জোনোসিয়া অশোকা JONOSIA ASOKA OR SARACA INDICA [Joan]

জরায়ুর রোগজনিত মাথার অসুস্থতা ও রজঃস্রাব হলে উপশম।
অর্শের সহিত অত্যন্ত কোষ্ঠবধ্যতা, মিস্টি ও টক খেতে চায়, পিপাসা থাকে ও বমিভাব।
বিলম্বে অনিয়মিত ভাবে রজঃস্রাব হয়, রজঃস্রাবের পুর্বে ডিম্বোকোষে ব্যথা।
মূত্র নালির উত্তেজনাসহ রক্তপ্রদারে অশোক উপকারি, শ্বেতপ্রদর ও বাধকের ব্যথাতেও ফল প্রদ।
মেরুদন্ডে ব্যথা হয়ে উদর ও হাঁটু পর্জন্ত বিস্তৃত হয়।

স্ত্রী যৌনাঙ্গের উপর এই ঔষধের বিশাল কাজ আছে। রজোলোপ ও অতিরজা।

মাথা — একদিকের মাথার বেদনা; জরায়ুর রোগের প্রতিবর্ত ক্রিয়া হিসাবে মাথায়। রক্তাধিক্য, মুক্ত বাতাসেও সহজভাবে ঋতুস্রাব প্রবাহে উপশম। চোখের তারা দুটিতে বেদনা; চক্ষুকোটরের উপরে বেদনা, আলোকাতঙ্ক। নাকের সর্দি, প্রচুর, জলের মত স্রাব। ঘ্রানশক্তির বিলুপ্তি।

পাকস্থলী — মিষ্টি খাবার স্পৃহা, এছাড়াও অম্লজাতীয় বস্তুসমূহ। তৃষ্ণার্ত, তীব্র, বমি বমি ভাব, দুর্দমনীয় কোষ্ঠকাঠিণ্য, অর্শ।

স্ত্রীরোগ – ঋতুস্রাব বিলম্বিত ও অনিয়মিত ঋতুস্রাবজনিত শূলবেদনা; রজোলোপ, ডিম্বাশয় স্থানে বেদনা, ঋতুস্রাবের পূর্ব, অতিরজঃ, প্রস্রাব থলির প্রদাহ; প্রদরস্রাব।

ঘুম – ব্যাঘাত প্রাপ্ত। ভ্রমণ সম্বন্ধীয় স্বপ্ন।

পিঠ – শিরদাঁড়া বরাবর বেদনা, বেদনা পেট ও ঊরু স্থান পর্যন্ত প্রসারিত হয়।

শক্তি – অরিষ্ট।

 

Joan : Joanesia Asoka
SYNONYMS:

Saraca Indica

MODALITIES:

> Open air

> Menstrual flow


MIND:

-Good natured, affectionate.

-Easily weeping.

-Satisfied with small things.

-Excitable and fatigued. Do not like to do any work.

-Absentminded, slow to understand.

-Impatient.

-Sentimental.

-Hysteria at puberty.

-Dreams of journey.


GUIDING INDICATIONS:

-Craving-Sweets, Acid things.

-Head-Unilateral headache, reflex uterine, congestive headache > open air > free flow.

-Supraorbital pains.

-Eyes-Photophobia.

-G.I.T.-Desire for sweets, sour things.

-Aversion to milk.

-Excessive nausea.

-Obstipation.

-Haemorrhoids.

-Respiratory system-Nasal catarrh profuse. Watery discharge.

-Anosmia.

-Female genitalia-Amenorrhoea, menorrhagia, metrorrhagia.

-Delayed and irregular menses.

-Menstrual colic.

-Pain in ovaries before flow.

-Menorrhagia with irritable bladder.

-Leucorrhoea.

-Back-Pain along the spine radiating to abdomen and thighs.

-Sleep-Disturbed.

-Dreams of travelling.


KEYNOTES:

1. Irregular menses, menorrhagia, metrorrhagia.

2. Pain in ovaries before flow.

3. Dysmenorrhoea.

4. Reflex uterine congestive headaches > open air > free flow.


NUCLEUS OF REMEDY:

-A remedy for menstrual irregularities.

-Delayed irregular menses, amenorrhoea.


CLINICAL:

-Amenorrhoea, Constipation, Dysmenorrhoea, Haemorrhoids, Metrorrhagia.

-To regularize menstrual cycle.


✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *