২. আদর্শ আরোগ্য কি?
আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হল- দ্রুত সময়ে, রোগীর ক্ষতি না করে, স্থায়ীভাবে, স্বাস্থ্যের পুনঃপ্রবর্তন করা অথবা সংক্ষিপ্ততম সময়ে, সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য ও সর্বাপেক্ষা অনিষ্টবিহীন প্রথায়, সহজবোধ্য নিয়মে রোগীর রোগকে সম্পূর্ণরূপে ধ্বংস করা বা আরোগ্য করা।
The highest ideal of cure is rapid, gentle and permanent restoration of the health, or removal and annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable, and most harmless way, on easily comprehensible principles.