ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি | পাঠ – ১৭ | Daily Study of Homeopathy

পাঠ -১৭

অর্গানন অব মেডিসিন (সংক্ষিপ্ত)

১৭. সদৃশ রোগ
এফোরিজম ৪৭-৪৮: প্রাকৃতিক নিয়মে যদি দুটি রোগের একই সঙ্গে আবির্ভাব ঘটে, সেখানে লক্ষণের সাদৃশ্য দ্বারা একটি অপরটিকে দূরীভূত করতে পারে, বিসদৃশ ঔষধ দ্বারা তা কখনোই সম্ভব নয়।
এফোরিজম ৪৯-৫০: প্রাকৃতিক রোগকে প্রাকৃতিক রোগ বীজ (টিকা) দিয়ে নিরাময় করার জটিলতা সম্পর্কে এ এফোরিজম সমূহে আলোচনা করা হয়েছে।
এফোরিজম ৫১: রোগ দিয়ে রোগ নির্মূলের চেয়ে সদৃশ লক্ষণ সম্পন্ন ভেষজ প্রয়োগই সুবিধাজনক – এ তত্ত্বের ব্যাখ্যা এখানে রয়েছে।

 

মেটেরিয়া মেডিকা (মূল কথা)

97 CUPRUM METALLICUM [Cupr]
Cupr হিংসুক স্বভাব, অন্যের দুঃখ দেখলে সুখ অনুভূতি।
Cupr নির্দিষ্ট সময় অন্তর কতগুলো লক্ষন উপস্থিত হয়।
Cupr অতিরিক্ত মানসিক পরিশ্রম ও রাত জাগার ফলে শারীরীক ও মানসিক অবস্বাদ ও উদ্বেগ।
Cupr মুখে তামার মত স্বাদ ও লালাস্রাব।
Cupr পানি পান করলে পাকস্থলিতে যাবার সময় গড় গড় শব্দ করে।
Cupr হাতের তলা, পায়ের তলা, টিবিয়া অস্থি ও পেশিতে খিল ধরে।
Cupr সাপের মত বার বার জিহ্বা বের হয়, জিহ্বার পক্ষাঘাত, সেজন্য কথা বলতে পারে না অথবা অসম্পূর্ণ উচ্চরন করে।
98 DIGITALIS PURPUREA [Dig]
Dig হৃৎপিন্ডের রোগজনিত কাশি, দ্বিপ্রহর রাত্রে কাশি হয়।
Dig রোগীর মনে হয় নড়লেই হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, নাড়ী অত্যন্ত মৃদু ও সবিরাম।
Dig লিভার বড়, টাটানি ও বেদনাযুক্ত, জণ্ডিস হওয়ার প্রবণতা।
Dig সাদা লেইয়ের মত মল।
Dig রাত্রে ঘুমানোর উপক্রমে দমবন্ধ হয়ে আসে।
Dig পাকস্থলীতে অত্যন্ত খালি খালি অনুভূত হয়।
Dig প্রোস্টেট গ্ল্যান্ড (Prostate gland) বড়।
99 DIOSCOREA VILLOSA [Dios]
Dios উদরের কলিক ব্যথা পিছনের দিকে বাকা হলে বা সোজা হয়ে দাঁড়ালে উপশম,
Dios তীক্ষ্ণ, কেটে ফেলার মত, মোচড়ান, খামচান অথবা যাঁতায় পেষার মত বেদনা, ব্যথা বিভিন্ন দিকে ছুটে যায় বা ছড়িয়ে পড়ে, ব্যথা থেকে থেকে হয়, ব্যথার স্থান পরিবর্তন করে।
Dios কলিজায় ব্যথা আরম্ভ হয়ে ডান স্তনের বোঁটায় ছুটে যায়।
Dios ঘাড়ে ভীষন ব্যথা, নড়াচড়ায় উপশম।
Dios হ্রদপিন্ডের ব্যথা উভয় বাহুতে ছড়িয়ে পড়ে, এনজাইনা পেক্টোরিসের সহিত পেট ফাঁপা।
100 DIPHTHERINUM [Diph]
Diph প্রথম হতেই অসুস্থতা সাংঘাতিক আকার ধারণ করে।
Diph গ্রন্থি ফুলে উঠে, জিহ্বা ফুলে ও লাল দেখায়, ডিপথিরিয়ার পর্দাগুলি পুরু ও কালচে।
Diph নাক দিয়ে রক্ত পড়ে, মুখ হতে অত্যন্ত দুর্গন্ধ বের হয়।
Diph রোগী অত্যন্ত দুর্বল হয়ে  পড়ে ও অস্থির লাগে।
Diph তরল পদার্থ গিললে বমি হয়ে যায় বা নাক দিয়ে বের হয়ে পড়ে।
Diph পাকস্থলী খালি খালি অনুভূতি, দুই এক ঢোক দুধ পান করলে উপশম অনুভূত হয়।
101 DOLICHOS PRURIENS [Dol]
Dol চুলকানোর কারণে প্রসূতি ঘুমাতে পারেনা।
Dol শরীরে কোনরুপ উদ্ভেদ দেখা যায় না অথচ ভয়ানক চুলকায়, যত চুলকায় তত চুলকানি বাড়ে।
Dol মুখের মাড়ি লাল ও ফুলে উঠে এবং ক্ষতকর ব্যথা হয়।
Dol কন্ঠনলীর ডানদিকে যেন একটি কাটা বা সরু শলাকা বিধে আছে।
102 DROSERA ROTUNDIFOLIA [Dros]
Dros অস্থির প্রকৃতির, একগুঁয়ে সহজে বিশ্বাস করতে পারেনা এমন ব্যক্তি।
Dros টিউবারকুলার মায়াজম ও ফ্যামিলি টিউবারকুলার।
Dros আক্ষেপযুক্ত কাশি, দুপুরের পর কাশি বাড়ে, বায়ুনালী, বুক ও হাইপোকন্ড্রিয়াতে সঙ্কোচন অনুভূতি, পানি বা কোন তরল পদার্থ পান করলে কাশি বৃদ্ধি। কাশতে কাশতে ভুক্তদ্রব্য বমি হয়ে যায়, বমির সহিত শ্লেষ্মা থাকে।
Dros গায়ের কাপড় খুললে চুলকানি বাড়ে, চুলকালে উপশম হয়।

Mind অধ্যায়ের ৮০১ থেকে ৮৪৬ পর্যন্ত মূল রুব্রিক:

