Alumn: শরীরের বিভিন্ন স্থানে শুষ্কতা ও সঙ্কোচন অনুভূতি, মলদ্বার ও মূত্রথলির পেশীতে দুর্বলতা, হাত পায়ে দুর্বল অনুভূতি।
Alumn: প্রদাহের স্থানটি ফুলে শক্ত হয়ে ওঠে।
Alumn: মাথার তালু জ্বলে ও তাতে এমন চাপ অনুভূত হয় যেন মাথার খুলি চূর্ণবিচূর্ণ হয়ে যাবে, হাত দিয়ে চেপে ধরলে উক্ত ব্যথার উপশম।
Alumn: শরীরের সকল স্রাব হলদে।
Alumn: নিদ্রার মধ্যে সকল শব্দ শুনতে পায়, ডানপাশে শুলে বুক ধড়ফড় করে।
বৃদ্ধি হয় | উপশম হয় |
< ঘুমের সময়
< ডান পাশে শয়ন করলে < ঠাণ্ডায় (মাথাব্যথা বাদে, সবই ঠান্ডায় উপশম হয়) < বিশ্রামে |
> নড়াচড়ায়
> খোলা বাতাসে > চাপনে > খাওয়ার সময় > স্পর্শে > ঠাণ্ডা পানি পান করলে |
এই ঔষধটির লক্ষণগুলির মধ্যে যে, সার্বিক সাধারণ অবস্থা দেখা যায় তা হল, চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লীর শুষ্কতা এবং পেশীর আংশিক পক্ষাঘাত প্রবণতা যুক্ত হওয়া। বৃদ্ধ ব্যক্তি, তৎসহ শারীরিক উত্তাপের অভাব, অথবা অকাল বার্ধক্য তৎসহ দুর্বলতা। ধীরগতির কাজকর্ম, ভারবোধ, অসাড়তা এবং টলমল করে হাঁটা এবং বৈশিষ্ট্যপূর্ণ কোষ্ঠকাঠিণ্য, প্রভৃতির জন্য এলুমিনা একটি উল্লেখযোগ্য ঔষধ। মাথায় ঠাণ্ডা লাগার প্রবণতাযুক্ত, কৃশ, শুষ্ক ও পাতলা ব্যক্তি। রোগা ও দুর্বল শিশু যারা কৃত্রিম শিশু খাদ্য খেয়ে বড় হয়।
মন – বিষন্ন, বিচারক্ষমতা হারিয়ে ফেলার ভয়। নিজের ব্যক্তিত্ব সম্পর্কে ভয়। সব কিছু দ্রুত করতে চায়। সময় ধীরে চলে। পরিবর্তনশীল মনোভাব। দিন যত এগিয়ে চলে, রোগীর মন তত ভালো হতে থাকে। রক্ত বা ছুরি দেখলে মনে আত্মহত্যার ইচ্ছা জাগে।
মাথা — মাথার ভিতর সূঁচ ফোটানোর ন্যায়, জ্বালাকর যন্ত্রণা, তৎসহ মাথাঘোরা সকালের দিকে বৃদ্ধি, কিন্তু খাবার খাওয়ার পর কমে। কপালে ভারবোধ, যেন মনে হয় মাথায় শক্ত টুপি বসানো আছে। চোখ খুলে ছাড়া এক পাও এগোতে পারে না। দপদপ কর মাথার যন্ত্রণা, তৎসহ কোষ্ঠ কাঠিণ্য। মাথাঘোরা, তৎসহ বমি বমি ভাব, সকালে প্রাতঃরাশের পর কম পড়ে। মাথার খুলির চামড়া চুলকায় ও অবশ।
চোখ – দৃষ্ট বস্তু হলুদ বর্ণের মনে হয়। চোখ ঠাণ্ডা বলে মনে হয়। চোখের পাতা শুষ্ক, জ্বালা করে, খোঁচা মারার ন্যায় বেদনা, পুরু হয়ে যায়, সকালের দিকে বৃদ্ধি, পুরাতন চক্ষু প্রদাহ। চোখের পাতা পড়ে থাকে। ট্যারা দৃষ্টি।
কান — কানের ভিতর ভোঁ-ভোঁ শব্দ, গর্জন করে। মনে হয় কর্ণনলী বন্ধ হয়ে আসে।
নাক — নাকের গোড়ায় বেদনা। ঘ্রানশক্তি কমে যাওয়া। পাতলা সর্দি। নাকের অগ্রভাগ ফাটা, নাসারন্ধ্রে ব্যথা, লালবর্ণ, স্পর্শে বৃদ্ধি। মামড়ি, তৎসহ গাঢ়, হলুদ সর্দি। নাকের ভিতর দুর্গন্ধ যুক্ত পচা ঘা। ঝিল্লী প্রসারিত ও স্পঞ্জের মত।
মুখমণ্ডল – মনে হয় মুখের উপর ডিমের সাদা অংশের মত কোন বস্তু শুকিয়ে আছে। রক্ত স্ফোটক ও ফুসকুড়ি। নিম্নচোয়ালের কম্পন। খাবার পর মুখমণ্ডলে রক্তসঞ্চয়।
মুখগহ্বর – ক্ষতের ন্যায় বেদনা। এ থেকে দুর্গন্ধ বেরিয়ে থাকে। দাঁত দন্তমলে ঢাকা থাকে। মাঢ়ীতে টাটানি ব্যথা, মাঢ়ী থেকে রক্তস্রাব। মুখ খোলার ও চিবানোর সময় চোয়ালের সন্ধিতে টান ধরার মত বেদনা।
গলা – শুষ্ক, ক্ষতবৎ, খাদ্যবস্তু কিছুতেই প্রবেশ করতে পারে না, অন্ননলী সঙ্কুচিত হয়ে থাকে। মনে হয় গলার ভিতর খোঁজ বা ছিপি জাতীয় কোন বস্তু আটকিয়ে আছে। গলার ভিতর অস্বস্তি ও শিথিলতা। গলার ভিতর সুষ্ক ও চকচক করে। রোগা লোকদের বক্তৃতা দেওয়ার পর গলক্ষত। নাসারন্দ্রের পিছনের অংশ দিয়ে গাঢ়, চটচটে সর্দি ফোঁটা ফোঁটা করে পড়ে। সর্বদা গলার ভিতর অবাঞ্ছিত ও শিথিলতা। গলার ভিতর শুষ্ক ও চকচক করে। রোগা লোকেদের বক্তৃতা দেওয়ার পর গলক্ষত। নাসারন্ত্রের পিছনের অংশ দিয়ে গাঢ়, চটচটে সর্দি ফেঁটা ফোঁটা করে-পড়ে। সর্বদা গলা পরিষ্কার করতে হয়।
পাকস্থলী – অস্বাভাবিক বস্তু খাবার ইচ্ছা যেমন, খড়ি, কাঠকয়লা, শুষ্ক খাদ্য বস্তু, চায়ের পাতার গুঁড়ো।0 বুকজ্বালা, সঙ্কোচন অনুভূতি। মাংসে অনিচ্ছা। (গ্রাফ, আর্নিকা, পালস) আলু সহ্য হয়না। খাবার কোন ইচ্ছা থাকে না। এক বারে ছোট ছোট গ্রাস গিলতে পারে। অন্ন্যনলীর সঙ্কোচন।
মল – শক্ত, শুষ্ক, গুটলে, মলত্যাগের কোন ইচ্ছা থাকেনা। সরলান্ত্র ক্ষতবৎ, শুষ্ক, প্রদাহিত, রক্তস্রাব প্রবল। গুহ্যদ্বারে চুলকানি ও জ্বালা। এমনকি পাতলা মল ও খুব কষ্টের সঙ্গে বেরিয়ে থাকে। প্রচণ্ড কোথ দিতে হয়। শিশুদের কোষ্ঠকাঠিণ্য (কলিন্স, সোরি, প্যারাফ) ও বৃদ্ধদের নিষ্ক্রিয় সরলান্ত্র এবং বসে বসে কাজ করার প্রবণতা যুক্ত স্ত্রীলোক। প্রস্রাবের সময় উদরাময়। মলত্যাগের বহু আগে বেদনাদায়ক বেগের পর মল নির্গত হয় এবং এরপর মলত্যাগের সময় কোঁথ।
প্রস্রাব – প্রস্রাব থলির পেশীর আংশিক পক্ষাঘাত, প্রস্রাব করার জন্য কোঁথ দেবার পর মলত্যাগ। বৃকস্থানে বেদনা, বারে বারে প্রস্রাব করার ইচ্ছা। প্রস্রাব শুরু করার সময় কষ্ট।
পুরুষের রোগ – প্রবল কামইচ্ছা। মলত্যাগের সময় কোঁথ দিলে বীর্যপাত। প্রষ্টেট গ্রন্থি থেকে স্রাব।
স্ত্রীরোগ – মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের বহু পূর্বে ক্ষনস্থায়ী, পরিমানে অল্প ফ্যাকাশে, ঋতুস্রাবের পর প্রচণ্ড ক্লান্তি। (কার্ব এন. ককিউল)। সাদাস্রাব হাজাকর, পরিমানে প্রচুর, স্বচ্ছ, দড়ির ন্যায়, ততসহ জ্বালা, দিনের বেলা ও মাসিক ঋতুস্রাবের পর বৃদ্ধি। ঠাণ্ডা জ্বলে ধুলে কম পড়ে।
শ্বাস-প্রশ্বাস – সকালে ঘুম থেকে উঠার পরেই কাশি। স্বরভঙ্গ, স্বরলোপ, স্বরনলীর ভিতর সুড় সুড় করে, সাঁইসাঁই, ঘড়ঘড় শব্দ যুক্ত শ্বাস প্রশ্বাস। সকালে, গান করলে বা কথা বললে কাশি। বুকে সংকোচন অনুভব। আচার চাটনি-কাসুন্দি প্রভৃতি জাতীয় বস্তু খেলে কাশি। বুকের ক্ষততা বোধ কথা বললে বাড়ে।
পিঠ – সূঁচ ফোটানোর ন্যায় অনুভূতি। লোহার গরম ইস্ত্রি ঠেকানোর ন্যায় তীব্র বেদনা। যন্ত্রনা মেরুদৃণ্ড বরাবর হয় তৎসহ পক্ষাঘাতের ন্যায় দুর্বলতা।
অঙ্গ-প্রত্যঙ্গ – বাহু এবং হাতের আঙ্গুলগুলি গরম, মনে হয় যেন গরম লোহা ঢুকছে। বাহুগুলি পক্ষাঘাতগ্রস্ত বলে মনে হয়। পাগুলি নিস্তেজ বলে মনে হয়, বিশেষতঃ যখন রোগী একটা পায়ের উপর অপর একটা পাদিয়ে আড়াআড়ি ভাবে বসে থাকে। চলার সময় টলমল করে। গোড়ালি অসাড় বলে মনে হয়। পায়ের তলায় ব্যথা, পা ফেলে হাঁটার সময় পায়ের তলা নরম ও স্ফীত বলে মনে হয়। ঘাড়ে ও বাহুর উপর দিকে বেদনা। নখের তলায় দংশনবৎ বেদনা। নখ সহজেই ভেঙে যায়। দিনের বেলা এবং চোখ খোলা অবস্থা ব্যতীত কিছুতেই হাঁটতে পারে না। সুষুম্নাকাণ্ডের বিকলতা ও নিম্নাঙ্গের পক্ষাঘাত।
ঘুম — অস্থির, শঙ্কা ও ভ্রান্তিমূলক স্বপ্ন । সকালের দিকে ঝিমুনি।
চামড়া – ফাঁটা ও শুষ্ক উদ্ভেদ যুক্ত। সহজেই ভেঙে যায়। বিছানার গরমে অসহনীয় চুলকানি। রক্ত না বেরুনো পর্যন্ত চুলকাতে হয়, এরপরে যন্ত্রণা হয়। আঙুলের চামড়া উঠে।
কমা বাড়া বৃদ্ধি – পর্যায়ক্রমে, বিকালের দিকে, আলু খেলে, সকালে ঘুম থেকে উঠার পর বৃদ্ধি, গরম ঘরে।
উপশম — মুক্ত বাতাসে, ঠাণ্ডা জলে ধুলে, সন্ধ্যায় এবং একদিন পর পর। ভিজে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় উপশম।
সম্বন্ধ – তুলনীয় : এলুমিনিয়াম ক্লোরাইডাম (সুষুম্নাকাণ্ডের পক্ষাঘাতের দরুণ বেদনা। নিম্নশক্তি চূর্ণ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। স্ন্যাগ সিলিকো সালফো ক্যানসাইট অফ এনুমিনা ৩ গুন (গুহ্যদ্বারে চুলকাণি, অর্শ, কোষ্ঠকাঠিন্য, পেটে বায়ু জমার ফলে স্ফীতি), সিকেলি, ল্যাথাই, প্লাম্ব। এলুমিনিয়াম অ্যাসিটেট সলিউশন। (চামড়ার রোগে ও পচন যুক্ত ক্ষতস্থানে ইথার লোশন ব্যবহার করা হয়। জরায়ুর নিষ্ক্রিয়তার ফলে দেখা দেওয়া রক্তস্রাব এই ঔষধ বন্ধ করে থাকে। শরীরের বিভিন্ন যন্ত্রের মূল অংশ বা কার্যকরী অংশ থেকে হওয়া রক্তস্রাব, এই ঔষধের ২-৩% সলিউশন”বন্ধ করে থাকে। টনসিলে অস্ত্রোপচারের পর বা টনসিলেক্টমির পর রক্তস্রাব এই ঔষধ বন্ধ করে থাকে। সেক্ষেত্রে এই ঔষধের ১০% সলিউশনের দ্বারা ন্যাজোফ্যারিক্স ধুয়ে দেওয়া হয়।
অনুপূরকঃ- ব্রায়োনিয়া।
দোষগ্ন – ইপিকাক, ক্যামো ।
শক্তি – ৬ষ্ঠ থেকে ৩০ শক্তি এবং উচ্চতর। ঔষধের কাজ ধীরে ধীরে প্রকাশ পায়।
এলুমিনা’র ন্যায় এই ঔষধও দেহে সকল অংশের পেশীসমূহে বিশেষ প্রকারের পক্ষাঘাতিক দুর্বলতা, এক প্রকার ক্রিয়াগত শিথিলতা উৎপন্ন করে। হাত-পা দুৰ্বল হয়। এই দুর্বলতা বিশেষভাবে সরলান্ত্রে এবং মূত্রাশয়ে অনুভূত হয়। সরলান্ত্র এবং বৃহদন্ত্র তাহাদের আধেয় নির্গত করতে অক্ষম হওয়ায়, মল জমিয়া ঠাস হইয়া যায়। মূত্রাশয়ের কাৰ্যও শিথিল হয়। এবং রোগী অতিকষ্টে মূত্রত্যাগ করে। মূত্রত্যাগের পরেও সচরাচর মূত্রাশয় অর্দ্ধপূর্ণ অবস্থায় থাকিয়া যায়। প্রস্রাবক্রিয়া আরম্ভ হইতে বিলম্ব হয় এবং রোগী প্রস্রাব করিতে দাঁড়াইলে উহা হিপারের ন্যায় লম্বা রেখার আকারে নির্গত হইতে পারে। ইহা হইতে আমরা ক্রিয়ার শিথিলতা বুঝিতে পারি। এই পক্ষাঘাতিক অবস্থা শিরা পর্যন্ত বিস্তৃত হয় এবং ফলে গতিবিধায়ক ক্রিয়ার পক্ষাঘাত ঘটে।
এই ঔষধের আর একটি বিশিষ্টতা এই যে, যেখানেই দেহের উপরিভাগে প্রাদাহিক লক্ষণ থাকে, সেইখানেই কঠিনতা দেখা দেয়। যে-সকল ঔষধে এইরূপ লক্ষণ থাকে, তাহারা সকলেই অল্পাধিক ক্যান্সার জাতীয় রোগের সহিত সম্বন্ধযুক্ত হয়। কারণ ক্যান্সার রোগের প্রকৃতিতে আমরা কঠিনতা প্রাপ্তির প্রবণতা দেখিতে পাইয়া থাকি। এলুমেন ঔষধটিতে ক্ষত একটি সাধারণ জিনিষ, ঐ ক্ষতের মধ্যে কঠিনতা থাকে, ক্ষতের তলদেশ কঠিন হয়। অথবা চর্মের উপর যেখানে রক্তসঞ্চালন ক্ষীণ থাকে, উদাহরণ স্বরূপ-উপাস্থিময় অংশে ছোট ছোট আঁইসবৎ পদার্থ জন্মে এবং ঐগুলি খুব পুরু কঠিন মামড়ীতে পরিণত হয়। এই মাড়ীর নীচে রস-প্রসেক হয়, মামড়ী উঠিয়া যাইতে থাকে, কিন্তু টিসুসমূহের দুর্বলতা এবং গতিবিধায়ক শক্তির পক্ষাঘাতের জন্য আরোগ্যক্রিয়া স্থগিত থাকে। বহিঃত্বকের অর্বুদ ইহা ছাড়া বেশী কিছু নহে; সুতরাং এই ঔষধে আমরা উপত্বকের অর্বুদ এবং অন্যান্য ক্যান্সার সদৃশ রোগ পাই। কর্কটরোগ এক বিশেষ প্রকারের কঠিনতা ছাড়া আর কি? যখন দেহের নিয়মিত কাৰ্য্য মৃদু প্রকৃতির জীবনধারায় পরিণত হয়, টিসুসমূহ সামান্য ভাবে প্রস্তুত হইতে থাকে, টিসুসমূহ প্রদাহিত হয় এবং সামান্যমাত্র উত্তেজনাতেই কঠিনতা প্রাপ্ত হইতে থাকে, তখন আমরা দেখিতে পাই যে, এই প্রকার ধাতুবিশিষ্ট ব্যক্তিগণ যক্ষ্মা, মূত্রগ্রন্থি-প্রদাহ, বহুমূত্র, কর্কটরোগ প্রভৃতি গভীর-মূল রোগের জন্য পূর্ব হইতেই প্রবণতাযুক্ত হইয়া আছেন। আমরা যেন শেষ পরিণতির সীমারেখায় উপস্থিত হইয়াই আছি, এখন কিছু ঘটিলেই হইল। এই ঔষধ দেহের নিয়মিত কাৰ্য্যকে এরূপ বিশৃঙ্খল অবস্থায় লইয়া যায় যে, টিসু-গঠন সামান্যভাবে চলিতে থাকে এবং অনেক ক্ষেত্রেই এইরূপ কঠিনতা কর্কটরোগে পরিণত হয়। ইহা একটি দীর্ঘকালক্রিয় সোরাদোষ নাশক ঔষধ।
এই ঔষধে জরায়ু গ্রীবার এবং স্তনগ্রন্থির কঠিনতা প্রাপ্তির প্রবণতা আছে। গ্রন্থিগুলি ধীরে ধীরে প্রদাহিত হয় এবং উহা সাধারণ প্রকারের রক্তসঞ্চয় এবং কঠিনতাতেই নিবৃত্ত হয় না, কিন্তু বুলেটের ন্যায় শক্ত হইয়া উঠে। এই কঠিনতা দেহের নানা গ্রন্থিতে বিস্তৃত হয়, কিন্তু টনসিল গ্রন্থিদ্বয়েই বিশেষভাবে দেখিতে পাওয়া যায়। কারণ, যাহাদের সর্দি লাগার প্রবণতা থাকে এবং ঐ সর্দি গলায় বসিবার প্রবণতা থাকে, তাহাদের ক্ষেত্রে সৰ্দিটি বিশেষভাবে টনসিলদ্বয়কেই বাছিয়া লইয়া উহাদিগকেই কঠিন করিয়া তুলে। এইভাবে সর্দি লাগা চলিতে থাকিলে টনসিলদ্বয় বৃদ্ধিপ্রাপ্ত ও কঠিন হইতে থাকে। এরূপ ক্ষেত্রে আমাদের এলুমেন নামক ঔষধটি সমগ্র অবস্থায়, কঠিনতা প্রাপ্তি এবং রস-প্রসেকের পক্ষে উপযোগী হয়; এবং লক্ষণসমূহের মিল হইলে “সমঃ সমং শময়তি” নীতি অনুসারে রোগীকে আরোগ্য করিয়া তুলে। এই ঔষধ সেই সব ছোট ছোট বালক-বালিকাকেও আরোগ্য করে, যাহাদের দৈহিক বৃদ্ধির সহিত টনসিলদ্বয়ও অত্যধিক বাড়িতে এবং অত্যন্ত শক্ত হইতে থাকে এবং সর্দি লাগিলেই তাহা গলায় বসিয়া যায়। ব্যারাইটা’তেও এইরূপ প্রবণতা আছে এবং এলুমেন ব্যারাইটা’র সমগুণ ঔষধ। কোন রোগীর এক বিশেষ প্রকার ধাতু হইল এবং বিশেষভাবে পরীক্ষার পর দেখা গেল যে, সে ব্যারাইটার রোগী। অপর একটি রোগীতে তুমি পৃথক প্রকারের ধাতু দেখিতে পাইবে এবং বিশেষভাবে পরীক্ষার পর দেখিতে পাইবে যে, সে এলুমেনের রোগী। পরবর্তী একটি হয়ত ‘সালফারের রোগী হইবে এবং যত্ন করিয়া পরীক্ষা করিলে তুমি হয়ত দেখিবে যে, তৎপরবর্তীটি ‘ক্যাল্কেরিয়া কাৰ্ব্বে’র রোগী; এবং তারপরেরটি ক্যাল্কেরিয়া আইয়ডের রোগী এবং এইভাবে পূৰ্ব্ববর্ণিত অবস্থাগুলির সহিত মিল খায়, এরূপ ঔষধগুলি একে একে মনে আসিতে থাকিবে। আমরা যদি এরূপ লক্ষণসমষ্টি পাই, যাহা দ্বারা ধাতুগত অবস্থাটি চিত্রিত হয়, তাহা হইলে আমাদের কোন ঝঞ্জাটই থাকে না। লক্ষণগুলি ভালভাবে সংগৃহীত হইলে, রোগীর রোগও সারিয়া যাওয়ার মতই হইল, কারণ তখন ঔষধটি নির্বাচন করা সহজ।
এই ঔষধটি আংশিকভাবে পরীক্ষিত হওয়ায় ইহার বিবরণও অসম্পূর্ণ। আমি আংশিকভাবে পরীক্ষিত ঔষধগুলি লইয়া আলোচনা করিতে চাহি না, কিন্তু যখন তাহাদের মধ্যে দৈনন্দিন জীবনে পাওয়া যায়—এরূপ বহু লক্ষণ থাকে, তখন তাহাদিগকে জানিয়া রাখার প্রয়োজন হয়। এই ঔষধের মানসিক লক্ষণ খুব কম। যাহাতে মানসিক অবস্থা প্রকাশিত হয় সেজন্য এই ঔষধটি উচ্চক্রমে অনুভূতি সম্পন্ন ব্যক্তিগণের উপর পরিলক্ষিত হওয়া উচিত।
কতকগুলি মস্তক-লক্ষণ লক্ষ্য করিবার মত এবং মূল্যবান মস্তকের উপরিভাগে জ্বালাযুক্ত বেদনা। যেন একটি ভার, মাথার খুলিকে ভিতরের দিকে চাপিয়া ধরিতেছে, বেদনাটির অনুভূতি এরূপ। তুমি হয়ত একটি স্ত্রীলোককে মাথার উপর হাত রাখিয়া শুইয়া থাকিতে দেখিবে এবং তিনি হয়ত বলিবেন— “ডাক্তার, ঠিক এই স্থানটিতে আগুনের মত জ্বলিতেছে এবং এমনভাবে পিষিয়া ধরিতেছে যেন মাথার খুলিটি চূর্ণ হইয়া ভিতরে ঢুকিয়া যাইবে। কেবলমাত্র জোরে চাপিয়া ধরিলে অথবা ঐ স্থানে উপর বরফের ন্যায় ঠান্ডা বস্ত্রখন্ড রাখিলে আমি একটু শান্তি পাই।” কিছুক্ষণ অন্তর তিনি ঐ কাপড়খানিও পাল্টাইয়া ঠান্ডা করিয়া লইতে চাহিবেন। চাপিয়া ধরার ন্যায় বেদনা যে ব্যথাযুক্ত স্থানে চাপ দিলে উপশম প্রাপ্ত হয় ইহা একটি অদ্ভুত ব্যাপার। ইহা ক্যাকটাসের মাথার চাঁদিতে বেদনার ন্যায়, চাপ দিলে উপশমিত হয়। এইরূপ লক্ষণযুক্ত ঔষধের তালিকা খুবই ক্ষুদ্র; সুতরাং এই ঔষধটির একটি বিশেষ স্থান আছে। আমরা কতকগুলি অদ্ভূত; বিরল, আশ্চর্য্য লক্ষণ পাই এবং ঐরূপ লক্ষণযুক্ত ঔষধের সংখ্যা অত্যল্প; সুতরাং ঐরূপ লক্ষণযুক্ত রোগীর ধাতুগত অবস্থা পাইবার জন্য আমাদিগকে ভিন্ন পথে; পথের পার্শ্বস্থ পথে চলিতে হইবে। এলুমেন একটি রোগীর মস্তক-শিখরের পেষণবৎ বেদনা আরোগ্য করিয়াছিল, তাহার শিরোবেদনা এবং অত্যন্ত কষ্টদায়ক পুরাতন মূত্রাশয়ের উত্তেজনা পৰ্যায়ক্রমে দেখা দিত।
