ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১ | Daily Study of Homeopathy


পাঠ -১

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

. চিকিৎসকের ব্রত:
এফোরিজম ১: রুগ্ন মানবজাতিকে আরোগ্য দান করত: স্বাস্থ্য পুনঃ প্রতিষ্ঠা করাই চিকিৎসকের মহৎ ও একমাত্র লক্ষ্য।
এফোরিজম ১৭: রোগের সর্বপ্রকার ইন্দ্রিয়গ্রাহ্য লক্ষণসমূহকে অপসারণ করা হলে রোগের কারণ ও অভ্যন্তরীণ বিকৃতি সহ সমগ্র ব্যাধিটি অপসারিত হয়। সুতরাং লক্ষণসমষ্টিকে অপসারণ করাই চিকিৎসকের কর্তব্য। অভ্যন্তরীণ পরিবর্তন সহ সমগ্র রুগ্ন অবস্থাকে নির্মূল করতে হবে। রোগ নির্মূল হলেই স্বাস্থ্য পুনরায় প্রতিষ্ঠিত হয়। এটাই চিকিৎসাবিজ্ঞানীর উচ্চতম ও একমাত্র লক্ষ্য। পাণ্ডিত্যপূর্ণ শব্দঝংকার বলে বেড়ালে রোগী আরোগ্য হয়না। বরং রুগ্ন মানবজাতিকে সহযোগিতা করার মাধ্যমেই এ লক্ষ্য অর্জিত হয়।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

1 ABIES NIGRA [Abies-n]
Abies-n অন্ননালীর (Alimentary canal) নিম্নপ্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ডেলা আটকে আছে এরূপ অনুভূতি।
Abies-n পেট ভরে খেলে বা আহারের পরই পাকাশয়ের বেদনা।
Abies-n পাকস্থলীতে কষ্টদায়ক সঙ্কোচন অনুভূতি, মনে হয় যেন সবকিছু জড়িয়ে একটা ডেলা হয়ে আছে।
Abies-n বুকে যেন কিছু আটকে আছে এবং কাশলে উঠে যাবে এরূপ অনুভূতি কিন্তু কাশলে কিছুই উঠে না।
Abies-n সকালে ক্ষুধা থাকে না, কিন্তু বেলা দ্বিপ্রহর ও রাত্রে ভয়ানক ক্ষুধা হয়।
2 ABROTANUM [Abrot]
Abrot কোন বিষয়ে বুঝার ক্ষমতা কম, অত্যন্ত খিটখিটে ও নিষ্ঠুর।
Abrot দেখতে বুড়োর মত, পেট ফুলা, নিম্ন অংশ বিশেষত পা দুটো শুষ্ক।
Abrot পর্যায়ক্রমে উদরাময় ও বাত, উদরাময়ে অজীর্ণ মল।
Abrot পাকস্থলীটি যেন ঝুলে আছে অথবা পানির উপর ভেসে আছে এরূপ অনুভূতি।
Abrot বেদনাযুক্ত প্রদাহ, বাতে ফুলে উঠার পূর্বেই আক্রান্ত স্থানে বেদনা।
Abrot রোগান্তর প্রাপ্তি, যেমন উদরাময় দমনের ফলে বাত, গ্যাঁটেবাত দমনের ফলে হৃদরোগ ইত্যাদি।
3 ACETICUM ACIDUM [Acet-ac]
Acet-ac মনের বিশৃঙ্খলা, রোগী নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না, সম্প্রতি যা ঘটেছে তাও ভুলে যায়।
Acet-ac মর্মবেদনার কারণে শ্বাসরোধ অনুভূতি, মেঝেতে হামাগুড়ি দেয়, প্রলাপ বকার সহিত পর্যায়ক্রমে অচৈতন্য।
Acet-ac অত্যন্ত পিপাসা, যথেষ্ট পানি পান করেও তৃপ্ত হয়না, উদরী, বহুমূত্র ও পুরাতন উদরাময়ে ঐরূপ পিপাসা দেখা যায় কিন্তু জ্বরে পিপাসা থাকেনা।
Acet-ac অত্যন্ত অবসাদ, আঘাত লাগা বা অস্ত্রোপচারের পরে।
Acet-ac চিৎভাবে শুয়ে ঘুমাতে পারেনা, উপুড় হয়ে শুলে ঘুম হয়।
4 ACONITUM NAPELLUS [Acon]
Acon শুষ্ক শীতল বাতাস অথবা অতি উত্তপ্ত বাতাস লেগে অসুস্থতা।
Acon কোন রোগের হঠাৎ আক্রমণ, প্রচণ্ড প্রকোপ ও অসহনীয় বেদনার সহিত ছটফটানি।
Acon অস্থিরতা, কাতরতা, রোগী সর্বদা ছটফট করে, এপাশ ওপাশ করে, কিছুতেই শান্তি পায়না।
Acon ভয়, মৃত্যুভয়, লোক সমাগমে ভয়, বাহিরে যেতে ভয়, সর্বদা শঙ্কিত ও ভীত, মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে দেয়।
Acon ঘর্মহীনতা তবে হৃদরোগে প্রচুর ঘর্ম হয়।
Acon পানি ভাল লাগে না, তবুও পানি পান করে যেনো পানির আকাঙ্ক্ষা মিটেনা।
5 CIMICIFUGA RACEMOSA [Cimic]
Cimic মন বিমর্ষ, মৃত্যুভয়, অস্থিরতা, সন্দেহপূর্ণ, বাতরোগ উপশম হলে মানসিক লক্ষণ সমূহ বৃদ্ধি হয়।
Cimic মনে হয় মাথার চাঁদিটা উড়ে যাবে।
Cimic ঘাড়ে ব্যথা, ঘাড় আড়ষ্ট হয়ে মাথাটি পেছন দিকে খেঁচে ধরে।
Cimic জরায়ুর নানাবিধ অসুস্থতায় তলপেটের একপাশ হতে অপর পাশে তীর বেঁধার মত বেদনা, জরায়ু প্রদেশে চাপ দিলে অত্যন্ত ব্যথা।
Cimic ঋতুস্রাবের সময় প্রচুর পরিমাণে রক্তস্রাব, রজঃনিবৃত্তি কালে বামদিকের স্তনের নিন্মদেশে বেদনা।
6 AGARICUS MUSCARIUS [Agar]
Agar সমস্ত শরীরে ঝাঁকুনি ও কাঁপুনি, মাতালের মত টলমল করে চলে, মাথা চালে।
Agar মানসিক পরিশ্রম করলে শরীর চুলকায়, খোঁচা মারা ব্যথা ও ঝিনঝিন করে কিন্তু শারীরিক পরিশ্রমে উপশম।
Agar মেরুদণ্ডে আড়ষ্ট অনুভূতি, চাপ দিলে ব্যথা, পিঠে শীত ও পিঁপড়া হাটার মত অনুভূতি।
Agar যৌনক্রিয়ার পর সকল রোগের বৃদ্ধি।
Agar শরীরে যেন ঠাণ্ডা বরফের মত সূচ ফুটছে।
Agar কোণাকুণিভাবে রোগ লক্ষণ দেখা দেয়, যেমন ডান হাতে ও বাম পায়ে বা তার বিপরীত লক্ষণ প্রকাশ পায়।

Mind অধ্যায়ের থেকে ৫০ পর্যন্ত মূল রুব্রিক:

1 Mind নিঃসঙ্গ মনে করে, নিজেকে পরিত্যক্ত বোধ করে ABANDONED, forsaken feelings (60)
2 Mind পরিত্যাগ করে, তার নিজের সন্তানদের ABANDONS, forsakes his own children (3)
3 Mind ঘৃণা সহকারে পরিহার ABHORRENCE (0)
4 Mind আকস্মিক কিছু করা ABRUPT (14)
5 Mind অন্যমনস্ক ABSENT-minded (171)
6 Mind গভীরভাবে নিবিষ্ট, মানসিকভাবে ABSORBED, mentally (88)
7 Mind অন্যমনস্ক অবস্থা, মানসিক ABSTRACTION, mental (68)
8 Mind মানসিক নির্যাতিত হওয়ার পর অসুস্থতা ABUSED, ailments from being (44)
9 Mind গালাগাল প্রদানকারী, অবমাননাকারী, নিন্দুক ABUSIVE (62)
10 Mind হিসাব ভুল করে, বুদ্ধি বৈকল্য অবস্থায় ACCOUNTING, makes mistakes, in senile dementia, incipient stage (1)
11 Mind নিয়ম কানুনের মধ্যে নিজেকে দীর্ঘক্ষণ আবদ্ধ রাখতে চায়না, যখন সে স্নায়ুবিক দুর্বল থাকে ACT, no longer wishes to, for herself, in nervous debility (1)
12 Mind ক্রিয়াকলাপ ACTIONS (0)
13 Mind কার্যকলাপ ACTIVITY (18)
14 Mind পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেয়ার প্রবণতা হ্রাস ADAPTIBILITY, loss of (6)
15 Mind আসক্তিজনক ব্যক্তিত্ব ADDICTIVE, personality (8)
16 Mind পরিচিতি প্রকাশ করতে ঘৃণা করে ADDRESSED, hates to be (1)
17 Mind প্রশংসা করে, অত্যধিক পরিমাণে ADMIRATION, excessive (5)
18 Mind শাসনমূলক উপদেশ দিলে বা সতর্ক করলে বৃদ্ধি ADMONITION, agg. (8)
19 Mind কৈশোর অবস্থা, এমন অনুভূতি যেন তিনি পুনরায় কৈশোর হয়েছেন ADOLESCENT, felt he was again (1)
20 Mind ব্যভিচারী ADULTEROUS (11)
21 Mind ভান করে বা ভণ্ডামি করে AFFECTATION (14)
22 Mind প্রভাবিত হয় সহজে AFFECTED, easily (7)
23 Mind মমতার অভাব AFFECTION, lack of (7)
24 Mind স্নেহপরায়ণ AFFECTIONATE (38)
25 Mind ক্ষোভ প্রকাশ প্রবণ, মানসিক AGITATION, mental (26)
26 Mind দেহ বা মনের দুঃসহ যন্ত্রণা, যেন মৃত্যু যন্ত্রণা AGONY (117)
27 Mind লোকারণ্যে ভয় AGORAPHOBIA (0)
28 Mind শূন্যে প্রাসাদ নির্মাণ AIR CASTLES (0)
29 Mind মদ্যপায়ী, অতিমাত্রায় মদ্যপায়ী ALCOHOLISM, dipsomania (128)
30 Mind সতর্কতা, মানসিকভাবে ALERT, mentally (4)
31 Mind একাকী ALONE (0)
32 Mind পর্যায়ক্রমে ALTERNATING (0)
33 Mind অ্যালঝেইমার রোগ ALZHEIMER’S disease (42)
34 Mind যৌনকামনা উদ্রেককারী AMATIVENESS (29)
35 Mind উচ্চাকাঙ্ক্ষা AMBITION (0)
36 Mind উচ্চাভিলাষী AMBITIOUS (26)
37 Mind কামার্ত স্বভাব AMOROUS, behavior (61)
38 Mind আমোদে বিতৃষ্ণা AMUSEMENT, aversion to (11)
39 Mind নৈরাজ্যবাদী ANARCHIST (4)
40 Mind রাগ ANGER (242)
41 Mind মনস্তাপ ANGUISH (0)
42 Mind প্রাণীসংক্রান্ত সচেতনতা ANIMAL, consciousness (1)
43 Mind প্রাণবন্ত অবস্থায় বৃদ্ধি ANIMATION, agg. (5)
44 Mind বিরক্ত অসন্তুষ্ট ANNOYED (8)
45 Mind ক্ষুধাহীনতা খাদ্যভীতি ANOREXIA nervosa (19)
46 Mind উত্তর দেয়া ANSWERS (0)
47 Mind বিরোধিতা করে, নিজের সাথে ANTAGONISM, with self (10)
48 Mind মনুষ্য ভীতি ANTHROPOPHOBIA (0)
49 Mind পূর্বাভাস হওয়া ANTICIPATION (69)
50 Mind উৎকট ভাব ভঙ্গীতে অভিনয় ANTICS, plays (16)

Diseases অধ্যায়ের থেকে ১৭৫ পর্যন্ত মূল রুব্রিক:

1 Diseases ফোড়া, পুঁজবটিকা ABSCESS, suppurations (108)
2 Diseases রক্তে এসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, শিশুদের ACETONEMIA, blood, in child (1)
3 Diseases মূত্রে এসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি ACETONURIA (14)
4 Diseases অম্ল রোগ ACID, diseases (3)
5 Diseases অম্বলের রোগ, অম্লাধিক্যের ফলে ACIDITY, diseases from excess of acid (1)
6 Diseases জৈবতরল ও টিস্যুতে অম্লাধিক্য ACIDOSIS (1)
7 Diseases রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা (AIDS) ACQUIRED, immune deficiency syndrome (0)
8 Diseases ব্রণ রোসেসা প্রকারের ACNE, rosacea (51)
9 Diseases এক্রোমেগালি ACROMEGALY (3)
10 Diseases একটিনোমায়োসিস ACTINOMYCOSIS (4)
11 Diseases একুইট অসুস্থতার সময় বা পরে দুর্বলতা ACUTE diseases, weakness during or after (48)
12 Diseases এডেনাইটিস ADENITIS, glands (58)
13 Diseases গলরস গ্রন্থির সমস্যা ADENOIDS, problems (19)
14 Diseases এডিসনস রোগ ADDISON’S disease (41)
15 Diseases মেদময় কোষ বর্ধিত ADIPOSE tissue, increased (0)
16 Diseases এরোফেজিয়া, অতিরিক্ত বাতাস গেলা AEROPHAGIA, excessive swallowing of air (1)
17 Diseases আফ্রিকান জ্বর AFRICAN fever (1)
18 Diseases রক্তে গ্রানুলোসাইটের অভাব AGRANULOCYTOSIS (1)
19 Diseases A.I.D.S. রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা A.I.D.S. acquired immune deficiency syndrome (21)
20 Diseases মূত্রে এলবুমেন এর ফলে স্ফীতি, প্রোটিনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি ALBUMINURIA, proteinuria (37)
21 Diseases মদ সাধারণ ALCOHOL, general (0)
22 Diseases মদ্যপায়ী, অতিমাত্রায় মদ্যপায়ী ALCOHOLISM, dipsomania (0)
23 Diseases এলার্জির ফলে উদ্ভূত প্রতিক্রিয়া ALLERGIC, reactions (0)
24 Diseases উঁচু স্থানে অসুস্থতা ALTITUDE, sickness (23)
25 Diseases তিমির দৃষ্টি রোগ, অপটিক নার্ভের পক্ষাঘাত AMAUROSIS, optic nerve paralysis (74)
26 Diseases এম্বলয়পিয়া AMBLYOPIA (23)
27 Diseases অঙ্গচ্ছেদ করার ফলে বেদনা AMPUTATION, pain, from (19)
28 Diseases অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (ALS) AMYOTROPHIC, lateral sclerosis (13)
29 Diseases এনকাইলোস্টমিয়াসিস ANCYLOSTOMIASIS (2)
30 Diseases রক্তাল্পতা ANEMIA (169)
31 Diseases অর্বুদ, ধমনীর বড় আর্টারির ANEURISM, large arteries (44)
32 Diseases হৃদশূল ANGINA, pectoris (89)
33 Diseases লাল বর্ণের উদ্ভেদ বা আঁচিল ANGIOMA (3)
34 Diseases এনকাইলসিং স্পন্ডিলাইটিস ANKLOSING spondylitis (10)
35 Diseases ক্ষুধাহীনতা খাদ্যভীতি ANOREXIA nervosa (19)
36 Diseases এন্টিবায়োটিক ব্যবহারের ফলে খারাপ অবস্থা ANTIBIOTICS, worse from (7)
37 Diseases দুশ্চিন্তা শারীরিক ANXIETY, physical (0)
38 Diseases উপক্ষত মলদ্বারে APHTHOUS, anus (11)
39 Diseases এপেন্ডিসাইটিস APPENDICITIS (25)
40 Diseases আর্টারিওসক্লোরসিস ARTERIOSCLEROSIS (64)
41 Diseases ধমনী প্রদাহ ARTERITIS (9)
42 Diseases সন্ধিবাত, উচ্চগুটিকা জন্মানো সন্ধি স্থানে ARTHRITIC, nodosities, joints (57)
43 Diseases গেটেবাত – সন্ধি প্রদাহ ARTHRITIS, joints (39)
44 Diseases গোলকৃমি ASCARIDES (64)
45 Diseases উদরী শোথ ASCITES, dropsy (86)
46 Diseases শ্বাসরোধ ASPHYXIA (27)
47 Diseases এসটেনোপিয়া ASTHENOPIA (15)
48 Diseases হাঁপানি ASTHMA (188)
49 Diseases হাঁপানির মত শ্বাসক্রিয়া ASTHMATIC, breathing (0)
50 Diseases বিষমদৃষ্টি ASTIGMATISM (6)
51 Diseases অসমক্রিয়া-গতির বৈষম্য ATAXIA (27)
52 Diseases অসম্পূর্ণ প্রসারণ, ফুসফুসের হিমাঙ্গ অবস্থায় ATELECTASIS, collapsed lungs (2)
53 Diseases এথেরোমা ATHEROMA (15)
54 Diseases এথেটোসিস হেমনডস ডিজিস (AHD) ATHETOSIS, hammond’s disease (3)
55 Diseases পায়ে ছত্রাক জনিত পীড়া ATHLETE’S foot, fungus (9)
