স্কীন ক্যান্সারের চিকিৎসা – Skin Cancer

স্কীন ক্যান্সারের চিকিৎসা

স্কীন বা চর্ম ক্যান্সার একধরনের ম্যালিগন্যান্ট টিউমার যা ত্বকে হয়। মুখ, গলা, হাত, পিঠ ইত্যাদি সহ শরীরের যে অংশ উন্মুক্ত থাকে সে অংশে সাধারণত স্কীন ক্যান্সার (Skin Cancer) হয়। তবে ঢেকে রাখা স্থানেও হতে পারে। স্কীন ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

সতর্কতাঃ ১. রেডিও অ্যাকটিভ পদার্থ এড়িয়ে চলতে হবে, বিশেষত যারা দীর্ঘস্থায়ী চর্ম রোগে আক্রান্ত তারা রোদ, ওভেনে রান্না করা খাবার, এক্সরে, আল্ট্রাসনো থেকে যথা সম্ভব এড়িয়ে চলতে হবে।

২.  ত্বকের কোন অস্বাভাবিকতা  যেমনঃ শক্ত এবং ফোলা অর্বুদের প্রান্ত যদি চারদিকে ছড়িয়ে পরে, আঁচিল বা চিল যদি হঠাৎ করে বড় হয় বা প্রদাহিত হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

স্কীন ক্যান্সার নির্ণয়ে হিস্টোপ্যাথলজি পরীক্ষা হরতে হয়

চিকিৎসাঃ নিম্নে বর্ণিত লক্ষণ ও তার ঔষধ সমূহ প্রাথমিক ভাবে বিবেচনায় নিয়ে সফল হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব।

ঔষধ প্রয়োগ সম্পর্কিত সাবধানতা

চর্ম ক্যান্সারের রেপার্টরি রুব্রিকঃ

  1. ক্যান্সার, কৌষিক অর্বুদ Skin, CANCER, epithelioma (57) 1 acet-ac, 1 alum, 1 alumn, 1 arg-m, 1 arg-n, 2 ars, 3 ARS-I, 1 ars-s-f, 1 aur, 1 aur-ar, 2 bell, 1 brom, 1 calc, 1 calc-p, 1 calc-sil, 1 carb-ac, 1 carb-an, 2 carc, 1 chr-ac, 1 cic, 1 clem, 3 CON, 2 cund, 1 euph, 1 fuli, 1 ho, 2 hydr, 2 hydrc, 1 kali-ar, 1 kali-chl, 1 kali-m, 2 kali-s, 2 kreos, 2 lap-a, 3 LYC, 1 mag-m, 1 mag-s, 1 merc, 1 merc-c, 1 nat-m, 1 nectrin, 1 nit-ac, 1 phos, 2 phyt, 1 puls, 1 rad-br, 1 rad-br, 1 raja-s, 2 ran-b, 1 ran-s, 1 scroph-n, 1 sep, 2 sil, 2 sol, 1 sulph, 2 thuj, 1 uran-n

  2. ক্যান্সার, কৌষিক অর্বুদ চেপটা Skin CANCER, epithelioma flat (1) 1 cund

  3. ক্যান্সার, কৌষিক অর্বুদ মেলিনমা Skin, CANCER, epithelioma melanoma (7) 2 arg-n, 1 ars, 2 carc, 1 card-m, 2 lach, 2 sol, 1 ph-ac

  4. ক্যান্সার, কৌষিক অর্বুদ রোদের আলো, হতে সৃষ্ট Skin, CANCER, epithelioma sunlight, from (2) 1 carc, 1 sol

  5. স্তন ক্যান্সার, কৌষিক অর্বুদ জাত – CANCER, Breast epithelioma (20) 2 arg-n, 2 ars, 2 ars-i, 1 brom, 3 BUFO, 1 calc, 1 calc-p, 2 clem, 3 CON, 2 hydr, 2 kreos, 2 lach, 1 merc, 2 merc-i-f, 2 phos, 2 phyt, 2 sep, 2 sil, 1 sulph, 1 thuj

  6. চোখের ক্যান্সার, চোখের পাতায় কৌষিক অর্বুদ – CANCER, eyes epithelioma eyelids (5) 1 hydr, 1 lach, 1 phyt, 1 ran-b, 1 thuj

  7. চোখের ক্যান্সার, চোখের নিচের পাতায় কৌষিক অর্বুদ – CANCER, eyes epithelioma eyelids lower (3) 1 apis, 1 cund, 1 thuj

  8. মুখমন্ডলের ক্যান্সার, কৌষিক অর্বুদ জাত – Face, CANCER epithelioma (10) 3 ARS, 1 cic, 1 con, 1 hydr, 3 KALI-S, 2 lach, 1 lap-a, 2 phos, 2 sep, 1 sil

  9. ক্যান্সার, পূরুষ জননান্দ্রীয়ের, লিঙ্গমুন্ডে কৌষিক অর্বুদ উপমাংস – CANCER, genitalia cancer, penis, glans, epithelioma on excrescences (4) 1 arg-n, 2 ars, 1 con, 1 thuj

  10. ক্যান্সার, পূরুষ জননান্দ্রীয়ের, অন্ডথলিতে কৌষিক অর্বুদ – CANCER, genitalia cancer, scrotum epithelioma, of (2) 1 carb-an, 1 ph-ac

  11. ক্যান্সার, ঠোটে কৌষিক অর্বুদ – CANCER, lips epithelioma (5) 2 cic, 2 con, 2 hydr, 1 lap-a, 1 sep

  12. ক্যান্সার, নিচের ঠোটে কৌষিক অর্বুদ – CANCER, lips epithelioma lower (6) 2 ars, 1 clem, 2 merc-i-f, 2 phos, 2 sep, 2 sil

  13. নাকের ক্যান্সার, কৌষিক অর্বুদ – Nose, CANCER epithelioma (7) 2 ars, 1 ars-i, 2 carb-ac, 1 cund, 2 hydr, 3 KALI-S, 2 kreos

  14. নাকের ক্যান্সার, কৌষিক অর্বুদ নাকের পাখায় – CANCER epithelioma nose wing (1) 1 med

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

এ পোস্টটি প্রথম পাতায় উল্লেখিত “চর্ম ক্যান্সার, কৌষিক অর্বুদ Skin, CANCER, epithelioma” পরিচ্ছেদের বর্ণনা। সকলকে অনুরোধ করব চর্ম রোগের প্রথম পাতাটি পড়ার জন্য

নোটঃ  যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে।   সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে স্কীন ক্যান্সারের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

1 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *