সোরিয়াসিস চিকিৎসা
শরীরের স্থানে স্থানে অস্বাভাবিক চর্ম উদ্ভেদ যার থেকে চলটা বা ভুষির মত পাতলা আবরণ উঠে তাতে চুলকানি হতে পারে নাও হতে পারে, এরূপ ক্রনিক ও অটোইমমিয়ুন প্রদাহ যুক্ত চর্ম রোগকে সোরিয়াসিস বলে। এ রোগটি শরীরের নির্দিষ্ট কয়েকটি স্থানে বা সমস্ত শরীরে আক্রান্ত হয়। আক্রান্ত স্থানে তাকালে গা শিউড়ে উঠে। সোরিয়াসিস চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
সাধারণত ২১ থেকে ২৮ দিনের মধ্যে নতুন চর্ম কোষ উৎপন্ন হয় এবং পুরাতন কোষ ঝরেপড়ে কিন্তু সরিয়েসিসে আক্রান্ত স্থানের চর্মকোষ ২ থেকে ৬ দিনে পরিবর্তন হয় বিধায় আমরা চলটা বা ভুষির মত পাতলা আবরণ দেখতে পাই। সোরিয়াসিস চিকিৎসা এর ক্ষেত্রে এই বিষয় গুলো ভালো করে বিবেচনা করা উচিত।
[dzs_videogallery id=”Psoriasis” db=”main”]
What is Psoriasis? Collected from Wikipedia
Psoriasis is a long-lasting autoimmune disease which is characterized by patches of abnormal skin. These skin patches are typically red, itchy, and scaly. They may vary in severity from small and localized to complete body coverage. Injury to the skin can trigger psoriatic skin changes at that spot, which is known as the Koebner phenomenon.
India, West Bengal, Kolkata and Bangladesh’s people are also affected widely by The Psoriasis.
সরিয়েছিস কতটুকু ঝুঁকিপূর্ণ?
১. সরিয়েছিসে আক্রান্ত রোগীদের হার্টের রোগ ও পরিপাক সংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা অধিক। তবে সোরিয়াসিস চিকিৎসা হোমিওপ্যাথিতে নিলে এ ঝুঁকি অনেকাংশে কমে যায়।
২. সোরিয়াছিসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩০% রোগীর আর্থ্রাইটিস বা জয়েন্ট প্রদাহ ও অকেজো হতে দেখা যায়। তবে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এ ঝুঁকি অনেকাংশে কমে যায়।
৩. গবেষণায় দেখা গিয়েছে এ রোগটির সাথে জীনগত (বংশগত) সম্পর্ক রয়েছে এবং আক্রান্তের পরিবারের ২/১ জন সদস্যের মাঝেও এ রোগ বিস্তৃত হতে পারে।
৪. পৃথিবীর মোট জনসংখ্যার ৩% মানুষ সরিয়েছিসে আক্রান্ত। দুই বাংলার ব্যাপক সংখ্যক মানুষ সোরিয়াসিস রোগে আক্রান্ত। সুধু অ্যামেরিকাতেই ৬০ লক্ষ মানুষ সরিয়েছিসে আক্রান্ত। বাংলাদেশ ও ভারতের সামাজিক প্রেক্ষাপটে এ রোগে আক্রান্ত অসহায় রোগীদের সাথে মানুষ তেমন মিশতে চায়না। অনেকের সংসার ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে।
৫. বিগত ৩০ বৎসরের পরিসংখ্যানে দেখা গিয়েছে এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সোরিয়াসিস চিকিৎসা এর ক্ষেত্রে এই বিষয় গুলো ভালো করে বিবেচনা করা উচিত।
সরিয়েসিসের প্রকারভেদ
১. প্লেক সোরিয়াসিস (plaque psoriasis)
সরিয়েসিসে আক্রান্ত ৮০% রোগী প্লেক সরিয়েসিসের অন্তর্গত। এর বৈশিষ্ট্য হল লালচে প্রদাহিত চর্ম উদ্ভেদের উপরে সিলভার বা সাদা বর্ণের আবরণ, চলটা বা আস উঠে। সাধারণত হাতের কনুই, হাঁটু, মাথা ও পিঠের নিচের দিকে প্লেক সোরিয়াসিস (plaque psoriasis) হতে দেখা যায়।
২. ইনভার্স সোরিয়াসিস (inverse psoriasis)
ইনভার্স সরিয়েসিস সাধারণত বগল, কুঁচকি, স্তন, জনান্দ্রেয় ও নিতম্বের ভাঁজ সহ শরীরের বিভিন্ন ভাঁজে দেখা দেয়।
ইনভার্স সরিয়েসিস দেখতে সাধারণত লালচে হয়, তার চলটা বা আস থাকেনা, অনেকটা মসৃণ ও চকচকে হয়। এটি ঘর্ষণ, চুলকানি ও ঘর্মে জ্বালা যন্ত্রণা করে, অতিমোটা বা চামড়ায় গভীর ভাঁজ যুক্ত ব্যক্তিদের ইনভার্স সোরিয়াসিস (inverse psoriasis) বেশি হয়।
৩. ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস (erythrodermic psoriasis)
ইরিথ্রোডার্মিক সরিয়েসিসের বিশেষত্ব হল এটি লালচে প্রদাহিত ও শরীরের অনেকটা স্থান জুড়ে হয়। প্লেক সরিয়েসিসের পরবর্তী স্টেজেও এটি হয়। এটা থেকে চলটা বা স্রাব ঝরে এতে প্রচণ্ড চুলকানি ও ব্যথা হতে পারে।
ইরিথ্রোডার্মিক সরিয়েসিস শরীরের রাসায়নিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এর ফলে শরীরের প্রোটিন ও ফ্লুয়িড ক্ষতিগ্রস্ত করে, তার ধারণ ক্ষমতা বিনষ্ট করে। যার ফলে রোগীর শোথ রোগ, কম্পন বা কাঁপুনি, অনিয়ন্ত্রিত তাপমাত্রা, নিউমোনিয়া, হার্ট ফেলিওর সহ নানান ধরণের রোগ হতে পারে।
৪. গাউটেড সোরিয়াসিস (guttate psoriasis)
গাউটেড সরিয়েসিস সাধারণত শিশু বা যুবক বয়সে হতে দেখা যায়। এটি লাল ছোট ছোট স্পটের মতো হয়, চামড়া মোটা হয়ে উঠে, প্লাগ সরিয়েসিসের মতো চলটা উঠে।
এর ফলে পরবর্তীতে ঊর্ধ্ব শ্বাসযন্ত্রের অসুস্থতা, স্ট্রেপটোকক্কাল প্রদাহ, টনসিল প্রদাহ, ট্রেস বা টেনশন দেখা দিয়ে রোগটি চাপা পড়তে পারে। আবার পর্যায়ক্রমিক ভাবে ফিরে আসতে পারে।
বহুকাল এ রোগটি অনুপস্থিত থেকে পুনরায় ফিরে আসতে পারে ও প্লাগ সরিয়েসিসে রূপান্তরিত হতে পারে।
৫. পাস্টুলার সোরিয়াসিস (pustular psoriasis)
সরিয়েসিসে আক্রান্ত ৫% রোগী পাস্টুলার সরিয়েসিসের অন্তর্গত, এটি শরীরের নির্দিষ্ট স্থানে সাদা পুজবটিকা বা ফোস্কা উৎপন্ন করে তার চারিদিকে লালচে চামড়া থাকে, এটি শরীরের অন্য স্থানে দ্রুত ছড়িয়ে যায়না ও অন্যকে সংক্রমিত করেনা। এটি চক্রাকারে চামড়া লাল হয়ে উঠে, পুজবটি উৎপাদনের স্তর তৈরি করে, পুঁজ নির্গমন ও চলটা উঠতে থাকে।
করনীয় ও বর্জনীয়:
১. টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে, তার জন্য প্রয়োজনে মেডিটেশন করতে হবে।
২. সোরিয়াসিস চিকিৎসা করার পূর্ব শর্ত হল রোগটিকে মোকাবেলা করার মানুষিক শক্তি অর্জন করতে হবে।
৩. সম রোগে আক্রান্ত রোগীদের সাথে মিসতে হবে। নিজেদের দুঃখ কষ্টের কথা শেয়ার করলে মনের ট্রেস বা চাপ কমবে।
৪. স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। বিশেষ করে ফল, শাকসবজি ও রোগ প্রতিরোধ গুণ সম্পন্ন খাবার পরিমিত ভাবে গ্রহণ করতে হবে।
৫. অতিরিক্ত ফ্যাট, চর্বি যুক্ত, উত্তেজক বা রোগ বৃদ্ধি মূলক খাবার পরিহার করতে হবে। তাহলে সোরিয়াসিস চিকিৎসা দ্রুত কার্যকর হয়।
৬. ধূমপান, এলকোহল, ক্ষারীয় সাবান, অস্বাস্থ্যকর পোশাক ও পরিবেষ পরিহার করতে হবে।
৭. নিয়মিত গোসল, প্রাতঃভ্রমণ ও ব্যায়াম করতে হবে।
সোরিয়াসিস চিকিৎসা:
নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব। অন্তত ২/৩ বৎসর নিয়মিত চিকিৎসা নিতে হয়, চিকিৎসা শুরু করার পরে কয়েক বার রোগ কমবে বাড়বে বা রোগ উপশমিত হয়ে অনেকদিন পরে আবারো বৃদ্ধি হতে পারে তবে পূর্বের মতো তিব্রভাব আর থাকবেনা। এরুপ কমাবাড়া অবস্থাকে মেনে নিয়ে ধৈর্য সহকারে চিকিৎসা নিলে প্রায় ৬০% রোগী হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য হয় ও ২০% রোগীতে উপশম হয়।
আক্রান্ত রোগীদের সোরিয়াসিস চিকিৎসা এর জন্য হোমিওপ্যাথিতে যে রুব্রিক সমূহ প্রাথমিক ভাবে ব্যাবহার করা হয় তা নিম্নে দেয়া হল।
- সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis alum. am-c. ambr. Ant-t. arizon-l. arn. ARS-I. ars-s-f. ars-s-r. Ars. aster. aur-ar. aur-m-n. aur. bell-p. bell. berb-a. borx. bry. bufo Calc-s. Calc. Canth. carb-ac. carb-v. carc. Chin. Chrys-ac. chrysar. cic. Clem. cor-r. cortiso. cupr-act. cupr. dros. dulc. dys. emetin. falco-pe. Fl-ac. Gal-met. gali. Graph. hep. hydrc. hyos. ichth. iod. Iris Kali-ar. kali-br. Kali-c. kali-m. kali-p. Kali-s. lac-mat. led. Lob. LYC. mag-c. manc. Mang-act. Mang. merc-aur. merc-c. merc-i-r. merc-k-i. merc-sul. Merc. Mez. morg-g. mur-ac. naphtin. nat-ar. nat-m. Nit-ac. nit-m-ac. nuph. olnd. pall. Petr. ph-ac. Phos. PHYT. pix plat. plb. positr. Psor. Puls. rad-br. ran-b. Rhus-t. Sarr. Sars. SEP. Sil. staph. stel. still. stry-ar. stry-p. sul-i. Sulph. syph. tell. ter. teucr. thuj. thyr. tritic-vg. tub. ust. verat. x-ray
- শিশুদের SKIN – ERUPTIONS – psoriasis – children; in cupr. sep. STAPH. tub.
- বহুদিনের পুরাতন সরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – chronic cupr-act. cupr.
- ছাল উঠে যায় এমন সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – desquamating
- বিস্তৃত প্রকারের সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – diffusa ars-i. ars. calc. cic. clem. dulc. lyc. merc-i-r. Mez. mur-ac. rhus-t. sulph. thuj.
- ভীত হওয়ার পর হতে সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – fright; after
- মর্ম বেদনা ও চাপা আবেগের পড়ে সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – grief or suppressed emotions; after
- অপ্রতিরোধ্য কিছুতেই উপশম হয়না এমন সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – inveterate carb-ac. clem. Kali-ar. Mang. merc. petr. puls. rhus-t. Sep. Sil. sulph.
- চুলকানি ছাড়া সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – itching; without cupr-act.
- বেগুনী বর্ণের সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – purplish
- শোথ প্রবণ ব্যক্তিদের সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – swollen persons
- সিফিলিস জাত সোরিয়েসিস SKIN – ERUPTIONS – psoriasis – syphilitic ARS-I. asaf. aur-m-n. aur. Cor-r. Graph. Kali-bi. Kali-br. MERC. Nit-ac. phos. PHYT. Sars. thuj.
- মাথায় সরিয়েসিস HEAD – ERUPTIONS – psoriasis Ars-i. cic. Graph. led. lyc. merc. MEZ. olnd. SEP. staph. SULPH.
- মাথার অক্সিপুট অঞ্চলে সরিয়েসিস HEAD – ERUPTIONS – psoriasis – Occiput
- মাথা ব্যথার সহিত সরিয়েসিস HEAD – PAIN – accompanied by – psoriasis iris
- মুখমন্ডলে সোরিয়েসিস FACE – ERUPTIONS – psoriasis Aur. calc. lyc. rhus-t. sulph.
- চোখের ভ্রুতে সোরিয়েসিস FACE – ERUPTIONS – psoriasis – Eyebrows; of
- চুখের ভ্রু ও তার আশেপাশে সোরিয়েসিস FACE – ERUPTIONS – Eyebrows – About – psoriasis
- জিহ্বায় সোরিয়েসিস MOUTH – ERUPTIONS – psoriasis – Tongue Castor-eq. kali-bi. Mur-ac. Sep.
- লিঙ্গাগ্র ত্বকে সোরিয়েসিস MALE GENITALIA/SEX – ERUPTIONS – Penis – Prepuce – psoriasis Sep.
- অণ্ডকোষের থলেতে সোরিয়েসিস MALE GENITALIA/SEX – ERUPTIONS – Scrotum – psoriasis Nit-ac. Petr.
- পিঠে তালি তালি সোরিয়েসিস BACK – ERUPTIONS – psoriasis, patches kali-ar. Mez. positr.
- ঘাড়ে তালি তালি সোরিয়েসিস BACK – ERUPTIONS – psoriasis, patches – Cervical region petr-ra. positr.
- হাতের কনুইয়ে তালি তালি সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Elbows – psoriasis, patches falco-pe. Iris kali-ar. Kali-s. morg-g.
- পায়ের তালুতে তালি তালি সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Feet – Sole of – psoriasis cor-r.
- হাতের আঙ্গুলে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Fingers – psoriasis lyc. teucr.
- হাতের শাহাদাৎ আঙ্গুলে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Fingers – First – psoriasis teucr.
- হাতের নখ ও তার আশেপাশে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Fingers – Nails, about – psoriasis Sep.
- হাতের মধ্যমা আঙ্গুলে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Fingers – Second finger, psoriasis
- অগ্রবাহুতে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Forearms – psoriasis Rhus-t.
- হাতে বিস্তৃত আকারের সরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – psoriasis diffusa Calc. carc. Clem. Graph. Kali-bi. Lyc. mez. PETR. Rhus-t. sars. sel. Sulph.
- হাতের পিঠে পুরাতন সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – Back of hands – psoriasis, chronic aur. bar-c. GRAPH. hep. Lyc. Maland. PETR. Phos. phyt. Rhus-t. sars. Sulph.
- হাতের পিঠে সিফিলিস জাত সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – Back of hands – syphilitic psoriasis aur. Merc. phos.
- হাতের তালুতে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – Palms – psoriasis calc. Clem. cor-r. crot-h. graph. hep. kali-s. Lyc. Med. Merc. mez. Mur-ac. Nat-s. petr. PHOS. Psor. sars. Sel. sil. sul-ac. Sulph. x-ray
- হাতের তালুতে জ্বালা ও চুলকানি যুক্ত সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – Palms – psoriasis – itching and burning
- হাতের তালুতে সিফিলিস জাত সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Hands – Palms – syphilitic psoriasis Ars-i. Ars. Merc. phos. Sel.
- হাঁটুতে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Knees – psoriasis Iris morg-g.
- পায়ে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Legs – psoriasis kali-ar. morg-g.
- উপরের অঙ্গে সোরিয়েসিস EXTREMITIES – ERUPTIONS – Upper limbs – psoriasis Iris kali-ar. Kali-s. rhus-t. sil.
- হাত পায়ের জয়েন্টে প্রদাহ যুক্ত সরিয়েসিস EXTREMITIES – INFLAMMATION – Joints – psoriatic
- ডায়াবেটিস মেলিলোটাসের সহিত সোরিয়েসিস GENERALS – DIABETES MELLITUS – accompanied by – psoriasis mang-act.
- অস্থিতে বেদনার সহিত সোরিয়েসিস GENERALS – PAIN – Bones – accompanied by – psoriasis
রুব্রিক সমূহের তথ্য সূত্রঃ সিন্থেসিস রেপার্টরি।
এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “সোরিয়েসিস Skin, PSORIASIS” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[dzs_videogallery id=”hdhomeo” db=”main”]
SEO Guide: সরিয়েছিস কি? সোরিয়েসিস কি? সোরাইসেস কি? ছোরিয়েসিস কি? সরাইসেস কি? সোরিয়াসিস কি? বাংলাদেশ ভারত ইন্ডিয়া কলকাতা পশ্চিম বঙ্গ psoriasis Bangladesh India West bengal Kolkata Bangli