56 Diseases দুর্বল পেশীর দেহ ATONY, of body (4)
57 Diseases ক্রমিক ক্ষয়প্রাপ্ত দেহ কোষ ATROPHY, tissues (12)
58 Diseases অটিস্টিক শিশু AUTISTIC, children (5)
59 Diseases অটোইমিউন রোগ AUTO-immune, diseases (15)
60 Diseases বৈমানিকদের অসুস্থতা AVIATOR’S, disease (7)
61 Diseases ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ BACTERIAL, infections (15)
62 Diseases দাড়ি কামানোর ফলে সংক্রমিত দাদ BARBER’S itch, ringworm of beard (35)
63 Diseases বার্থলিন গ্রন্থির প্রদাহ স্ত্রী জননাঙ্গের BARTHOLINITIS, female, genitalia (9)
64 Diseases শয্যাক্ষত ডেকোবিটাস BEDSORES, decubitus (66)
65 Diseases ঢেঁকুর-উদ্গার BELCHING (0)
66 Diseases মুখমণ্ডলের পক্ষাঘাত BELL’S palsy, facial paralysis (42)
67 Diseases বেরি-বেরি BERI-beri (4)
68 Diseases বেসনিয়ার বক শেমন মরবাস BESNIER-boek-schaumann, morbus (7)
69 Diseases পিত্ত-নালীর অসুস্থতা BILE-ducts, ailments of (7)
70 Diseases বিলহারজায়াসিস BILHARZIASIS (0)
71 Diseases পীতজ্বর BILIOUS, fever (30)
72 Diseases জন্ম-চিহ্ন নেভি BIRTHMARKS, nevi (23)
73 Diseases কালচে কোষ, বাহ্যিক অঙ্গে BLACKNESS, tissues, external parts (103)
74 Diseases শ্লেষ্মা স্রাব লিঙ্গ মুণ্ডের BLENORRHEA, penis, glans (21)
75 Diseases চোখের পাতার প্রদাহ BLEPHARITIS, eyelids (68)
76 Diseases অন্ধত্ব BLINDNESS (0)
77 Diseases ফোস্কা BLISTERS (44)
78 Diseases রক্ত বিষাক্ততা BLOOD, poisoning (0)
79 Diseases লোমফোড়া BOILS (103)
80 Diseases বুন স্পারস BONE spurs (21)
81 Diseases গলদেশ কাঁধ ও হাত বিস্তৃত নার্ভের স্নায়ুশুল BRACHIAL, neuralgia (15)
82 Diseases ব্রঙ্কাইটিস, শ্বাসনালী সংক্রান্ত নলের BRONCHITIS, bronchial tubes (108)
83 Diseases ফুসফুসের প্রসারণ, ক্রনিক প্রসারণ শ্বাসনালী সংক্রান্ত BRONCHIECTASIS, chonic dilatation, bronchials (33)
84 Diseases মূত্রে এলবুমেন রোগ, কিডনি ঘটিত BRIGHT’S disease, kidneys (70)
85 Diseases থেঁতলানোবৎ কালশিটে BRUISES (44)
86 Diseases চিবানো যেন কিছু চিবাচ্ছে BRUXISM (0)
87 Diseases গ্রন্থির প্রদাহ-লক্ষণযুক্ত প্লেগ BUBONIC plague (42)
88 Diseases অতৃপ্ত ক্ষুধা ও খাদ্য চাহিদা BULIMIA (9)
89 Diseases ছত্রাক জনিত পীড়া, কাঁধের BURSITIS, shoulders (16)
90 Diseases দীর্ঘদিন রোগভোগের কারণে শীর্ণতা CACHEXIA (0)
91 Diseases কড়াপড়া চর্মে CALLOUSES, skin (21)
92 Diseases ক্যান্সার সাধারণ CANCER, general (123)
93 Diseases কেনডিডা এলবাকনস সংক্রমণ CANDIDA albicans, infection (11)
94 Diseases দুষ্টব্রণ CARBUNCLES (42)
95 Diseases কারপাল টানেলের অস্বাভাবিকতা CARPAL tunnel syndrome (11)
96 Diseases উপাস্থির অসুস্থতা CARTILAGES, diseases (12)
97 Diseases চোখের ছানি CATARACT (57)
98 Diseases ফিটের ব্যামো CATALEPSY (31)
99 Diseases চলাফেরা আচার আচরণে অস্বাভাবিকতা বা ক্যাটাটোনিয়ার CATATONIA (4)
100 Diseases সিলিয়াক ডিজিস CELIAC disease (4)
101 Diseases কোষপ্রদাহ CELLULITIS (19)
102 Diseases কেফালাহেমাটোমা মাথায় CEPHALAHEMATOMA, head (7)
103 Diseases লঘুমস্তিষ্ক রোগ CEREBELLAR, disease (3)
104 Diseases মস্তিষ্কসংক্রান্ত রক্তক্ষরণ CEREBRAL hemorrhage (35)
105 Diseases সেরিব্রো-স্পাইনাল অক্ষের অসুস্থতা CEREBRO-spinal axis, ailments (8)
106 Diseases জরায়ু মুখের প্রদাহ CERVICITIS, uterine cervix (16)
107 Diseases কেমোসিস নেত্রবর্ত্মকলার রস সঞ্চয় স্ফীতি CHEMOSIS, conjunctiva, edema (31)
108 Diseases ফুসফুসের চেইন স্ট্রোক CHEYNE strokes (38)
109 Diseases জলবসন্ত সংক্রমণ CHICKENPOX, infection (24)
110 Diseases শৈত্য জনিত ক্ষত CHILBLAINS (43)
111 Diseases শিশু CHILDREN (0)
112 Diseases পরজীবী ভাইরাস সংক্রমণ CHLAMYDIAL, infection (3)
113 Diseases বাদামি দাগ মেস্তা CHLOASMA (8)
114 Diseases রক্তশূন্যতা CHLOROSIS (0)
115 Diseases পিত্তথলির প্রদাহ CHOLECYSTITIS, gallbladder (11)
116 Diseases শ্বাসরোধ হয় সহজে CHOKES, easily (22)
117 Diseases খাদ্যনালীর সংকোচন CHOKING (0)
118 Diseases কলেরা সংক্রমণ CHOLERA, infection (47)
119 Diseases উপাস্থির প্রদাহ CHONDRITIS, perichondritis (14)
120 Diseases মূত্রপথ যথাস্থানে নয় এমন মূত্রনালি CHORDEE, urethra (36)
121 Diseases নর্তন রোগ CHOREA (144)
122 Diseases পুরাতন অসুস্থতা একগুঁয়ে প্রকারের CHRONIC, diseases, obstinate (21)
123 Diseases ক্ষতচিহ্ন CICATRICES (0)
124 Diseases সিরোসিস, কলিজায় CIRRHOSIS, liver (35)
125 Diseases ধর্ম বক্তাদের প্রদাহিত স্পর্শকাতর বেদনা গলদেশে CLERGYMAN’S sore throat (0)
126 Diseases সর্দি-ঠাণ্ডা COLDS (0)
127 Diseases ক্ষয়কর দেহের শক্তি ক্ষয় COLLIQUATIVE, wasting of body (31)
128 Diseases বর্ণ অন্ধত্ব COLOR, blindness (5)
129 Diseases আচ্ছন্ন নিদ্রা অজ্ঞানতা COMA, unconsciousness (255)
130 Diseases প্রচণ্ড ধাক্কা ব্রেইনের CONCUSSION of brain (23)
131 Diseases রক্তসঞ্চয়জনিত হৃৎপিণ্ডের কর্ম বিরতি CONGESTIVE, heart failure (16)
132 Diseases গুপ্তাঙ্গের আঁচিল CONDYLOMATA, growths (43)
133 Diseases নেত্রবর্ত্মকলাপ্রদাহ CONJUNCTIVITIS, infection (74)
134 Diseases সংযোজক কোষ শিথিল CONNECTIVE tissue, relaxed (13)
135 Diseases কোষ্ঠকাঠিন্য CONSTIPATION (0)
136 Diseases ধাতু CONSTITUTIONS (0)
137 Diseases সংকোচন, প্রদাহের পরে CONTRACTIONS, inflammation, after (47)
138 Diseases আরোগ্যলাভ ক্রমাগতভাবে, এরূপ লক্ষণ প্রকাশ পায় CONVALESCENCE, ailments, during or since (44)
139 Diseases আক্ষেপ CONVULSIONS (0)
140 Diseases সর্দি CORYZA (0)
141 Diseases কাউপার গ্রন্থির প্রদাহ COWPERITIS, inflammation, cowper’s glands (9)
142 Diseases গোবসন্ত COWPOX, vaccinia (10)
143 Diseases উকুন, জননেন্দ্রিয়ের CRAB-lice, genitalia (3)
144 Diseases মানসিক ও শারীরিক প্রতিবন্ধী CRETINISM (21)
145 Diseases ক্রোনস রোগ CROHN’S, disease (4)
146 Diseases ক্রুপকাশি CROUP (71)
147 Diseases নীলরোগ, ফুসফুসের CYANOSIS, lungs (112)
148 Diseases মূত্রাশয় প্রদাহ CYSTITIS, bladder (88)
149 Diseases মহিলাদের যোনিমুখে মূত্রস্থলি নেমে আসা CYSTOCELE (2)
150 Diseases খুশকি DANDRUFF (37)
151 Diseases বধিরতা DEAFNESS (0)
152 Diseases শয্যাক্ষত, ডেকোবিটাস DECUBITUS (0)
153 Diseases এলকোহল পান করে পাগলামি DELIRIUM tremens, mania-a-potu (104)
154 Diseases ডেঙ্গু জ্বর DENGUE, fever (16)
155 Diseases দন্তোদ্গম DENTITION (0)
156 Diseases ত্বকের প্রদাহ DERMATITIS (60)
157 Diseases অগ্রগতি DEVELOPEMENT (0)
158 Diseases নির্জলীকরণের ফলে জৈব তরল পদার্থের ক্ষয় DEHYDRATION, loss of fluids (46)
159 Diseases দন্তোদ্গম কষ্টকর, দন্তোদ্গম হত্তয়া DENTITION, difficult teething (71)
160 Diseases ডায়াবেটিস মেলিটাস DIABETES mellitus (115)
161 Diseases তোয়ালে আবৃত স্থানে ছোট ছোট লাল ফুস্কুড়ি, নিতম্ব দেশে DIAPER, rash, buttocks (10)
162 Diseases উদরাময় DIARRHEA (0)
163 Diseases ডিপথেরিয়া সংক্রমণ DIPHTHERIA, infection (63)
164 Diseases ডাবল দৃষ্টি DIPLOPIA (0)
165 Diseases ডাইভারটিকোলসিস DIVERTICULOSIS (4)
166 Diseases দ্বৈত দৃষ্টি DOUBLE, vision (86)
167 Diseases ডাউন সিনড্রোম DOWN’S, syndrome (4)
168 Diseases শোথ DROPSY (0)
169 Diseases ডুপুইট্রেন্স কনট্রেকচার DUPUYTREN’S, contracture (12)
170 Diseases আমাশয় আন্ত্রিক DYSENTERY, intestines (108)
171 Diseases পড়তে বা বানান করতে অক্ষমতা DYSLEXIA (0)
172 Diseases খর্বতা DWARFISHNESS (0)
173 Diseases ইবোলা ভাইরাস ডিজিস EBOLA disease (13)
174 Diseases রক্তপূর্ণ কালশিটে ECCHYMOSIS (43)
175 Diseases এক্লাম্পসিয়া, ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহে রক্ত বিষাক্ততা ECLAMPSIA, toxemia (47)

Abdomen – DISTENSION এর ৬০ টি সাব রুব্রিক:

1 Abdomen পেট ফাঁপা DISTENSION (198)
2 Abdomen পেট ফাঁপা, বিকেলে DISTENSION, afternoon (20)
3 Abdomen পেট ফাঁপা, প্রতিদিন DISTENSION, all day (1)
4 Abdomen পেট ফাঁপা, পর্যায়ক্রমে উদর ছোট বড় হয় DISTENSION, alternating with, decrease of size (1)
5 Abdomen পেট ফাঁপা, বিয়ার পান করার পরে DISTENSION, beer, after (1)
6 Abdomen পেট ফাঁপা, ঢেঁকুর-উদ্গারে উপশম DISTENSION, belching, amel. (4)
7 Abdomen পেট ফাঁপা, যখন উদর নাড়ে তখন হাপারের জুড়ির মত হয় DISTENSION, bellows, like a pair of, set in motion (1)
8 Abdomen পেট ফাঁপা, নাস্তা করার সময় DISTENSION, breakfast, during (1)
9 Abdomen পেট ফাঁপা, শিশুদের DISTENSION, children, in (9)
10 Abdomen পেট ফাঁপা, শীত লাগার সময় DISTENSION, chill, during (9)
11 Abdomen পেট ফাঁপা, বস্ত্রাবরন টানটান অনুভূত হয় DISTENSION, clothing, feels tight (1)
12 Abdomen পেট ফাঁপা, কফিতে উপশম DISTENSION, coffee, amel. (1)
13 Abdomen পেট ফাঁপা, শূলবেদনার সময় DISTENSION, colic, during (2)
14 Abdomen পেট ফাঁপা, কোষ্ঠবদ্ধতা অবস্থায় DISTENSION, constipation, during (13)
15 Abdomen পেট ফাঁপা, বিভিন্ন স্থানে, ফোস্কার মত খিল ধরে DISTENSION, cramp-like, in several places, like blisters (1)
16 Abdomen পেট ফাঁপা, উদরাময়ের পূর্বে DISTENSION, diarrhea, before (2)
17 Abdomen পেট ফাঁপা, ডিনারের পরে DISTENSION, dinner, after (20)
18 Abdomen পেট ফাঁপা, পানি পান করার পরে DISTENSION, drinking, after (10)
19 Abdomen পেট ফাঁপা, খাবার খাওয়ার সময় DISTENSION, eating, while (3)
20 Abdomen পেট ফাঁপা, মৃগীরোগের পূর্বে DISTENSION, epileptic attack, before (2)
21 Abdomen পেট ফাঁপা, সন্ধ্যায় DISTENSION, evening (33)
22 Abdomen পেট ফাঁপা, জ্বরের সময় DISTENSION, fever, during the (2)
23 Abdomen পেট ফাঁপা, পূর্বাহ্ণে DISTENSION, forenoon (2)
24 Abdomen পেট ফাঁপা, দুঃখ শোকের পরে DISTENSION, grief, after (2)
25 Abdomen পেট ফাঁপা, শক্ত DISTENSION, hard (1)
26 Abdomen পেট ফাঁপা, এখানে সেখানে বিচ্ছিন্ন স্থানে DISTENSION, here and there (2)
27 Abdomen পেট ফাঁপা, গরম DISTENSION, hot (1)
28 Abdomen পেট ফাঁপা, অপমানিত হওয়ার পরে DISTENSION, humiliation, after (4)
29 Abdomen পেট ফাঁপা, হিস্টিরিয়া গ্রস্তদের DISTENSION, hysterical (1)
30 Abdomen পেট ফাঁপা, খিটখিটে ভাবের সহিত DISTENSION, irritability, with (1)
31 Abdomen পেট ফাঁপা, প্রসব বেদনার সময় DISTENSION, labor, during (1)
32 Abdomen পেট ফাঁপা, বড়, পটবেলি, থলথলে DISTENSION, large, pot-bellied, flabby (11)
33 Abdomen পেট ফাঁপা, কোনো কিছুতে হেলান দিলে উপশম DISTENSION, leaning against something amel. (1)
34 Abdomen পেট ফাঁপা, জামা ঢিলা করলে উপশম DISTENSION, loosening clothes, amel. (1)
35 Abdomen পেট ফাঁপা, শয়ন করলে বৃদ্ধি DISTENSION, lying, agg. (1)
36 Abdomen পেট ফাঁপা, ঋতুস্রাবের সময় DISTENSION, menses, during (28)
37 Abdomen পেট ফাঁপা, মানসিক পরিশ্রমের ফলে DISTENSION, mental exertion, from (3)
38 Abdomen পেট ফাঁপা, মধ্যরাতে DISTENSION, midnight (2)
39 Abdomen পেট ফাঁপা, দুধ খাওয়ার পরে DISTENSION, milk, after (2)
40 Abdomen পেট ফাঁপা, সকালে DISTENSION, morning (13)
41 Abdomen পেট ফাঁপা, মায়েদের DISTENSION, mothers, in (5)
42 Abdomen পেট ফাঁপা, সংকীর্ণ স্থানে নড়াচড়া করার পরে DISTENSION, motion, confined, after a (1)
43 Abdomen পেট ফাঁপা, রাতে DISTENSION, night (10)
44 Abdomen পেট ফাঁপা, মধ্যাহ্নে DISTENSION, noon (1)
45 Abdomen পেট ফাঁপা, অপারেশনের পরে DISTENSION, operation, after (6)
46 Abdomen পেট ফাঁপা, বেদনাদায়ক DISTENSION, painful (28)
47 Abdomen পেট ফাঁপার, আকস্মিক প্রকোপ DISTENSION, paroxysmal (1)
48 Abdomen পেট ফাঁপা, ঘামে উপশম DISTENSION, perspiration, amel. (1)
49 Abdomen পেট ফাঁপা, প্রসবান্তিক DISTENSION, puerperal (1)
50 Abdomen পেট ফাঁপা, যানবাহনে পরিভ্রমণ করলে DISTENSION, riding, on (1)
51 Abdomen পেট ফাঁপা, ঘর্ষণে উপশম DISTENSION, rubbing amel. (1)
52 Abdomen পেট ফাঁপা, বসা অবস্থায় DISTENSION, sitting, while (1)
53 Abdomen পেট ফাঁপা, সুপ পানের পরে DISTENSION, soup, after (2)
54 Abdomen পেট ফাঁপা, অল্প স্থানে DISTENSION, spots, in (3)
55 Abdomen পেট ফাঁপা, মলত্যাগ করার সময় DISTENSION, stool, during (1)
56 Abdomen পেট ফাঁপা, হঠাৎ DISTENSION, sudden (2)
57 Abdomen পেট ফাঁপা, রাতের খাবারের পরে DISTENSION, supper, after (7)
58 Abdomen পেট ফাঁপা, টিমফেনিক প্রকারের DISTENSION, tympanitic (62)
59 Abdomen পেট ফাঁপা, মূত্রত্যাগের পূর্বে DISTENSION, urination, before (1)
60 Abdomen পেট ফাঁপা, যোনিস্রাব, নির্গত হওয়া অবস্থায় DISTENSION, vaginal discharge, during (1)


Bladder – RETENTION of urine এর ৩৯ টি সাব রুব্রিক:

1 Bladder প্রস্রাব আটকে থাকা RETENTION, of urine (116)
2 Bladder প্রস্রাব আটকে থাকা, ঠাণ্ডা বাতাসে থাকার ফলে RETENTION, of urine air, from exposure to cold (1)
3 Bladder প্রস্রাব আটকে থাকা, ফান্ডাস পেশীর দুর্বলতার ফলে RETENTION, of urine atony of fundus, from (1)
4 Bladder প্রস্রাব আটকে থাকা, বিয়ার পান করার পরে RETENTION, of urine beer, after (1)
5 Bladder প্রস্রাব আটকে থাকা, জন্মের সময় RETENTION, of urine birth, at (2)
6 Bladder প্রস্রাব আটকে থাকা, শিশুদের RETENTION, of urine children, in (13)
7 Bladder প্রস্রাব আটকে থাকা, শীতলতা RETENTION, of urine chill, in (8)
8 Bladder প্রস্রাব আটকে থাকা, কলেরার সময় RETENTION, of urine cholera, in (6)
9 Bladder প্রস্রাব আটকে থাকা, পুরাতন RETENTION, of urine chronic (3)
10 Bladder প্রস্রাব আটকে থাকা, মূত্রথলি হতে চাপ চাপ নির্গত হয় RETENTION, of urine clots, in the bladder, from (2)
11 Bladder প্রস্রাব আটকে থাকা, ঠাণ্ডা হাতানোর ফলে RETENTION, of urine cold, from catching (8)
12 Bladder প্রস্রাব আটকে থাকা, শূলবেদনা RETENTION, of urine colic (4)
13 Bladder প্রস্রাব আটকে থাকা, আঁতুড় ঘড়ে থাকার সময় RETENTION, of urine confinement, during (6)
14 Bladder প্রস্রাব আটকে থাকা, স্পিংকটার মাসেলের সংকোচনের ফলে এমন অনুভূতি যেন মূত্র রয়ে গেছে RETENTION, of urine contraction of sphincter, sensation as if urine retained by (2)
15 Bladder প্রস্রাব আটকে থাকা, কাশি দিলে এমন অনুভূতি যেন প্রস্রাবের বেগলাগার সহিত মূত্র জমে আছে RETENTION, of urine coughing, on, sensation of retention with urging (1)
16 Bladder প্রস্রাব আটকে থাকা, আমাশয়ের সময় RETENTION, of urine dysentery (2)
17 Bladder প্রস্রাব আটকে থাকা, বয়োজ্যেষ্ঠদের RETENTION, of urine elderly men (7)
18 Bladder প্রস্রাব আটকে থাকা, সন্ধ্যায় RETENTION, of urine evening (1)
19 Bladder প্রস্রাব আটকে থাকা, পরিশ্রম করার পরে RETENTION, of urine exertion, after (3)
20 Bladder প্রস্রাব আটকে থাকা, জ্বরের ফলে একুইট অসুস্থতা RETENTION, of urine fever, from acute illness (5)
21 Bladder প্রস্রাব আটকে থাকা, ভয় পাওয়ার পরে RETENTION, of urine fright, after (2)
22 Bladder প্রস্রাব আটকে থাকা, মাথা ব্যথার সময় RETENTION, of urine headache, in (1)
23 Bladder প্রস্রাব আটকে থাকা, হিস্টিরিয়ার সময় RETENTION, of urine hysteria, in (2)
24 Bladder প্রস্রাব আটকে থাকা, ইনফ্যান্ট শিশুদের RETENTION, of urine infants, in new born (13)
25 Bladder প্রস্রাব আটকে থাকা, প্রদাহ হওয়ার ফলে RETENTION, of urine inflammation, from (7)
26 Bladder প্রস্রাব আটকে থাকা, আঘাত লাগার পরে RETENTION, of urine injuries, after (3)
27 Bladder প্রস্রাব আটকে থাকা, লোকোমটর এটাকসিয়ার ফলে RETENTION, of urine locomotor ataxia (1)
28 Bladder প্রস্রাব আটকে থাকা, ঋতুস্রাবের সময় RETENTION, of urine menses, during (2)
29 Bladder প্রস্রাব আটকে থাকা, সঙ্গীতে উপশম RETENTION, of urine music amel. (1)
30 Bladder প্রস্রাব আটকে থাকা, রাত ৩ টা থেকে ৬ টায় RETENTION, of urine night, 3 to 6 a.m (1)
31 Bladder প্রস্রাব আটকে থাকা, উদর বেদনার সময় RETENTION, of urine pain, in abdomen, when (1)
32 Bladder প্রস্রাব আটকে থাকা, বেদনাদায়ক RETENTION, of urine painful (23)
33 Bladder প্রস্রাব আটকে থাকা, বেদনাশূন্য RETENTION, of urine painless (1)
34 Bladder প্রস্রাব আটকে থাকা, পক্ষাঘাতের ফলে RETENTION, of urine paralysis, from (7)
35 Bladder প্রস্রাব আটকে থাকা, নিম্নাঙ্গের অসাড়তার সহিত RETENTION, of urine paraplegia, with (1)
36 Bladder প্রস্রাব আটকে থাকা, গর্ভধারণ অবস্থায় RETENTION, of urine pregnancy, in (2)
37 Bladder প্রস্রাব আটকে থাকা, অন্য কারো উপস্থিতিতে RETENTION, of urine presence of others, in (2)
38 Bladder প্রস্রাব আটকে থাকা, বৃহদাকার প্রোস্টেটের ফলে RETENTION, of urine prostate, from enlarged (18)
39 Bladder প্রস্রাব আটকে থাকা, মূত্রত্যাগের পরে এমন অনুভূতি RETENTION of urine, sensation as if, after urination (2)


Bladder – URGING এর ৫৫ টি সাব রুব্রিক:

1 Bladder প্রস্রাবের বেগলাগে, উদরে স্পর্শ করলে URGING, abdomen, on touching (1)
2 Bladder বেগলাগা, অনুপস্থিত URGING, absent, urging to (14)
3 Bladder বেগলাগার পরে URGING, after (43)
4 Bladder বেগলাগা, বিকেলে URGING, afternoon (13)
5 Bladder বেগলাগা, যখন কেউ উপস্থিত থাকেনা URGING, agg. when not attended to (2)
6 Bladder বেগলাগা, উদ্বিগ্ন URGING, anxious (11)
7 Bladder বেগলাগা, আপেল খাওয়ার পরে URGING, apples, after (1)
8 Bladder বেগলাগা, আভ্যন্তরিক জ্বরে URGING, apyrexia (8)
9 Bladder বেগলাগা, শীত লাগার সময় URGING, chill, during (11)
10 Bladder বেগলাগা, কফি পান করার পরে URGING, coffee, after (3)
11 Bladder বেগলাগা, অবিরত URGING, constant (114)
12 Bladder বেগলাগা, কাশি দেয়ার সময় URGING, coughing, while (1)
13 Bladder বেগলাগা, দিবাভাগে URGING, daytime (6)
14 Bladder বেগলাগা, পেলভিস নিম্ন দিকে টানতে থাকার অনুভূতির সহিত URGING, dragging, down in pelvis, with (3)
15 Bladder বেগলাগা, পানি পান করার পরে URGING, drinking, after (1)
16 Bladder বেগলাগা, কয়েক ফোটা প্রস্রাব নির্গত হয়, অতঃপর পায়খানা নির্গত হলে স্বাভাবিকভাবে প্রস্রাব হয় URGING, drops, only a few pass until the next stool, when it flows freely (2)
17 Bladder বেগলাগা, খাবার খাওয়ার সময় URGING, eating, during (1)
18 Bladder বেগলাগা, বয়োজ্যেষ্ঠ মহিলাদের URGING, elderly, women (1)
19 Bladder বেগলাগা, লিঙ্গ উত্থানের সহিত URGING, erections, with (6)
20 Bladder বেগলাগা, সন্ধ্যায় URGING, evening (15)
21 Bladder বেগলাগা, জ্বরের সময় URGING, fever, during (22)
22 Bladder বেগলাগা, পূর্বাহ্ণে URGING, forenoon (2)
23 Bladder বেগলাগা, ঘন ঘন URGING, frequent (170)
24 Bladder বেগলাগা, হৃৎপিণ্ডের পীড়ার সহিত URGING, heart affections, with (1)
25 Bladder বেগলাগা, নিষ্ফল URGING, ineffectual (95)
26 Bladder বেগলাগা, প্রসবের পরে URGING, labor, after (2)
27 Bladder বেগলাগা, কিছু উঠানোর পরে URGING, lifting, after (1)
28 Bladder বেগলাগা, শয়ন করলে URGING, lying (3)
29 Bladder বেগলাগা, নতুন বিবাহিত মহিলাদের URGING, married women, newly (3)
30 Bladder বেগলাগা, ঋতুস্রাবের সময় URGING, menses, during (14)
31 Bladder বেগলাগা, মানসিক পরিশ্রমে URGING, mental exertion (2)
32 Bladder বেগলাগা, সকালে URGING, morning (12)
33 Bladder বেগলাগা, নড়াচড়া করার ফলে URGING, motion, from (2)
34 Bladder বেগলাগা, রাতে URGING, night (84)
35 Bladder বেগলাগা, বেদনাদায়ক URGING, painful (37)
36 Bladder বেগলাগা, বেদনার ফলে URGING, pains, from (1)
37 Bladder বেগলাগা, ঘাম অবস্থায় URGING, perspiration, during (21)
38 Bladder বেগলাগা, গর্ভধারণ অবস্থায় URGING, pregnancy, during (4)
39 Bladder বেগলাগা, সরলান্ত্রে চাপ লাগার সহিত URGING, pressure, in rectum, with (1)
40 Bladder বেগলাগা, জরায়ুর স্থানচ্যুতির ফলে URGING, prolapse of uterus, from (2)
41 Bladder বেগলাগা, ঘোড়ায় চরলে উপশম URGING, riding, horseback amel. (1)
42 Bladder বেগলাগা, শুক্রপাতের পরে URGING, seminal, emissions, after (2)
43 Bladder বেগলাগা, সহবাসের পরে URGING, sex, after (3)
44 Bladder বেগলাগা, থরথর কম্পনের সহিত URGING, shuddering, with (1)
45 Bladder বেগলাগা, বসা অবস্থায় URGING, sitting, while (5)
46 Bladder বেগলাগা, দাঁড়িয়ে থাকলে URGING, standing (4)
47 Bladder বেগলাগা, মলত্যাগের সহিত URGING, stool, with (1)
48 Bladder বেগলাগা, হঠাৎ URGING, sudden (46)
49 Bladder বেগলাগা, মূত্রের কথা চিন্তা করলে URGING, thinking of it, when (2)
50 Bladder বেগলাগার সহিত পিপাসা URGING, thirst, with (5)
51 Bladder বেগলাগা, মূত্রত্যাগের পরে URGING, urination, after (46)
52 Bladder বেগলাগা, অত্যধিক URGING, violent (21)
53 Bladder বেগলাগা, হাঁটার সময় URGING, walking, while (14)
54 Bladder বেগলাগা, পানি প্রবাহের শব্দ শুনলে বা পানিতে হাত রাখলে URGING, water, hearing, running or putting hands in (5)
55 Bladder বেগলাগা, স্ত্রীলোকের URGING, women, in (16)

Bladder – URINATION এর ২১ টি সাব রুব্রিক:

1 Bladder মূত্রত্যাগের পরে উপশম URINATION, amel. after (2)
2 Bladder মূত্রত্যাগ, ফোটা ফোটা নির্গত হয়, মূত্রথলি হতে URINATION, dribbling, bladder (96)
3 Bladder মূত্রত্যাগ, দুর্বল প্রবাহ ধীরগতির মূত্রত্যাগ URINATION, feeble, stream, slow, urination (68)
4 Bladder মূত্রত্যাগ, বলপূর্বক মূত্রত্যাগ URINATION, forcible, stream, urination (14)
5 Bladder মূত্রত্যাগ, কয়েক নালে মূত্রত্যাগ URINATION, forked, stream, urination (14)
6 Bladder মূত্রত্যাগ, ঘন ঘন মূত্রত্যাগ URINATION, frequent, urination (181)
7 Bladder মূত্রত্যাগ, অসম্পূর্ণ মূত্রত্যাগ URINATION, incomplete, urination (29)
8 Bladder মূত্রত্যাগ, অনেক সময় পর পর মূত্রত্যাগ URINATION, infrequent, urination (53)
9 Bladder মূত্রত্যাগ, বাধাপ্রাপ্ত মূত্রত্যাগ URINATION, interrupted, urination (43)
10 Bladder মূত্রত্যাগ, অসাড়ে মূত্রত্যাগ URINATION, involuntary, urination (144)
11 Bladder মূত্রত্যাগ, বেদনাদায়ক মূত্রত্যাগ URINATION, painful, urination (145)
12 Bladder মূত্রত্যাগ, আকস্মিক ভাবে হঠাৎ মূত্রত্যাগ URINATION, paroxysmal, urination (4)
13 Bladder মূত্রত্যাগ, চাপ বোধের সহিত মূত্রত্যাগ URINATION, pressing, with urination (2)
14 Bladder মূত্রত্যাগ, কমতে থাকে URINATION, retarded (55)
15 Bladder মূত্রত্যাগ, অল্প পরিমাণে URINATION, seldom (56)
16 Bladder মূত্রত্যাগ, সরু প্রবাহ URINATION, slender stream (7)
17 Bladder মূত্রত্যাগ, স্প্রে করার মত প্রবাহ URINATION, spraying, stream (1)
18 Bladder মূত্রত্যাগ, পিচকারী মারার মত বার বার প্রবাহ URINATION, spurting, stream (9)
19 Bladder মূত্রত্যাগ, পাতলা মূত্র প্রবাহ URINATION, thin, stream, of urination (27)
20 Bladder মূত্রত্যাগ, মোচড়ান প্রবাহ URINATION, twisted stream (1)
21 Bladder মূত্রত্যাগ, অতৃপ্ত মূত্রত্যাগ URINATION, unsatisfactory, urination (56)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *