ঘ্রাণ (Smell)
ঘ্রাণ (Smell) : নাকের পিছনের দিকে অলফেকটরি (Alfactory) আবরণী কলা আছে । যাতে ঘ্রাণ গ্রহণ করার ক্ষুদ্রাকৃতির অঙ্গ আছে । আমরা যখন কোন ঘ্রাণ নেই তখন এই অলফেকটরি কোষ সমূহ উত্তেজিত হয় । তখন এ উদ্দীপনা অলফেকটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের অগ্রভাগে পৌঁছে । তখন আমরা কি ধরনের ঘ্রাণ পেলাম বুঝতে পারি ।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]