর ডেলটইড রিজনে ফোঁড়া (1) 1 agar
পিঠে ফোঁড়া Back abscess
- পিঠে ফোঁড়া (10) 1 asaf, 2 hep, 1 iod, 1 lach, 1 mez, 2 ph-ac, 2 sil, 1 staph, 2 sulph, 2 tarent-c
- পিঠের লাম্বারে ফোঁড়া (1) 2 calc-p
ব্রেইনে ফোঁড়া Brain abscess
- ব্রেইনে ফোঁড়া (7) 1 arn, 1 bell, 1 crot-h, 1 iod, 1 lach, 1 op, 1 vip
স্তনে ফোঁড়া Breasts abscess
- স্তনে ফোঁড়া (20) 1 apis, 2 bell, 2 bry, 1 bufo, 2 camph, 2 carb-an, 2 cist, 2 crot-h, 1 croto-t, 2 graph, 3 HEP, 1 kreos, 2 lach, 3 MERC, 3 PHOS, 3 PHYT, 1 sars, 3 SIL, 3 SULPH, 1 tarent-c
- দ্রুত পুঁজ হওয়ার প্রবনতা ও তার স্রাব পূতিগন্ধময় (1) 2 phyt
- স্তনে ফোঁড়ার প্রাথমিক অবস্থা (4) 3 BRY, 1 hep, 1 kali-m, 1 sil
- নালী ক্ষত যুক্ত ফোঁড়া (2) 2 caust, 2 sil
- ফোঁড়ার নালী ক্ষত হতে রক্তরস অথবা দুধ স্রাব নির্গত হয় (1) 2 sil
- ফোঁড়া হতে তরঙ্গ উৎপাদন হয়, যার বিন্দু স্তন বৃন্তের নিচে (1) 1 phos
- বাম পার্শের স্তনে ফোঁড়া (2) 2 arn, 2 cist
- ফোঁড়ার লোবের ক্ষত হতে ক্ষতকর স্রাব নির্গত হয় ও তার সহিত বেদনা (1) 3 SIL
- ক্ষুদ্র আব যুক্ত বেদনাদায়ক ফোঁড়া যার নালী ক্ষত হতে পুঁজ স্রাব নি:সৃত হয় (1) 1 phyt
- দুইবার পাকে ও ফাটে এমন ফোঁড়া (1) 2 apis
- ফোঁড়াতে এমন বেদনা যেন পেকে ত্তঠেছে, বিশেষত স্পর্শ করার সময় (1) 2 calc
- পুঁজযুক্ত সাইনাস নালীতে ফোঁড়া (2) 1 bufo, 1 carb-an
- ফোঁড়া হতে পাতলা দুধের মত পুঁজ স্রাব নির্গত হয় এবং স্তনবৃন্তের নিচে ওপেন হয় ও টিস্যু ভাংতে থাকে (1) 2 crot-h
- ফোঁড়ার পুঁজ স্রাবের সহিত ছোট ছোট পদার্থ নির্গমন হয় (2) 1 carb-an, 3 SIL
- ফোঁড়ার ক্ষতচিহ্ন শক্ত যার ফলে স্তন দুগ্ধ নির্গমনে বাধা সৃষ্টি করে (1) 3 GRAPH
- ফোঁড়ার পুরাতন ক্ষতচিহ্ন শক্ত যার ফলে স্তন দুগ্ধ নির্গমনে বাধা সৃষ্টি করে ও কষ্ট দেয় (4) 1 calen, 3 GRAPH, 3 PHYT, 2 sil
- ফোঁড়ার পুঁজ নির্গত হওয়া অনিবার্য এমন অবস্থা (1) 3 PHYT
- স্তন বৃন্তের ফোঁড়ার পুঁজ সংক্রান্ত প্রদাহ হতে পুঁজ নির্গত হওয়া অনিবার্য এমন অবস্থা (1) 2 sulph
- স্তনে ফোঁড়া হওয়ার আশঙ্কা (2) 1 acet-ac, 2 croto-t
- স্তনে ফোঁড়া হওয়ার আশঙ্কা, পূর্বেকার অনেকগুলো ক্ষত চিহ্ন হতে (1) 2 graph
- ফোঁড়ার ক্ষতের শক্ত কিনারা, নালীক্ষতে পরিনত হয় (1) 2 sil
- স্তনবৃন্তে ফোঁড়া (4) 1 cast-eq, 1 cham, 2 merc, 2 sil
- ফোঁড়ার ক্ষতচিহ্ন পরবর্তিতে ক্যান্সারে আক্রান্ত হয় (1) 3 GRAPH
- ফোঁড়া হওয়ার পরে স্তনের কাঠিন্যতা (2) 2 con, 2 graph
- স্ত্রীলোকের অপরিমিত বড় ও শক্ত স্তনে গ্রন্থি সংক্রান্ত স্ফীতি, প্রদাহ ও ফোঁড়া (1) 2 phyt
কানে ফোঁড়া Ears abscess
- কানের পিছনে ফোঁড়া (10) 2 apis, 2 bar-c, 3 BELL, 2 bor, 3 CALC, 1 calc-f, 1 calc-s, 3 CAPS, 3 CAUST, 3 CHAM, 2 chin, 3 CHIN-S, 2 cur, 2 dulc, 2 ferr-p, 1 gels, 3 HEP, 1 hydr, 1 kali-bi, 1 kali-c, 3 KALI-M, 3 LYC, 3 MERC, 3 MERC-D, 3 PULS, 1 rhus-t, 3 SIL, 1 sulph, 2 tell, 2 thiosin, 2 thuj, 1 tub, 1 zinc
- কানের পিছনে নিচের দিকে ফোঁড়া (1) 1 anan, 3 AUR, 2 bar-m, 2 caps, 1 carb-an, 1 hep, 1 kali-c, 2 nit-ac, 1 phyt, 3 SIL
- প্রতি ২ সাপ্তাহ অন্তর, কানে ফোঁড়া হয় ও স্রাব নির্গত হয় (1) 1 nat-h
- কানের নালীতে ফোঁড়া (7) 1 iris
- কানের নালীতে ফোঁড়া হয়, ঋতুস্রাবের সময় (1) 3 CALC-S, 3 CALC-SIL, 1 crot-h, 3 HEP, 2 mag-c, 2 puls, 3 SIL
কনুইয়ে ফোঁড়া Elbows abscess
- কনুইয়ে ফোঁড়া (1) 1 crot-h
চোখে ফোঁড়া Eye abscess
- চোখের তারার স্বচ্ছ আবরণে ফোঁড়া (4) 1 hep, 1 merc-c, 1 sil, 1 sulph
মুখমণ্ডলে ফোঁড়া Face abscess
- মুখমণ্ডলে ফোঁড়া (7) 1 anan, 2 bell, 3 HEP, 2 kali-i, 3 MERC, 2 phos, 2 sil
- মুখমণ্ডলের অস্থিময় গহ্বরে ফোঁড়া (5) 1 kali-i, 1 lyc, 2 merc, 1 mez, 3 SIL
- থুঁতনির নিচের নরম স্থানে ফোঁড়া (1) 1 staph
- মুখমণ্ডলের ফোস্কার উপরে ফোঁড়া (1) 1 rhus-t
চরণে ফোঁড়া Feet abscess
- চরণযুগলে ফোঁড়া (3) 2 merc, 1 sil, 1 tarent
- গোড়ালিতে ফোঁড়া (3) 1 am-c, 1 ars, 1 lach
- পায়ের আঙ্গুলে ফোঁড়া (1) 1 cocc
স্ত্রী জননাঙ্গে ফোঁড়া Female abscess
- স্ত্রী জননাঙ্গে ফোঁড়া (6) 2 hep, 1 kali-p, 2 merc, 1 nit-ac, 2 sep, 2 sulph
- ডিম্বকোষে ফোঁড়া (11) 1 bell, 1 chin, 2 crot-h, 2 hep, 2 lach, 2 merc, 1 ph-ac, 1 plat, 1 psor, 1 pyrog, 2 sil
- বাম পার্শের ডিম্বকোষে ফোঁড়া (1) 2 lach
- ডিম্বকোষে ফোঁড়া হয়, ঋতুস্রাবের সময় (1) 1 merc
- যোনি, ভালবা, লেবিয়াতে ফোঁড়া (13) 2 apis, 2 bell, 1 bor, 2 hep, 1 iod, 1 kreos, 1 lach, 2 merc, 2 puls, 1 rhus-t, 2 sep, 2 sil, 1 sulph
জ্বরের সময় ফোঁড়া Fever abscess
- জ্বরের সময় একটির পর একটি ফোঁড়া হতে থাকে (1) 1 hippoz
- মস্তকে ফোঁড়ার সহিত জ্বর (1)
- ক্ষয়জ্বর ধীরগতিতে অগ্রসর হয়, ক্রোপাস নিউমোনিয়ার তৃতীয় স্টেজে মেরুদণ্ডীয় ফোঁড়া হয় (1) 2 ph-ac
- জালাতনকর জ্বরের সময়, ক্ষতসৃষ্টি, পুঁজ হওয়া, ফোঁড়া, বহিরাগত বস্তুর উপস্থিতি, ইত্যাদি (1) 2 gels
- টাইফয়েড জ্বরের সহিত অনেকগুলো ফোঁড়া (3) 1 ars, 1 hep, 1 sil
- টাইফয়েড জ্বরে, ফুসফুসে ফোঁড়া বা ক্যান্সার, পচনশীল ক্ষত হওয়ার প্রবণতা (1) 1 crot-h
গ্রন্থিতে ফোঁড়া Glands abscess
- বগল গ্রন্থির ফোঁড়ার পুরাতন ক্ষত চিহ্নে, যেন কাটছে এমন বেদনা (1) 1 thuj
- কর্নমূল গ্রন্থিতে ফোঁড়া (7) 3 ARS, 2 lach, 1 lyc, 2 phos, 1 phyt, 2 rhus-t, 3 SIL
- প্লীহায় ফোঁড়া (2) 2 cean, 2 hippoz
- প্লীহায় ধুঁক ধুঁকে বেদনা, যেন অনেক গভীরে একটি ফোঁড়া রয়েছে এমন অনুভূতি (1) 2 lyss
হাতে ফোঁড়া Hands abscess
- হাতে ফোঁড়া (5) 1 anan, 1 hep, 1 lach, 1 merc, 1 sil
- হাতের পিঠে ফোঁড়া (1) 1 plb
- হাতে গোঁজ বিদ্ধ হওয়ার ফলে ফোঁড়া (9) 2 bar-c, 2 hep, 1 iod, 1 lach, 2 led, 1 nit-ac, 1 petr, 3 SIL, 1 sulph
- হাতের আঙ্গুলে ফোঁড়া (5) 1 fl-ac, 1 hep, 1 hydrog, 1 lach, 1 mang
- হাতের তালুতে ফোঁড়া (4) 1 ars, 1 cupr, 1 fl-ac, 1 sulph
- নখের নিচে গোজ বিদ্ধ হওয়ার ফলে ফোঁড়া (2) 2 myris, 1 sil
মাথায় ফোঁড়া Head abscess
- মাথায় ফোঁড়া (5) 2 calc, 2 hep, 1 lyc, 2 merc, 2 sil
- শংখাস্থি স্থানে, ফোঁড়া হয়েছে যেন এমন অনুভতি (8) 3 AUR, 3 CAPS, 1 carb-an, 2 fl-ac, 2 hep, 2 lach, 2 nit-ac, 3 SIL
হিপে ফোঁড়া Hips abscess
- হিপের বাম পার্শে ফোঁড়া হওয়ার ফলে, স্নায়ুশুল প্রকৃতির বেদনা, যাতে মনোযোগচ্যুত হয় (1) 3 STRAM
সন্ধি স্থানে ফোঁড়া Joints abscess
- সন্ধি স্থানে ফোঁড়া (26) 2 ang, 1 ars-i, 1 bac, 1 calc, 1 calc-f, 2 calc-hp, 2 calc-p, 1 calc-s, 1 conch, 1 fl-ac, 1 guai, 2 hep, 1 kali-c, 1 kali-i, 2 merc, 1 myris, 1 nit-ac, 1 ph-ac, 2 phos, 2 psor, 1 puls, 2 sil, 1 ter, 2 teucr, 1 thuj, 1 tub
- সন্ধি স্থানের ফোঁড়ার নালী ক্ষত হতে, পাতলা পানিসিক্ত পূঁয নির্গত হয় (2) 2 phos, 1 sil
- ফোঁড়া পুঁজ যুক্ত স্ট্রুমাস প্রকারের (1) 2 hep
কিডনিতে ফোঁড়া Kidneys abscess
- কিডনিতে ফোঁড়া (15) 1 arn, 2 ars, 1 bell, 2 canth, 1 cetr, 1 chin, 2 hep, 1 hippoz, 1 lyc, 2 merc, 1 puls, 2 sil, 1 sul-i, 1 ter, 1 verat-v
হাঁটুতে ফোঁড়া Knees abscess
- হাঁটুতে ফোঁড়া (8) 2 bell, 2 calc, 2 guai, 1 hep, 1 hippoz, 2 iod, 2 ol-j, 3 SIL
- হাঁটুতে গনার্থরসেস প্রকারের ফোঁড়া (4) 2 ars, 3 CALC, 2 iod, 3 SIL
পায়ে ফোঁড়া Legs abscess
- পায়ে ফোঁড়া (2) 2 anan, 1 chin
- সোয়াস মাসেলে ফোঁড়া (10) 1 arn, 1 asaf, 1 chin, 2 cupr, 2 ph-ac, 2 sil, 1 staph, 2 sulph, 1 symph, 2 syph
- পায়ের গুলে ফোঁড়া (1) 1 chin
- পায়ের নিম্নাংশে ফোঁড়া (1) 1 sulph
- ঊরুতে ফোঁড়া (4) 2 hep, 1 lach, 3 SIL, 1 tarent
- ঊরুতে ফোঁড়া হওয়ার পরে পেশী ও পেশিবন্ধনীর সংকোচন (1) 2 lach
কলিজায় ফোঁড়া Liver abscess
- কলিজায় ফোঁড়া (23) 1 ars, 2 bell, 1 bol, 1 bry, 1 chin-ar, 1 fl-ac, 3 HEP, 2 kali-c, 2 lach, 2 lyc, 2 med, 3 MERC, 3 MERC-C, 2 nux-v, 1 phos, 1 puls, 1 raph, 1 rhus-t, 1 ruta, 1 sep, 3 SIL, 2 ther, 1 vip
- লিভারের ফোঁড়া যেন ফেটে যাবে এমন অবস্থা (1) 2 laur
- কাশি দিলে লিভারে যেন ফোঁড়া রয়েছে এমন অনুভূতি ও ক্ষতকর বেদনা (1) 2 lach
- লিভারে ফোঁড়ার কারণে ডান কাঁধ ও কনুইতে বেদনা (1) 1 med
- বৃহদাকার কলিজা যেন, ফোঁড়া হওয়ার কারণে (1) 1 anan
- হেপাটাইটিস সংক্রমন, যেন ফোঁড়া হয়েছে (1) 1 anan
- ধুঁক ধুঁক করে স্পন্দিত, অবস করার মত ও ফোঁড়ার মত বেদনা (1) 1 bufo
- হেপাটাইটিস ও কলিজায় যেন ফোঁড়া এমন অনুভূতি (1) 1 anan
ফুসফুসে ফোঁড়া Lungs abscess
- ফুসফুসে ফোঁড়া (28) 1 acon, 1 ars-i, 1 bell, 3 CALC, 1 caps, 1 chin, 1 chin-ar, 2 crot-h, 3 HEP, 2 hippoz, 1 iod, 2 kali-c, 1 kali-n, 1 kali-p, 2 lach, 2 led, 2 lyc, 2 mang, 2 merc, 3 PHOS, 2 plb, 2 psor, 2 puls, 1 sep, 3 SIL, 2 sulph, 1 sul-ac, 2 tub
- বাম পার্শের ফুসফুসে ফোঁড়া (1) 2 calc
পুরুষ জনন্দ্রিয়ে ফোঁড়া Male Sexual abscess
- লিঙ্গে ফোঁড়া (2) 1 bov, 1 hippoz
- প্রস্টেট গ্রন্থিতে ফোঁড়া (1) 1 sil
- অণ্ডকোষে ফোঁড়া (3) 1 hep, 1 merc, 1 still
মুখগহ্বরে ফোঁড়া Mouth abscess
- মাড়িতে ফোঁড়া (14) 1 alum, 1 am-c, 1 aur, 2 bufo, 1 euph, 2 hecla, 3 HEP, 1 jug-r, 1 lach, 3 MERC, 1 petr, 1 phos, 1 plb, 3 SIL
- মাড়িতে পুনঃপৌনিক, বার বার ফোঁড়া হয় (10) 2 bar-c, 1 calc, 3 CAUST, 3 HEP, 2 lyc, 3 MERC, 2 nux-v, 2 sil, 2 sulph, 1 sul-ac
- ঠোটে ফোঁড়া (1) 2 anthr
- উপরের ঠোটে ফোঁড়া (1) 2 bell
- মুখের তালুতে ফোঁড়া (1) 1 phos
- মুখগহ্বরে ফোঁড়া হওয়ার অনুভূতি (1) 1 am-c
- প্রচুর পরিমাণে লালাস্রাবের সহিত গলদেশে ফোঁড়া (1) 1 pyrog
পেশীতে ফোঁড়া Muscles abscess
- পেশীতে ফোঁড়া (11) 1 arn, 1 asaf, 1 calc, 1 chin, 2 cupr, 2 ph-ac, 2 sil, 1 staph, 2 sulph, 1 symph, 2 syph
- পেশীর গভীরে ফোঁড়া (1) 1 calc
- ফোঁড়া সোয়াস পেশীতে (10) 1 arn, 1 asaf, 1 chin, 2 cupr, 2 ph-ac, 2 sil, 1 staph, 2 sulph, 1 symph, 2 syph
- পেশীবন্ধনীতে ফোঁড়া (1) 2 mez
ঘাড়ে ফোঁড়া Neck abscess
- ঘাড়ে ফোঁড়া (9) 2 lach, 2 lyc, 2 petr, 1 ph-ac, 1 psor, 1 sec, 2 sil, 1 sul-ac, 2 tarent-c
- ঘাড় এবং গলার পিছনের অংশে ফোঁড়া (1) 1 sul-ac
- ঘাড়ে ফোঁড়ার পুরাতন ক্ষতচিহ্ন (1) 3 SIL
- বাহ্যিক গলদেশে ফোঁড়া (14) 2 cham, 3 HEP, 1 kali-c, 2 kali-i, 2 lach, 2 lyc, 3 MERC, 2 nit-ac, 1 phos, 1 psor, 1 sep, 3 SIL, 1 sulph, 1 sul-ac
- নিম্ননুস্থ, গ্রন্থিতে ফোঁড়া (6) 1 calc, 1 hippoz, 1 kali-i, 1 lach, 1 phos, 1 sil
নাকে ফোঁড়া Nose abscess
- নাকে ফোঁড়া (8) 1 anan, 1 calc, 1 hep, 1 lac-c, 1 lach, 1 merc, 1 sil, 1 still
- নাকের গোড়াতে ফোঁড়া (1) 2 puls
- নাকের সেপ্টামে ফোঁড়া (5) 1 acon, 2 bell, 1 calc, 2 hep, 1 sil
- নাকের অগ্রভাগে ফোঁড়া (3) 1 acon, 1 am-c, 1 anan
পেলভিসে ফোঁড়া Pelvis abscess
- নিতম্বে ফোঁড়া (3) 1 carbn-o, 2 sulph, 1 thuj
- পুচ্ছাস্থির ঠিক নিচে ফোঁড়া (1) 1 paeon
- পেরিনিয়ামে ফোঁড়া (3) 2 hep, 2 merc, 2 sil
- খিটখিটে নাড়ি স্পন্ধনের সহিত ঘাড়ের ফোঁড়া পুনরায় আবির্ভূত হবে এমন অনুভূতি (1) 1 psor
সরলান্ত্রে ফোঁড়া Rectum abscess
- সরলান্ত্রে ফোঁড়া (9) 2 calc, 2 calc-s, 2 hep, 2 merc, 1 paeon, 1 rhus-t, 2 sil, 1 syph, 1 thuj
- পুচ্ছাস্থির ঠিক নিচের অংশে ফোঁড়া (1) 2 paeon
- মলদ্বারের চতুর্দিকে ফোঁড়া থাকার অনুভূতি (1) 1 cycl
কাঁধে ও বগলে ফোঁড়া Shoulders abscess
- বগলে ফোঁড়া (29) 1 am-c, 2 apis, 1 ars, 1 bell, 1 bufo, 1 cadm-s, 2 calc, 1 calc-s, 1 cedr, 1 coloc, 2 crot-h, 3 HEP, 1 kali-bi, 1 kali-c, 1 lac-c, 3 MERC, 2 merc-i-r, 1 nat-m, 2 nat-s, 3 NIT-AC, 1 petr, 1 ph-ac, 1 phyt, 1 prun, 3 RHUS-T, 2 sep, 3 SIL, 2 sulph, 1 thuj
- বগলে ফোঁড়া, হাইদ্রোএনাইটিস প্রকারের (1) 1 ph-ac
- বগলে ফোঁড়া, পুঁজযুক্ত এডিনাইটিস প্রকারের (1) 2 hep
- ডান বগলে ফোঁড়া, তিনটি লাল রেখা ও স্রাবযুক্ত (1) 2 crot-h
- বগলে ফোঁড়া, টিকা গ্রহণের পরে (1) 3 SIL
- বগলের পুরাতন ফোঁড়ার ক্ষতচিহ্নে কাটছে যেন এমন বেদনা (1) 1 thuj
- বগলে ও বক্ষে, শক্ত ফোঁড়া থাকার অনুভূতি, পেক্টোরেলিস মেজর ও মাইনর মাসেলের মধ্যবর্তি স্থানে (1) 1 med
দাঁতে ফোঁড়া Teeth abscess
- দাঁতের গোড়াতে ফোঁড়া (21) 1 am-c, 2 bar-c, 1 bell-p, 1 calc, 1 calc-f, 1 canth, 1 caust, 1 euph, 2 hecla, 3 HEP, 1 lach, 2 lyc, 3 MERC, 1 merc-i-f, 1 petr, 1 phos, 1 plb, 3 PYROG, 3 SIL, 1 sulph, 1 zinc
- চোয়ালে ফোঁড়া (2) 1 ars, 1 phos
গলদেশে ফোঁড়া Throat abscess
- গলদেশে ফোঁড়া হওয়ার প্রবণতা (6) 1 calc, 1 calc-i, 1 calc-s, 1 ferr-p, 2 kali-i, 2 sil
- রেট্রোফেরিনজিয়াল স্থানে ফোঁড়া হওয়ার প্রবণতা (10) 1 antipyrin, 1 bell, 1 bry, 2 hep, 1 lach, 2 merc, 1 nit-ac, 1 phos, 2 sil, 1 tub
- বাহ্যিক গলদেশে ফোঁড়া হওয়ার প্রবণতা (14) 2 cham, 3 HEP, 1 kali-c, 2 kali-i, 2 lach, 2 lyc, 3 MERC, 2 nit-ac, 1 phos, 1 psor, 1 sep, 3 SIL, 1 sulph, 1 sul-ac
- টনসিলে ফোঁড়া হওয়ার প্রবণতা (41) 1 aesc, 2 alumn, 1 am-m, 2 anac, 1 anan, 2 apis, 1 aur, 2 bar-c, 3 BAR-M, 2 bell, 1 calc, 2 calc-s, 2 canth, 2 cham, 1 cub, 1 cupr, 1 cur, 1 daph, 2 guai, 3 HEP, 1 ign, 2 kali-bi, 2 lac-c, 2 lach, 2 lyc, 2 manc, 3 MERC, 1 merc-c, 2 merc-i-f, 2 merc-i-r, 1 nat-m, 1 phyt, 2 plb, 1 psor, 2 sabad, 2 sang, 2 sep, 3 SIL, 2 sulph, 2 tarent, 1 tub
- বাম পার্শের টনসিলে ফোঁড়া হওয়ার প্রবণতা (2) 2 lach, 1 sep
- পেরিটনসিলার স্থানে ফোঁড়া হওয়ার প্রবণতা (1) 1 calc-s
- ডান পার্শের টনসিলে ফোঁড়া হওয়ার প্রবণতা (2) 1 bar-c, 2 lyc
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “ফোড়া পুঁজবটিকা Skin, ABSCESSES, suppurations” পরিচ্ছেদের বর্ণনা।
সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট