Aur-m-n | জিহ্বায় আঁচিল। |
Aur-m-n | একশিরা (Orchitis) বা অন্ডকোষের বীচির স্ফীতি, বিশেষত বাম অন্ডোকোষের বীচি অসম্ভব রুপে ফুলে গেলে এটা উপকারী। |
Aur-m-n | ওভেরি ফুলে বর হয়ে ওঠে। |
Aur-m-n | হিস্টিরিয়া, জরায়ু নিচে নেমে আসে, জরায়ু বড় বা বাল্কি, জরায়ু প্রদাহ ও কোন অংশ ফুলে শক্ত হয়ে যায়, প্রদাহ ও ফোলার জন্য জরায়ুর মুখে ক্ষত। |
Aur-m-n | মাতার উপদংশ দোষ থাকলে এটা ব্যবহারে সন্তান দোষ হতে রক্ষা পায়। |
Aur-m-n | প্রতিবার একই সময়ে গর্ভপাত। |
অপর নাম – অরি এট সোন্ডিক্লোরিডাম (Auri et Sodichloridum)
অরাম মেটালিকাম সম্বন্ধে লিখবার সময় আমরা হয়ত জণ্ডিস রোগও লিভারের রোগের ঔষধ হিসেবে এই সংযুক্ত প্রস্তুতিটির সম্বন্ধে কিছু কথা বলে থাকব। কয়েক বছর আগে আমি (ডা ন্যাশ) ঘন ঘন লিভারের গণ্ডগোলে ভুগছিলাম। চরিত্রগত লক্ষণ ছিল পরপর কয়েকদিন সাদা মল তৎসহ মাথার জড়তা, মুখের বিশ্রী স্বাদ, ডান দিকে ও কাঁধে পূর্ণতাবোধ ও বেদনা, জণ্ডিস রোগগ্রস্ত গাত্র চৰ্ম্ম অর্থাৎ ত্বকের রং হলদে। এই অবস্থার পরিসমাপ্তি হত পিত্তবমন ও উদরাময়ে বা আলকাতরার মত কাল বিষ্ঠাময় মলস্রাবে। উহাও পর পর কয়েকদিন চলত এবং ক্রমশঃ সৰ্ব্বাঙ্গীন পৈত্তিক লক্ষণের উপশম হত। আমি আমার নির্বাচন মত কয়েকটি ঔষধ খেয়েছিলাম। ওদের মধ্যে মারকিউরিয়াস, লেপ্টেণ্ডা, পডোফাইলাম ও লাইকোপোডিয়ামও ছিল কিন্তু উহাতে সাময়িক উপশম ছাড়া আর কোন উপকার হয়নি। এমনকি কখন কখনও কোন উপকারই হত না। নিউইয়র্ক শহরে বেড়াতে গিয়ে আমি ডাঃ ব্যারুকের সঙ্গে সাক্ষাৎ করি তবে এক্ষেত্রে কতকটা লোকটিকে একবার দেখার ইচ্ছাও ছিল। কারণ আমি শুনেছিলাম তিনি একজন দক্ষ ঔষধ ব্যবস্থাপক হলেও তিনি নাকি মাথা পাগলা লোক। সাক্ষাৎকালে আমি তাকে আমার রোগের কথা বলি। তিনি আমার জন্য একমাত্রা অরাম মিউর নেট্রোনেটাম ১০০০ ব্যবস্থা করেন এবং পরে প্রতি ৬০ ঘণ্টা অন্তর খাওয়ার জন্য ভেরোনিকা অফিসিনেলিস ৫০০, ২০০ ও ৩০ একটি করে পুরিয়া দিয়ে বলেন, “আপনি তিন মাসে ভাল হবেন”। আমি তার উপদেশ মত পুরিয়াগুলি খাই এবং সেই থেকে এখন পর্যন্ত আর কোন উপদ্রবে ভুগিনি। তারপর আমি কয়েকটি পৰ্য্যায়ক্রমে সাদা ও কাল মলযুক্ত দুরারোগ্য জণ্ডিস রোগীরজন্য অরাম মিউরিয়েটিকাম নেট্রোনেটাম ব্যবস্থা করেছি এবং তাদের সম্পূর্ণভাবে আরোগ্য করতে সক্ষম হয়েছি।