“শিরোঘূর্ণন – চিৎ হইয়া শুইলে, তৎসহ পাকস্থলীর অভ্যন্তরে দুর্বলতা বোধ, চক্ষু খুলিলে বৃদ্ধি, ডানদিক ঘুরিলে বৃদ্ধি।” এই ঔষধে আরও একটি লক্ষণ আছে,—ডানদিক ফিরিলে বুক ধড়ফড়ানি উপস্থিত হয়। উহা যে-কোন ব্যক্তির নিকট অদ্ভুত লক্ষণ বলিয়া বোধ হইবে কারণ; বুক ধড়ফড়ানি সাধারণতঃ বামদিকে শুইলেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। দ্রুতসঞ্চালনশীল, বিবর্ধিত অথবা বির্শঙ্খলা হৃৎপিন্ডে সাধারণতঃ বামপার্শ্বে শুইলেই বৃদ্ধিলক্ষণ দেখা যায়, কারণ তখন হৃৎপিন্ড কম স্থান পায়; কিন্তু যখন লক্ষণগুলি ডানপার্শ্বে শুইলে বাড়ে তখন উহা অদ্ভুত, বিরল এবং অসাধারণ। যখন এই অবস্থা কোন রোগীতে বর্তমান থাকে, তখন যে ঔষধে ঠিক ঐ লক্ষণটি আছে, তাহাই খুঁজিয়া দেখা আবশ্যক এবং খুব সচরাচর এরূপ দেখা যাইবে যে, অপর যে-সকল লক্ষণ রোগীর বর্তমান অবস্থাটি সৃষ্টি করিয়াছে, তাহারও ঐ ঔষধটির সহিত মিলিয়া যাইবে।
এই সকল জিনিষের সহিত তোমাকে আরও একটি লক্ষণ যোগ দিতে হইবে। উহা—সমস্ত শরীরের পেশীগুলির ধীরতা ও অলসতা, সমস্ত পেশীগুলির মন্থর হইয়া পড়া; হাতে ও পায়ে দুর্বলতা বোধ।
কোষ্ঠবদ্ধতায় কিছু নিষ্ফল মলপ্রবৃত্তি থাকিতে পারে কিম্বা তাহার কয়েক দিন মলত্যাগের ইচ্ছা ব্যতীতই কাটিয়া যায়। তাহার মলত্যাগের ক্ষমতাই থাকে না। সে বহুক্ষণ ধরিয়া কোঁথ দেয়, কিন্তু কোনই ফল হয় না। অবশেষে অনেক দিন পর মল বাহির হয়—উহা কতকগুলি কঠিন গোলার পিন্ডের ন্যায়, একসঙ্গে বাঁধা অনেকগুলি মার্বেলের ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র গোলার সমষ্টির ন্যায়। এলুমেনের ধাতুতে ইহা একটি বিশিষ্ট লক্ষণ। “মল, সাধারণ লোকের মত সচরাচর নির্গত হয় না; সাধারণের অপেক্ষা শুষ্ক ও কঠিন, বৃহৎ, কাল, শক্ত অথবা ভেড়ার বিষ্ঠার মত খন্ড খন্ড; মলত্যাগের পর উপশম হয় না।” মলত্যাগের পরও অনুভূতি থাকে যে, সরলান্ত্রটি তখনও পূর্ণ রহিয়াছে। এই অদ্ভুত লক্ষণ আসে সরলান্ত্রের দুর্বলতা অথবা আংশিক পক্ষাঘাত হইতে অর্থাৎ সরলান্ত্র সমস্ত আধেয় নির্গত করিবার উপযুক্ত সবল থাকে না এবং তাহা হইতেই অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি আসে। সরলান্ত্রে ক্ষত থাকে, ঐ ক্ষত হইতে রক্তপাত হয়। অর্শে ক্ষত জন্মে এবং তাহা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, সেইজন্য প্রত্যেকবার মলত্যাগের পর তাহার অনেকক্ষণ ধরিয়া যন্ত্রণা এবং সরলান্ত্রে টনটনানি বেদনা হয়।
ঔষধটির সর্বত্রই সর্দিজ অবস্থা বর্তমান থাকে। পুরাতন গন্ডমালাগ্রস্ত সোরাধাতু রোগীরা, যাহারা বর্ধিত শিরা সংযুক্ত চক্ষের অবিদাহী পুরাতন হলদেবর্ণ স্রাবে ভুগে, যোনিপথে পুরাতন হলদে স্রাব হয়, পুরুষদের মূত্রনলী হইতে পুরাতন হলদে স্রাব হয়; পুরাতন যন্ত্রণাহীন গনোরিয়া থাকে, তাহারা এই ঔষধের অধিকারে আসে। এই সর্দিজ স্রাবের সঙ্গে ক্ষত প্রবণতা থাকে, সুতরাং যোনিতে ক্ষুদ্র ক্ষুদ্র তালির ন্যায় ক্ষতযুক্ত স্থান যোনিতে এবং জরায়ু গ্রীবায় উপক্ষতযুক্ত তালির ন্যায় স্থান দেখিতে পাওয়া যায়। যখন কোন রোগী পুরাতন প্রমেহ রোগে ভুগে, তখন লালমেহের ন্যায় সাদা স্রাব হওয়ার পরিবর্তে, যদি স্রাবটি হলদে থাকিয়া যায় এবং মূত্রনলীতে ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন স্থান জন্মে, রোগী ঐগুলিকে “ডেলা’ বলিয়া বর্ণনা করিয়া চিকিৎসকের মনোযোগ আকর্ষণ করে। মূত্রনলীতে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছাকার বস্তু থাকার সহিত স্রাব। ঐ গুচ্ছাকার বস্তুগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত এবং ক্ষতগুলির নীচে কঠিনতা থাকে। যখন এইরূপ অবস্থা বর্তমান থাকে, তখন তুমি এলুমেনের গনোরিয়া পাইলে। যদি তাহাকে এই ঔষধ না দেওয়া হয়, তাহা হইলে খুব অল্পদিনের মধ্যেই তাহার দুই তিনবার মূত্রাবরোধ হইবে, কারণ, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতের প্রত্যেকটি মূত্রপথকে অবরুদ্ধ করিয়া এবং উহাকে সঙ্কীর্ণ করিয়া তবে শেষ হয়। এই সর্দিজ অবস্থা এবং এই ক্ষতগুলির আর একটি অদ্ভুত লক্ষণ এই যে, উহাদের রক্তবহা নাড়ীগুলিকে আক্রমণ করিবার প্রবণতা থাকে; শিরাগুলি স্ফীত হইয়া উঠে এবং রক্তক্ষরণ হয়; সুতরাং যেকোন প্রাহিত বা সর্দিযুক্ত স্থান হইতে রক্তপাত হইতে পারে,—ক্ষতগুলি হইতে রক্তপাত হইতে পারে।
মস্তকের চারিদিকে নানাপ্রকার অবর্ণনীয় স্নায়বিক বেদনা থাকে। এই সকল বেদনা প্রাতে নিদ্রাভঙ্গের পর উপস্থিত হয়। চক্ষু লক্ষণগুলি ক্ষতসংযুক্ত প্রাদাহিক অথবা রক্তসঞ্চয় প্রকৃতির। পুঁজস্রাবী চক্ষু-প্রদাহ, পুরাতন ক্ষতযুক্ত চক্ষু। “বাতির আলোকে একটি দ্রব্য দুইটি দেখে।” “বাম নাসায় পলিপাস; নাসার উপরে লিউপাস অথবা ক্যান্সার। মুখ মড়ার ন্যায় বিবর্ণ। জিহ্বায় সৌত্রিক অর্বুদ।” দেখ, ইহার ক্ষুদ্র ক্ষুদ্র মাংসবৃদ্ধি, ছোট ছোট কঠিনতা ও রস-প্রসেকের প্রবণতা কত অধিক! দাঁত দিয়া রক্ত পড়ে, দাঁতগুলি ক্ষয়িয়া যায়; এবং দাঁত হইতে মাড়ি ছাড়িয়া যায়; দাঁতগুলি আলগা হইয়া পড়ে, মাড়ি স্কার্ভি রোগগ্রস্তের ন্যায় দেখায়। মুখগহ্বর জ্বালাযুক্ত ক্ষতবিশিষ্ট, বিবর্ণ; মলিন, দাঁতের চারিদিকের চর্ম স্পঞ্জের ন্যায়, উহার চারিদিকে ফোলা ফোলা মাংস, দুর্গন্ধ লালা। মুখগহ্বরেও আমরা ইহা সাধারণ লক্ষণ ক্ষতযুক্ততা পাইয়া থাকি, তৎসহ মুখের শুষ্কতা; জিহ্বা এবং গলার শুষ্কতা এবং বরফের ন্যায় ঠান্ডা জলের প্রবল তৃষ্ণা বর্তমান থাকে। “আলজিভ প্রদাহিত এবং বর্ধিত; পূৰ্ব্ব হইতেই গলগ্রন্থিপ্রদাহের প্রবণতা”। “যাহা খায় তাহাই বমি করিয়া ফেলে।” ইহার পর তুমি “ক্ষত” এই কথাটি যোগ করিয়া লইতে পার; কারণ রক্তসঞ্চয়ের যেরূপ অবস্থায় সহজেই ক্ষত জন্মে, ইহাও তদ্রুপ অবস্থার সহিত সম্বন্ধযুক্ত।
উদর লক্ষণে আমরা পাই বায়ুস্থিতি। অন্ত্রাদি তাহাদের কার্য সম্পাদন করে না, তাহারা আক্ষেপিক ভাবে ক্রিয়া করে এবং সেই কারণে রোগী খিলধরা এবং শূলব্যথা, ছিদ্রকরণবৎ, বিদীর্ণকর, ছিন্নকর যন্ত্রণায় ভুগে। উদরের সঙ্কোচন এবং নাভির পশ্চাদাকর্ষণ। যাহারা সাদা সীসা হইয়া কাজ করে, তাহাদের সিসাজনিত বিষক্রিয়ার সহিত যদি তুলনা কর, তাহা হইলে তুমি এই ঔষধেরই একটি প্রতিরূপ দেখিতে পাইবে এবং তুমি ইহা জানিয়া বিস্মিত হইবে না যে, এই ঔষধ এবং প্লাম্বাম’ একে অপরের দোষ নাশ করে। তাহারা এরূপ করে, কারণ তাহারা সমলক্ষণ এবং সেইজন্য উভয়েই একই গৃহে থাকিতে পারে না। যাহারা সিসা লইয়া কাজ করে, তাহাদের সীসক শূল নিবারণ করিতে এলুমেন একটি বড় ঔষধ এবং উহা প্রবণতাটিকেও দূর করে। অনেক চিত্রকর তাহাদের এই প্রবণতার জন্য তাহাদের পেশা ছাড়িয়া দিতে বাধ্য হন। এলুমেন তাহাদের এই প্রবণতাটি দূর করিবে এবং তাহারা নিজের পেশায় ফিরিয়া যাইতে সক্ষম হইবেন।
স্ত্রীলোকদিগের সম্বন্ধে আমরা দেখিতে পাই “জরায়ুর ভার গ্রীবাকে চাপিয়া ধরে, মাংসাঙ্কুর জন্মে, প্রচুর প্রদরস্রাব দেখা দেয়, শীর্ণতা, হলদে বর্ণ চেহারা, জরায়ুর স্ফীতি, এমনকি জরায়ুতে সৌত্রিক অর্বুদ, জরায়ুতে ক্ষত।” সময়ে সময়ে তোমরা যোনিপথের এই অবস্থার প্রমাণ পাইবে যখন কোন স্ত্রীরোগী জানাইবে যে, স্বামীসহবাস তাহার নিকট এতই যাতনাদায়ক যে, উহা অসম্ভব হইয়া পড়িয়াছে। ইহাতে বিস্মিত হইবার কিছুই নাই, কারণ এত বেশী কষ্ট বর্তমান থাকিলে স্বাভাবিক কার্য সম্পন্ন করাও সম্ভব হয় না।
“কণ্ঠস্বর সম্পূর্ণভাবে লুপ্ত।” শরীরক্রিয়ার হীন অবস্থা এবং সৰ্ব্বদাই নূতন করিয়া সর্দি লাগার জন্য পুরাতন স্বরনাশ।“প্রচুর হলদে শ্লেষ্মাস্রাব, সব সময় গলায় খেকারি দিয়া অল্প অল্প হলদে শ্লেষ্মা-সঞ্চয় রোধ করিতে হয়। “সন্ধ্যাকালে শুইবার পর শুষ্ক, কাশি।” “পুরাতন প্রাতঃকালীন কাশি।” কাশি এই ঔষধের তেমন মূল্যবান লক্ষণ নয়, শরীরক্রিয়ার সাধারণ অবস্থাই লক্ষ্য করিতে হইবে। কাশি, চিকিৎসকের নিকট, রোগের প্রকৃত অবস্থাটি ব্যক্ত করিতে পারিবে না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত বর্তমান থাকিলেই, এরূপ কাশি হইয়া থাকে। এরূপ রোগী যক্ষ্মারোগ অথবা অন্য কোন জীবন ধ্বংসকারী রোগে আক্রান্ত হইতে পারে।
যে সকল বৃদ্ধ লোকেরা, প্রচুর দড়ির ন্যায় প্রাতঃকালীন গয়েরবিশিষ্ট বক্ষের সর্দিরোগে ভোগে, যাহাদের রক্ত উঠে এবং বক্ষের দুর্বলতা থাকে এবং সেইজন্য কাশি তুলিতে কষ্ট হয়, তাহাদের পক্ষে এলুমেন উপযোগী। এই বিষয়ে ইহা ‘এন্টিম টার্টের সদৃশ।
এলুমিনার সহিত ইহার সম্বন্ধ থাকায়, আরও পরীক্ষা হইলে নিশ্চয়ই দেখা যাইবে যে, ইহারও অনেকগুলি মেরুদন্ড সম্বন্ধীয় লক্ষণ আছে। আমরা ভালভাবেই জানি যে, ইহাতে মেরুদন্ডের দুর্বলতা, তৎসহ মেরুদন্ডের শীতলতা এবং পিঠের উপর ঠান্ডা জল ঢালার ন্যায় অনুভূতি আছে। স্কন্ধাস্থিদ্বয়ের নিম্নকোণ সংযোগকারী রেখাস্থিত পৃষ্ঠদেশীয় মেরুদন্ডে বেদনা এবং ঐ প্রদেশে এবং স্কন্ধে দুর্বলতা আছে। এলুমিনা’র ন্যায় ইহাতেও অঙ্গ-প্রত্যঙ্গের চারিদিকে দড়ি দিয়া বাঁধার ন্যায় সঙ্কোচন বোধ আছে। মনে হয় যেন, উহার হাতের চারিদিকে একগাছি দড়ি দিয়া কষিয়া বাঁধা আছে। মেরুদন্ড-লক্ষণের অন্যান্য বিকাশ হস্তাঙ্গুলির অপটুতা, যাহা হাত হইতে জিনিষপত্র পড়িয়া যাওয়ার সময় লক্ষ্য করা যায়; রাত্রিকালে নিম্নশাখায় বেদনা, অবসাদ ও অসাড়তা। হাঁটুর নীচে পায়ে দড়ি বাঁধা থাকার ন্যায় অনুভূতি; হাঁটিবার সময় পায়ের তলায় যে চাপ লাগে তাহাতে স্পর্শকাতরতা; গরম কাপড়ে ঢাকা থাকিলেও পায়ের পাতায় অসাড়তা ও ঠান্ডাবোধ; হাঁটু পর্যন্ত ঠান্ডা হওয়া। এই লক্ষণগুলি সবই ইহার মেরুদন্ডের উপর ক্রিয়ার প্রমাণ। সমস্ত অঙ্গে থেঁৎলানবৎ ব্যথা। সমস্ত অঙ্গে পিঁপড়া হাঁটার ন্যায় অনুভূতি ও ঝিনঝিন করার অনুভূতিসহ পক্ষাঘাত।
শরীরের ভিতর দিয়া বেগে রক্ত চলাচল করিতেছে, এরূপ অনুভূতির জন্য সে রাত্রে জাগিয়া থাকে। নিদ্রাকালে অনেক উপসর্গ উপস্থিত হয়। বুকচাপা স্বপ্ন। সে আবহাওয়ার পরিবর্তনে এবং ঠান্ডায় অত্যনুভূতিযুক্ত হয়।
বাংলায় – ফিটকিরি বা অ্যালাম (Alum), পটাশ এলাম (Potash Alum)
টাইফয়েড জ্বরে অন্ত্র থেকে রক্তস্রাবের একটি উৎকৃষ্ট ঔষধ এবং মল প্রভূত কাল ও চাপ চাপ রক্তবিশিষ্ট। ইহা গলক্ষত রোগে ও আলজিভ ঝুলে পড়লেও একটি উৎকৃষ্ট ঔষধ।
ALUMEN [Alumn]
+ Alum. Aluminnii et Potassii Sulphas.
Introduction
The well-known astringent double salt, found as a native mineral near the volcanoes of the Lipari Isles, in Sicily; abundant in this country in Maryland and in Tennessee. One of the oldest medicines ever used.
Introduced and proved by C. Hg., in 1845, with the assistance of Drs.Husmann and Rhees. Also proved by Dr. Jeanes, whose frequently corroborated symptoms are included.
A full monography was published in the Journals in 1872, and is contained in C.Hg.’s Mat. Med., Vol.1., published by Boericke and Tafel, 1873. 734 numbers on 39 pages.
Mind
Lectrophilie, keeps bed without necessity, plaguing her family.
Anxiety, doubts if medicine will relieve her.
Feels like after unpleasant news.
Spells of rage, attacks people.
Thinking about her disease causes palpitation.
Unpleasant news excites and causes nervous tremors.
Sensorium
Vertigo: lying on his back, with weakness in pit of stomach; amel. opening eyes; amel. turning on right side.
Giddy looking down, as if falling forward; rush of blood to head.
Deathlike fainting spell, with loss of all faculties.
Inner Head
Neuralgic headache. Nasal polypus.
Jerking in left forehead, evening.
Pressing on top of head.
Pains coming and going, from place to place; in forenoon.
Pain agg. morning, on awaking.
Shooting through temples, with sickness, amel. by drinking cold water.
Rush of blood to head.
Sight and Eyes
Wild look; with spells of rage.
Sees things double by candlelight.
Pupils dilated.
Right eye squints towards nose.
Spots on cornea.
Prolapsus irides after cataract operation.
Staphyloma cornea.
Bruised feeling on inferior edge of orbit of left eye, on pressure, or by moving eyelids.
Varicosities of conjunctiva.
Trachoma (topically and internally).
Purulent ophthalmia of infants.
Itching burning on border of lower lids; right to left.
Hearing and Ears
Hears every little noise in sleep.
Heat in both ears and left side of face at night.
Purulent otorrhoea.
Smell and Nose
Dryness of nostrils and choanae.
Nosebleed.
Nasal polypus left side, with rough skin all over face and body, and neuralgic headache.
Lupus or cancer.
Upper Face
Expression animated; with fever.
Left side red and hot.
Complexion sickly, sallow; yellow.
Pale as a corpse, lips blue.
Lower Face
Pain in left articulation of jaw close to ear.
Teeth and Gums
Teeth loose.
Gums swollen, inflamed, spongy, with a grey, dirty coating; teeth surrounded by proud flesh.
Stomatitis.
Profuse hemorrhage after extraction of a tooth.
Taste and Tongue
Taste: bitter; sourish, astringent; sweetish, disgusting after taste.
Tongue clean, except a slight coating of slime on back part.
Tongue: dry ; burning in evening; sour feeling; stitches agg. at tip.
Scirrhus of tongue.
Inner Mouth
Mouth dry, without thirst.
Spreading ulcers in mouth.
Noma.
Mouth burning, ulcerated; grey, dirty spongy skin about a tooth, which is surrounded with proud flesh; offensive saliva.
Profuse ptyalism, mercurial in origin or not.
Throat
Uvula inflamed and enlarged.
Uvula elongated, relaxed after catarrh.
Predisposed to tonsillitis.
Veins about fauces distended; velum red; much hawking.
Catarrh of fauces and throat.
Neuralgia of throat.
Spat a lump of coagulated blood in morning after rising.
Throat sore and dry when talking or swallowing fluids; difficult swallowing.
Throat relaxed, ulcerated.
Burning and severe pains; heat up from stomach.
Spasmodic constriction in oesophagus; fluids can scarcely be swallowed.
Prickling sensation in both sides of throat and great dryness, with constant desire to drink.
Throat chronically affected; mucous membrane covered with mucus, causing troublesome cough.
Appetite, Thirst, Desires, Aversions
Appetite increased, even with fullness in stomach.
Loathes food.
Thirst: throat dry; and increased appetite; with heat in stomach, amel. by drinking cold water; intense, with fever.
Mouth dry, but no increase of thirst.
Eating and Drinking
Before breakfast: attacks of nausea; cough.
During breakfast: cough agg..
After breakfast: cough amel..
Eating amel. her sinking feeling in stomach.
After meal, heaviness in stomach; throbbing; distension; vomited everything.
At Dinner: erections.
Drinking cold water: relieves headache.
Hiccough, belching, nausea and vomiting
Qualmish at intervals, when awaking at night, prevents falling asleep again.
Nausea with headache, pain in stomach and retching.
Nausea with faintness and weakness, more in morning, with restlessness and excitement, giddiness; chilliness.
Vomits large quantities of glairy mucus, or tough, colorless, sour slime, seldom containing bile, oftener food.
Atonic Haematemesis; vomiting of blood.
Habitual Haematemesis in hard drinkers.
Vomits everything he eats.
Vomiting, with colic.
Scrobiculum and Stomach
A sensation of fullness in pit of stomach urges him to take a deep breath, but he cannot.
Weak faint feeling in pit of stomach; sinking sensation.
Pain, nausea and rush of blood to head and drowsiness.
Pain with faintness, sickness and cold sweat.
Burning heat and feeling of fullness.
Heat in stomach, amel. by drinking cold water.
Severe pain to left of scrobiculum, amel. standing still and pressing on it.
Pyrosis and gastric catarrh.
Villi of stomach becoming disorganized; mucus lining dark red or brown; walls thickened, more at pylorus, and hardened, as if tanned (toxic).
Pressing followed by throbbing; lying on back in evening.
Abdomen
Warm creeps running down, followed by jerking contractions of abdominal muscles, towards linea alba.
Relaxed feeling in abdomen.
Distension from wind.
Burning pain low down and in small of back prevents him getting up; as if back would break.
Colic pain amel. from pressure; agg. when walking, with fullness and heaviness.
Spasmodic wind-colic.
Abdomen sensitive to touch during colic.
Abdomen and navel sunken in; walls hard and retracted towards spine.
Potter’s colic with sleeplessness, headache, crawling, tingling in limbs, constipation; amel. from pressure; abdomen retracted; tongue dry, black; urine red and scanty; violent delirium and debility; also after opium.
Lead colic, violent as if drunk and enraged; pulse slow; tongue in folds and dry; trembling of limbs and pain as if beaten.
Stool and Rectum
Violent ineffectual urging.
Stool: less frequent, dryer and harder; large, black, hard or in small pieces like sheep’s dung; no relief afterwards.
Difficult stool with some blood and subsequent beating in anus.
First hard, then soft stools and pains following.
Diarrhoea yellow as an infant’s; slimy after colic pains, causing great weakness.
Diarrhoea ichorous, mixed with blood of an offensive odor; abdominal typhus; great exhaustion.
Very weakening colliquative diarrhoea.
Masses of coagulated blood. Typhus abdominalis.
Putrid dysentery.
Violent pains going from rectum down thighs.
During stool: dyspnoea; pains in rectum; tenesmus.
After stool: scarcely endurable pain, with scirrhous indurations in rectum ; no fissures.
Ulcerations in rectum, painful excrescences; fetid bloody ichor.
Anus protruding, tumors inflamed and painful.
A small lump at anus itching violently, agg. at night.
Itching at anus all evening; pruritus.
Long-lasting pain in rectum after each stool.
Painful, bleeding piles; with aching in anus.
Bleeding from anus after wine or whiskey.
Urinary Organs
Diabetes mellitus.
Contractive sensations deep in pelvis with complaints of rectum and bladder.
Urine increased, free, acid.
Frequent urging, with scanty, clear flow, containing lumps of blood; sediment slimy, tough or membranous.
Frequent and painful urging, with painful passing of small quantities; now and then mixed with blood, at others, clear; after standing, thick as if mixed with clay, dirty, fibrous sediment; catarrh of bladder, mostly with the aged.
Incontinent urine; enuresis.
Must urinate every hour or two, night and day.
Urine has an oily, iridescent film on it.
Urine scanty, reddish, in colic; bloody.
Blenorrhoea urethrae.
Itching of orifice of urethra.
Male Sexual Organs
Unusual erections while at dinner.
Male parts weak, frequent emissions. Onanism.
Spongy, sycotic warts.
Gonorrhea; gonorrhea preputialis; gleet.
Shooting pain from middle line of belly, as along a thread, down into penis.
Cutting pain in left side of penis.
Female Sexual Organs
Affections of left ovary with troublesome constipation.
Insupportable pain near left groin. towards region of ovary.
Weight of uterus presses down collum; granulations of vagina; leucorrhoea copious; emaciation, yellow complexion.
Indurations of uterus, even scirrhus.
Ulcers of uterus.
Discharge of coagula from uterus (and rectum).
Typhus.
Menses scanty, watery; during catamenia, hands weak.
Metrorrhagia with atony.
Vagina very sensitive, narrowed by swellings of various size.
Pruritus vaginae.
Pregnancy, Parturition and Lactation
Faintish weakness during pregnancy, no vomiting; flushing, followed by throbbing of heart.
Flooding after childbirth.
Cancer of mammae.
Sore, inflamed nipples.
Voice and Larynx, Trachea and Bronchia
Hoarseness; voice shrill, cannot talk loud; agg. from talking.
Voice sometimes high, sometimes low.
Voice entirely lost.
Talking increases hoarseness, cause tickling cough.
Scratching in larynx as from dust, roughness, brings up much clear mucus.
Epidemic membranous croup.
Constrictive feeling in windpipe.
Bronchitis.
Respiration
Inclined to take a deep breath.
Cannot take a full breath.
Oppression of chest, with colic.
Breathing oppressed, anxious, as from a heavy stone in chest.
Tightness across upper part of chest.
Rapid, short breathing with uneasiness in stomach.
Cough
With cough scraping in throat.
Dry cough in evening after lying down.
Cough from tickling in larynx caused by talking.
Coughs a long time every morning, with scratching in middle of sternum, pain in groin, in region of ovary. Whooping-cough.
Cough immediately after rising, excited by a tickling in throat; agg. during, amel. after, breakfast.
Chronic morning cough of old people.
Sputa: ropy (bronchitis and phthisis), scanty.
Atonic haemoptysis.
Phthisis.
Inner Chest and Lungs
Pain under clavicle and right shoulder when inhaling.
Stinging from upper chest through to back, awakens at night.
When bending, sore pain under right nipple or in left chest.
Feeling of weakness in lower part of chest and in abdomen.
Heart Pulse and Circulation
Feels warm in left side opposite shoulder, also very tired.
At times feels well, then, when beginning to think of her disease, she feels the heart beat, and yet to the hand it seems to beat very little stronger than natural, and at other times motion is scarcely perceptible; sometimes contractions are frequent, at other seldom.
Violent palpitation from a throbbing in epigastrium extending to heart.
Palpitation from mental excitement.
Rapid, violent palpitation, agg. lying on right side, or a length of time in one position.
Palpitation in attacks.
Dilatation of heart.
Pain from heart to lower part of right leg.
Pulse frequent with fever; slow or threadlike with colic; intermitting.
Strong pulsation through whole body.
Outer Chest
Chest sore and tender to touch above clavicle. and over second or third rib, left side.
Neck and Back
Spine weak; evening.
Feels as if cold water was poured down back, with headache.
Pain where shoulder blade ends, near spine, right side.
A warm, cramp like feeling below hips, going up left side.
Pain all evening on both sides of spine on a line with inferior angles of scapulae, with every deep inhalation.
Upper Limbs
Weakness in shoulders, amel. bending forward.
Pain in left shoulder; amel. from motion.
Feels as if a cord was drawn tightly around upper arm, causing pain in lines from ligature.
Trembling and twitching of arms.
Right wrist feels sprained.
Hands weak, dropping things. During menses.
Pains in hands with other suffering.
Lower Limbs
Pain in limbs, particularly at night.
Lassitude, numbness.
Bruised pain when standing.
Feels as if a cord was tied around leg under knee.
Cramps in calves. Soles sensitive to pressure, when walking.
Stitches in right big toe.
Feet numb and cold, although covered up warm in bed.
Legs cold from knees down.
Frozen feet.
Ingrowing toe nails.
Limbs in General
Bruised pains.
Crawling, tingling.
Cold hands and feet with stomachache.
Rest, Position and Motion
Lying on back: vertigo; pressing followed by throbbing in stomach.
Lying down: dry cough in evening.
Lying on right side: palpitation agg..
Lying in one position long: palpitation agg..
Turning on right side: relieves vertigo.
Standing still: pain in scrobiculum amel.; bruised feeling in limbs.
Motion: of eyelids, bruised feeling of orbit; pain in left shoulder amel.
Bending: sore pain in chest; weakness in shoulders amel..
Cannot get up: pain in small of back.
Can hardly hold head up: with fever.
Walking: colic agg.; soles sensitive.
Nerves
Trembling, after rising, most in arms; excited.
Trembling with pain as if beaten.
Nervous tremor and excitability of feeling as if agitated by unpleasant news.
Weak. Typhus.
Weak and relaxed in stomach, abdomen and all the limbs.
Tired, faint, as if he would fall from his seat, forenoon.
Sleep
Light sleep, hears every little noise.
Cannot get to sleep on account of orgasm.
Anxiety at night, nausea, headache.
Sleepless from fever. Colic.
Wakened by stinging in chest.
Disturbed by nightmare, 4 A.M.
Time
Night: heat in ears and face; qualmish when awaking; itching lump in anus agg.; stinging in chest; pain in limbs; anxiety, nausea and headache.
Night and day: Must urinate.
Forenoon: pains in head change from place to place; tired and faint; internal heat.
Evening: jerking in left forehead; tongue burns; pressing and throbbing in stomach; itching at anus; dry cough; spine week; pain on both sides of spine.
Morning: pain in head on awaking; spat coagulated blood after rising; nausea, fainting, giddiness and chilliness; coughs a long time.
4 A.M.: nightmare.
Temperature and Weather
Very sensitive to cold.
After taking cold, has a sore throat.
While washing, chest pains.
Exposure to air: roughens and chaps skin.
Fever
Chill: metallic taste, slight nausea, palpitation; pain striking from heart across to lower extremity of right lung; sensation as of cold water poured down back, and numbing coldness of feet, though covered warmly in bed; deathlike faintness with chill.
Chilly with sick stomach.
Coldness followed by headache.
Coldness of skin followed by heat and tingling.
Fever with intense thirst, nausea, etc.
Inward heat throughout body, in forehead.
Warm creeps over belly.
Chilliness, and another time inward heat.
Coldness with stomach pain, followed by heat with rush of blood to head; can hardly hold it up.
Attacks and Periodicity
Sudden attacks disappearing quickly: of beating or fluttering of heart.
Nausea, flushes, cramps, etc., disappear soon, return quickly.
Same hour, 3 P.M., pain in arm.
Every other morning: nausea, faintness and weakness, with restlessness and excitement.
Every hour or two: must urinate.
Locality and Direction
Right: eye squints towards nose; pain under shoulder; soreness under nipple when bending; pain to leg through heart; pain near spine; wrist feels sprained; stitches in big toe.
Right to left: itching on border of eyelids.
Left: jerking in forehead; heat in side of face; nasal polypus; pain in jaw; pain in scrobiculum; cutting side of penis; affection of ovary; pain in groin; pain in chest when bending; soreness about clavicle and second and third ribs; warm feeling from hips up side; pain in shoulder.
Above downward: warm creeps in abdomen; pains from rectum to thighs: shooting from belly to penis; pain from heart to right leg; feeling as of water being poured down back.
Front to back: stinging in upper chest.
Diagonally: pain from heart to right leg.
Below upward: warm sensation from hips.
Sensations
As if agitated by unpleasant news, sinking faint feeling in stomach; warm creeps running down abdomen; relaxed feeling in abdomen; pain in limbs as if beaten; as from a heavy stone in chest; uneasiness in stomach; as if cold water was poured down back; warm cramp like feeling below hips; as if a cord was drawn tightly around upper arm; as if a cord was tied around leg under knee; as if he would fall from his seat, faint.
Pain: in left articulation of jaw close to ears, to left of scrobiculum; from rectum down thighs; in groin; in ovary; under clavicle and right shoulder; from heart to lower part of right leg; where shoulder blade ends; in both sides of spine; in left shoulder; in hands; in limbs.
Jerking: in left forehead.
Burning: in lids; in tongue; in throat; in stomach; low down and in small of back; in anus.
Shooting: through temples; from middle line of belly as along a thread down into penis.
Cutting: in left side of penis.
Stitches: in tip of tongue.
Stinging: in vertex; in temple; in tip of tongue in rectum; from upper chest through to back; in chest.
Prickling: in throat.
Sore pain: under right nipple.
Bruised feeling: orbit of left eye; in lower limbs; joints of arms; hands and feet.
Sprained feeling: in right wrist.
Scraping: in throat.
Scratching: in middle of sternum.
Pressing: on top of head; in stomach.
Throbbing: in epigastrium; in stomach; in anus; through whole body.
Tightness: across chest.
Constriction: in oesophagus; in windpipe.
Contractive sensation: deep in pelvis.
Cramps: in calves.
Neuralgia: of throat.
Crawling tingling: in limbs.
Tingling: in skin.
Itching burning: on border of lower limbs.
Itching: in eyelids; in small lump at anus; of orifice of urethra; of scrotum; of shoulder.
Tickling: in larynx.
Heaviness: in stomach; in abdomen.
Fullness: in pit of stomach; in abdomen.
Faintish weakness: during pregnancy.
Weakness: in lower chest and abdomen; in shoulders.
Heat: in ears; in left side of face; from stomach; in left side opposite shoulder; in skin.
Coldness: of skin.
Dryness: of nostrils and choanae; of throat; of skin.
Tissues
Hemorrhages from leech bites, extracting teeth, etc.
Parenchymatous bleeding from mouth, gums, nose, uterus.
Mucous membrane: dry in nose, on tongue, in mouth, larynx.
Emaciation.
Joints of arms, hands and feet feel bruised.
Touch, Passive motion and Injuries
Touch: abdomen sensitive; tenderness of upper left chest.
Slight scratches bleed.
After extracting teeth, profuse bleeding.
After cataract operation, prolapse of iris.
After metallic pessaries, scirrhus.
Pressure relieves or increases colic.
In powdered substance or solutions, in burns or scalds, after a plunge of arm in boiling oil.
Pressure: causes bruised feeling in orbit; relieves pain in scrobiculum; colic amel.
Skin
Itching in eyelids, anus, scrotum and shoulder.
Skin dry; exposed to air, rough and chapped.
Rough skin all over body and face. Nasal polypus.
Furuncles on body, on thighs.
Ulceration less after a burning, or such as remain after different other applications to skin.
Fungous granulations.
Proud flesh.
Chilblains.
Indolent ulcers.
Scorbutic ulcers.
Stages of Life and Constitution
Old people. Disease of bladder.
Children, profuse bronchial catarrh.
Relationships
Similar to its relatives, Aluminum, Alumina, etc., and to: Aloe (s) (rectum); Caps. (long uvula); Ferr. (relaxed abdominal walls, prolapsed uterus, etc.); Ferr-i. (leucorrhoea and prolapsus); Kali-bi. (stringy discharges from mucous membranes); Merc. (prolapsed vagina, uterus and rectum; tenesmus of rectum, etc.); Merc-c. (burning and tenesmus of rectum); Mur-ac. (fluttering of heart, anal pains after stool with fissures); Nit-ac. (ulcers; cancer recti; hemorrhages from all orifices; clots from rectum in typhoid; tenesmus, fissures, etc., of rectum); Nux-v. (rectum); Opium; Plumbum (colic; tenesmus of rectum; granular lids, etc.); Rat. (fissure of rectum); Stannum (prolapsed vagina); Sulphur (pain through left lung etc.); Sul-ac. (hemorrhages, etc.); Zinc. met. et. sulph. (eyelids; ulcers of cervix uteri; colic, etc.).
Antidote to: lead poisoning; calomel and other mercurial preparations: Aloe (s) (for vomiting of blood.) Antidoted by: Cham. (cramps in abdomen); Nux-v.; Ip. (nausea and faintness); Sulphur.
Rubrics: 583 | Alumn [635/583] |
Total |
[Complete ] [Mind]FEAR:Talking:Of:Room, on entering, after walk: | 1 | 1 / 1 |
[Complete ] [Mind]SADNESS:Forenoon:Agg.:Nine am. – noon: | 1 | 1 / 1 |
[Complete ] [Mind]TORMENTS:Those around him:Keeps bed without necessity, plaguing her family: | 1 | 1 / 1 |
[Complete ] [Mind]VIOLENCE, VEHEMENCE:Drunk, as if: | 3 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Vertex:Ice amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Vertex:Pressure:Agg.:Hand, of: | 1 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Burning, smarting:Vertex:Pressure of hand amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Jerking:Forehead:Evening: | 1 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Pressing:Vertex:Night:Four am.: | 3 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Pressing:Vertex:Ice amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Head]PAIN, HEADACHE:Shooting:Temples:Morning, on waking: | 3 | 1 / 1 |
[Complete ] [Eyes]LACHRYMATION:Alternating with convulsions: | 3 | 1 / 1 |
[Complete ] [Vision]DIPLOPIA:Candle light, by: | 1 | 1 / 1 |
[Complete ] [Ears]HEAT:Midnight: | 1 | 1 / 1 |
[Complete ] [Mouth]FOLDED SKIN:Tongue:Colic, in lead: | 1 | 1 / 1 |
[Complete ] [Mouth]PROUD FLESH, GUMS: | 1 | 1 / 1 |
[Complete ] [Throat]SENSITIVE:Cold settles in throat, every: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]EMPTINESS, WEAK FEELING:Pit of stomach:Vertigo, in: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]HEAT:Burning:Drinks, cold, amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]PAIN:Evening:Agg.:Eight pm.:Walking in open air: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]PAIN:Cramping, gripping:Afternoon:Four pm.: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]PAIN:Cutting:Afternoon:Four pm.: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]PULSATION:Evening: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]PULSATION:Evening:Lying on back agg.: | 1 | 1 / 1 |
[Complete ] [Stomach]TWITCHING:Walking about amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Abdomen]FORMICATION, CRAWLING:Warm, run over: | 1 | 1 / 1 |
[Complete ] [Abdomen]PAIN:Stitching:Thread, like a, extending to penis: | 1 | 1 / 1 |
[Complete ] [Abdomen]RETRACTION:Pressure amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Rectum]HARDNESS:Scirrhous: | 1 | 1 / 1 |
[Complete ] [Rectum]PAIN:Lying:Amel.:Back, on: | 1 | 1 / 1 |
[Complete ] [Rectum]PAIN:Extending:Thighs:Inner side of: | 1 | 1 / 1 |
[Complete ] [Rectum]PAIN:Stitching:Extending to:Thighs: | 2 | 1 / 1 |
[Complete ] [Rectum]PAIN:Tearing:Bending forward amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Rectum]PAIN:Tearing:Lying on back amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Urine]CUTICLE FORMING ON SURFACE:Iridescent:Bluish: | 1 | 1 / 1 |
[Complete ] [Male Genitalia]EMISSIONS, POLLUTIONS, SEMINAL:Thick:Night: | 1 | 1 / 1 |
[Complete ] [Male Genitalia]PAIN:Cutting:Penis:Left: | 2 | 1 / 1 |
[Complete ] [Male Genitalia]PAIN:Drawing:Penis:Extending through urethra: | 1 | 1 / 1 |
[Complete ] [Female Genitalia]LEUCORRHEA:Yellow:Chronic: | 1 | 1 / 1 |
[Complete ] [Female Genitalia]PAIN:Pressing:Clitoris: | 1 | 1 / 1 |
[Complete ] [Cough]MORNING:Agg.:Waking, on and after:Irritation, from: | 1 | 1 / 1 |
[Complete ] [Cough]CHRONIC:Morning, in old people: | 3 | 1 / 1 |
[Complete ] [Cough]ROUGHNESS, SCRAPING, FROM:Expectoration, with profuse: | 1 | 1 / 1 |
[Complete ] [Expectoration]MUCOUS:Dinner, after: | 1 | 1 / 1 |
[Complete ] [Chest]FLUTTERING SENSATION:Lying, while:Right side, on: | 3 | 1 / 1 |
[Complete ] [Chest]FULLNESS:Evening:Eating, after: | 1 | 1 / 1 |
[Complete ] [Chest]ROUGHNESS, SCRAPING SENSATION:Sternum:Extending to throat: | 1 | 1 / 1 |
[Complete ] [Heart & Circulation]PAIN:Heart region:Extending to:Chest:Lungs:Right lower: | 2 | 1 / 1 |
[Complete ] [Heart & Circulation]PAIN:Heart region:Extending to:Lower limbs:Right: | 2 | 1 / 1 |
[Complete ] [Heart & Circulation]PAIN:Stitching:Heart region:Extending to:Lung, right lower: | 1 | 1 / 1 |
[Complete ] [Heart & Circulation]PALPITATION HEART:Lying:Agg.:Position, one, long: | 1 | 1 / 1 |
[Complete ] [Heart & Circulation]PALPITATION HEART:Standing:Agg.:Time, a long: | 1 | 1 / 1 |
[Complete ] [Blood]CLOTS, CLOTTED:Fever, in typhoid: | 3 | 1 / 1 |
[Complete ] [Back]PAIN:Rheumatic:Dorsal region:Scapulae:Below left: | 1 | 1 / 1 |
[Complete ] [Back]WEAKNESS:Dorsal region:Scapulae:Stooping amel.: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]CONSTRICTION:Upper arms:Right: | 3 | 1 / 1 |
[Complete ] [Extremities]CONSTRICTION:Upper arms:Shoulder, near: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]ERUPTIONS:Elevations:Shoulders: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]HEAT:Hips:Extending upward: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]NUMBNESS, INSENSIBILITY:Legs:Evening:Lying on it agg.: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]NUMBNESS, INSENSIBILITY:Legs:Lying, while:Parts, on: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]PAIN:Wrists:Noon: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]PAIN:Sprained, dislocated:Wrists:Noon: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]PARALYSIS:Bloodvessels: | 1 | 1 / 1 |
[Complete ] [Extremities]WEAKNESS:Shoulders:Bending forward: | 1 | 1 / 1 |
[Complete ] [Sleep]DISTURBED:Ebullition of blood: | 1 | 1 / 1 |
[Complete ] [Sleep]SLEEPLESSNESS:Blood rushing through body, as if from: | 1 | 1 / 1 |
[Complete ] [Skin]CHAPPING:Air, cold, agg.: | 1 | 1 / 1 |
[Complete ] [Skin]ROUGHNESS, SCRAPED:Air, cold, agg.: | 1 | 1 / 1 |
[Complete ] [Generalities]TREMBLING:Nervous:News, after bad: | 1 | 1 / 1 |
[Complete ] [Generalities]WOUNDS:Bites:Leeches: | 3 | 1 / 1 |
[Kent ] [Mind]SADNESS, MENTAL DEPRESSION:Morning:9 a.m. till noon: | 1 | 1 / 1 |
[Kent ] [Vertigo]TURNING:In bed:On right side,amel: | 2 | 1 / 1 |
[Kent ] [Head]PAIN,HEADACHE IN GENERAL:Jerking:Forehead:Evening: | 1 | 1 / 1 |
[Kent ] [Head]PAIN,HEADACHE IN GENERAL:Pressing (see bursting,drawing):Forehead:Eyes,over:Morning:Waking,on: | 1 | 1 / 1 |
[Kent ] [Head]PAIN,HEADACHE IN GENERAL:Pressing (see bursting,drawing):Vertex:Night:4 am.: | 2 | 1 / 1 |
[Kent ] [Head]PAIN,HEADACHE IN GENERAL:Shooting (see cutting,lancinating shocks etc.):Temples:Morning on waking: | 2 | 1 / 1 |
[Kent ] [Eye]STRABISMUS:Right,turned in: | 1 | 1 / 1 |
[Kent ] [Ear]HEAT:Night:Midnight: | 1 | 1 / 1 |
[Kent ] [Nose]PAIN :Sore,bruised,externally:Evening: | 1 | 1 / 1 |
[Kent ] [Mouth]FOLDED LIKE LITTLE BAGS ON EDGES:Tongue:In lead colic: | 1 | 1 / 1 |
[Kent ] [Mouth]PROUD FLESH:Gums: | 1 | 1 / 1 |
[Kent ] [Teeth]PROUD FLESH,SURROUNDED BY: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PAIN:Evening:8 p.m.,walking in open air: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PAIN:Standing:Still amel: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PAIN:Walking:In open air:8 p.m.: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PAIN:Cramping,griping,constricting:Afternoon:4 p.m.: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PAIN:Cutting:Afternoon:4 p.m.: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PULSATION:Evening: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]PULSATION:Evening:While lying on the back: | 1 | 1 / 1 |
[Kent ] [Stomach]TWITCHING:Walking about amel: | 1 | 1 / 1 |
[Kent ] [Abdomen]PAIN:Stitching (sticking etc.):Extending :Into penis: | 1 | 1 / 1 |
[Kent ] [Rectum]PAIN:Stitching:Extending to :Inner side of thigh: | 1 | 1 / 1 |
[Kent ] [Rectum]PAIN:Tearing:Bending forward amel: | 1 | 1 / 1 |
[Kent ] [Rectum]PAIN:Tearing:Lying on back amel: | 1 | 1 / 1 |
[Kent ] [Urine]CUTICLE:Iridescent:Bluish: | 1 | 1 / 1 |
[Kent ] [Genitalia male]ERECTIONS:Afternoon:2 p.m.: | 1 | 1 / 1 |
[Kent ] [Cough]IRRITATION :Morning,rising after: | 1 | 1 / 1 |
[Kent ] [Cough]OLD PEOPLE:Morning,chronic: | 1 | 1 / 1 |
[Kent ] [Expectoration]DINNER,AFTER: | 1 | 1 / 1 |
REDUNDANT SIGMOID COLON
Book
INDIAN JOURNAL OF HOMOEOPATHIC MEDICINE By Praful Barvalia.
Volume
1995 Vol 30 No 3
Author
Mustafa S Hakimji.
Subject
Cases
Remedy
Ambr / Alumn / Syph.
A CASE STUDY
Dr. M.S. Hakimji L.C.E.H.
CASE:
Master Murtuza aged 3 years, a Muslim child residing in Singapore was brought to me on 27.2.86, C / o. Chronic constipation since infancy. The child was given a lot of allopathic purgatives since infancy for his ailment. At present he could pass his stools only after an enema. The stools were hard, dry, offensive, occasionally in form of round balls. Mucus was absent. The Child had to strain a lot during defaecation. The child preferred to pass stools, standing. Child also occasionally complained of epigastric pain and vomiting. He did not like anyone around while passing stools.
He was slim & tall for his age. A poor eater he had a strong dislike for solid foods and fruits. He liked cold drinks, aerated waters, lemons, pungent things, soups and salt. His thirst was as less as his appetite. A hot child, he was uncomfortable in the sun and preferred a cold bath.
The child was born Caesarean and breast fed till 6 mths. Supplementary feeds were started from 6 months onwards. The child disliked the bottle and had to be spoon-fed. The childs milestones were normal.
A playful, quiet and intelligent child, he was extremely apprehensive of being examined. That I presumed was due to the fact that the child had been seen by various doctors before being brought to me. According to the mother, the child used to get frightened easily. He was a light sleeper awakening every two hours before going back to sleep. There was no past history of any major illness.
Family history revealed that the mother had suffered from 2 miscarriages prior to the birth of the patient and had hypertension and urinary tract infection during her pregnancy. She had also suffered from meningitis and jaundice during her childhood. The paternal grandmother suffered from gout, while the maternal grandmother had hypertension, rheumatic pains and ischaemic heart disease. The maternal grandfather suffered from rheumatoid arthritis.
ON EXAMINATION:
T.R.P. (N)
Tongue: Clean & Moist.
Teeth: Upper incisors cupped.
P / A Soft – full of faecal lumps.
Guarding +
Peristalsis +
INVESTIGATIONS:
Barium Enema of 11 / 12 / 85 was suggestive of Redundant sigmoid colon.
DIAGNOSIS: Chronic constipation due to Redundant sigmoid colon.
The child was advised surgery by the Orthodox School. Could we as homoeopathic physicians do some thing?
Well, the treatment commenced with a single dose of Ambra grisea 30 and sac lac pills there times a day. The child was all right for two days. Ambra Grisea 30 was repeated and the problem resolved again. Since the child was going back to Singapore, I gave him both Ambra Grisea 30 & Sac Lac pills, asking the parents to give Ambra Grisea only if improvement stopped. They were asked to report after one month. A month later, I received a letter stating that the problems continued as earlier. He passed the stool only while Ambra Grisea was given.
This time I also received the history that his food was being prepared in aluminum vessels. I sent word asking the parents to stop cooking in aluminium vessels and a few doses of Alumina 30. Alumina 30 was a wrong hasty prescription. The very next day I received an urgent call saying that the child was very bad, vomiting and having severe tenesmus. Alumina 30 was stopped forthwith & an enema was given to relieve the child.
It was then I decided to give what was upper most in my mind, and which if you go through the case carefully is the only remedy indicated in this case. Syphilinum 1M, 1 dose was given on 23.5.86 and a week later 1 more dose repeated. The childs problem resolved as if a magic wand had been passed over him. He passed stools freely, though only after 4 days. Besides that his shyness also diminished. Till today he remains free of his problem which plagued him from infancy.
DEPARTMENT OF PRACTICAL CASE MANAGEMENT [Case Reports]
Book
THE HOMOEOPATHIC RECORDER By Rabe R F.
Volume
1939 Dec Vol LIV No 12
Author
Eugene Underhill.
Subject
Cases
Remedy
Alumn.
EUGENE UNDERHILL, JR., M.D., Editor.
CASE REPORTS.
CASE I. Male, age 57, married, 3 children; occupation: garage business; weight 144 lbs. Chief complaints: loss of appetite, chronic indigestion and constipation; duration twelve years. Has tried all sorts of treatment and diets without relief. Becoming increasingly weak and emaciated.
His wife was informed by at least one physician that her husbands trouble was undoubtedly cancer.
Patient was thin and anemic in appearance, bordering on cachexia. Mentally very irritable and brooding much over his condition. Complained of feeling dazed and confused in his mind. Unable to decide matters pertaining to his business. Compelled to lie down and rest several times a day. Unable to be actively engaged in his work and reaching a point where he could no longer give his business adequate supervision. Rumbling, gurgling noises in the abdomen were frequent and annoying. Chronic constipation for many years. Much ineffectual urging, the stool being variable, sometimes hard, sometimes soft, often nodular and lumpy. Dryness of mouth with a metallic taste has been a persistent symptom, also dryness of the skin with annoying itching. A feeling of weakness and uncertainty in the back and legs has been increasingly complained of with easy fatigue on walking.
Phantom tumor of the abdomen has appeared from time to time in various locations probably due to incarcerated flatus.
Pending selection of the remedy suitable dietary correction was instituted but without relief. Study of the case resulted in the selection of Alumina as the indicated remedy. This selection raised a question as to whether the patient needed potentized Alumina or whether he was being poisoned by the metal. Upon inquiry it was discovered that aluminum utensils were used at home in the preparation of food but in order for this to be etiologic significant the patient would have to be allergic to aluminum. As a precautionary measure the discontinuance of the use of such utensils was advised. Fortunately in marking a re- examination a discovery was made that had been overlooked the first time. The patient worse an upper denture the base of which had a bright metallic appearance. Upon inquiry the patient stated that the denture was mounted in aluminum. How long had he worn this plate? Twelve or thirteen years. How long had he been suffering? About twelve years.
Instead of prescribing Alumina the immediate discarding of the aluminum denture was advised. This proved to be the turning point in the case and a rapid and uneventful recovery has resulted. Improvement began in less than two weeks after the aluminum poisoning was stopped. Now after several months everyone says that the patient seems better than he has for years. He no longer suffers from indigestion; the bowels are regular and he is looking after his business every day.
We were doubtless more fortunate than wise in discovering the true etiology of this case. The unusual appearance of the denture had escaped us at a previous examination. This serves to emphasize the importance of a careful physical examination as a routine procedure in every case.
CASE II. The only possible excuse for this case was that it occurred many years ago. A man who had enjoyed shad for dinner complained of a fish bone sticking in the roof of the mouth. Examination with a good light disclosed nothing and the patient was informed that the sensation might persist for a while after the fish bone was gone. In a short time he returned with the same complaint in the same spot on the palate. Again no fish bone was discovered even by means of a digital examination.
Just why he returned the third time will always remain a mystery. He should have been hunting for another doctor. “Its still there, Doc,” he said, “right there”, pointing to a spot on the hard palate. “I can feel it every time I rub my tongue over it”.
Luck was with us for when he mentioned the word tongue it actually did occur to us to examine the tongue and sure enough there was the fish bone as plain as day.
QUESTION AND ANSWER DEPARTMENT.
[ SEnd questions to Dr. Eugene Underhill, Jr. 2010 Chestnut Street, Philadelphia, Penna].
Question: WHAT IS THE MOST EFFECTIVE REMEDY IN HOMOEOPATHY FOR WEANING AN OPIUM ADDICT? DR. A. S. RAJAH, SINGAPORE.
Answer: Probably the most effective remedy for weaning an opium addict is Nux vom. high, and next, Opium high. Sometimes Ipecac comes in and occasionally Lycopodium, with the emaciation from above downward that so often occurs in these patients.
The most effective remedy is, of course, the most similar, and each individual personality must be taken into consideration, and the reaction of that patient under the narcotic itself. Dr. H.A. ROBERTS, DERBY, CONN.
Question: IS THERE ANY SPECIAL HOMOEOPATHIC TREATMENT FOR OPIUM SMOKERS? DR. A.S. RAJAH, SINGAPORE.
Answer 1: The treatment for opium smokers would naturally be first antidotal and then constitutional-in other words, first the treatment for an acute condition to be followed by the chronic remedy-and the remedy may be the same of different. In the constitutional treatment the above statements would hold as well as for weaning the patient. In the excitable stages have particularly in mind Belladonna and Hyoscyamus, with their clear indications: Lachesis and some of the snake venoms in the more subtle cases, especially Naja with its nervous reactions. In the acute states of wakeful excitement Coffea. In the exceedingly childish states of irritability Chamomilla. In the downright sulky ugliness Nux vom.
Do not think for one minute that these remedies are all that might be indicated, for there are many that may be called for. Opium has a most profound effect on the very character of an addict, affecting as it does the mental, nervous and physical system of the patient. DR. H.A. ROBERTS, DERBY, CONN.
Answer 2: Pulsatilla and Muriatic Acid for the diarrhoea, Chamomilla for nervous states.
After the first remedies Calcarea sulph. and Kali phos. help build up the nervous system. Any of the five may be needed for the condition, depending upon individual symptoms. In my own experience Calcarea sulph. has been my best remedy. DR. A.H.GRIMMER, CHICAGO, ILL.
PROLONGED CONSTIPATION
Book
Homeopathic Physician
Volume
1888 Vol VIII No 1
Author
W. S. Gee
Subject
Cases
Remedy
Alumn
The case reported by Dr. Elliott in November issue is remarkable in many particulars. One of the most remarkable features was the persistence of the Doctor in letting good enough alone. He evidently “knows a thing or two” of the human system and of Homoeopathy. I wish to record a case now under treatment.
Mrs. B., aet. fifty, apparently well for her, of nervous temperament, has had a lifetime of constipation. Her brother-in-law is a prominent allopathic surgeon in Chicago, and has racked his brain and bothered his colleagues not a little to relieve this lady.
The whole list of purgatives have passed through, some singly, with a slow plod, and others in combinations innumerible, have gone with a “hop-step-and-jump,” sweeping everything before them, and not stopping for two or three days afterward, but the old trouble returned; so, for years she did nothing.
The “enemas” or “clysters,” in reality rectal injections, were used on special occasions. It was her habit to go two or three weeks without movement, and of late years she very frequently goes six weeks with no inclination to movement. This interval has been common for several years. Then she empties out in two or three days and dispenses with that function for another such interval.
I have given her an occasional prescription for some new trouble, and perhaps one call would suffice for the time. She has been abroad for months at a time. At my request she called on Dr. Skinner, but twice found him out. She called on a physician in Germany who gave her one powder, with a request to call again “in four weeks,” but she received no effect and did not see him again.
On inquiry she stated that during the interval of bowel suspense the urine was much increased. The stools are not peculiar. About two weeks since I gave her a dose of Alumen 1m (Skinner), but have had no report since.
In Vol. IV, p. 238, of The Clinique, Dr. Bailey has detailed a remarkable case in which Morphia hypodermically seemed to be the only agent used which produced a movement of the bowels. The intervals were: “February 13th to April 28th, unchanged, no movement of the bowels whatever; May 1st to 28th; May 30th to June 17th; June 30th to July 13th.”
He there states that the constipation appeared soon after the disappearance of an abscess in the lower portion of left lung, (probably.)
Phthisis was hereditary.
In Vol. V, p. 449, of same journal, he gave a subsequent report of the case with post-mortem record.
“After an illness of more than five years my patient died, October 31st, 1884, of phthisis pulmonalis. The bowels were inactive, the intervals varying from one to nine weeks.”
Atrophic changes were marked in various organs, “the peritoneum was as thin as tissue paper and glued by adhesions to the intestines. The stomach was divided by constricting peritoneal bands, so as to separate it into two quite distinct compartments of nearly equal size, and as an organ was enlarged and distended. The omentum was firmly adherent, producing a serious knotting together of the entire small intestines. The transverse colon was greatly distended and enlarged, and pouched by constrictions the same as already noted. At the splenic flexure there was a great band, which by encircling the colon had caused an abrupt narrowing of its calibre, as great as the change in diameter of a wrist to that of an index finger, which was literally true in this case. This narrowing of the descending colon was continued until it had reached the signoid flexure; here a congenital malformation was noted, the colon traversing across the lower abdomen, a curve being found at a point just over the ilio-coecal valve, from thence passing downward and backward terminated in an enormous pouch which completely filled the inferior outlet of the pelvis. All shape of the rectum had been lost. The bladder was shrunken to the size of a walnut. The constipation was a result of pathological changes, and in part congenital. The disease was tubercular.”
My patient does not show a tubercular tendency, but may later. I think the above will give us hints in the study of such cases.
ALUMEN CASE – A Hahnemannian CURE
Volume
1912 Vol 2
Author
E. W. Berridge
Subject
General Topics / Cases
Remedy
Alumn
In 1899 Mr. E. reported that he had had eczema between the shoulders, for years, temporarily removed, at times, by Sulphur paste. Once had several boils with roughness of the skin in that part. About four years previously he had pain and pressure in the rectum. He supposed that a hemorrhoid had protruded but found it was easily returned within the rectum. About three years after its first appearance, this growth became very large and painful. After an allopath had prescribed lead lotion, and a mongrel homoeopath diagnosed “piles,” and advised their removal, neither advice being followed, Hazeline was employed. The tumor became much worse, with intense pain after stool. Six months previous to the visit, an allopath made an examination, the first that the patient had been given. He discovered, and removed, a polypus with its stem beginning half way up the rectum. He said there was not the slightest chance of a return of the trouble.
Four or five months later, the patient became more constipated; one day he thought he had strained the rectum, during evacuation, after which he used glycerine enemata with benefit. He said he had no faith in Homoeopathy, but one of my patients had advised his consultation, as surgery and allopathy had failed.
I replied that in Homoeopathy works precede faith, and that I was glad that he did not believe, because after he was cured, no one could say it was the effects of faith or of imagination.
1900.
Nov. 11. Rectum-pain in region of internal sphincter, as if strangulated, since August, recently, much worse;
Paroxysms begin 1/2 to 1 hour after stools; sometimes continue all day, and even into the night.
Burning pain about anus.
Shooting pain from anus extending down one-third the inner side or left thigh; not affected by glycerine enemata.
Before polypus was removed, pain aggr. when standing.
Diagnosis of the Remedy: The keynote was the rectal pain extending down the thighs. This belongs only to Alumen (Kent’s Repertory and symptom 192 in Allen’s Encyclopaedia). This remedy has also burning pain in anus, and hard stools.
Constriction during evacuation belongs to the allied remedy, Alumina; but the provings of Alumen are yet incomplete.
Alumen 1m. F. C. One dose.
Dec. 16. Rectal pains improved almost immediately, and in about ten days had almost ceased; entirely absent for past two weeks. Burning around anus absent for past two weeks. Faecal evacuations improved in about ten days; now nearly normal.
1900.
Jan. 30. No more rectal pain. Bowels normal.
He now firmly knows that Hahnemannian Homoeopathy is true. There was no return of rectal trouble to time when last seen, Dec., 1906. He has remained in my care, and sent his family and friends, also, to me. His subsequent history may be of interest.
1899.
Dec. 27. Cough, following cold effects, forces him to kneel on the bed, with head downward.
Eup. perf. cm. F. Cured.
1902.
April 10. Remained in perfect health until re-vaccination with calf-lymph, last November.
Arm very sore for five or six weeks; pustules, very offensive odor.
Influenza about six weeks later, which was easily thrown off.
Hemorrhoids left side rectum, followed influenza;
Pain as if cut open with a knife. Relieved by use of Arsen. 3.
Influenza again, about four weeks ago, followed by re-appearance of Hemorrhoid.
Pain prevents sleep past three nights; Aching extends to 1. natis.
Diagnosis of the remedy: Repertory gives thirty-nine remedies under cutting in rectum. Of these, Silica and Thuja are the chief antidotes to the vaccine virus, and Silica occupies first rank as to the cutting pain.
Silica 6m. F. C. One dose.
May 7. Cutting pain decidedly improved the same day of last report; in two days, it and aching in 1. natis entirely ceased.
1906.
Dec. 3. No return of rectal trouble.
Asthma, past few years, beginning near end of October.
This year, more intense and longer continued.
5 A. M. or earlier (to-day, 3:45 a. m.) wheezing and coughing for an hour.
Cough forces him to sit up and lean forward to r. side. expectoration scant.
Symptoms usually continue for an hour; entirely absent by 10 A. M.
Chest wooden sensation, as if no elasticity.
Soreness 1. side, these two days.
Heart pulsation rapid.
No desire for smoking, past two months.
Irritable when rising at 8 a. m.; disposed to quarrel; amel. after an hour.
Diagnosis of the Remedy: Repertory gives eight remedies for irritability when rising in morning, two remedies for asthma. 4-5 a. m.
Natrum sulph. also belongs to both. Other symptoms were not especially characteristic or were common.
Natrum. sulph. cm. F. One dose.
Dec. 20. Has had influenza for two weeks, but has now thrown it off and is much better.
Asthma was improved, the day after the remedy was taken.
Wheezy from 7 to 8 a. m., yet
Respiration difficult until 9 a. m.
Chest constriction across upper part not entirely disappeared.
Sleep good; does not waken until 6 A. M.
Generally much improved and enjoys his pipe.
Irritability unchanged.
No complaints since.
(1) This case illlustrates the selection of the remedy from the key-notes alone, but this should be done, only when other symptoms of the case are common, or when the remedy has not been completely proved.
(2) Surgical operation accomplished nothing. The only relief was a mechanical one: the pain not then aggr. by standing.
(3) The peculiar cough symptom of Eup. per. I have verified, clinically, in three patients.
(4) The effects of vaccination are suggestive. Boenninghausen considered variola and vaccine both belonging to the Sycotic miasm; for which he places Thuja in the first rank, and Silica its second, but Silica occupies first rank in the cutting pain. Hence its selection.
(5) The effects of “mark of the beast” appears to have continued longer, for Natrum sulph., which relieved the asthma, is also sycotic. Perhaps Silica expended its energy chiefly on the evident Psoric taint.
✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখতে লিংকে ক্লিক করুণ।
১. টিউমার, ক্যান্সার ও সিস্ট রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
২. চর্ম, নখ ও চুলের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৩. গাইনী, প্রসূতি ও স্তনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৪. নাক, কান, গলা ও শ্বাসতন্ত্রের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৫. মানসিক রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৬. রিউমাটোলজি, হাড় পেশী ও জয়েন্টের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৭. নবজাতক ও শিশু রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৮. ব্রেইন, স্পাইনাল কর্ড ও নার্ভের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
৯. যৌন শক্তি ও যৌন বাহিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১০. কিডনি, মুত্র, প্রোস্টেট গ্ল্যান্ড ও পুরুষ জননাঙ্গের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১১. গ্যাস্ট্রোএন্টারোলজি বা পেটের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১২. মলদ্বার, পায়ুপথ ও কোলনের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৩. লিভার ও পিত্তের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৪. চোখ, দৃষ্টি শক্তি ও চোখের পাতার রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৫. জ্বর, সংক্রামক ও ইমার্জেন্সি রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৬. ডায়াবেটিস ও হরমোন জনিত রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৭. দাঁত ও মুখের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৮. হার্টের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
১৯. রক্ত, বোনম্যারু, প্লিহা ও লিম্ফ নোডের রোগসমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ দেখুন।
✅ আমাদের সফল চিকিৎসার ভিডিও প্রমাণ দেখতে ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন।
[videogallery id=”Success of Homeopathy”]