801 Mind সহানুভূতিহীন UNSYMPATHETIC (0)
802 Mind অপরিপাটি UNTIDY (5)
803 Mind মিথ্যাবাদী UNTRUTHFUL (6)
804 Mind মূল্যহীন, বস্তুসমূহ মনে হয় UNWORTHY, objects seem (1)
805 Mind উপকারী, হতে ইচ্ছা USEFUL, desire to be (3)
806 Mind সুদখোর USURER (3)
807 Mind দ্বিধাভাব VACILLATION (0)
808 Mind আত্মগর্ব VANITY (7)
809 Mind গভীর শ্রদ্ধা ভক্তি VENERATION (2)
810 Mind ছড়া কাটে, কবিতা বানায় VERSES, makes poetry (14)
811 Mind সতর্কতার দরুন, বিষাদগ্রস্ত VIGILANCE, morbid (3)
812 Mind প্রতিহিংসামূলক, প্রতিহিংসাপরায়ণ VINDICTIVE, vengeful (4)
813 Mind জবরদস্তির ফলে অসুস্থতা VIOLENCE, ailments from (11)
814 Mind অত্যধিক VIOLENT (97)
815 Mind দৃষ্টিভঙ্গি VISIONS (0)
816 Mind হাসিখুশি-প্রাণবন্ত VIVACIOUS (51)
817 Mind অরক্ষিত বোধ VUNERABLE, feels (4)
818 Mind বিলাপ করে WAILING (0)
819 Mind হাঁটাচলা WALKING (0)
820 Mind ঘুরে বেড়াতে, ইচ্ছা WANDER, desires to (21)
821 Mind কিছুই চায়না WANTS, nothing (3)
822 Mind ধৌত করতে, অনীহা প্রকাশ করে এমন শিশু WASHED, aversion to being, in children (2)
823 Mind ধৌত করার, ব্যাপারে উন্মাদ বা শুচিবাই গ্রস্থ WASHING, mania for cleanness (7)
824 Mind ক্লান্তিকর অনুভূতি WEARISOME (80)
825 Mind ক্লান্তিকর বা ক্লান্ত হওয়া WEARY (81)
826 Mind ক্রন্দনশীলতা WEEPING (0)
827 Mind ভালো আছি এমনটি বলে, অত্যন্ত অসুস্থ থাকা অবস্থায় WELL, says he is, when very sick (15)
828 Mind কিম্ভূতকিমাকার WHIMSICAL (0)
829 Mind ঘ্যানঘ্যানানি WHINING (21)
830 Mind ফিসফিস করে নিজের সহিত WHISPERING, to herself (1)
831 Mind শিস দেয় WHISTLING (16)
832 Mind বিদ্বেষপূর্ণ WICKED (6)
833 Mind অনাবাদী অচল বোধ, মস্তকে WILD, feeling in head (5)
834 Mind অসভ্যতা WILDNESS (35)
835 Mind ইচ্ছাশক্তি WILL (0)
836 Mind জানালায়, ঘণ্টার পর ঘণ্টা চেয়ে থাকে WINDOW, looks hours at (1)
837 Mind প্রত্যাহার করে, বাস্তবতা থেকে WITHDRAWS, from reality (3)
838 Mind রসিক ও বুদ্ধিমান WITTY (15)
839 Mind স্ত্রীলোক সম্পর্কে অনীহা WOMEN, aversion to (8)
840 Mind কাজ WORK (0)
841 Mind কঠোর পরিশ্রমী WORKAHOLIC (107)
842 Mind তার জগতে, তার কোন অস্তিত্ব নেই WORLD, has no existence for her (1)
843 Mind দুঃশ্চিন্তাপূর্ণ WORRIES, full of (54)
844 Mind লিখা WRITING (0)
845 Mind অন্যায় মনে হয় প্রতিটি বিষয় WRONG, everything seems (13)
846 Mind সহজেই নমনীয় হয়, অপ্রতিরোধী YIELDING, passive (21)

Feet অধ্যায়ের ১২৬ টি মূল রুব্রিক:

1 Feet ছড়িয়ে যায় পায়ের আঙ্গুল, আক্ষেপিক ভাবে ABDUCTED, toes, in spasms (2)
2 Feet ফোড়া, চরণযুগলে ABSCESS, feet (3)
3 Feet অবিরাম বেদনা ACHING (26)
4 Feet সন্ধিবাত, উচ্চগুটিকা জন্মানো, পায়ে ARTHRITIC, nodosities, feet (4)
5 Feet ক্রীড়াবিদের নিম্ন পায়ের ছত্রাক ATHLETE’S foot, fungus (9)
6 Feet বলের মত কিছু থাকার অনুভূতি, গোড়ালিতে, সকালে BALLS, sensation of, heels, in, morning (1)
7 Feet ব্যান্ডেজ থাকার অনুভূতি যেন BANDAGED, sensation as if (1)
8 Feet ভাজ হয়ে যায় পায়ের তালু BENDING, feet, soles (3)
9 Feet ফোস্কা গোড়ালিতে BLISTERS, heels (11)
10 Feet রক্ত বেগে ধাবিত হয়, দাঁড়িয়ে থাকা অবস্থায় BLOOD, rush of to, while standing (1)
11 Feet ফুঁ লাগা, পায়ের আঙ্গুলে, পায়ের আঙ্গুল থেকে যেন বাতাস উৎপন্ন হচ্ছে BLOWING, as of, toes wind issuing from toes (1)
12 Feet লোমফোড়া BOILS (7)
13 Feet ছিদ্র করার মত বেদনা BORING, pain (11)
14 Feet ভাঙ্গা, এমন অনুভূতি যেন BROKEN, sensation as if (4)
15 Feet বুদবুদ উঠার অনুভূতি BUBBLING, sensation (4)
16 Feet বৃদ্ধা ও কনিষ্ঠা আঙ্গুলের গোঁড়ার অস্থি মোটা BUNIONS (9)
17 Feet জ্বালাকর বেদনা BURNING, pain (79)
18 Feet কড়া-পড়া, শৃঙ্গাকার, পায়ের তালুতে CALLOUSES, horny, soles, on (6)
19 Feet শৈত্য জনিত ক্ষত CHILBLAINS (48)
20 Feet মুরগী ডাকার ন্যায় শব্দের অনুভূতি, মাথা পর্যন্ত বিস্তৃত হয় CLUCKING, sensation, extending to head (1)
21 Feet শীতলতা COLDNESS (196)
22 Feet চেপে সংকোচন অনুভূতি, চরণযুগলে COMPRESSION, sensation, feet (2)
23 Feet সংকোচনকর CONSTRICTION (6)
24 Feet সংকোচন CONTRACTION (15)
25 Feet খিঁচুনি CONVULSION (13)
26 Feet কড়া CORNS (37)
27 Feet ফাটা CRACKED (14)
28 Feet কটকট করে, সন্ধিস্থানে CRACKING, joints, in (6)
29 Feet খিল ধরা CRAMPS (72)
30 Feet কাটছে CUTTING (14)
31 Feet ক্ষয়প্রাপ্ত হাড়, চরণযুগলের DECAY, bones, of feet (5)
32 Feet বর্ণবিকৃতি DISCOLORATION (0)
33 Feet স্থানচ্যুতি যেন DISLOCATION, as if, feeling (2)
34 Feet টানতে থাকার মত অনুভূতি DRAGGING, sensation (2)
35 Feet টেনে ধরার মত বেদনা DRAWING, pain (87)
36 Feet শুষ্কতা DRYNESS (7)
37 Feet একজিমা, চরণযুগলের পিঠে ECZEMA, feet, back of feet (2)
38 Feet রস সঞ্চয় স্ফীতি EDEMA (69)
39 Feet বৈদ্যুতিক তরঙ্গের অনুভূতি ELECTRICAL, current, sensation of (1)
40 Feet শীর্ণতা EMACIATION (6)
41 Feet বর্ধিত হওয়া অনুভূতি ENLARGEMENT, sensation of (4)
42 Feet উদ্ভেদ ERUPTIONS (24)
43 Feet ইরিসিপিলাস (বিসর্প) ERYSIPELAS (10)
44 Feet ত্বকের লেয়ার ক্ষতিগ্রস্ত হওয়া, পায়ের তালুতে EXCORIATION, foot, soles (1)
45 Feet উপমাংস, পায়ের তালুতে EXCRESCENCES, soles, on (3)
46 Feet উপরের দিকে প্রসারণ EXTENSION (2)
47 Feet নখ কনি FELON (0)
48 Feet ভাঁজ করা, পায়ের আঙ্গুল FLEXED, toes (3)
49 Feet সুড়সুড়ি লাগা FORMICATION (66)
50 Feet হিমায়িত অনুভূতি FROZEN, sensation (2)
51 Feet পূর্ণতাবোধ FULLNESS (3)
52 Feet ছত্রাক পায়ের আঙ্গুলে FUNGUS, toes (8)
53 Feet ক্ষুদ্র ক্ষুদ্র রেণু অনুভূতি FUZZINESS, sensation of (2)
54 Feet গ্যাংগলিয়ন, চরণযুগলের নিচের দিকে GANGLION, instep, on the (2)
55 Feet পচনশীল ক্ষত GANGRENE (9)
56 Feet চিবানোর মত বেদনা, বলে GNAWING, pain. ball of (1)
57 Feet শক্তভাব, পায়ের তালুর চামড়ার HARDNESS, soles, skin of (1)
58 Feet উত্তাপ HEAT (72)
59 Feet ভারবোধ অনুভূতি HEAVINESS, sensation (95)
60 Feet হার্পিস HERPES (5)
61 Feet ইমপেটিগো, চরণযুগলের পিঠে IMPETIGO, back of feet (2)
62 Feet কাঠিন্য, গোড়ালি পেশীর INDURATION, heels, muscles (2)
63 Feet প্রদাহ INFLAMMATION (20)
64 Feet অনুভূতিশূন্যতা, স্পর্শ করলে ও সূচ ফোটালে INSENSIBILITY, to touch and stitches (1)
65 Feet উল্টানো INVERSION (2)
66 Feet চুলকানি ITCHING (64)
67 Feet ঝাঁকি দিয়ে উঠা JERKING (20)
68 Feet ঠুকাঠুকি লাগে, পায়ে পায়ে KNOCKED, together, feet (1)
69 Feet খোঁড়ামি LAMENESS (15)
70 Feet শিথিল-ঢিলা, বাম পায়ে LOOSE, left (1)
71 Feet নড়াচড়া, অবিরত নড়াচড়া করে MOTION, constant motion (1)
72 Feet নখ NAILS (0)
73 Feet অসাড়তা NUMBNESS (108)
74 Feet দুর্গন্ধ, ঘাম ব্যতীত ODOR, offensive without perspiration (3)
75 Feet বেদনা PAIN (123)
76 Feet পক্ষাঘাত PARALYSIS (24)
77 Feet ঘাম PERSPIRATION (93)
78 Feet চিমটি কাটার ন্যায় PINCHING (4)
79 Feet চেপে ধরার মত বেদনা PRESSING, pain (35)
80 Feet সোরিয়াসিস PSORIASIS (3)
81 Feet স্পন্দিত হওয়া PULSATION (16)
82 Feet উঠাতে কষ্ট RAISED, difficult to raise (2)
83 Feet ফুসকুড়ি RASH (2)
84 Feet শিথিলতা RELAXATION (3)
85 Feet অস্থিরতা RESTLESSNESS (38)
86 Feet স্পর্শকাতর SENSITIVE (21)
87 Feet ঝাঁকুনি SHAKING (2)
88 Feet তীক্ষ্ণ বেদনা SHARP, pain (107)
89 Feet আঘাত SHOCKS (6)
90 Feet তীর বা গুলি বিদ্ধবৎ বেদনা SHOOTING, pain (9)
91 Feet কোঁকড়ানো SHRIVELLED (3)
92 Feet ছোট মনে হয় SMALL, seems too (2)
93 Feet একুইট যন্ত্রণাকর বেদনা SMARTING, pain (1)
94 Feet কোমল পায়ের তালু, এমন অনুভূতি SOFT, soles, sensation of (2)
95 Feet প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (50)
96 Feet মচকানো অনুভূতি যেন SPRAINED, sensation, as if (33)
97 Feet পদাঘাত করে, নিদ্রার মাঝে STAMPING, feet in sleep (2)
98 Feet শক্তভাব STIFFNESS (50)
99 Feet ছড়ানো থাকে STRETCHED, out (1)
100 Feet পুঁজ হওয়া SUPPURATION (3)
101 Feet স্ফীতি SWELLING (115)
102 Feet ছিন্নকর বেদনা TEARING, pain (76)
103 Feet টানবোধ TENSION (33)
104 Feet ঘন মোটা, পায়ের তালুর চামড়া THICK, soles, skin of (1)
105 Feet লোমহর্ষক অনুভূতি THRILLING, sensation (1)
106 Feet ঝিনঝিন কর TINGLING (60)
107 Feet কম্পিত TREMBLING (46)
108 Feet ক্ষুদ্র স্ফীতি TUBERCLES (2)
109 Feet অর্বুদ, পায়ের আঙ্গুলে এনডোকনড্রোমা TUMORS, toes, endochondroma (1)
110 Feet টনটনকর বেদনা বাম পার্শ্বে TWINGING, pain, left (1)
111 Feet আকস্মিক টান TWITCHING (40)
112 Feet ক্ষত ULCERS (32)
113 Feet অনাবৃত করার প্রবৃত্তি UNCOVER, inclination to (12)
114 Feet দৃঢ়তার অভাব UNSTEADINESS (4)
115 Feet আমবাত URTICARIA (2)
116 Feet স্ফীত বা বর্ধিত চরণযুগল VARICOSE, feet (8)
117 Feet ফোস্কা VESICLES (19)
118 Feet অনুকম্পন অনুভূতি পায়ের তালুতে VIBRATION, sensation, soles (1)
119 Feet হাটে পায়ের বাহিরের পার্শ্ব দিয়ে WALKS, on outer side of foot (1)
120 Feet সঞ্চরণশীল বেদনা WANDERING pain (5)
121 Feet আঁচিল পায়ের আঙ্গুলে WARTS, toes (3)
122 Feet পানি, এমন অনুভূতি যেন ঠাণ্ডা পা গরম পানিতে রাখা হয়েছে WATER, sensation as if, cold feet had been put in hot water (1)
123 Feet দুর্বল WEAK (78)
124 Feet ভিজা অবস্থায় থাকার ফলে বৃদ্ধি WET, getting, agg. (14)
125 Feet কাঠের তৈরি এমন অনুভূতি WOODEN, sensation (1)
126 Feet ভাজপড়া WRINKLED (1)

Intestines অধ্যায়ের ১০৭ টি মূল রুব্রিক:

1 Intestines অবিরাম বেদনা, সবখানি ব্যাপিয়া ACHING, pain, the whole length of the (1)
2 Intestines এসিড দ্রবীভূত হওয়ার অনুভূতি ACID dissolving in, sensation of (1)
3 Intestines এন্টি পেরিসটল্টিক ANTIPERISTALTIC (0)
4 Intestines এপেন্ডিসাইটিস APPENDICITIS (25)
5 Intestines বলের মত কিছু উপরের দিকে যাচ্ছে এমন অনুভূতি BALL, drawn up into a, sensation of (1)
6 Intestines রক্তপাত রক্তক্ষরণ BLEEDING, hemorrhage, from (35)
7 Intestines পেটডাকা বৃহদান্ত্রে BORBORYGMI, large intestine (3)
8 Intestines ভেঙ্গেপড়ার অনুভূতি যেন, দ্বিভাজ হলে BREAKING, sensation, as if, on bending (1)
9 Intestines জ্বালাকর বেদনা BURNING, pain (4)
10 Intestines ক্যান্সার, কোলনে CANCER, colon (12)
11 Intestines সর্দি CATARRH, of (19)
12 Intestines সিকাম CECUM (0)
13 Intestines সিলিয়াক রোগ CELIAC, disease (3)
14 Intestines কলেরা সংক্রমণ CHOLERA, infection (47)
15 Intestines ঠাণ্ডা যেন COLD, as if (1)
16 Intestines ঠাণ্ডায় বৃদ্ধি COLDS, agg. (1)
17 Intestines অভ্যন্তরস্থ বস্তু তরল হয়েছে যেন CONTENTS, fluid as if were (1)
18 Intestines সংকোচিত CONTRACTION (2)
19 Intestines আক্ষেপ CONVULSIONS (2)
20 Intestines দড়ি বাধছে ও ঢিলা করছে যেন CORD, bound and loosened, as if (1)
21 Intestines খিলধরার মত (অবশ কর) বেদনা CRAMPING, pain (231)
22 Intestines খিল ধরার মত বেদনা, বৃহদান্ত্রের মোড় থেকে পিঠে, তার সহিত বমি করা CRAMP-like pain, sigmoid flexure, to back, with vomiting (1)
23 Intestines ক্রোনস রোগ CROHN’S, disease (5)
24 Intestines কাটছে যেন এমন বেদনা CUTTING, pain (2)
25 Intestines উদরাময় DIARRHEA (0)
26 Intestines স্ফীতি DISTENTION (94)
27 Intestines ডাইভারটিকোলসিস DIVERTICULOSIS (4)
28 Intestines টেনে ধরার মত বেদনা DRAWING, pain (3)
29 Intestines আকৃষ্ট হচ্ছে মেরুদণ্ডের দিকে এমন অনুভূতি যেন DRAWN back to spine, sensation as if (2)
30 Intestines শুষ্কতা DRYNESS, of (5)
31 Intestines ডিউডেনাম DUODENUM (0)
32 Intestines আমাশয় সংক্রমণ DYSENTERY, infection (108)
33 Intestines শূন্যতাবোধ গাঁট গাঁট বা গিট্টু লাগা অনুভূতির সহিত EMPTINESS, knotted sensation, with (1)
34 Intestines ক্ষয়ে যাওয়া অনুভূতি EROSION, sensation (2)
35 Intestines যে পার্শে শয়ন করে সে পার্শে পরে যায় FALLS, to side lain on (1)
36 Intestines গাঁজানো বা ফার্মেন্টেশন FERMENTATION, in (33)
37 Intestines নালী ক্ষত হতে পুঁজ, গ্যাস এবং বিবর্ণ কিছু নির্গত হয় FISTULA, discharge of pus, gases, and pale matter (1)
38 Intestines অধোবায়ু আন্ত্রিক FLATUS, intestinal (168)
39 Intestines তরল কিছুতে যেন পূর্ণ FLUID, as if full of (1)
40 Intestines তরল ঠাণ্ডা কিছু চলাচল করার অনুভূতি FLUID, cold passing through, sensation (1)
41 Intestines পচনশীল ক্ষত GANGRENE (4)
42 Intestines গিয়ারদিয়া পরজীবী GIARDIA, parasites (4)
43 Intestines চিবানোর মত বেদনা, ট্রান্সভার্স কোলনে GNAWING, pain, transverse (1)
44 Intestines দৃঢ়মুষ্টিতে ধরা অনুভূতি GRIPING, sensation (1)
45 Intestines গড়গড় শব্দ  ডেসেন্ডিং কোলোণে, আরও খারাপ খাবার খাওয়ার পরে GURGLING, in descending, worse after eating (2)
46 Intestines ঝুলন্ত নিম্ন দিকে যেন HANGING, down, as if (5)
47 Intestines শক্তভাব, এসেন্ডিং কোলনের HARDNESS, of ascending colon (1)
48 Intestines উত্তাপ ভিতরে HEAT, in (4)
49 Intestines ভারবোধ অন্ত্র যেন একটি বোঝা যেন তাতে অন্ত্র বিলীন হবে HEAVINESS, as from a load, etc. intestines would sink down, as if (1)
50 Intestines হুক-ক্রিমি রোগ HOOK-worm disease (4)
51 Intestines বিবৃদ্ধি অনুভূতি HYPERTROPHY, sensation of (1)
52 Intestines ইলিয়সিকল অঞ্চলে ILEO-cecal, region (22)
53 Intestines ইলিয়াম প্রদাহিত ILEUM, inflamed (2)
54 Intestines ইলিয়াস সম্পর্কিত অভিযোগ ILEUS, complaints of (19)
55 Intestines কষেধরা অভ্যন্ত্র IMPACTION, of bowels (9)
56 Intestines নিষ্ক্রিয়তা INACTIVITY, of (4)
57 Intestines কাঠিন্য জন্ডিস অবস্থায় INDURATION, during jaundice (1)
58 Intestines প্রদাহ অন্ত্র INFLAMMATION, intestines (36)
59 Intestines অন্ত্রের মধ্যে অন্ত্রাংশ প্রবেশ INTUSSUSCEPTION (25)
60 Intestines উপদাহ IRRITATION (13)
61 Intestines জেজুনাম JEJUNUM (1)
62 Intestines গাঁট গাঁট বা গিট্টু লাগা KNOTTED (6)
63 Intestines তরল কিছু প্রবাহিত হয় পাকস্থলী হতে LIQUID, flows from stomach, to (2)
64 Intestines শিথিল-ঢিলা যেন অন্ত্র LOOSE, as if intestines, were (14)
65 Intestines মার্বেল, মলের সহিত নিচে নামে যেন MARBLE, dropped down at stool, as if (1)
66 Intestines শ্লৈষ্মিক ঝিল্লি MUCOUS membranes (0)
67 Intestines স্নায়ুশুল NEURALGIA, of (1)
68 Intestines অবরুদ্ধ অনুভূতি যেন OBSTRUCTED, sensation, as if (1)
69 Intestines আটকে থাকা মল বা গাদ OBSTRUCTION, fecal (7)
70 Intestines বেদনা PAIN (57)
71 Intestines পক্ষাঘাত PARALYSIS, of (15)
72 Intestines পক্ষাঘাতগ্রস্ত নিষ্ক্রিয়তা বোধ, ট্রান্সভার্স কোলনে PARALYZED, inactive feeling in transverse colon (3)
73 Intestines প্রিস্টালসিস PERISTALSIS (0)
74 Intestines আবরক ঝিল্লীর প্রদাহ PERITONITIS (67)
75 Intestines ফ্লেগমাসিয়া PHLEGMASIA (1)
76 Intestines ছিপি দ্বারা বন্ধ করার অনুভূতি ভিতরে যেন চাপছে PLUG, sensation of, pressed in (1)
77 Intestines চেপেধরা বেদনা উপর দিকে উঠে PRESSIVE pain, in middle of ascending (1)
78 Intestines চাপবোধ, ট্রান্সভার্স কোলনে, পূর্বাহ্ণে PRESSURE, transverse colon, in, forenoon (1)
79 Intestines খোঁচামারার মত অনুভূতি PRICKING, in (1)
80 Intestines নাভির পিছনের কোন বিন্দু ধরে টানছে PULLED toward a point behind umbilicus (2)
81 Intestines শিথিলতা RELAXATION (5)
82 Intestines পাকখাওয়া অনুভূতি যেন ROLLED together, sensation as if (1)
83 Intestines গুড়গুড়-গজরানি RUMBLING (322)
84 Intestines দৌড়াচ্ছে কোনো কিছু যেন এমন অনুভূতি RUNNING, something alive, sensation in (2)
85 Intestines সিস্টোসোমায়সিস বিলহারযায়সিস SCHISTOSOMIASIS, bilharziasis (3)
86 Intestines চাঁচার মত জ্বালাকর SCRAPING, burning (1)
87 Intestines ঝাঁকুনি দেয়া অনুভূতি SHAKING in, sensation of (3)
88 Intestines কম্পন SHIVERING, in (1)
89 Intestines ছোট হয়ে যাওয়া অনুভূতি SHORTENED, sensation (1)
90 Intestines প্রদাহিত স্পর্শকাতর বেদনা SORE, pain (4)
91 Intestines বিস্তৃত হয় এমন অনুভূতি যেন SPREAD out, sensation as if (1)
92 Intestines প্রসারিত হওয়া অনুভূতি যেন STRETCHED, sensation as if (1)
93 Intestines স্ফীতি এক মুষ্টির মত কিছু, ট্রান্সভার্স কোলনে, তার সহিত দীর্ঘ সময় ধরে উদরাময় SWELLING, size of a fist in transverse, with long continued diarrhea (1)
94 Intestines টানবোধ TENSION (2)
95 Intestines বেধে রাখা আছে এমন অনুভূতি যেন TIED, sensation as if (2)
96 Intestines ছিঁড়ে গেছে এমন অনুভূতি যেন TORN out, sensation as if (2)
97 Intestines বোধশক্তির জড়ত্ব TORPOR (18)
98 Intestines কোন কিছু উপরদিকে ছুড়ে মারা অনুভূতি TOSSED-about sensation (1)
99 Intestines যক্ষ্মারোগ TUBERCULOSIS, of (3)
100 Intestines মোচড়ান অনুভূতি TWISTED sensation (2)
101 Intestines টাইফলাইটিস TYPHLITIS (24)
102 Intestines টাইফয়েড জ্বর, জ্বরবিকার TYPHOID, fever, typhus (0)
103 Intestines ক্ষত ULCERS (20)
104 Intestines উপরদিকে-পাক খাওয়া অনুভূতি, যেন অন্ত্রের চেপে রাখার ক্ষমতা নষ্ট হয়েছে UPTURNING, sensation of, as if intestines lost their hold (1)
105 Intestines দুর্বলতা WEAKNESS, of (11)
106 Intestines ক্রিমি থাকার অনুভূতি, তাতে যেন মোচড়ায় WORM, sensation, writhing along in (1)
107 Intestines ক্রিমি পরজীবী সাধারণ WORMS, parasites, general (69)

Mind – AVERSION এর ৩২ টি সাব রুব্রিক:

1 Mind বিতৃষ্ণা AVERSION (0)
2 Mind বিতৃষ্ণা, কেউ নিকটে আসা বা কারো নিকটে যাওয়া AVERSION, approached, to being (14)
3 Mind বিতৃষ্ণা, গোসল করার প্রতি AVERSION, bathing, to (5)
4 Mind বিতৃষ্ণা, কালো ও অন্ধকার সব কিছুতেই AVERSION, black and sombre, everything that is (3)
5 Mind বিতৃষ্ণা, শিশুদের প্রতি AVERSION, children, to (5)
6 Mind বিতৃষ্ণা, অন্ধকারময়তার প্রতি AVERSION, darkness, to (2)
7 Mind বিতৃষ্ণা, প্রত্যেক বস্তুতে AVERSION, everything, to (38)
8 Mind বিতৃষ্ণা, পরিবারের লোকজনের প্রতি AVERSION, family members, to (21)
9 Mind বিতৃষ্ণা, বন্ধুদের প্রতি AVERSION, friends, to (6)
10 Mind বিতৃষ্ণা, হই চই গোলমালে AVERSION, fuss (1)
11 Mind বিতৃষ্ণা, কোথাও যাওয়া AVERSION, going out (1)
12 Mind বিতৃষ্ণা, নিজের প্রতি AVERSION, herself, to (4)
13 Mind বিতৃষ্ণা, নিজের স্বামীর প্রতি AVERSION, husband, to her (9)
14 Mind বিতৃষ্ণা, হাস্যময় মুখমণ্ডলে AVERSION, laughing faces, to (1)
15 Mind বিতৃষ্ণা, আলোর প্রতি AVERSION, light, to (1)
16 Mind বিতৃষ্ণা, সাহিত্যিক লোকদের AVERSION, literary, persons (1)
17 Mind বিতৃষ্ণা, পুরুষদের প্রতি AVERSION, men, to (10)
18 Mind বিতৃষ্ণা, মায়ের প্রতি AVERSION, mother, to (1)
19 Mind বিতৃষ্ণা, রাতে AVERSION, night (1)
20 Mind বিতৃষ্ণা, পিতামাতার প্রতি AVERSION, parents, to (1)
21 Mind বিতৃষ্ণা, সকল মানুষের AVERSION, persons, to all (8)
22 Mind বিতৃষ্ণা, স্থান সম্পর্কিত AVERSION, places (1)
23 Mind বিতৃষ্ণা, গর্ভাবস্থায় কারো জন্য স্নেহ মমতা থাকেনা AVERSION, pregnancy, no affection for anybody during (2)
24 Mind বিতৃষ্ণা, লাল বস্তুর প্রতি AVERSION, red, to (1)
25 Mind বিতৃষ্ণা, বিপরীত লিঙ্গের প্রতি ধর্মসংক্রান্ত বিতৃষ্ণা AVERSION, religious, to the opposite sex (3)
26 Mind বিতৃষ্ণা, স্কুলের প্রতি AVERSION, school, to (4)
27 Mind বিতৃষ্ণা, যৌনক্রিয়ায় AVERSION, sex (3)
28 Mind বিতৃষ্ণা, সমাজের প্রতি AVERSION, society (4)
29 Mind বিতৃষ্ণা, যারা তার কাছাকাছি AVERSION, those, around (1)
30 Mind বিতৃষ্ণা, পানিতে AVERSION, water (2)
31 Mind বিতৃষ্ণা, তার স্ত্রীর প্রতি AVERSION, wife, to his (6)
32 Mind বিতৃষ্ণা, স্ত্রীলোকের প্রতি AVERSION, women, to (13)

Mind – CHEERFUL এর ৫৫ টি সাব রুব্রিক:

1 Mind প্রফুল্ল CHEERFUL (172)
2 Mind প্রফুল্ল, বিকেলে CHEERFUL, afternoon (14)
3 Mind প্রফুল্ল, খোলা বাতাসে CHEERFUL, air, in open (20)
4 Mind প্রফুল্লতার সহিত পর্যায়ক্রমে CHEERFUL, alternating with (0)
5 Mind প্রফুল্ল, বিছানায় থাকাকালে CHEERFUL, bed, in (1)
6 Mind প্রফুল্ল, কারণহীন CHEERFUL, causeless (1)
7 Mind প্রফুল্ল, শীত লাগার সময় CHEERFUL, chill, during (6)
8 Mind প্রফুল্ল, এক হাতে তালি বাজায় CHEERFUL, clapping one’s hands (2)
9 Mind প্রফুল্ল, লোক সঙ্গে থাকার সময় CHEERFUL, company, in (1)
10 Mind প্রফুল্ল, কোষ্ঠকাঠিন্য অবস্থায় CHEERFUL, constipated, when (2)
11 Mind প্রফুল্ল, খিঁচুনির পড়ে CHEERFUL, convulsions, after (1)
12 Mind প্রফুল্ল, নৃত্য, হাসাহাসি ও গান গাওয়ার সহিত CHEERFUL, dancing, laughing, singing, with (6)
13 Mind প্রফুল্ল, দিবাভাগে CHEERFUL, daytime (7)
14 Mind প্রফুল্ল, মৃত্যুর চিন্তা করলে CHEERFUL, death, while thinking of (1)
15 Mind প্রফুল্ল, হওয়ার ইচ্ছা CHEERFUL, desires to be (1)
16 Mind প্রফুল্ল, ধ্বংস করার সহিত CHEERFUL, destruction, with (1)
17 Mind প্রফুল্ল, স্বপ্ন দেখার পরে CHEERFUL, dreams, after (1)
18 Mind প্রফুল্ল, মাতাল অবস্থায় CHEERFUL, drunkenness, during (3)
19 Mind প্রফুল্ল, খাবার খাওয়ার সময় CHEERFUL, eating, while (4)
20 Mind প্রফুল্ল, সন্ধ্যায় CHEERFUL, evening (42)
21 Mind প্রফুল্লতা, অনুসরণ করে CHEERFUL, followed by (0)
22 Mind প্রফুল্ল, ও নির্বোধ CHEERFUL, foolish, and (13)
23 Mind প্রফুল্ল, পূর্বাহ্ণে CHEERFUL, forenoon (12)
24 Mind প্রফুল্ল, মাথা ব্যথার সহিত CHEERFUL, headache, with (1)
25 Mind প্রফুল্ল, হৃৎপিণ্ডের রোগের সহিত CHEERFUL, heart, disease, with (1)
26 Mind প্রফুল্ল, উত্তাপ অবস্থায় CHEERFUL, heat, during (5)
27 Mind প্রফুল্ল, হিস্টিরিয়া গ্রস্ত CHEERFUL, hysterical (1)
28 Mind প্রফুল্ল, ও বাঁচাল CHEERFUL, loquacious, and (2)
29 Mind প্রফুল্ল, হাতের কাজ করার সময় CHEERFUL, manual labor, during (1)
30 Mind প্রফুল্ল, মনমরা ভাবের সহিত CHEERFUL, melancholy, with (1)
31 Mind প্রফুল্ল, ঋতুস্রাবের সময় CHEERFUL, menses, during (2)
32 Mind প্রফুল্ল, অন্যদের আকস্মিক দুর্দশা দেখে CHEERFUL, misfortune of others, from (1)
33 Mind প্রফুল্ল, বিষাদগ্রস্ত অবস্থায় CHEERFUL, morbidly (1)
34 Mind প্রফুল্ল, সকালে CHEERFUL, morning (21)
35 Mind প্রফুল্ল, মিউজিকের ফলে CHEERFUL, music, from (1)
36 Mind প্রফুল্ল, কখনো হয় না CHEERFUL, never (2)
37 Mind প্রফুল্ল, রাতে CHEERFUL, night (17)
38 Mind প্রফুল্ল, বেদনার সময় CHEERFUL, pain, with all (1)
39 Mind প্রফুল্ল, আকস্মিক প্রচণ্ড প্রকোপের সময় CHEERFUL, paroxysms, in (1)
40 Mind প্রফুল্ল, ঘর্মাবস্থায় CHEERFUL, perspiration, during (4)
41 Mind প্রফুল্ল, ধাতু নির্গত হওয়ার পরে CHEERFUL, pollutions, after (1)
42 Mind প্রফুল্ল, ও ঝগড়াটে CHEERFUL, quarrelsome, and (2)
43 Mind প্রফুল্ল, ঘরের ভিতরে উপশম CHEERFUL, room, in the, amel. (1)
44 Mind প্রফুল্ল, বিষন্নতার পরে CHEERFUL, sadness, after (4)
45 Mind প্রফুল্ল, গম্ভীরতার সহিত CHEERFUL, seriousness, with (2)
46 Mind প্রফুল্ল, সহবাসের পরে CHEERFUL, sex, after (1)
47 Mind প্রফুল্ল, চিৎকার চেঁচামেচির সহিত CHEERFUL, shouting (1)
48 Mind প্রফুল্ল, হতাশ হলে প্রফুল্লতার অভিনয় করে CHEERFUL, simulates hilarity, while he feels wretched (1)
49 Mind প্রফুল্ল, ঘুমানোর সময় CHEERFUL, sleep, during (10)
50 Mind প্রফুল্ল, মলত্যাগের পরে CHEERFUL, stools, after (5)
51 Mind প্রফুল্ল, রাতের খাবারের পরে CHEERFUL, supper, after (1)
52 Mind প্রফুল্ল, অবিবেচকের মত CHEERFUL, thoughtless (1)
53 Mind প্রফুল্ল, বজ্রপাত ও বিজলীপাতের সময় CHEERFUL, thunders and lightens, when it (4)
54 Mind প্রফুল্ল, মূত্রত্যাগের পরে CHEERFUL, urination, after (4)
55 Mind প্রফুল্ল, জাগ্রত হলে CHEERFUL, waking, on (3)

Mind – CONFUSION এর ১০৪ টি সাব রুব্রিক:

1 Mind গুলিয়ে ফেলে CONFUSION (299)
2 Mind গুলিয়ে ফেলে, বিকেলে CONFUSION, afternoon (33)
3 Mind গুলিয়ে ফেলে, খোলা বাতাসে CONFUSION, air, in open (12)
4 Mind গুলিয়ে ফেলে, নিজকে জাগিয়ে তোলতে বাধ্য হয় CONFUSION, arouse himself, compelled to (4)
5 Mind গুলিয়ে ফেলে, উপর দিকে উঠলে বৃদ্ধি CONFUSION, ascending, agg. (2)
6 Mind গুলিয়ে ফেলে, বিছানায় থাকা অবস্থায় CONFUSION, bed, while in (4)
7 Mind গুলিয়ে ফেলে, বিয়ার পান করার ফলে CONFUSION, beer, from (10)
8 Mind গুলিয়ে ফেলে, ঢেঁকুর-উদ্গারে উপশম CONFUSION, belching, amel. (3)
9 Mind গুলিয়ে ফেলে, রুটিতে বৃদ্ধি CONFUSION, bread agg. (1)
10 Mind গুলিয়ে ফেলে, নাস্তা করার পরে CONFUSION, breakfast, after (2)
11 Mind গুলিয়ে ফেলে, হিসাব করার সময় CONFUSION, calculating, when (4)
12 Mind গুলিয়ে ফেলে, মদ্যপানোৎসবের পরে CONFUSION, carousal, after a (2)
13 Mind গুলিয়ে ফেলে, ভারি বস্তু বহন করার সময় CONFUSION, carrying heavy loads, when (1)
14 Mind গুলিয়ে ফেলে, শীত লাগার সময় CONFUSION, chill, during (20)
15 Mind গুলিয়ে ফেলে, চক্ষু বন্ধ করলে CONFUSION, closing eyes, on (1)
16 Mind গুলিয়ে ফেলে, কফি পান করার পরে CONFUSION, coffee, after (4)
17 Mind গুলিয়ে ফেলে, ঠাণ্ডা পানিতে গোসল করলে উপশম CONFUSION, cold, bath, amel. (3)
18 Mind গুলিয়ে ফেলে, ঠাণ্ডায় থাকার পরে CONFUSION, cold, taking a, after (1)
19 Mind গুলিয়ে ফেলে, মনঃসংযোগ করার চেষ্টা করলে CONFUSION, concentrate the mind, on attempting to (11)
20 Mind গুলিয়ে ফেলে, কথোপকথনে বৃদ্ধি CONFUSION, conversation, agg. (1)
21 Mind গুলিয়ে ফেলে, আক্ষেপের পূর্বে CONFUSION, convulsions, before (1)
22 Mind গুলিয়ে ফেলে, কাশির প্রকোপ উঠার পূর্বে CONFUSION, cough, before paroxysm of (1)
23 Mind গুলিয়ে ফেলে, ক্রন্দন করলে উপশম CONFUSION, crying, amel. (1)
24 Mind গুলিয়ে ফেলে, দৈনন্দিন বিষয়াবলি সম্পর্কিত CONFUSION, daily, affairs, about (1)
25 Mind গুলিয়ে ফেলে, ক্ষীণ দৃষ্টির সহিত CONFUSION, dimness, of eyes, with (1)
26 Mind গুলিয়ে ফেলে, ডিনারের পরে CONFUSION, dinner, after (11)
27 Mind গুলিয়ে ফেলে, স্বপ্নে যেন রয়েছে CONFUSION, dream, as if in (25)
28 Mind গুলিয়ে ফেলে, পানি পান করার পরে CONFUSION, drinking, after (5)
29 Mind গুলিয়ে ফেলে, তন্দ্রাচ্ছন্নভাব প্রতিরোধ করার সময় CONFUSION, drowsiness, while resisting (1)
30 Mind গুলিয়ে ফেলে, দুইজন থাকার অনুভূতি CONFUSION, duality, sense of (31)
31 Mind গুলিয়ে ফেলে, খাবার খাওয়ার পরে CONFUSION, eating, after (52)
32 Mind গুলিয়ে ফেলে, শুক্রপাতের ফলে CONFUSION, emissions (2)
33 Mind গুলিয়ে ফেলে, মৃগীরোগে আক্রান্ত হওয়ার পরে CONFUSION, epileptic attack, after (2)
34 Mind গুলিয়ে ফেলে, সন্ধ্যায় CONFUSION, evening (77)
35 Mind গুলিয়ে ফেলে, উত্তেজনার ফলে উপশম CONFUSION, excitement, amel. (2)
36 Mind গুলিয়ে ফেলে, পূর্বাহ্ণে CONFUSION, forenoon (3)
37 Mind গুলিয়ে ফেলে, টুপি পড়লে বৃদ্ধি CONFUSION, hat, putting on, agg. (2)
38 Mind গুলিয়ে ফেলে, দেহ হতে যেন মাথা বিচ্ছিন্ন CONFUSION, head separated from body, as if (4)
39 Mind গুলিয়ে ফেলে, মাথা ব্যথার সহিত CONFUSION, headache, with (9)
40 Mind গুলিয়ে ফেলে, উত্তাপ অবস্থায় CONFUSION, heat, during (25)
41 Mind গুলিয়ে ফেলে, তার পরিচয় যেন CONFUSION, identity, as to his (20)
42 Mind গুলিয়ে ফেলে, মাথায় আঘাত লাগার পরে CONFUSION, injury to head, after (3)
43 Mind গুলিয়ে ফেলে, বাধা বা প্রতিবন্ধকতার ফলে CONFUSION, interruption, from (2)
44 Mind গুলিয়ে ফেলে, মাতালের মত যেন CONFUSION, intoxicated, as if (45)
45 Mind গুলিয়ে ফেলে, সে কোথায় আছে বুঝতে পারে না অথবা তার নিকটস্থ বস্তু সমূহ চিনতে পারে না CONFUSION, knows not where she is nor whenever came to objects around her (6)
46 Mind গুলিয়ে ফেলে, হাসলে বৃদ্ধি CONFUSION, laughing, agg. (1)
47 Mind গুলিয়ে ফেলে, স্থান বা অবস্থান সম্পর্কিত CONFUSION, location, about (4)
48 Mind গুলিয়ে ফেলে, চলার পথে সে তার পরিচিত রাস্তা হারিয়ে ফেলে CONFUSION, loses, his way in well-known streets (9)
49 Mind গুলিয়ে ফেলে, শয়ন করার সময় CONFUSION, lying, when (10)
50 Mind গুলিয়ে ফেলে, হস্তমৈথুনের ফলে CONFUSION, masturbation, from (1)
51 Mind গুলিয়ে ফেলে, ঋতুস্রাবের সময় CONFUSION, menses, during (6)
52 Mind গুলিয়ে ফেলে, মানসিক পরিশ্রমের ফলে CONFUSION, mental exertion, from (48)
53 Mind গুলিয়ে ফেলে, গর্ভপাতের পরে CONFUSION, miscarriage, after (2)
54 Mind গুলিয়ে ফেলে, ভুল করে CONFUSION, mistakes, makes (1)
55 Mind গুলিয়ে ফেলে, বস্তু ও বিষয় মিলিয়ে ফেলে CONFUSION, mixes subjective and objective (6)
56 Mind গুলিয়ে ফেলে, সকালে CONFUSION, morning (113)
57 Mind গুলিয়ে ফেলে, নড়াচড়া করার ফলে CONFUSION, motion, from (15)
58 Mind গুলিয়ে ফেলে, রাতে CONFUSION, night (19)
59 Mind গুলিয়ে ফেলে, কানে শব্দ হওয়ার ফলে CONFUSION, noises, in ear, from (1)
60 Mind গুলিয়ে ফেলে, নাক দিয়ে রক্ত ঝরলে উপশম CONFUSION, nosebleed, amel. (4)
61 Mind গুলিয়ে ফেলে, বার্ধক্য বয়সে CONFUSION, old age, in (3)
62 Mind গুলিয়ে ফেলে, বেদনার প্রকোপের সময় CONFUSION, paroxysms of pain, during (6)
63 Mind গুলিয়ে ফেলে, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত CONFUSION, periodic (1)
64 Mind গুলিয়ে ফেলে, ঘর্মাবস্থায় CONFUSION, perspiration, during (3)
65 Mind গুলিয়ে ফেলে, গর্ভধারণ অবস্থায় CONFUSION, pregnancy, during (1)
66 Mind গুলিয়ে ফেলে, অতীত বিষয়াবলী বর্তমান মনে হয় CONFUSION, present for the past (1)
67 Mind গুলিয়ে ফেলে, পড়াশোনা করার সময় CONFUSION, reading, while (15)
68 Mind গুলিয়ে ফেলে, যানবাহনে পরিভ্রমণ করার সময় CONFUSION, riding, while (2)
69 Mind গুলিয়ে ফেলে, শোয়া বসা থেকে উঠার পরে CONFUSION, rising, after (12)
70 Mind গুলিয়ে ফেলে, ঘরের ভিতরে CONFUSION, room, in (2)
71 Mind গুলিয়ে ফেলে, কানের পিছনে চুলকায় CONFUSION, scratching, ear, behind (1)
72 Mind গুলিয়ে ফেলে, সহবাসের পরে CONFUSION, sex, after (9)
73 Mind গুলিয়ে ফেলে, বসা অবস্থায় CONFUSION, sitting, while (32)
74 Mind গুলিয়ে ফেলা পরিস্থিতি CONFUSION, situations, of (1)
75 Mind গুলিয়ে ফেলে, নিদ্রালুতার সহিত CONFUSION, sleepiness, with (4)
76 Mind গুলিয়ে ফেলে, নিদ্রাযাপন করার পরে CONFUSION, sleeping, after (14)
77 Mind গুলিয়ে ফেলে, ধূমপানের পরে CONFUSION, smoking, after (6)
78 Mind গুলিয়ে ফেলে, সুরাযুক্ত কড়া মদ্য পান করার ফলে CONFUSION, spirituous liquors, from (8)
79 Mind গুলিয়ে ফেলে, কথা বলার সময় CONFUSION, spoken to, when (1)
80 Mind গুলিয়ে ফেলে, দাঁড়িয়ে থাকা অবস্থায় CONFUSION, standing, while (10)
81 Mind গুলিয়ে ফেলে, বক্ষে সুঁই বিদ্ধ হওয়া অনুভূতির ফলে CONFUSION, stitches in chest, from (1)
82 Mind গুলিয়ে ফেলে, মলত্যাগে উপশম CONFUSION, stool amel. (3)
83 Mind গুলিয়ে ফেলে, অবনত হলে CONFUSION, stooping, when (13)
84 Mind গুলিয়ে ফেলে, আড়মোড়া দিলে CONFUSION, stretching on the couch, on (1)
85 Mind গুলিয়ে ফেলে, রোদের মধ্যে CONFUSION, sun, in the (2)
86 Mind গুলিয়ে ফেলে, আশেপাশের বিষয়সমূহ CONFUSION, surroundings, of (3)
87 Mind গুলিয়ে ফেলে, কথা বলার সময় CONFUSION, talking, while (6)
88 Mind গুলিয়ে ফেলে, চিন্তা করলে বৃদ্ধি CONFUSION, thinking of it agg. (2)
89 Mind গুলিয়ে ফেলে, সময় সম্পর্কে CONFUSION, time, to (3)
90 Mind গুলিয়ে ফেলে, খুঁটিনাটি বিষয় CONFUSION, trifles, about (1)
91 Mind গুলিয়ে ফেলে, মূত্রত্যাগ করলে উপশম CONFUSION, urination, amel. (1)
92 Mind গুলিয়ে ফেলে, শিরোঘূর্ণনের সহিত CONFUSION, vertigo, with (5)
93 Mind গুলিয়ে ফেলে, বিরক্তির পরে CONFUSION, vexation, after (1)
94 Mind গুলিয়ে ফেলে, বমি করলে উপশম CONFUSION, vomiting, amel. (1)
95 Mind গুলিয়ে ফেলে, জাগ্রত হলে CONFUSION, waking, on (68)
96 Mind গুলিয়ে ফেলে, হাঁটার সময় CONFUSION, walking, while (37)
97 Mind গুলিয়ে ফেলে, উষ্ণ ঘরে CONFUSION, warm room, in (11)
98 Mind গুলিয়ে ফেলে, মুখমণ্ডল ধৌত করলে উপশম CONFUSION, washing, the face amel. (7)
99 Mind গুলিয়ে ফেলে, দৃঢ় প্রচেষ্টায় উপশম CONFUSION, will, strong effort of, amel. (1)
100 Mind গুলিয়ে ফেলে, মদ পান করার পরে CONFUSION, wine, after (10)
101 Mind গুলিয়ে ফেলে, কাজ করার সময় CONFUSION, working, while (1)
102 Mind গুলিয়ে ফেলে, মাথা আবৃত করলে উপশম CONFUSION, wrapping, up head amel. (1)
103 Mind গুলিয়ে ফেলে, লেখালেখি করার সময় CONFUSION, writing, while (10)
104 Mind গুলিয়ে ফেলে, হাইতুললে উপশম CONFUSION, yawning, amel. (1)

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *