একজিমার চিকিৎসা (Eczema) (টিউটোরিয়াল সহ)

একজিমার চিকিৎসা

চামড়ার উপড়ে রুক্ষ উদ্দীপ্ত ও বর্ণ বিকৃত অবস্থা যাতে ফোস্কা, চুলকানি, রক্তক্ষরণ, জ্বালা, ব্যথা সহ নানাপ্রকার উপসর্গ হতে পারে। আক্রান্ত স্থান সাধারণত ভেজা থাকে তাতে পুঁজ হতে পারে আবার নাও হতে পারে। এ রোগ একজিমাটাস ডার্মাটাইটিসের (eczematous dermatitis) প্রতিক্রিয়া ছাড়াও বাহ্যিক প্রতিক্রিয়ার ফলে হতে পারে। একজিমার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

 

[dzs_videogallery id=”Eczema” db=”main”]

 

কারণ: চামড়ার অতি সংবেদনশীলতা অর্থাৎ অত্যধিক উত্তেজনা প্রবণ চামড়া যাতে অল্পতেই প্রদাহ সৃষ্টি জনিত কারণে একজিমা নামক চর্মরোগ হয়। বিভিন্ন কারণে চামড়ায় অতি সংবেদনশীলতা বা এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যেমন বাহ্যিক এলার্জিক কারণ গুলো হল সূর্যালোক, পানি, সাবান, গাছ, খাদ্য, ওষুধ, রাসায়নিক পদার্থ ইত্যাদি। আভ্যন্তরীণ এলার্জিক কারণ গুলো হল যকৃত ও পরিপাক তন্ত্রের রোগ, কৃমি, দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণ, অত্যধিক টেনশন  ইত্যাদি।

অবস্থান: একজিমা সাধারণত কনুইয়ের সামনের ভাজে, কব্জির পেছনে, হাঁটুর পেছনের ভাজে, গোড়ালির সামনের ভাজে বেশী হয়ে থাকে। বাচ্চাদের মুখে, হাতে, পায়ের তালুতে হতে পারে।

প্রকারভেদ (Types): একজিমা প্রধানত দু’ধরনের হয়ে থাকে।

  • সদ্য আক্রান্ত একজিমা (Acute): ত্বকে লাল ক্ষত হয়, ফুলে যায়, ফুসকুড়ি দেখা দেয়, চুলকায়, ইনফেকশন হলে পুঁজ হয়, সাধারণত ভেজা থাকে।
  • পুরাতন একজিমা (Chronic): হলে পুঁজ হয় সাধারণত ভেজা থাকে ত্বক গাড় রং এর কিংবা কালো হয়ে যায় চুলকানি কিছুটা কম হয়, ত্বক পুরু হয়ে যায় সাধারণত শুকনা থাকে।

একজিমার চিকিৎসা:

নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

 

একজিমার রেপার্টরি রুব্রিকঃ

  1. একজিমা ECZEMA (103) 2 aethi-m, 1 aln, 1 alum, 1 am-c, 1 am-m, 1 anac, 2 ant-c, 1 arg-n, 3 ARS, 3 ARS-I, 1 astac, 1 aur, 2 aur-m, 3 BAR-M, 1 bell, 1 berb, 1 berb-a, 1 bor, 2 bov, 1 brom, 1 bry, 2 calad, 3 CALC, 3 CALC-S, 1 canth, 1 caps, 1 carb-ac, 1 carbn-s, 2 carb-v, 2 carc, 1 cast-eq, 2 caust, 1 chrysar, 3 CIC, 1 clem, 1 com, 1 con, 1 cop, 3 CROTO-T, 1 cycl, 3 DULC, 1 fl-ac, 1 frag, 1 fuli, 3 GRAPH, 3 HEP, 1 hippoz, 1 hydr, 1 hydrc, 2 iris, 3 JUG-C, 3 JUG-R, 2 kali-ar, 1 kali-bi, 2 kali-c, 2 kali-chl, 1 kali-m, 2 kali-s, 1 kreos, 1 lach, 1 led, 2 lith, 2 lyc, 2 mang, 2 merc, 1 merc-d, 1 merc-s, 3 MEZ, 1 mur-ac, 1 nat-m, 1 nat-p, 2 nat-s, 1 nit-ac, 1 nux-v, 3 OLND, 3 PETR, 2 phos, 2 phyt, 1 piloc, 2 plb, 1 podo, 1 prim-v, 3 PSOR, 2 ran-b, 3 RHUS-T, 1 rhus-v, 2 sars, 2 sep, 2 sil, 1 skook, 2 staph, 3 SULPH, 3 SUL-I, 1 tarent-c, 1 tell, 2 thuj, 2 thyr, 1 tub, 1 ust, 2 vinc, 2 viol-t, 1 x-ray, 1 xero

  2. একজিমা একুইট অবস্থায় ECZEMA acute form (9) 1 acon, 1 anac, 1 bell, 1 canth, 2 chin-s, 2 croto-t, 1 mez, 2 rhus-t, 1 sep

  3. একজিমার সহিত পর্যায়ক্রমে অভ্যন্তরীণ পীড়া (1) ECZEMA alternating, with internal affections (1) 2 graph

  4. একজিমা শিশুদের ECZEMA children, in (4) 1 carc, 1 graph, 1 nat-m, 1 sulph

  5. একজিমা পাকস্থলীসংক্রান্ত লক্ষণের সহিত ECZEMA gastric symptoms, with (2)

    1. 1 ant-c, 1 iris

  6. একজিমা মেডিডেন্স প্রকারের ECZEMA madidans (12) 1 cic, 1 con, 1 dulc, 1 graph, 1 hep, 1 kali-m, 1 merc-c, 1 mez, 1 sep, 1 staph, 1 tub, 1 viol-t

  7. একজিমা ঋতুলোপকালে বৃদ্ধি ECZEMA menopause agg. (1) 1 mang

  8. একজিমা ঋতুস্রাবের সময় বৃদ্ধি ECZEMA menses, agg. (1) 1 mang

  9. একজিমা স্নায়বিক দৌর্বল্যগ্রস্ত ব্যক্তির ECZEMA neurasthenic persons, in (7) 2 anac, 1 ars, 1 phos, 1 stry, 1 stry-p, 1 viol-t, 1 zinc-p

  10. একজিমা ঘিরে রাখা চর্মের সহিত একজিমা ECZEMA pigmentation in circumscribed areas, following with (1) 1 berb

  11. একজিমা বাতজ-গেঁটেবাতগ্রস্ত মানুষের ECZEMA rheumatic-gouty persons, in (4) 1 alum, 1 lac-ac, 2 rhus-t, 1 urea

  12. একজিমা সমুদ্রপার্শে বসবাস, সমূদ্র যাত্রায়, অতিরিক্ত লবন ব্যবহারের ফলে (1) ECZEMA seaside, at the, ocean voyage, excess of salt (1) 2 nat-m

  13. একজিমা স্পর্শকাতর বেদনা, যেন ছাল উঠেছে ECZEMA sore, as if excoriated (1) 2 skook

  14. একজিমা স্ক্রুফোলা ধাতু গ্রস্থ ব্যক্তির ECZEMA strumous persons, in (15) 2 aethi-m, 2 ars-i, 1 calc, 2 calc-i, 1 calc-p, 1 caust, 1 cist, 1 croto-t, 2 hep, 1 merc, 1 merc-c, 1 rumx, 1 sep, 1 sil, 1 tub

  15. একজিমা ঋতুস্রাব চাপা পড়ার ফলে ECZEMA suppressed menses, from (1) 1 kali-m

  16. একজিমা প্রস্রাব, পাকস্থলী, লিভার সংক্রান্ত বিশৃঙ্খলার সহিত ECZEMA urinary, gastric, hepatic disorders, with (1) 1 lyc

  17. একজিমা টিকা গ্রহণের, পরে ECZEMA vaccination, after (1) 1 skook

  18. একজিমা টিকা গ্রহণের, পরে বৃদ্ধি ECZEMA vaccination, after agg. (1) 1 mez

  19. একজিমা সমস্ত দেহে ECZEMA whole body, over (2) 1 croto-t, 1 rhus-t

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “একজিমা Skin, ECZEMA” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

[dzs_videogallery id=”hdhomeo” db=”main”]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *