Ars-s-f | আর্স ও সালফারের মত জ্বালাযুক্ত বেদনা ও অনুভূতি। |
Ars-s-f | সূচ ফোটানোর মত ও ছিড়ে ফেলার মত বেদনা, বাতের বেদনা শরীরের একস্থান হতে অন্যস্থানে নড়ে বেড়ায়। |
Ars-s-f | বেদনাযুক্ত আড়ষ্টতা ও কম্পন। |
Ars-s-f | শরীরের নানাস্থানে বিরক্তিকর স্পন্দন। |
Ars-s-f | কানের পিছনের চর্ম হেজে যায়, চর্ম শুষ্ক, ফাটা ও তাতে চুলকানি। |
Ars-s-f | আর্স ও সালফারের মত সময়ানুবর্তিতা। |
বুকের ভিতর সূঁচ ফোটানোর মত বেদনা, বেদনা ভিতর থেকে বাইরের দিকে আসে, এছাড়াও কপালে এবং ডানদিকে, কানের পিছনের দিকে খোঁচা মারার মত বেদনা। কষ্টকর শ্বাস-প্রশ্বাস। যৌনাঙ্গের চারিপাশের চামড়ায় ঘর্ষনজনিত ক্ষত। শ্বেতী, সাইয়েটিকা এবং হাঁটুর চারিপাশে যন্ত্রণা।
সম্বন্ধ – আর্সেনিক সালফ রুব (ইনফ্লুয়েঞ্জা তৎসহ মারাত্মক প্রজাতির সর্দিজ লক্ষণসমূহ, প্রচণ্ড দুর্বলতা এবং অত্যধিক গাত্ৰতাপ, পুঁজের মত স্রাব, সোরিয়াসিস, ব্রণ এবং সাইয়েটিকা। এমনকি আগুনের সামনে থাকলেও শীত করে। শরীরের বিভিন্ন অংশে চুলকানি। প্যালেগ্রা।