সবকিছু স্বাভাবিক থেকে বড় মনে হয়। |
দাঁত সহজে ভেঙ্গে যায়। |
গাঁটে গাঁটে অত্যন্ত দুর্বলতা, রাত্রে হাড়ের ভিতর জ্বালা। |
বার বার হাঁচি হওয়ার উপক্রম। |
কাশলে উপর পেট হতে বুকের দুই পাশে সূচ ফোটানোর মত ব্যথা। |
আঠার মত পায়খানা তার সহিত মলদ্বারে চুলকানি। |
চামড়া ও শ্লৈষ্মিক ঝিল্লীতে এই ঔষধ উপদাহ সৃষ্টি করে। অস্থিসমূহের ভিতর জ্বালাকর বেদনা। অঙ্গ-প্রত্যঙ্গের বেদনা ও সন্ধিগুলিতে পক্ষাঘাতের মত দুর্বলতা। শ্বাস-প্রশ্বাস ও চামড়ার লক্ষণসমূহ গুরুত্বপূর্ণ। তীব্র জ্বালাকর বেদনা। ক্যান্সার রোগের বেদনা। প্রতিটি বস্তুই স্বাভাবিক থেকে বড়ো বলে মনে হয়।
মাথা – তরুন উন্মাদ অবস্থা। তীব্র চাপবোধযুক্ত মাথার বেদনা।
মুখমন্ডল – ইরিসিপেলাস; হলুদ ফোস্কাসমূহ। গালে জ্বালা, বামদিকে বেশী হয়। চোখ প্রদাহিত ও সকালে চোখ জুড়ে যায়। গালের উপর লালবর্ণের স্ফীতি। নাকের চুলকানি তৎসহ নাসিকা গলনলীয় অংশ থেকে শ্লেষ্মাস্রাব।
পাকস্থলী — প্রচন্ড ক্ষুধার্ত, প্রচুর লবনাক্ত লালাস্রাব। মুখে জলকাটে। ঠান্ডা পানীয় পানের তীব্র ইচ্ছা।
উদর – পেটে গোলের ভিতর ঢোকা; আক্ষেপিক, পেট ফাঁপাজনিত শূলবেদনা। গাঁ জলাযুক্ত মল, প্রচুর কাদার মত। পেটের ভিতরে শূন্যবোধ।
শ্বাস-প্রশ্বাস – বাধাপ্রাপ্ত শ্বাস-প্রশ্বাস, মনে হয় যেন বক্ষঃগহুর যথেষ্ট মাত্রায় প্রসারিত হতে পারছেনা। আক্ষেপিক, শুষ্ক কাশি, দিনে ও রাত্রে, তৎসহ হাঁপানী। তীব্র, তরল সর্দি, তৎসহ জ্বালা ও কাশি। অবিরাম কাশি, তৎসহ পাকস্থলীর উপরের অংশ থেকে বুকের দুই ধারে সুঁচ ফোটার মত বেদনা। ঘুংড়িকাশি, শুষ্ক, ফাঁপা ধরণের শব্দযুক্ত কাশি। বুকের ভিতর গরমবোধ, যেন মনে হয় গরম খাবার খেয়েছে। এই জাতীয় অনুভূতি।
অঙ্গ-প্রত্যঙ্গ – পক্ষাঘাতের বেদনা। হিপজয়েন্ট ও চক্ষু অস্থিতে বেদনা।
চামড়া — ইরিসিপেলাস জাতীয় প্রদাহ, বিশেষ করে গালে। দংশন এবং হুল ফোটার মত বেদনা। লাল, স্ফীত। ফোস্কা যুক্ত ইরিসিপেলাস। কার্বাঙ্কল, পুরাতন, সহজে সারতে চায় না এই জাতীয় ক্ষত তৎসহ দংশনের মত, ছুরি দিয়ে কাটার মত বেদনা। পুরাতন ক্ষত, তৎসহ পুঁজ যুক্ত উদ্ভেদ, গ্যাংগ্রীণ (ইচিনেসিয়া, সিকেলি)। ক্ষতযুক্ত ক্যান্সার ও চর্মের ক্যান্সারজনিত অবুদ।
সম্বন্ধ-তুলনীয় – ইউফর্বিয়া এমিড্যানয়েডস (অস্থিময় গহ্বরের বেদনা, গন্ধ সম্পর্কিত বিভ্রান্তি, ইঁদুরের গন্ধ। আস্বাদ শক্তি কমে যাওয়া উদরাময়; মলকষ্টকর তৎসহ মলদ্বারে বেদনাদায়ক আক্ষেপ।)
ইউফর্বিয়া কোরোল্যাটা – লার্জফ্লাউয়ারিং স্পর্জি—(এটি একটি ঘর্মকারক ও শ্লেষ্মা নিঃসারক ঔষধ বিশেষ মৃত্যুসূচক বমি-বমিভাব ও পাকাশয় অন্ত্রের গোলযোগে। পুরাতন পদ্ধতির চিকিৎসকেরা এই ঔষধটি বিবেচক হিসাবে ব্যবহার করেছেন। ভুক্ত খাদ্যবস্তুর বমি, জল ও শ্লেষ্মাযুক্ত এবং প্রচুর বাহ্যি। আক্রমন সমূহ অল্পসময় পর পর প্রত্যাবর্তন করে। পাকাশয়ের ভিতর থাবা দিয়ে আঁকড়িয়ে থাকার মত অনুভূতি; ঠান্ডা ঘাম)। ভিরেট্রাম এল্বাম)।
ইউফর্বিয়া মার্গিনেটা— স্নোঅন দ্য মাউন্টেন (এই উদ্ভিদের ফুলের মধু বিষাক্ত, উত্তপ্ত ও ঝাঁঝাল আস্বাদযুক্ত। দুধের মত রস রাসটক্সের চামড়ার লক্ষনের মত লক্ষণ প্রকাশ করে।)।
ইউফর্বিয়া পিলুলিফেরা- পিলবিয়ারিং স্পার্জ (ঘড় ঘড় শব্দযুক্ত হাঁপানী, হৃদপিন্ডের ক্রিয়াবৈকল্য হেতু শ্বাসকষ্ট, হে ফিভার ও ব্রঙ্কাইটিস। মূত্রনলীর প্রদাহ তৎসহ, প্রস্রাব করার সময় তীব্র বেদনা এবং তীব্র বেগ। হাজাকর প্রদর স্বাব; সামান্য নড়াচড়ায় বৃদ্ধি। সূর্যের উত্তাপ লাগার ফলে রক্তস্রাব ও আঘাতজনিত রক্তস্রাব)।
এছাড়াও তুলনীয় – সোরালিয়া-কলম্বো দেশের উদ্ভিদ বিশেষ—(ক্যান্সার ও ক্ষতের বেদনা। দূর্গন্ধযুক্ত প্রদরস্রাব। চুলকানি। জরায়ুর অর্বুদ)। ক্রোটনটিগ; জ্যাট্রোফা; কলচিকাম।
দোষগ্ন – ক্যাম্ফর; ওপিয়াম।
শক্তি – ৩য় থেকে ৬ষ্ট শক্তি।