ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা ও রেপার্টরি

ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

নোট:- সব টিউমার ক্যান্সার নয় কিন্তু প্রায় সব ক্যান্সার টিউমার থেকে হয় । হোমিওপ্যাথিতে টিউমার আরোগ্য হলে এর কোন দাগ বা সামান্য কুফলও বর্তমান থাকেনা । ক্যান্সারে অপারেশন বা কেমোথেরাপি দেওয়ার পূর্বে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে আরোগ্য হওয়ার সম্ভাবনা অধিক, তবে অপারেশন বা কেমোথেরাপি দেওয়ার পরে ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে কিছু কিছু ক্ষেত্রে রোগী আরোগ্য বা উপশম হয় ।
পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।

সূচি

ক্যান্সার, Cancer

স্তন ক্যান্সার,  Breast cancer

পাকস্থলী ক্যান্সার, Stomach Cancer

স্ত্রী-জননাঙ্গের ক্যান্সার, Female Genitalia Cancer

ক্যান্সার কি ?

প্রচলিত মতে:- বিশ্বের সমস্ত প্রাণীর শরীর অসংখ্য ছোট ছোট কোষের মাধ্যমে তৈরি। এই কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরপর মারা যায়। এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ এসে জায়গা করে নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মমতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে যখন এই কোষগুলো কোনও কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখনই ত্বকের নিচে মাংসের দলা অথবা চাকা দেখা যায়। একেই টিউমার বলে। এই টিউমার বেনাইন বা ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট টিউমারকেই ক্যান্সার বলে। বিস্তারিতভাবে বলতে গেলে, অনিয়ন্ত্রিতভাবে বিভাজনক্ষম হয়ে বৃদ্ধি পাওয়া কলাকে নিয়োপ্লাসিয়া (টিউমার) বলে, এবং সেরকম ক্রিয়া যুক্ত কোষকে নিয়োপ্লাস্টিক কোষ বলে। নিওপ্লাস্টিক কোষ আশেপাশের কলাকে ভেদ করতে না পারলে তাকে বলে নিরীহ বা বেনাইন টিউমার। বেনাইন টিউমার ক্যান্সার নয়। নিওপ্লাসিয়া কলা ভেদক ক্ষমতা সম্পন্ন হলে তাকে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার, এবং তার অনিয়ন্ত্রিত বিভাজনক্ষম ভেদক ক্ষমতাযুক্ত কোষগুলিকে ক্যান্সার কোষ বলে। অনেক ক্যান্সার প্রথমে বেনাইন টিউমার হিসাবে শুরু হয়, পরে তার মধ্যেকার কিছু কোষ পরিবর্তিত (ট্রান্সফর্মেসন) হয়ে ম্যালিগন্যান্ট (অর্থাৎ ভেদক ক্ষমতাযুক্ত) হয়ে যায়। তবে বেনাইন টিউমার ক্যান্সারে পরিবর্তিত হবেই তার কোন স্থিরতা নেই। কিছু বেনাইন টিউমার সদৃশ ব্যাধি আছে যাতে ক্যান্সার হওয়া অবশ্যম্ভাবী – এদের প্রি-ক্যান্সার বলে। নামে বেনাইন অর্থাৎ নিরীহ হলেও বেনাইন টিউমারও চাপ দিয়ে আশেপাশের কলার ক্ষতি করতে পারে। মেটাস্টাসিস হল ক্যান্সারের একটি পর্যায়, যাতে ক্যান্সার কোষগুলি অন্যান্য কলাকে ভেদ করে ও রক্ত, লসিকাতন্ত্র ইত্যাদির মাধ্যমে দূরবর্তী কলায় ছড়িয়ে যায়। তথ্যসূত্র:- উইকিপিডিয়া
হোমিওপ্যাথি মতে:- বেনাইন ও ম্যালিগন্যান্ট সহ সকল প্রকার টিউমার আরোগ্য করা সম্ভব । তথ্যসূত্র:- হ্যানিম্যান

সফল রোগীর ভিডিও প্রমাণ

ক্যান্সারের কারণ

বংশগত বা অর্জন-গত মায়া-জমের প্রভাবে শরীরে ক্যান্সারের ক্ষেত্র বা রোগপ্রবনতা তৈরি হয়। এ রোগপ্রবনতা যার শরীরে রয়েছে, উপযুক্ত পরিবেশে তার শরীরে ক্যান্সার রোগ হিসাবে বিকশিত হয়। তথ্যসূত্র:- হ্যানিম্যান
ক্যান্সার বিকশিত হতেপারে এমন কতিপয় পরিবেশ নিম্নে দেয়া হল-
বয়স
সাধারণত বয়স যত বাড়তে থাকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে, কারণ এ সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এক হিসেবে দেখা যায় যত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় তাদের শতকরা ৭০ ভাগেরই বয়স ৬০ বছরের ওপর।
খাবার এবং জীবনযাপনের ধারা
খাবার এবং জীবনযাপনের ধারার সাথে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছে গবেষকরা। যেমন, ধূমপান বা মদ্যপানের সাথে ফুসফুস, মুখ ও কণ্ঠনালীর এবং যকৃত বা লিভারের ক্যান্সারের যোগাযোগ রয়েছে। তেমনই ভাবে পান-সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ, চিনি ইত্যাদি খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। যারা সাধারণত শারীরিক পরিশ্রম কম করে তাদের মধ্যেও ক্যান্সারের প্রবণতাটা বেশি।
পারিবারিক ইতিহাস
ক্যান্সারের সাথে জিনগত সম্পর্ক রয়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। এই কারণে পরিবারের কারো যদি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা থাকে তাহলে অন্যদেরও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়।

পরিবেশ এবং পেশাগত কারণ
রাসায়নিক পদার্থের সাথে ক্যান্সারের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। যেমন, মেসোথেলিওমিয়া-তে (এক ধরনের দুর্লভ ক্যান্সার, এতে ফুসফুসের চারপাশ এবং পেটের দিকের কোষগুলো আক্রান্ত হয়) আক্রান্তদের ১০ জনের মধ্যে ৯ জনই এসবেস্টস ধাতুর সংস্পর্শে আসার কারণে এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সাধারণত জাহাজ তৈরির শিল্পের সাথে যারা জড়িত তাদের এই ধাতুর সংস্পর্শে আসার সম্ভাবনাটা বেশি থাকে। এই কারণেই অনেক দেশে এই ধাতুর ব্যবহার নিষিদ্ধ। একইভাবে রঙের কারখানা, রাবার বা গ্যাসের কাজে যারা নিয়োজিত তারা এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণে মুত্রথলির ক্যান্সারে আক্রান্ত হন। পরবর্তীতে অনেক দেশে এসব রাসায়নিক পদার্থের ব্যবহারও নিষিদ্ধ করে দেয়া হয়েছে। পরিবেশগত কারণের অন্যতম একটা হচ্ছে সূর্য। রোদে বেশিক্ষণ থাকার কারণে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তেজস্ক্রিয়তার কারণেও বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

ক্যান্সারের সাধারণ লক্ষণ

একেক ক্যান্সারের জন্য একেক ধরনের লক্ষণ বা উপসর্গ থাকে। তবে সাধারণ কিছু লক্ষণ হচ্ছে:
• খুব ক্লান্ত বোধ করা
• ক্ষুধা কমে যাওয়া
• শরীরের যে কোনজায়গায় চাকা বা দলা দেখা দেয়া
• দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙ্গা
• মলত্যাগে পরিবর্তন আসা (ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা মলের সাথে রক্ত যাওয়া)
• জ্বর, রাতে ঠাণ্ডা লাগা বা ঘেমে যাওয়া
• অস্বাভাবিকভাবে ওজন কমা
• অস্বাভাবিক রক্তপাত হওয়া
• ত্বকের পরিবর্তন দেখা যাওয়া

ক্যান্সারের চিকিৎসা

আধুনিক হোমিওপ্যাথিতে ক্যান্সার চিকিৎসা করে আরোগ্য করা সম্ভব। বিজ্ঞ ডাক্তার নিম্নোক্ত নিয়ম মেনে ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা করলে রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে । যেমন:
1. রোগীর সঠিক রোগ নির্ণয় করতে হবে।
2. রোগীর

  •       রোগ লক্ষণ
  •       মানুষিক লক্ষণ
  •       সার্ব-দৈহিক লক্ষণ
  •       খাদ্যে ইচ্ছা অনিচ্ছা সম্পর্কিত লক্ষণ
  •       প্রস্রাব-পায়খানা সম্পর্কিত লক্ষণ
  •       ঘর্ম সম্পর্কিত লক্ষণ
  •       আবহাওয়া সম্পর্কিত লক্ষণ
  •       কাতরতা সম্পর্কিত লক্ষণ
  •       নিদ্রা ও স্বপ্ন-দেখা সম্পর্কিত লক্ষণ
  •       জননেন্দ্রিয় সম্পর্কিত লক্ষণ, ইত্যাদি সহ সকল লক্ষণ পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে হবে এবং গ্রহণ করা লক্ষণ গুলো থেকে সর্বাধিক লক্ষণ সারাতে পারে এমন ঔষধের একটি তালিকা প্রস্তুত করতে হবে।

3. রোগীর অতীত রোগ ও বংশগত রোগ বিবেচনায় নিতে হবে
4. রোগীর মায়াজমেটিক স্টেট সমূহ নির্ধারণ করতে হবে, এবং বর্তমানে কোন মায়া-জম প্রাধান্য তা বিবেচনায় নিতে হবে ।
5.উপরে উল্লিখিত সকল বিষয় মনোযোগ সহ বিশ্লেষণ করে একটি মাত্র ঔষধ নির্বাচন করতে হবে ।
6.এরপর ঔষধ প্রয়োগ বিধি মত রোগীকে ঔষধ দিতে হবে । দ্বিতীয় নির্বাচন সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে

ক্যান্সারের কতিপয় রোগ লক্ষণ ও তার ঔষধ

উল্লেখ্য যে, নিচে দেয়া ঔষধের মধ্যে  ৩ নম্বর যুক্ত ঔষধ ফাষ্ট গ্রেড,  ২ নম্বর যুক্ত ঔষধ সেকেন্ড গ্রেড ও ১ নম্বর যুক্ত ঔষধ থার্ড গ্রেড বিবেচ্য হবে

হোমিওপ্যাথিতে ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় ১২৩ টি ঔষধ ব্যাবহার হয়, যেমন –  1 acet-ac, 1 alum, 1 alumn, 1 anan, 1 anil,2 ant-chl, 2 ant-m, 2 apis, 2 ambr, 1 apoc, 1 arg-m, 1 arg-n, 3 ARS, 1 ars-br, 2 ars-i, 2 aster, 2 aur, 1 aur-ar, 1 aur-i, 2 aur-m, 1 aur-m-n, 1 aur-s, 2 bapt, 1 bar-c, 1 bar-i, 1 bell, 1 bell-p, 1 bism, 3 BROM, 2 bufo, 3 CADM-S, 2 cadm-i, 2 cadm-m, 2 calc, 2 calc-i, 2 calc-s, 2 calen, 2 carb-ac, 3 CARB-AN, 2 carbn-s, 2 carb-v, 3 CARC, 1 caust, 1 chel, 1 chol, 2 cic, 1 cinnam, 2 cist, 2 cit-ac, 1 clem, 1 croc, 1 crot-h, 3 CON, 2 cund, 1 cupr, 1 dulc, 1 elaps, 1 eucal, 1 euph, 1 ferr-p, 1 form, 2 gali, 2 graph, 2 ham, 1 hep, 2 hippoz, 3 HYDR, 1 hydr-ac, 2 iod, 2 kali-ar, 2 kali-bi, 1 kali-chl, 2 kali-cy, 2 kali-i, 2 kali-p, 2 kali-s, 2 kreos, 2 lach, 2 lap-a, 3 LYC, 1 maland, 1 med, 2 merc, 2 merc-i-f, 2 mill, 1 morg-g, 2 morph, 1 nat-m, 3 NIT-AC, 2 ol-an, 2 op, 1 ozone, 1 petr, 1 ph-ac, 3 PHOS, 3 PHYT, 1 pic-ac, 1 plb, 1 psor, 1 rad-br, 2 sang, 2 scirr, 2 sec,1 sed-r, 2 semp, 1 sep, 3 SIL, 1 squil, 2 sol, 2 sulph, 1 sul-ac, 1 symph, 1 syph, 1 strych-g, 1 tarax, 1 tax, 2 ter, 2 thuj, 3 TRIF-P, 1 viol-o, 1 visc, 1 x-ray, 1 zinc

ক্যান্সারের সাধারন লক্ষণ

টাইফয়েড জ্বরে ফুসফুসে ফোড়া, ক্যান্সার বা পচনশীল ক্ষত হওয়ার প্রবনতা (1)1 crot-h

ক্যান্সারের রোগিদের ক্ষুধা কমে যাওয়া (4)  3 ALF, 1 ars, 1 cadm-s, 1 hydr

ক্যান্সারের রোগিদের ক্ষুধা নালাগা (5)3 ALF, 1 ars, 2 cadm-s, 1 carc, 2 hydr

শারিরীক বেদনা ক্যান্সারের কারনে হয়েছে এভেবে রোগী উৎকন্ঠিত, অথচ তার ক্যান্সার হয়নি (2)2 ars, 3 CARC

ক্যান্সারের ক্যামোথেরাপির পার্শপ্রতিক্রিয়া রোধ করতে ব্যাবহার হয় (6)1 ars, 3 CADM-S, 1 chin, 2 ip, 1 nux-v, 1 phos

কোলাইড ক্যান্সার (2)2 lach, 2 phos

আঘাত পেয়ে থেতলে যাওয়ার পর ক্যান্সার (4)1 bell-p, 2 con, 1 phyt, 1 symph

ক্যান্সারের রোগীর শীর্নতা (8)1 acon, 3 ARS, 1 cadm-s, 2 carc, 1 graph, 3 HYDR, 1 pic-ac, 1 thuj

কৌশিক টিউমার ক্যান্সার (42)1 acet-ac, 1 arg-m, 2 ars, 3 ARS-I, 1 ars-s-f, 1 aur, 1 aur-ar, 2 bell, 1 brom, 1 calc-sil, 1 carb-ac, 1 carb-an, 2 carc, 1 clem, 3 CON, 2 cund, 1 euph, 1 fuli, 2 hydr, 2 hydrc, 1 kali-ar, 2 kreos, 2 lach, 2 lap-a, 3 LYC, 1 merc, 1 merc-c, 1 nectrin, 1 nit-ac, 1 phos, 2 phyt, 1 rad-br, 1 raja-s, 2 ran-b, 1 ran-s, 1 scroph-n, 1 sep, 2 sil, 2 sol, 1 sulph, 2 thuj, 1 uran-n

লিম্ফমা, লসিকা গ্রন্থির ক্যান্সার(22)1 ars, 2 ars-i, 1 aur-m, 2 bar-i, 1 bufo, 1 buni-o, 2 calc-f, 1 carb-an, 1 carc, 1 cist, 2 con,1 cund, 1 ferr-pic, 1 iod, 1 ph-ac, 2 phos, 2 phyt, 1 saroth, 3 SCROPH-N, 1 syph, 1 thuj, 1 tub

লসিকা গ্রন্থিজ লিওকিমিয়া (12)3 ARS, 2 ars-i, 1 carbn-s, 1 carb-v, 3 CEAN, 1 kali-s, 1 mur-ac, 1 nat-ar, 1 nat-m, 3 PHYT,1 pic-ac, 1 thuj

লসিকা গ্রন্থিজ লিওকিমিয়া সারকোমা (2)1 ars, 1 ars-i

মিলেনোমা melanoma ক্যান্সার (7)  2 arg-n, 1 ars, 1 card-m, 1 cund, 2 lach, 1 ph-ac, 1 sol

মিলেনোমা melanoma ক্যান্সার সৌর আলো হতে (2)1 carc, 1 sol

ক্যান্সার মায়াজম (6)1 ars, 1 ars-i, 3 CARC, 2 cadm-s, 2 con, 1 hydr

নোমা ক্যান্সার (13)1 alum, 1 alumn, 2 ars, 1 calc, 1 carb-v, 2 con, 1 elat, 1 kali-chl, 2 kali-p, 1 merc, 1 sil, 1 sulph, 1 tarent-c

ক্যান্সার হতে বেদনা (29)1 acon, 1 anthr, 2 apis, 3 ARS, 1 aster, 1 aur, 1 bry, 1 bufo, 1 calc, 2 calc-ar, 2 cadm-s, 1 carb-an, 3 CARC, 1 cedr, 1 cinnam, 1 cit-ac, 2 coloc, 2 con, 1 cund, 1 echi, 2 euph, 3 HYDR, 1 mag-p, 1 merc, 1 morph, 1 op, 1 ph-ac, 1 sil, 1 sol

রেডিয়েশনের পার্শপ্রতিক্রিয়ায় অসুস্থতা (11)1 ars, 3 CADM-S, 1 calc-f, 1 chin, 1 fl-ac, 2 ip, 1 nux-v, 1 phos, 1 rad-br, 3 SOL, 1 x-ray

ক্যান্সার, রেডিয়েশনে পুড়ে যাওয়ার পার্শপ্রতিক্রিয়ায় অসুস্থতা (6)1 calc-f, 1 fl-ac, 1 phos, 1 rad-br, 2 sol, 1 x-ray

ক্যান্সারের ক্যামোথেরাপি দেয়ার পর হতে দুর্বলতা (1)  1 cadm-s

ক্যান্সারের, রেডিয়েশনথেরাপি দেওয়ার পর হতে দুর্বলতা (1)1 cadm-s

সারকোমা ক্যান্সার, কাটারং (19)  1 ars, 1 bar-c, 1 calc-f, 1 calc-p, 1 carb-ac, 1 carb-an, 2 crot-h, 2 cund, 1 cupr-s, 1 graph, 1 hecla, 2 kali-m, 1 lach, 2 lap-a, 1 nit-ac, 1 phos, 1 sil, 1 symph, 1 thuj

সারকোমা ক্যান্সার, কাটারং লিম্ফইড প্রকৃতির (2)1 ars, 1 ars-i

পুরাতন ক্যান্সারের ক্ষত চিহ্ন (3) 1 graph, 1 sil, 1 thiosin

ঘন সান্দ্র যুক্ত গুটিকার ক্যান্সার (28)1 alumn, 2 anac, 1 arg-m, 1 arn, 2 ars, 1 ars-s-f, 2 aster, 1 bell-p, 2 calc-s, 1 calen, 3 CARB-AN, 2 carbn-s, 2 carb-v, 1 clem, 3 CON, 2 graph, 2 hydr, 2 lap-a, 1 med, 1 nux-v, 2 petr, 2 phos, 2 phyt, 1 sep, 3 SIL, 1 squil, 1 staph, 2 sulph

ধূমপায়ী, তামাক সেবিদের ক্যান্সার (5)  1 ars, 1 calad, 1 cob, 1 con, 1 phos

অস্ত্রপাচারের পর ক্যান্সার (4)  2 calen, 2 carc, 1 lac-c, 1 lach

অস্ত্রপাচারের স্থান পরবর্তিতে ক্যান্সারে রুপান্তরিত হয় (1)1 lac-c

ক্যান্সার-জাতীয় ক্ষত (71)  2 ambr, 2 anthr, 1 ant-c, 1 apis, 3 ARN, 3 ARS, 2 ars-i, 3 ARS-S-F, 2 aster, 1 aur, 1 aur-ar, 1 aur-i, 3 AUR-S, 2 bell, 3 BUFO, 1 calc, 2 calc-s, 2 carb-ac, 2 carb-an, 2 carbn-s, 2 carb-v, 1 caust, 1 chel, 1 chim, 1 chin-s, 1 clem, 3 CON, 2 crot-c, 3 CUND, 1 dor, 1 dulc, 2 ferr, 1 fl-ac, 1 fuli, 2 gali, 2 graph, 3 HEP, 2 hippoz, 1 hydr, 1 kali-ar, 1 kali-c, 2 kali-i, 2 kreos, 2 lach, 3 LYC, 2 lyss, 1 mang, 2 merc, 1 merc-i-f, 2 mill, 1 mur-ac, 2 nit-ac, 2 petr, 2 ph-ac, 2 phos, 2 phyt, 2 rhus-t, 1 rumx, 1 sars, 2 sep, 3 SIL, 1 spong, 1 squil, 2 staph, 3 SULPH, 1 sul-ac, 1 sul-i, 1 syph, 1 tarent-c, 2 thuj, 2 zinc

আঘাত পেয়ে থেতলে যাওয়া হতে ক্যান্সার, জাতীয় ক্ষত, তার সহিত সূচিবিদ্ধবত জালাকর বেদনা (1)  2 con

ক্যান্সার-জাতীয় ক্ষতে বল্লম দ্বারা বিদ্ধ করার মত বেদনা (1)2 merc

ক্যান্সার-জাতীয় ক্ষতের কিনারায় জ্বালাকর বেদনা সুধু সকালে (1)2 ars

ক্যান্সার-জাতীয় ক্ষত বোকের পাজরার উপরে (1)2 cund

ক্যান্সার হতে দুর্বলতা (10)  2 ars, 1 aur, 1 aur-m-n, 3 CADM-S, 3 CARC, 3 CON, 3 HYDR, 1 kreos, 1 phos, 2 phyt

দ্রুত বা পূর্ন নাড়ীর ক্যান্সার, লেবিতে (1)  2 camph

ক্যান্সারের সাথে মনেরলক্ষণ

এ কথা ভেবে উৎকন্ঠা, যে তার বেদনা ক্যান্সার হওয়ার কারনে হয়েছে(2)1 ars,3 CARC

মনের অবসাদ (বিষন্নতা), তার সহিত ক্যান্সার(2) 1 carc, 1 con

মনে ভয়, যেন তার ক্যান্সার হয়েছে(15)1 agar,3 ARS,1 bar-c,3 CALC,1 calc-f, 1 calc-p,3 CARC,1 chin-ar, 1 ign,2 kali-ar,1 med,2 nit-ac,3 PHOS, 3 PSOR,1 ruta

মনে ভয়, যেন তার ক্যান্সারে মৃত্যু হবে(2)1 ars, 1 carc

কেহ আত্মহত্যা করতে চায়, তার সহিত পরিবারের কারো ক্যান্সার হওয়ার ইতিহাস আছে (1)2 carc

ভ্রান্ত ধারনা, যে রোগ হয়েছে তা আর ভালো হবেনা এবং তা ক্যান্সার হয়েছে (1) 1 verat

স্বপ্নে ক্যান্সার দেখে(2) 1 carc, 1 halo

নিচে দেয়া লিংকে ক্লিক করে বিষয় ভিত্তিক রোগ লক্ষণ ও তার ঔষধ সম্পর্কে জানতে পারবেন 

  1. স্তন ক্যান্সার,  Breast cancer
  2. পাকস্থলি, উদর ও মলনালির ক্যান্সার, Stomach, Abdomen and Rectal Cancer
  3. মুখগহ্বরের ক্যান্সার, Mouth Cancer
  4. গলার ক্যান্সার, Throat Cancer

ক্যান্সার প্রতিরোধ

গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কিছু ব্যাপার মেনে চললে ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমানো যায়। যেমন:

ব্যায়াম এবং ক্যান্সার
প্রত্যেকদিন নিয়মিত কিছু ব্যায়াম করা

খাদ্যাভ্যাস ও ক্যান্সার
ধূমপান বা মদ্যপান ছেড়ে দেয়া বা পরিমাণ কমিয়ে আনা। পান-সুপারি জর্দা, তামাকপাতা খাওয়া বন্ধ করা। চর্বিজাতীয় পদার্থ কম খাওয়া। সম্ভব হলে মাংস খাওয়া বন্ধ করে দেয়া বা কমিয়ে দেয়া। প্রচুর পরিমাণে শাক-সবজি, ফলমূল এবং আঁশজাতীয় খাবার খাওয়া।

দুশ্চিন্তা মুক্ত থাকা

দুশ্চিন্তা ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ,  সর্বদা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে, সম্ভব না হলে মেডিটেশন পদ্ধতি অভ্যাস করতে হবে ।

সচেতনতা
বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন মেখে বের হওয়া। নিয়মিত ডাক্তার দেখানো। সেটা সম্ভব না হলে শরীরে কোন অস্বাভাবিকতা দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া। ৫০ বছরের বেশি বয়স হলে অবশ্যই নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে শরীর পরীক্ষা করানো।

যে কোনো জটিল ও কঠিন রোগের সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে এখানে ক্লিক করুন

Cancer Bangladesh, bd cancer, Cancer Treatment Bangladesh.

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts