ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১২ | Daily Study of Homeopathy

পাঠ -১২

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১২. সদৃশ নীতি
এফোরিজম ২৬: হোমিওপ্যাথিক চিকিৎসা প্রাকৃতিক আরোগ্য নীতির উপর প্রতিষ্ঠিত।
এফোরিজম ২৭: মানবদেহে অবস্থিত রোগের সদৃশ লক্ষণ সমষ্টি উৎপাদন করার ক্ষমতা সম্পন্ন ঔষধকে, মানবদেহে অবস্থিত রোগ থেকে অধিক শক্তিশালী করে প্রয়োগ করেই রোগকে নিশ্চিত রূপে সমূলে স্বত্বর ও চিরকালের জন্য নির্মূল করা যায়।
এফোরিজম ২৮, ২৯: উপরোক্ত নীতির ব্যাখ্যা।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

67 CARBOLICUM ACIDUM [Carb-ac]
Carb-ac শরীরের যে কোন স্থান হতে যে স্রাব বাহির হয়, তাতে পচা গন্ধ থাকে।
Carb-ac হঠাৎ অবসাদ বা কোল্যাপ্স উপস্থিত হয়, তখন শরীর বিবর্ণ হয়ে যায় ও ঠাণ্ডা ঘাম হতে থাকে।
Carb-ac পরিশ্রম করলে, এমনকি হেঁটে বেড়ালেও ক্লান্তি বোধ হয়।
Carb-ac ফোড়া উঠে, সাধারণত ডান কানে বেশী ফোড়া উঠে।
Carb-ac ঘ্রাণ শক্তি অতি তীক্ষ্ণ।
Carb-ac কালচে রঙের প্রস্রাব।
68 CARCINOSIN BURNETT [Carc]
Carc বহু দিনের মানসিক ও শারীরিক নির্যাতনের ইতিহাস থাকলে রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যর্থ হলে কার্সিনোসিন দিতে হয়।
Carc শরীরের কোন স্থানে ক্যান্সার হলে বা বংশে কারো ক্যান্সার হওয়ার ইতিহাস আছে এমন রোগীকে সুনির্বাচিত ঔষধ দিয়ে ব্যর্থ হলে কার্সিনোসিন দিতে হয়।
Carc শরীরের যেকোনো গ্লান্ড বড় হলে।
Carc নাভির নিকট অত্যন্ত খালি খালি অনুভূতি।
69 CARDUUS MARIANUS [Card-m]
Card-m মুখের স্বাদ তিতা, বমিভাব ও উদগার উঠে, সবুজ বর্ণের টক বমি হয়।
Card-m লিভারে ব্যথা, বাম লোবে হাত দিলে অত্যন্ত ব্যথা অনুভূত হয়।
Card-m লিভারের রোগে আক্রান্ত হয়ে শোথ ও রক্তস্রাব।
Card-m কোষ্ঠবদ্ধতা, শক্ত গুটলে মল, বহু কষ্টে বের হয়।
Card-m সোনালী বর্ণের মূত্র।
70 CARICA PAPAYA [Carica]
Carica অজীর্ণ রোগে বমিভাব, ঢেঁকুর ওঠে, পাকাশয় প্রদেশে ও পেটে চাপ দিলে ব্যথা, ঠাণ্ডা খেতে ইচ্ছা।
Carica বড় প্লীহা ও লিভার তার সহিত জ্বর, দুর্বলতা ও অজীর্ণ প্রভৃতি উপসর্গে ক্যারিকা বিশেষ উপযোগী।
Carica অল্প অল্প করে বহুবার অজীর্ণ তরল মল হয় তার সহিত লিভারের দোষ প্রবণ, লিভার স্থানে বেদনা, চোখ হলদে বর্ণের, জিহ্বায় হলদে ময়লা, দুধ সহ্য হয় না, দুধ পান করলে লিভারে ব্যথা ও বদহজম হয়।
71 CAULOPHYLLUM THALICTROIDES [Caul]
Caul শারীরিক দুর্বলতার সহিত আভ্যন্তরিক কাঁপুনি।
Caul ক্ষুদ্র সন্ধি ও মাংসপেশিতে বাত।
Caul জরায়ুর শিথিলতা, জরায়ুতে প্রসব বেদনার মত বা খিল ধরার মত ব্যথা।
Caul ছোট বালিকাদের সাদাস্রাব, সাদাস্রাবের কারণে সন্তান ধারণে অক্ষমতা।
Caul গলায় গাঢ় বাদামী চাকা চাকা দাগ।
72 CAUSTICUM HAHNEMANII [Caust]
Caust জটিল রোগ, শোক বা অন্য কোনরূপ মানসিক আঘাতের ফলে পক্ষাঘাত।
Caust বহুকালস্থায়ী  শোক ও দুঃখের ফলে মন বিষণ্ণ ক্ষুব্ধ ও নিরাশাপূর্ণ।
Caust শরীর ছিরে ফেলার মতো বাতের ব্যথা, উত্তাপে বিশেষত বিছানার উত্তাপে উপশম।
Caust বার বার প্রস্রাবের বেগ, হাঁচি, কাশি বা নাক ঝাড়লে অসাড়ে প্রস্রাব হয়ে যায়।
Caust ডান পাশে কোমরের ভিতরের দিকে সূচ ফোটানোর মত ব্যথা ও লিভারের নিচে, কিন্তু ইলিয়ামের উপরে, হাতের মুঠার ভিতর চেপে ধরার মতো সর্বদা ব্যথা।
Caust পোড়ার দাগ আবার পাকে ও উহাতে ব্যথা হয়।
Caust বসে পায়খানা করতে কষ্ট হয় কিন্তু দাড়িয়ে করলে সহজেই পায়খানা করা যায়।
Caust শরীরের টানটান অনুভূতির সঙ্গে পক্ষাঘাত, বিশেষত প্রসারক পেশীর (Extensor muscle)  পক্ষাঘাত।

Mind অধ্যায়ের ৫৫১ থেকে ৬০০ পর্যন্ত মূল রুব্রিক:

551 Mind কর্তৃত্ব ফলানো বা কর্তৃত্ব প্রয়াসী OVERBEARING (3)
552 Mind অতিমাত্রায় সংবেদনশীল OVER-sensitive (0)
553 Mind বেদনা, অসহনীয় PAIN, unbearable (11)
554 Mind বেদনা নেই, রোগী এমনটি বলে অথচ বেদনা যুক্ত PAINLESSNESS, of complaints, usually painful (4)
555 Mind ভয়ে চমকিত হয়ে, উৎকণ্ঠায় আক্রান্ত হয় PANIC, attacks of anxiety (37)
556 Mind ভীতু PARANOID (19)
557 Mind কামুক PASSIONATE (48)
558 Mind কৌতূহল শূন্য স্বভাব বা কোন বিষয়ে আগ্রহ নেই PASSIVE, behavior (7)
559 Mind হৃদয়স্পর্শী PATHETIC (4)
560 Mind রোগী PATIENT (5)
561 Mind শান্তি, স্বর্গীয় শান্তি উপলব্ধি করে PEACE, sense of heavenly (5)
562 Mind উপলব্ধি PERCEPTION (12)
563 Mind অধ্যবসায়ী PERSEVERANCE (16)
564 Mind কোন কাজে ধারাবাহিকভাবে লেগে থাকেনা PERSISTS, never (5)
565 Mind স্থিরপ্রতিজ্ঞা PERTINACITY (3)
566 Mind সব কিছুর খারাপ দিকটা দেখে, হতাশাপূর্ণ PESSIMISTIC (16)
567 Mind দার্শনিক, ছিন্ন বস্ত্র পরিহিত PHILOSOPHER, a ragged (1)
568 Mind জ্ঞানানুসন্ধানে সক্ষম PHILOSOPHY, ability for (8)
569 Mind ভক্তি প্রকাশ করে, ধর্ম বিষয়ে, রাতে PIETY, religious, at night (3)
570 Mind শুকিয়ে যাওয়া, মানসিক ও শারীরিক দুশ্চিন্তার ফলে PINING away from mental and physical, anxiety (3)
571 Mind করুণা প্রকাশ করে, নিজের প্রতি PITIES, herself (11)
572 Mind পরিকল্পনা করে, হরেক রকমের PLANS, making many (17)
573 Mind খেলাধুলা PLAY (1)
574 Mind ক্রিয়ামোদী PLAYFUL (15)
575 Mind খেলা করে, আঙ্গুল দিয়ে PLAYS, with fingers (4)
576 Mind তৃপ্ত মনোভাব PLEASURE, feeling (8)
577 Mind পকেট পূর্ণ করে, যেকোনো বস্তু দিয়ে POCKETS, fills them with anything (1)
578 Mind কোন কিছুর ইচ্ছা ব্যক্ত করার জন্য, নির্দেশ প্রদান করে। POINTING, to things to express wishes (1)
579 Mind রাজনৈতিক POLITICAL (2)
580 Mind আত্মম্ভরি, নিজেকে মাত্রাতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে করে POMPOUS, feels overly important (9)
581 Mind ইতিবাচক মনোভাব POSITIVENESS (11)
582 Mind ক্ষমতাপ্রেমী POWER, love of (4)
583 Mind প্রার্থনা করা PRAYING (24)
584 Mind যথাযথ মানসিক উন্নতি PRECISION, mental, increased (2)
585 Mind অকালপক্ক, মানসিকভাবে PRECOCITY, mental (9)
586 Mind গর্ভাবস্থায়, মানসিক অনুরাগ PREGNANCY, mental affections in (11)
587 Mind পক্ষপাতদুষ্ট, মনোভাব PREJUDICED, attitudes (9)
588 Mind বেয়াদব বা দাম্ভিক PRESUMPTUOUS (6)
589 Mind ভান করে, অসুস্থতার PRETENDS, to be sick (9)
590 Mind গৌরবাহত PRIDE, injured (0)
591 Mind গড়িমসি করা PROCRASTINATES (6)
592 Mind ভবিষ্যদ্বাণী করে PROPHESYING (10)
593 Mind প্রণতি বা নত হওয়া PROSTRATION (0)
594 Mind গর্বিত PROUD (0)
595 Mind বয়ঃসন্ধিকালে মানসিক সমস্যা PUBERTY, mental problems during (7)
596 Mind টেনে ধরতে চায়, কারো চুল PULL, desires to, one’s hair (10)
597 Mind ধরে টানে, শিশু তার মায়ের বাহু ধরে টানে PULLED, child pulls on mothers arm (1)
598 Mind সাজা পাওয়ার পরে অসুস্থতা PUNISHMENT, ailments after (9)
599 Mind কৌতুক করে PUNS, makes (2)
600 Mind কেনাকাটা করে, অনর্থকভাবে PURCHASES, makes useless (2)

Coughing অধ্যায়ের ৩১৪ টি মূল রুব্রিক:

1 Coughing উদর হতে যেন কাশি আসছে ABDOMEN, seems to come from (3)
2 Coughing টক খেলে বৃদ্ধি ACIDS, agg. (11)
3 Coughing ঝাঁঝালো অনুভূতি, নাকের অভ্যন্তর হতে তরল পদার্থ নির্গত হওয়ার ফলে ACRID, sensation of fluid through post nasal (1)
4 Coughing বিকেলে AFTERNOON (52)
5 Coughing সাধারণ কাশি দিলে বৃদ্ধি AGG. in general from coughing (12)
6 Coughing মানসিক অশান্তির ফলে AGITATION, from (1)
7 Coughing বাতাস AIR (0)
8 Coughing এলকোহল পান করার ফলে ALCOHOL, from drinking (9)
9 Coughing মদ্যপ ব্যক্তির কাশি ALCOHOLICS, coughs of (6)
10 Coughing পর্যায়ক্রমে ALTERNATING (0)
11 Coughing রাগ হলে ANGER, from (16)
12 Coughing উপর দিকে উঠলে, সিঁড়ি দিয়ে ASCENDING, stairs (24)
13 Coughing হাঁপানির মত কাশি ASTHMATIC, coughing (103)
14 Coughing শরৎকালে বৃদ্ধি AUTUMN, agg. (6)
15 Coughing কুকুরের মত চিৎকার করে কাশি দেয় BARKING, coughs (36)
16 Coughing গোসল করলে বৃদ্ধি BATHING, agg. (19)
17 Coughing বিছানায় অবস্থান পরিবর্তন করার সময় BED, in, changing position (3)
18 Coughing বিয়ার পানে বৃদ্ধি BEER, agg. (5)
19 Coughing ঢেঁকুর-উদ্গারে উপশম BELCHING, amel. (2)
20 Coughing কাশতে কাশতে দ্বিভাজ হয়ে পরে BENDING, forced to bend double (4)
21 Coughing রক্ত, কাশির ফলে যেন বুকে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে BLOOD, determination of, to chest, from (1)
22 Coughing ব্রান্ডি পানে বৃদ্ধি BRANDY, agg. (1)
23 Coughing রুটি খেলে বৃদ্ধি BREAD, agg. (1)
24 Coughing নাস্তা করার সময় BREAKFAST, during (3)
25 Coughing নাস্তা করার পরে উপশম BREAKFAST, during after, amel. (7)
26 Coughing স্তন্য দান করার সময় BREAST-feeding, during (1)
27 Coughing শ্বাসক্রিয়া চেপে রাখলে বৃদ্ধি BREATH, holding, agg. (3)
28 Coughing শ্বাসক্রিয়া BREATHING (0)
29 Coughing উজ্জ্বল বস্তু BRIGHT, objects (2)
30 Coughing মাজলে দাঁত BRUSHING, teeth (6)
31 Coughing জ্বালাকর, বক্ষে জ্বালা করার সহিত BURNING, chest, in (8)
32 Coughing কয়লার বাষ্পের ফলে CARBON, as from vapor of (2)
33 Coughing ভূগর্ভস্থ ঘরের বাতাসে CELLARS, air, of (6)
34 Coughing হতাশা এবং অসুবিধা CHAGRIN and trouble (2)
35 Coughing জলবসন্তের পরে CHICKEN-pox, after (1)
36 Coughing প্রসবাবস্থার পরে CHILDBIRTH, after (7)
37 Coughing শীত লাগার সময় CHILL, during (41)
38 Coughing খাদ্যনালীর সংকোচন কাশি CHOKING, coughs (25)
39 Coughing গির্জার বাতাসে বৃদ্ধি CHURCH, air of agg. (0)
40 Coughing দাঁত পরিষ্কার করলে CLEANING, the teeth (0)
41 Coughing ঘড়ির টিক টিক আওয়াজের মত নিয়মিত কাশতে থাকে CLOCK, like tick of, in its regularity (2)
42 Coughing চোখ বন্ধ করলে, রাত্রিকালে কাশির উদ্রেক হয় CLOSING, eyes at night excites cough (1)
43 Coughing পোশাক টাইট করে পরলে বৃদ্ধি CLOTHING, tight, agg. (2)
44 Coughing কফি পানে বৃদ্ধি COFFEE, agg. (7)
45 Coughing ঠাণ্ডা COLD (0)
46 Coughing লোক সঙ্গে বৃদ্ধি COMPANY, agg. (3)
47 Coughing চেতনা হ্রাস পায় কাশির সহিত CONSCIOUSNESS, loss of, with (4)
48 Coughing সান্ত্বনা দিলে বৃদ্ধি CONSOLATION, agg. (2)
49 Coughing অবিরত কাশি CONSTANT, coughing (83)
50 Coughing কোষ্ঠবদ্ধতা অবস্থায় CONSTIPATION, during (3)
51 Coughing বক্ষ সংকোচন হয়, কাশির ফলে CONSTRICTION, chest, from (11)
52 Coughing আক্ষেপের সহিত CONVULSIONS, with (15)
53 Coughing কাশি রোগ আরোগ্যকারী ঔষধ COUGH, remedies (95)
54 Coughing খিল ধরে বক্ষে কাশির ফলে CRAMPS, in chest, from (1)
55 Coughing পোকা হাটা বা গড়িয়ে চলার মত অনুভূতি CRAWLING, sensation of (10)
56 Coughing কর্কশ শব্দ কর (ব্যাঙ ডাকার মত) কাশি CROAKING, cough (6)
57 Coughing ক্রুপকাশির মত কাশি CROUPY, cough (40)
58 Coughing কাকা শব্দকর কাশি CROWING, cough (1)
59 Coughing রুটির টুকরার মত কিছু আটকে থাকার অনুভূতি স্বরযন্ত্রে CRUMB, feeling as of a, in larynx, from (6)
60 Coughing ক্রন্দন করলে বৃদ্ধি CRYING, agg. (16)
61 Coughing কেটে ফেলা বা হুল ফুটার ন্যায় ব্যথা স্বরযন্ত্রে, কাশির ফলে CUTTING, larynx in, stinging from coughing (2)
62 Coughing স্যাঁতসেঁতে ঘরে বৃদ্ধি DAMP, room agg. (3)
63 Coughing নৃত্য করার পরে DANCING, after (1)
64 Coughing দিবাভাগে DAYTIME (69)
65 Coughing লাম্পট্যপনা করার পরে DEBAUCH, after (2)
66 Coughing গভীর কাশি DEEP, cough (46)
67 Coughing দন্তোদ্গমের সময় DENTITION, during (10)
68 Coughing নিচের দিকে নামার সময় DESCENDING, on (1)
69 Coughing উদরাময়ে উপশম DIARRHEA, amel (1)
70 Coughing কষ্টকর, কাশি দিতে কষ্ট DIFFICULT, cough (8)
71 Coughing ডিনারের পরে DINNER, after (23)
72 Coughing মনোযোগচ্যুত হয় DISTRACTING (2)
73 Coughing মর্মপীড়াদায়ক কাশি DISTRESSING, cough (20)
74 Coughing পাখির পালক গলগহ্বর দিয়ে নিচে নামার অনুভূতির ফলে DOWN, sensation of feather, in throat-pit, from (4)
75 Coughing টেনে লত্তয়া DRAFT (0)
76 Coughing পানি পান করার পরে DRINKING, after (44)
77 Coughing শুষ্ক কাশি DRY, cough (254)
78 Coughing শুষ্ক বাতাস চলাচলের ফলে DRYNESS, of air passages, from (5)
79 Coughing ধূলির ফলে DUST, as from (31)
80 Coughing খাবার খাওয়ার ফলে EATING, from (73)
81 Coughing বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ELDERLY people (22)
82 Coughing আলজিভ লম্বা হওয়াতে ELONGATED, uvula, as from (6)
83 Coughing উদ্ভেদের সহিত পর্যায়ক্রমে কাশি ERUPTIONS, alternating with (5)
84 Coughing সন্ধ্যায় EVENING (153)
85 Coughing উত্তেজনায় বৃদ্ধি EXCITEMENT, agg. (20)
86 Coughing পরিশ্রমে বৃদ্ধি EXERTION, agg. (30)
87 Coughing অবশাদকারী কাশি EXHAUSTING, cough (75)
88 Coughing শ্লেষ্মা-নির্গমনে উপশম EXPECTORATION, amel. (25)
89 Coughing শ্বাসত্যাগ EXPIRATION (13)
90 Coughing বিস্ফোরক পদার্থে কাশি EXPLOSIVE, cough (7)
91 Coughing উপবাস FASTING (2)
92 Coughing চর্বি যুক্ত খাদ্যে FAT, food (1)
93 Coughing ভয় কাশি দিতে, শিশু দীর্ঘ সময় কাশতে হবে মনে করে কাশি আটকে রাখে, তার সহিত শ্বাসনালী সংক্রান্ত সর্দি FEARS, to cough and seems to avoid it as long as possible, in children with bronchial catarrh (2)
94 Coughing পালকের অনুভূতি যেন অথবা শ্বাসনালীতে শস্যশূকের বার্লি থাকার অনুভূতি FEATHER, as from, sensation of, or awn of barley in trachea (1)
95 Coughing জ্বরের সময় FEVER, during (79)
96 Coughing ভরাট থাকার অনুভূতি, গলদেশে যেন FILLING, up, sensation as of, in throat, from (4)
97 Coughing আগুন দেখলে বৃদ্ধি FIRE, looking into agg. (2)
98 Coughing অধোবায়ু নির্গমনে উপশম FLATUS, passing, amel. (2)
99 Coughing জৈব তরল পদার্থের ক্ষয় হেতু FLUIDS, loss of animal, from (5)
100 Coughing কুয়াশায় বৃদ্ধি FOG, agg. (1)
101 Coughing বলপূর্বক কাশি দেয় FORCIBLE, cough (8)
102 Coughing বহিরাগত বস্তু যেন স্বরযন্ত্রে FOREIGN, body, sensation, as of, in larynx (12)
103 Coughing পূর্বাহ্ণে FORENOON (31)
104 Coughing অস্থিরকর কাশি FRETTING, cough (2)
105 Coughing ভয় পাওয়ার ফলে FRIGHT, from (7)
106 Coughing হঠাৎ ভয় পায়ইয়ে দেয়, দুর্বল স্নায়বিক শিশু, শুষ্ক আক্ষেপিক কাশি দিতে দিতে হঠাৎ করে কান্না করে উঠে FRIGHTENS, them, weak, nervous children arouse with a dry, spasmodic which causes them to cry out in (1)
107 Coughing অত্যন্ত ঠাণ্ডা আবহাওয়ায় উপশম FROSTY, weather amel. (1)
108 Coughing ফল খেলে বৃদ্ধি FRUIT, agg. (2)
109 Coughing পূর্ণতাবোধ বক্ষে FULLNESS, of chest (4)
110 Coughing পাকস্থলীসংক্রান্ত কাশি GASTRIC, cough (8)
111 Coughing গনোরিয়া চাপাপড়া বা অবরুদ্ধ হওয়ার পরে GONORRHEA, suppressed, after (4)
112 Coughing গেঁটেবাতে আক্রান্ত হওয়ার পূর্বে GOUT, before an attack of (1)
113 Coughing খাবি খাওয়া, স্বরযন্ত্রে অনিচ্ছাকৃতভাবে প্রতিবার খাবি খাওয়ার সময় মনে হয় স্বরযন্ত্র ছিঁড়ে যাবে GRASPING, larynx involuntarily at every feels as though larynx would be torn (1)
114 Coughing গ্রীসের দুর্গন্ধ যুক্ত ধোঁয়া, যেন গলদেশে বিরক্তি উৎপাদন করার ফলে কাশি GREASE, sensation as if throat irritated by smoke of rancid (1)
115 Coughing দুঃখ শোকের ফলে GRIEF, from (6)
116 Coughing দম আটকানো বা বুক ফাটা কাশি HACKING, cough (149)
117 Coughing চুল থাকার অনুভূতি শ্বাসনালীতে HAIR, sensation of, in trachea (2)
118 Coughing হাত দিয়ে চেপে ধরে HANDS, holding on (0)
119 Coughing শক্ত কাশি HARD, cough (47)
120 Coughing গলা খাঁকারির প্রবৃত্তি যুক্ত কাশি HAWKING, cough (2)
121 Coughing হৃৎপিণ্ড পীড়ার সহিত HEART, affections, with (10)
122 Coughing বুক জ্বালা অম্বলের ফলে HEARTBURN, from (5)
123 Coughing জ্বরের উত্তাপের পরে HEAT, fever, after (1)
124 Coughing উত্তপ্ত হলে HEATED, on becoming (18)
125 Coughing ক্ষয়জ্বরগ্রস্তের কাশি HECTIC, cough (6)
126 Coughing অর্শ উপস্থিত হওয়ার পরে HEMORRHOIDS, after the appearance of (3)
127 Coughing হিসহিস ধ্বনিকর কাশি HISSING, cough (2)
128 Coughing ফ্যাসফেসে কাশি HOARSE, cough (63)
129 Coughing কাশি চেপে রাখতে বাধ্য হয়, নিজের ভিতরে চেপে রাখে HOLD, cough obliges him to, hold himself inwardly (3)
130 Coughing শূন্যগর্ভ কাশি HOLLOW, cough (49)
131 Coughing ক্ষুধা বা ক্ষুধার্ত হওয়ার ফলে HUNGER, from (3)
132 Coughing হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে HYSTERICAL, attack of (7)
133 Coughing আইসক্রিম খেলে প্রথমে উপশম পরবর্তীতে বৃদ্ধি ICE cream, at first amel, then agg. (2)
134 Coughing অক্ষমতা, কাশি দিতে INABILITY, to cough (5)
135 Coughing শ্বাসগ্রহণে বৃদ্ধি INSPIRATION, agg. (39)
136 Coughing সাময়িকভাবে থামে, সকাল ৬টায়, ঠাণ্ডা পানি পানে উপশম INTERMITTING, 6 a.m. drinking cold water amel. (1)
137 Coughing বাধাপ্রাপ্ত কাশি INTERRUPTED, cough (5)
138 Coughing প্রবল কাশি, ছোট ছোট হেকিং IRRESISTIBLE, cough, short, hacking (4)
139 Coughing খিটখিটে মেজাজ উৎপন্নকর কাশি IRRITABLE, cough (20)
140 Coughing জ্বালাময় কাশি, লবণ মদ মরিচ ও ভিনেগার খেলে দ্রুত কাশি শুরু হয় IRRITATING, cough, things, such as salt, wine, pepper, vinegar, immediately start cough (2)
141 Coughing উপদাহের ফলে কাশি IRRITATION, cough from (0)
142 Coughing চুলকানি চাপাপড়া বা অবরুদ্ধ হওয়ার পরে ITCH, suppressed, after (2)
143 Coughing চুলকানি, বক্ষের ভিতরে ITCHING, in chest (20)
144 Coughing হাঁটু গেড়ে বসে, মুখমণ্ডল বালিশে ঠেকালে উপশম KNEELING, with face, toward pillow amel. (1)
145 Coughing কষ্টকর প্রসব বা গর্ভপাতের পরে, কাশির সহিত পিঠের বেদনা ও ঘাম LABOR, following difficult, or abortion, with backache and sweat (1)
146 Coughing স্তন্যদানে LACTATION (0)
147 Coughing হাসি দিলে কাশি হয় LAUGHING, cough (27)
148 Coughing শয়ন করতে পারেনা, সামনের দিকে ঝুঁকে বসে LIE, down, could not, sat bent forward (1)
149 Coughing উত্তোলন করলে, ভারি বস্তু LIFTING, heavy weight (1)
150 Coughing তরল কিছু গেলার ফলে, রাতে LIQUIDS, swallowing, night (1)
151 Coughing শিথিল-ঢিলা কাশি LOOSE, cough (99)
152 Coughing গলদেশে পিণ্ড থাকার ফলে LUMP, in throat, from (4)
153 Coughing শয়ন করলে LYING (0)
154 Coughing হাতের কাজ করার ফলে MANUAL, labor, from (2)
155 Coughing হাম রোগের সময় কাশি MEASLES, cough during (6)
156 Coughing মাংস খাওয়ার পরে MEAT, after (1)
157 Coughing ঋতুস্রাব MENSES (0)
158 Coughing ধাতব স্বাদ যুক্ত কাশি METALLIC, cough (8)
159 Coughing রোগান্তর প্রাপ্তি, তার সহিত ক্রুপকাশির শব্দ যুক্ত কাশি METASTATIC, with the sound of croup (1)
160 Coughing দুধ খেলে বৃদ্ধি MILK, agg. (8)
161 Coughing মিনিটে মিনিটে ছোট ছোট হেকিং কাশি MINUTE, guns, short, hacking cough, like (2)
162 Coughing সকালে MORNING (147)
163 Coughing নড়াচড়ায় MOTION (0)
164 Coughing নড়াচড়া করতে শুরু করলে MOVE, on beginning to (3)
165 Coughing শ্লেষ্মা MUCUS (0)
166 Coughing স্নায়বিক কাশি NERVOUS, cough (19)
167 Coughing রাতে NIGHT (162)
168 Coughing শব্দে বৃদ্ধি NOISE, agg. (2)
169 Coughing মধ্যাহ্নে NOON (9)
170 Coughing গন্ধ, ঝাঁঝালো গন্ধে কাশি ODORS, strong, coughing from (2)
171 Coughing চাপবোধ উদরোর্ধে OPPRESSION, epigastrium (1)
172 Coughing কষ্টদায়ক কাশি OPPRESSIVE, cough (2)
173 Coughing প্রবলশক্তি ব্যয় করে কাশি দেয়, যেন স্বরযন্ত্রে একটি পালক সুড়সুড় করে, সন্ধ্যাকালে নিদ্রার পূর্বে OVERPOWERING, cough, as if larynx were tickled by a feather in evening before sleep (1)
174 Coughing বেদনা, স্বরযন্ত্রে বেদনার ফলে PAIN, larynx, in, from (16)
175 Coughing বেদনাদায়ক কাশি PAINFUL, cough (27)
176 Coughing ঊর্ধ্বশ্বাস কাশি PANTING, cough (7)
177 Coughing আকস্মিক প্রকোপ, কাশির PAROXYSMAL, cough, attacks (109)
178 Coughing মরিচ খাওয়ার ফলে কাশি PEPPER, cough from (2)
179 Coughing নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত কাশি PERIODIC, coughs (13)
180 Coughing দীর্ঘস্থায়ী কাশি PERSISTENT, cough (21)
181 Coughing মানুষের নিকটবর্তী হলে অথবা নিকট দিয়ে গমনে বৃদ্ধি PERSONS, approaching or passing, agg. (2)
182 Coughing পিয়ানো বাজানোর সময় PIANO, when playing (6)
183 Coughing প্লুরিসি রোগে PLEURISY, in (6)
184 Coughing একটি ছিপি থাকার অনুভূতি যেন শ্বাসনালীর উপরে নিচে ছিপি নড়াচড়া করার ফলে কাশি হয় PLUG, sensation of a, moving up and down in trachea, from (1)
185 Coughing আলু খেলে বৃদ্ধি POTATOES, agg. (1)
186 Coughing গর্ভধারণ অবস্থায় PREGNANCY, during (12)
187 Coughing চেপে ধরার মত বেদনার ফলে স্বরযন্ত্রে PRESSING, pain in larynx, from (1)
188 Coughing চাপ- বক্ষে চাপ দিলে বৃদ্ধি PRESSURE, agg. chest, in (3)
189 Coughing কাটা বা সুচ ফোটার মত ব্যথা শ্বাসনালীতে PRICKLING, in trachea, from (1)
190 Coughing বিড়ালের পিঠে আঘাত করার শব্দের মত কাশি PURRING, cough (1)
191 Coughing জিহ্বা বাহির করার ফলে PUTTING, out the tongue, from (1)
192 Coughing বেদনাপূর্ণ কাশি RACKING, cough (92)
193 Coughing উঠে বসতে বাধ্য হয় শিশুর মুখমণ্ডল নীল হয়ে যায় শ্বাসত্যাগ করেনা RAISED, child must be, gets blue in face, cannot exhale (3)
194 Coughing ক্ষিপ্র গতির কাশি যতক্ষণ পর্যন্ত পিঠের পেশী নরম ও অস্বাভাবিক হয়ে পরে RAPID, cough, until falls back as limber as a rag (1)
195 Coughing ঘষা লাগা-খড়খড় শব্দকর কাশি RASPING, cough (3)
196 Coughing ঘর্ঘর শব্দকর কাশি RATTLING, cough (73)
197 Coughing কাঁচা-হাজা ভাব স্বরযন্ত্রে উদ্রেক হয় RAWNESS, in larynx excites (20)
198 Coughing উচ্চ আত্তয়াজে পড়াশোনা করলে বৃদ্ধি READING, aloud agg. (12)
199 Coughing কাশির ধ্বনি প্রতিধ্বনিত হয় যেন RE-ECHO, cough seems to (2)
200 Coughing স্বল্পবিরাম জ্বরের সময় REMITTENT, fever, during (1)
201 Coughing প্রতিধ্বনিময় কাশি RESONANT, cough (2)
202 Coughing যানবাহনে পরিভ্রমণে বৃদ্ধি RIDING, agg. (3)
203 Coughing ঘণ্টার শব্দের মত কাশি RINGING, cough, clear (11)
204 Coughing কুলিকরলে বৃদ্ধি RINSING, mouth agg. (1)
205 Coughing উঠলে (বসা বা বিছানা হতে) RISING, on (46)
206 Coughing ঘরের ভিতরে ROOM, in (13)
207 Coughing রুক্ষ কাশি ROUGH, cough (27)
208 Coughing অসমতার ফলে, স্বরযন্ত্রের ROUGHNESS, causes in larynx (35)
209 Coughing দৌড়ালে বৃদ্ধি RUNNING, agg. (7)
210 Coughing লালা স্বরযন্ত্র দিয়ে গেলে SALIVA, running in larynx (2)
211 Coughing লবণ ও মরিচ যেন স্বরযন্ত্রে রয়েছে SALT, and pepper in larynx, as if from (1)
212 Coughing আরক্ত জ্বরের পরবর্তীতে SCARLATINA, following (3)
213 Coughing নিতম্ববেদনার সহিত পর্যায়ক্রমে কাশি গ্রীষ্মকালে SCIATICA, alternating with, in summer (1)
214 Coughing গলা পরিষ্কার করার ফলে কাশি SCRAPING, cough from (32)
215 Coughing চুলকানিকর কাশি SCRATCHING, cough (3)
216 Coughing সামুদ্রিক বায়ুর ফলে SEA, wind, from (2)
217 Coughing একের পর এক কাশি SERIES, coughs in a (3)
218 Coughing তীক্ষ্ণ কাশি SHARP, cough (3)
219 Coughing তীক্ষ্ণ বেদনা SHARP, pain (0)
220 Coughing আঘাত- কাশির ফলে হৃৎপিণ্ডে আঘাত লাগে SHOCKS, at heart, from (1)
221 Coughing ছোট কাশি SHORT, coughs (137)
222 Coughing খনখন কাশি SHRILL, cough (4)
223 Coughing শিস ধ্বনিযুক্ত কাশি SIBILANT, cough (3)
224 Coughing সঙ্গীতে বৃদ্ধি SINGING, agg. (15)
225 Coughing উঠে বসতে বাধ্য হয় SIT up, must (33)
226 Coughing বসা অবস্থায় SITTING, while (24)
227 Coughing নিদ্রা SLEEP (0)
228 Coughing একুইট যন্ত্রণাকর SMARTING (0)
229 Coughing ধোঁয়া- সব ধরণের ধোঁয়ায় বৃদ্ধি SMOKE, of all kinds agg. (1)
230 Coughing ধূমপানে SMOKING (0)
231 Coughing শ্বাসরোধকর SMOTHERED (4)
232 Coughing শ্বাসরোধ করার ফলে SMOTHERING, in throat, from (2)
233 Coughing হাঁচির সহিত SNEEZING, with (32)
234 Coughing নাক ডাকার সহিত SNORING, with (10)
235 Coughing তুষারপাত, শিশু তুষারপাতময় খোলা আবহাওয়ায় থাকার ফলে SNOWFALL, exposure to, in children, from (1)
236 Coughing শক্ত খাদ্য খাওয়ার ফলে SOLID, food, from (1)
237 Coughing ট্রেকিয়াতে দ্রুত কিছু বসছে এমন অনুভূতি, কাশির ফলে SOMETHING, sitting fast in trachea, from (1)
238 Coughing গমগমে কাশি SONOROUS, cough (2)
239 Coughing টক খাদ্যে বৃদ্ধি SOUR, food agg. (8)
240 Coughing আক্ষেপিক কাশি SPASMODIC, cough (126)
241 Coughing মসলাদার অত্যন্ত পাকা খাদ্যের ফলে SPICEY, food from, highly, seasoned (2)
242 Coughing প্রফুল্লতায় SPIRITS (0)
243 Coughing প্লীহা সম্পর্কিত অসুবিধার ফলে SPLENIC, troubles, from (2)
244 Coughing বিদারক কাশি SPLITTING, cough (1)
245 Coughing কেউ তার সাথে কথা বললে SPOKEN, to, on being (3)
246 Coughing স্বরযন্ত্রের ক্ষুদ্র অংশে শুষ্কতা অনুভূতির ফলে SPOT, in larynx, as if from dry (3)
247 Coughing বসন্তকালে SPRING, in the (6)
248 Coughing লাফদিয়ে উঠে শিশু এবং নিকটের জনকে জড়িয়ে ধরে ফ্যাসফেসে কণ্ঠে সাহায্য চায় অথবা পিছনদিকে বেকে যায় SPRINGS, up, child, and clings to those around, calls for help in a hoarse voice, or bends backward (3)
249 Coughing দাঁড়িয়ে থাকলে STANDING (0)
250 Coughing নাসিকাধনি যুক্ত কাশি STERTOROUS, cough (1)
251 Coughing লাঠিপেটা বেদনা বক্ষে STICKING, in chest (1)
252 Coughing হুল ফুটার ন্যায় ব্যথা স্বরযন্ত্রে অথবা জ্বালা সুড়সুড়ির ফলে STINGING, in larynx, or burning, tickling, from (3)
253 Coughing পাকস্থলী হতে কাশি আসছে যেন, এমনটা মনে হয় STOMACH, seems to come from the (11)
254 Coughing মলত্যাগ, ঘন ঘন মলত্যাগে উপশম STOOLS, frequent, amel. (1)
255 Coughing অবনত হলে বৃদ্ধি STOOPING, agg. (19)
256 Coughing ঝড় হওয়ার পূর্বে STORM, before (2)
257 Coughing কোঁথানি দিয়ে STRAINING (16)
258 Coughing অপরিচিত ব্যক্তি নিকটে এলে শিশুর কাশি হয় STRANGERS, child coughs at sight of (4)
259 Coughing হাত পা ছড়িয়ে বসলে STRETCHING, followed by (1)
260 Coughing শিক্ষার্থীদের কাশি STUDENTS, coughs of (3)
261 Coughing শ্বাসরোধক কাশি SUFFOCATIVE, cough (81)
262 Coughing চিনি খেলে বৃদ্ধি SUGAR, agg. (2)
263 Coughing চিনি যেন স্বরযন্ত্রে দ্রবীভূত অবস্থায় আছে SUGAR, dissolving in larynx, as if was (1)
264 Coughing রোদে বৃদ্ধি SUN, agg. (2)
265 Coughing রাতের খাবার খাওয়ার সময় SUPPER, during (1)
266 Coughing বিস্ময় খুশি আনন্দে বৃদ্ধি SUPRISES, happy, agg. (2)
267 Coughing ঢোকগেলা SWALLOWING (0)
268 Coughing মিষ্টান্ন খেলে বৃদ্ধি SWEETMEATS, agg. (5)
269 Coughing ফোলা, স্বরযন্ত্র ফোলা অনুভূতির ফলে SWOLLEN, feeling in larynx, from (2)
270 Coughing সমবেদনাজনিত কাশি SYMPATHETIC, cough (7)
271 Coughing কথা বললে বৃদ্ধি TALKING, agg. (77)
272 Coughing লম্বা, হালকা পাতলা, যক্ষ্মা রোগ প্রবণ ব্যক্তির TALL, slender tuberculous subjects, in (1)
273 Coughing চা খেলে বৃদ্ধি TEA, agg. (2)
274 Coughing ছিন্নকর কাশি TEARING, cough (7)
275 Coughing ক্লান্তিকর কাশি TEDIOUS, cough (4)
276 Coughing টানবোধ বক্ষে TENSION, chest, in (2)
277 Coughing চিন্তা করলে, কাশি সম্পর্কে চিন্তা করলে বৃদ্ধি THINKING, of it agg. (3)
278 Coughing তিনটি কাশিদেয় একত্রে THREE, coughs in succession (5)
279 Coughing সুড়সুড় করণ কাশি TICKLING, cough (107)
280 Coughing টানটান ভাবযুক্ত কাশি TIGHT, cough (18)
281 Coughing ঝিনঝিন করে বক্ষে TINGLING, chest (4)
282 Coughing সুড়সুড়ি দেত্তয়া কাশি TITILLATING, cough (4)
283 Coughing স্বরভঙ্গকর কাশি TONELESS, cough (4)
284 Coughing যন্ত্রণাদায়ক কাশি TORMENTING, cough (65)
285 Coughing স্পর্শে TOUCHING (0)
286 Coughing শিঙার স্বরের মত কাশি TRUMPET-toned, cough (2)
287 Coughing নল- কাশির সময় যেন নলের ভিতর দিয়ে শব্দ আসছে TUBE, sounds as if he coughed in a (1)
288 Coughing বাম পার্শ্ব হতে ডান পার্শ্বে ঘোরলে উপশম TURNING, from left to right side amel. (6)
289 Coughing আকস্মিক টান লাগে নিতম্বদেশে TWITCHING, in hips (1)
290 Coughing ক্ষতসৃষ্টি হয়েছে যেন, শ্বাসনালীর গভীরে ULCERATION, deep in trachea, as if from an (1)
291 Coughing অনাচ্ছাদিত হলে বৃদ্ধি UNCOVERING, agg. (8)
292 Coughing টিকা গ্রহণের পরে VACCINATION, after (4)
293 Coughing বসন্তরোগের পরে VARIOLA, after (1)
294 Coughing বিরক্তির পরে VEXATION, after (15)
295 Coughing ভিনেগার খাওয়ার পরে VINEGAR, after (5)
296 Coughing অত্যধিক কাশি VIOLENT, cough (101)
297 Coughing জাগ্রত হলে WAKING, on (51)
298 Coughing হাঁটাচলা WALKING (0)
299 Coughing উষ্ণ WARM (0)
300 Coughing পানি WATER (0)
301 Coughing আবহাওয়া WEATHER (0)
302 Coughing ক্রন্দনশীলতাতার সহিত WEEPING, with (0)
303 Coughing ভিজা অবস্থায় থাকার ফলে WET, getting (10)
304 Coughing সাইসাই শব্দকারী WHEEZING (0)
305 Coughing ঘ্যানঘ্যানানি অবস্থায় WHINING, during (3)
306 Coughing ফ্যাসফেসে শব্দ হয় WHISPERING, sound, has a (1)
307 Coughing শিস দেয়া কাশি WHISTLING, cough (17)
308 Coughing হুপিং কাশি WHOOPING, cough (112)
309 Coughing বায়ুতে কাশি WIND, coughing in the (14)
310 Coughing মদ্য পানে বৃদ্ধি WINE, agg. (11)
311 Coughing শীত কালে WINTER (14)
312 Coughing ক্রিমি এমন অনুভূতি যেন একটি ক্রিমি পাকস্থলী থেকে গলনালীতে উঠে আসছে WORM, sensation as if a, crawled up from pit of stomach in throat, from (1)
313 Coughing লিখার সময় WRITING (1)
314 Coughing হাইতোলা YAWNING (7)

Lungs – EXPECTORATION এর ১০৮ টি সাব রুব্রিক:

1 Lungs শ্লেষ্মা-নির্গমন EXPECTORATION (194)
2 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঝাঁঝালো EXPECTORATION, acrid (31)
3 Lungs শ্লেষ্মা-নির্গমন, বিকেলে EXPECTORATION, afternoon (19)
4 Lungs শ্লেষ্মা-নির্গমন, বাতাসে বৃদ্ধি EXPECTORATION, air, agg. (7)
5 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঠাণ্ডা বাতাসে উপশম EXPECTORATION, air, cold, amel. (1)
6 Lungs শ্লেষ্মা-নির্গমন, বাতাসে হাঁটাচলা করলে EXPECTORATION, air, walking, in (3)
7 Lungs শ্লেষ্মা-নির্গমন, বাতাস চলাচলের রাস্তায় শ্লেষ্মা সঞ্চয় EXPECTORATION, air passages, mucus in the (93)
8 Lungs শ্লেষ্মা-নির্গমন, ছাই বর্ণের দাগযুক্ত EXPECTORATION, ash, colored, spots (1)
9 Lungs শ্লেষ্মা-নির্গমন, বলের মত গোলাকার কিছু মুখ দিয়ে বেগে বের হয়ে আসে EXPECTORATION, ball, feels like a round, and rushes into mouth (1)
10 Lungs শ্লেষ্মা-নির্গমন, মাছি মেরে চেপ্টা করার মত EXPECTORATION, batter, breaks and flies like thin (1)
11 Lungs শ্লেষ্মা-নির্গমন, বিছানায় থাকাকালে EXPECTORATION, bed, in (5)
12 Lungs শ্লেষ্মা-নির্গমন, পিত্তের মত EXPECTORATION, bilious, like bile (4)
13 Lungs শ্লেষ্মা-নির্গমন, কালচে EXPECTORATION, blackish (14)
14 Lungs শ্লেষ্মা-নির্গমন, রক্তযুক্ত থুতু EXPECTORATION, bloody, spitting up (152)
15 Lungs শ্লেষ্মা-নির্গমন, নীল ও সাদা পর্যায়ক্রমিক EXPECTORATION, blue, and white alternately (1)
16 Lungs শ্লেষ্মা-নির্গমন, নীলাভ EXPECTORATION, bluish (5)
17 Lungs শ্লেষ্মা-নির্গমন, নাস্তা করার পরে EXPECTORATION, breakfast, after (1)
18 Lungs শ্লেষ্মা-নির্গমন, ইটের গুঁড়ার বর্ণের EXPECTORATION, brick, dust, color (3)
19 Lungs শ্লেষ্মা-নির্গমন, বাদামি বর্ণের EXPECTORATION, brownish (12)
20 Lungs শ্লেষ্মা-নির্গমন, মেঝেতে কিছু পুড়িয়ে শুকালে যেমন হয় তেমন দেখতে EXPECTORATION, burned, when dry on the floor, looks as if (1)
21 Lungs শ্লেষ্মা-নির্গমন, চুনসম্বলিত পদার্থযুক্ত, গুঁটি গুঁটি EXPECTORATION, calcareous, tubercles (1)
22 Lungs শ্লেষ্মা-নির্গমন, নিক্ষিপ্ত করে EXPECTORATION, casts (1)
23 Lungs শ্লেষ্মা-নির্গমন, পনিরের মত EXPECTORATION, cheese, like (6)
24 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঠাণ্ডা আবহাওয়ার ফলে EXPECTORATION, cold, weather, from (1)
25 Lungs শ্লেষ্মা-নির্গমন, অবিরত প্রায় দিনে এবং সন্ধ্যায় EXPECTORATION, constant, almost day and evening (2)
26 Lungs শ্লেষ্মা-নির্গমন, প্রচুর পরিমাণে EXPECTORATION, copious (125)
27 Lungs শ্লেষ্মা-নির্গমন, ক্ষয়কারক EXPECTORATION, corrosive (1)
28 Lungs শ্লেষ্মা-নির্গমন, ক্রিমের মত EXPECTORATION, cream, like (1)
29 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঝুরঝুরে EXPECTORATION, crumbly (1)
30 Lungs শ্লেষ্মা-নির্গমন, কালচে EXPECTORATION, dark (10)
31 Lungs শ্লেষ্মা-নির্গমন, শুধু দিনে হয় EXPECTORATION, daytime, only (63)
32 Lungs শ্লেষ্মা-নির্গমন, কষ্টকর EXPECTORATION, difficult (99)
33 Lungs শ্লেষ্মা-নির্গমন, ডিনারের পরে EXPECTORATION, dinner, after (1)
34 Lungs শ্লেষ্মা-নির্গমন, ময়লার মত দেখতে EXPECTORATION, dirty, looking (1)
35 Lungs শ্লেষ্মা-নির্গমন, পানি পান করলে উপশম EXPECTORATION, drinking, amel. (1)
36 Lungs শ্লেষ্মা-নির্গমন, যেন ধুলা মিশ্রিত আছে EXPECTORATION, dust, as if mixed with (1)
37 Lungs শ্লেষ্মা-নির্গমন, প্রতি কাশির পরে সহজে নির্গমন হয় EXPECTORATION, easier, after each cough (1)
38 Lungs শ্লেষ্মা-নির্গমন, সহজে EXPECTORATION, easy (41)
39 Lungs শ্লেষ্মা-নির্গমন, খাবার খাওয়ার পরে EXPECTORATION, eating, after (8)
40 Lungs শ্লেষ্মা-নির্গমন, বৃদ্ধ লোকের EXPECTORATION, elderly, people (3)
41 Lungs শ্লেষ্মা-নির্গমন, চামড়ার উপরিতল ছিলে যায় EXPECTORATION, epithelium, exfoliated (1)
42 Lungs শ্লেষ্মা-নির্গমন, সন্ধ্যায় EXPECTORATION, evening (58)
43 Lungs শ্লেষ্মা-নির্গমন, ছোট চেপ্টা ও পাতলা টুকরার মত EXPECTORATION, flakes (2)
44 Lungs শ্লেষ্মা-নির্গমন, মুখগহ্বর থেকে দ্রুত বেগে বের হয়ে আসে EXPECTORATION, flies, forcibly out of mouth (4)
45 Lungs শ্লেষ্মা-নির্গমন, পূর্বাহ্ণে EXPECTORATION, forenoon (11)
46 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঘন ঘন EXPECTORATION, frequent (20)
47 Lungs শ্লেষ্মা-নির্গমন, ফেনাযুক্ত EXPECTORATION, frothy (55)
48 Lungs শ্লেষ্মা-নির্গমন, জাউতুল্য EXPECTORATION, gelatinous (22)
49 Lungs শ্লেষ্মা-নির্গমন, অ্যালবিউমিনাস EXPECTORATION, glairy (4)
50 Lungs শ্লেষ্মা-নির্গমন, গোলাকার EXPECTORATION, globular (19)
51 Lungs শ্লেষ্মা-নির্গমন, দানাময় বা শস্যদানাবৎ EXPECTORATION, granular (16)
52 Lungs শ্লেষ্মা-নির্গমন, ধূসর EXPECTORATION, grayish (66)
53 Lungs শ্লেষ্মা-নির্গমন, সবুজাভ EXPECTORATION, greenish (79)
54 Lungs শ্লেষ্মা-নির্গমন, শক্ত EXPECTORATION, hard (27)
55 Lungs শ্লেষ্মা-নির্গমন, গলা খাঁকারি দিয়ে শ্লেষ্মা নির্গমন করে EXPECTORATION, hawked, up, mucus (55)
56 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঘরের ভিতরে থাকা অবস্থায় EXPECTORATION, house, in the (1)
57 Lungs শ্লেষ্মা-নির্গমন, অসম্ভব EXPECTORATION, impossible (0)
58 Lungs শ্লেষ্মা-নির্গমন, কদাচিৎ EXPECTORATION, infrequent (6)
59 Lungs শ্লেষ্মা-নির্গমন, জেলির মত EXPECTORATION, jelly-like (0)
60 Lungs শ্লেষ্মা-নির্গমন, মুখগহ্বরের পিছনের অংশে তরল লেগে থাকে EXPECTORATION, liquids, contact of, at back part of mouth. from (1)
61 Lungs শ্লেষ্মা-নির্গমন, কলিজার মত রঙের EXPECTORATION, liver, colored like (5)
62 Lungs শ্লেষ্মা-নির্গমন, পিণ্ডময় EXPECTORATION, lumpy (48)
63 Lungs শ্লেষ্মা-নির্গমন, জমা হয় EXPECTORATION, masses, in (4)
64 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঝিল্লিময় EXPECTORATION, membranous (10)
65 Lungs শ্লেষ্মা-নির্গমন, দুধের মত EXPECTORATION, milky (13)
66 Lungs শ্লেষ্মা-নির্গমন, সকালে EXPECTORATION, morning (82)
67 Lungs শ্লেষ্মা-নির্গমন, শ্লেষ্মা বাতাস চলাচলের রাস্তায় EXPECTORATION, mucus, in the air passages (0)
68 Lungs শ্লেষ্মা-নির্গমন, কাদার-মত পুঁজ, মাছিকে পিষে দেয়ার পরে যেমন হয় তেমন EXPECTORATION, muddy-like, pus, flies like batter (1)
69 Lungs শ্লেষ্মা-নির্গমন, রাতে EXPECTORATION, night (39)
70 Lungs শ্লেষ্মা-নির্গমন, মধ্যাহ্নে EXPECTORATION, noon (3)
71 Lungs শ্লেষ্মা-নির্গমন, গন্ধ EXPECTORATION, odor (0)
72 Lungs শ্লেষ্মা-নির্গমন, তেলযুক্ত EXPECTORATION, oleaginous (1)
73 Lungs শ্লেষ্মা-নির্গমন, অস্বচ্ছ EXPECTORATION, opaque (2)
74 Lungs শ্লেষ্মা-নির্গমন, বেদনাদায়ক EXPECTORATION, painful (4)
75 Lungs শ্লেষ্মা-নির্গমন, বিবর্ণ EXPECTORATION, pale (2)
76 Lungs শ্লেষ্মা-নির্গমন, আঠালো EXPECTORATION, pasty (1)
77 Lungs শ্লেষ্মা-নির্গমন, ফসফরেসসেন্ট বা উজ্জ্বল বর্ণের EXPECTORATION, phosphorescent (1)
78 Lungs শ্লেষ্মা-নির্গমন, টুকরা টুকরা কিছু শ্লেষ্মার মধ্যে EXPECTORATION, pieces, in (4)
79 Lungs শ্লেষ্মা-নির্গমন, প্রুনের জুসের মত EXPECTORATION, prune, juice, like (1)
80 Lungs শ্লেষ্মা-নির্গমন, পুঁজের ন্যায় বা পুঁজযুক্ত EXPECTORATION, purulent (118)
81 Lungs শ্লেষ্মা-নির্গমন, দড়ির ন্যায় পাকাইয়া যায় এমন EXPECTORATION, ropy (17)
82 Lungs শ্লেষ্মা-নির্গমন, মরিচার মত EXPECTORATION, rusty (11)
83 Lungs শ্লেষ্মা-নির্গমন, লালার মত EXPECTORATION, saliva, like (7)
84 Lungs শ্লেষ্মা-নির্গমন, কাশি দিলে মামড়ির মত উঠে, প্রত্যেক সপ্তাহে কিছু কিছু সময়ে EXPECTORATION, scabs, coughed up every few weeks (1)
85 Lungs শ্লেষ্মা-নির্গমন, পরিমাণে অত্যল্প EXPECTORATION, scanty (33)
86 Lungs শ্লেষ্মা-নির্গমন, সমুদ্রে গোসল করার পরে EXPECTORATION, sea, bathing, after (1)
87 Lungs শ্লেষ্মা-নির্গমন, বাম হতে ডানে ঘুরলে সহজে নির্গত হয় EXPECTORATION, side, is easier after turning from left to right (7)
88 Lungs শ্লেষ্মা-নির্গমন, রাতে উঠে বসতে বাধ্য হয় EXPECTORATION, sit, up, must, at night to raise (1)
89 Lungs শ্লেষ্মা-নির্গমন, বিছানার উপরে বসলে EXPECTORATION, sitting, up, in bed, on (1)
90 Lungs শ্লেষ্মা-নির্গমন, মহামারীতে আক্রান্ত মৃত মানুষের মত EXPECTORATION, epidemics, like dead (1)
91 Lungs শ্লেষ্মা-নির্গমন, স্লেটের মত বর্ণের EXPECTORATION, slate, colored (2)
92 Lungs শ্লেষ্মা-নির্গমন, সাবানের ফেনার মত EXPECTORATION, soap, suds, like (2)
93 Lungs শ্লেষ্মা-নির্গমন, মাড়ের মত EXPECTORATION, starch, like (11)
94 Lungs শ্লেষ্মা-নির্গমন, আশ আশ সুতার মত EXPECTORATION, stringy (27)
95 Lungs শ্লেষ্মা-নির্গমন, গিলে ফেলতে বাধ্য হয় EXPECTORATION, swallow, must, what has been loosened (27)
96 Lungs শ্লেষ্মা-নির্গমন, সিরাপের মত EXPECTORATION, syrup, like (1)
97 Lungs শ্লেষ্মা-নির্গমন, স্বাদ EXPECTORATION, taste (0)
98 Lungs শ্লেষ্মা-নির্গমন, ঘন EXPECTORATION, thick (80)
99 Lungs শ্লেষ্মা-নির্গমন, তরল EXPECTORATION, thin (14)
100 Lungs শ্লেষ্মা-নির্গমন, শক্ত সহজে বাকেনা EXPECTORATION, tough (69)
101 Lungs শ্লেষ্মা-নির্গমন, আলোকভেদ্য EXPECTORATION, transparent (36)
102 Lungs শ্লেষ্মা-নির্গমন, ক্ষুদ্র স্ফীতি স্রাবের ফলে EXPECTORATION, tubercles, discharge from (5)
103 Lungs শ্লেষ্মা-নির্গমন, চটচটে-আঠালো EXPECTORATION, viscid (144)
104 Lungs শ্লেষ্মা-নির্গমন, হাঁটার সময় EXPECTORATION, walking, while (6)
105 Lungs শ্লেষ্মা-নির্গমন, পানির মত EXPECTORATION, watery (57)
106 Lungs শ্লেষ্মা-নির্গমন, সাদা EXPECTORATION, white (91)
107 Lungs শ্লেষ্মা-নির্গমন, হলুদ বর্ণ EXPECTORATION, yellow (138)
108 Lungs শ্লেষ্মা-নির্গমন, হলদেটে-সাদা EXPECTORATION, yellowish-white (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *