হাত ও পায়ের তলায় কড়া চিকিৎসা (Callouses)

পায়ের তলায় কড়া চিকিৎসা

চামড়ার কোন স্থানের টিস্যু মোটা শক্ত ও মৃত প্রায় কেটে পাতলা করলে আবারো হয় তাকে কড়া (Callouses) বলে। কারো কড়ায় ব্যথা হয় কারো হয়না,  বিশেষ করে পায়ের কড়ায় প্রচুর ব্যথা হয়। হোমিওপ্যাথি চিকিৎসায় এ রোগ বিনা অপারেশনে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। হোমিওপ্যাথিতে আরোগ্য হলে তার সামান্য দাগও থাকেনা। এ রোগের চিকিৎসার জন্য নিচে দেয়া লক্ষণ ও ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নেয়া হয়। পায়ের তলায় কড়া চিকিৎসা সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

চর্ম কড়ার রেপার্টরি রুব্রিকঃ

  1. কড়াপড়া, চর্মে CALLOUSES, skin, (21) 1 am-c, 3 ANT-C, 1 bor, 2 dulc, 1 elae, 2 ferr-pic, 3 GRAPH, 1 hydr, 1 lach, 1 led, 1 lyc, 2 nit-ac, 1 petr, 2 ran-b, 2 rhus-t, 1 sal-ac, 1 sars, 3 SEP, 2 sil, 1 sulph, 2 thuj

  2. কড়াপড়া, হাতে CALLOUSES, skin, callouses, hands (7) 2 am-c, 2 ant-c, 3 GRAPH, 1 kali-ar, 1 rhus-v, 1 sil, 3 SULPH

  3. কড়াপড়া, হাতে তার সহিত গভীর ফাটা CALLOUSES, skin, callouses, hands cracks, deep, with (2) 1 cist, 1 graph

  4. কড়াপড়া, পায়ের তালুতে CALLOUSES, skin, callouses, soles, feet (6) 3 ANT-C, 2 ars, 2 calc, 1 plb, 2 sil, 1 sulph

  5. কড়াপড়া, পায়ের তালুতে, কোমল প্রকৃতির CALLOUSES, skin, callouses, soles, feet tenderness (6) 2 alum, 1 bar-c, 1 lyc, 1 med, 2 nat-s, 2 sil

  6. কড়াপড়া, পায়ের আঙ্গুলে CALLOUSES, skin, callouses, toes, on (3) 3 ANT-C, 2 graph, 1 sil

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “কড়াপড়া CALLOUSES, skin” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

অনলাইনের মাধ্যমে  হাত ও পায়ের তলায় কড়া চিকিৎসা নিতে  এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

  1. mia419191@gmail.com

    আমি ময়মনসিংহ থেকে রেদোয়ান বলছি,পায়ে কড়া পড়েছে কি করুনিয়,আর কোথায় আসতে হবে, চেম্বার কোথায়,,,ধন্যবাদ

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *