হুপিং কাশির চিকিৎসা (Pertussis / Whooping cough):
হুপিং কাশি মারাত্মক সংক্রামণ রোগ। এতে শ্বাস নালী আক্রান্ত হয়। এ রোগের জীবাণু বরডেটেলা পারটুসিস (Bordetella Pertussis) নামক ব্যাকটেরিয়া। এ রোগ অত্যন্ত ছোঁয়াচে, সুস্থ শিশু যদি কোন রোগীর সংস্পর্শে আসে তার এ রোগ হবার সম্ভাবনা প্রায় ৯০% এবং সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিনের মধ্যে এ রোগ শুরু হয় । সাধারণত ৫ বছরের কম বয়সের ছেলেমেয়েরা এ রোগে বেশী আক্রান্ত হয়।
শিশুর বয়স যত কম হয় রোগের প্রকোপও তত চরম ও মারাত্মক হয় । এ কাশি ’মেয়াদি কাশি’ ঘুংড়ি কাশি, লতা কাশি বা ১০০ দিনের কাশি ইত্যাদি নামে পরিচিত। কারণ একবার আক্রান্ত হলে রোগী ৩ মাস পর্যন্ত ভুগতে থাকে যদি সম লক্ষণে সঠিক চিকিৎসা করা না হয়।
উপসর্গ ও লক্ষণ (Symptom & Sign):
- ১) প্রথম সপ্তাহে সর্দি, শুষ্ক কাশি ও হালকা জ্বর এর সাথে চোখ লাল হয় ও পানি পড়ে। তাছাড়া ক্ষুধামন্দা ও দুর্বলতা থাকে। এ সময়ে রোগটা সব থেকে বেশী ছড়ায়।
- ২) ২য় সপ্তাহে কাশির তীব্রতা বেড়ে যায় (সাধারণত রাত্রে বেশী হয়), সাথে সাথে কাশির দমক উঠে এবং অনেকক্ষণ পর্যন্ত থাকে । রোগী একবার ও শ্বাস না নিয়ে কেশে যায়। বাচ্চার মুখ লাল হয়ে ওঠে এবং বেশীক্ষণ দমক থাকলে নীল দেখা যায়। অবশেষে লম্বা একটা শ্বাস নেবার সময় গলায় ঘরঘরানি শব্দ হয় যাকে অনেকে উল্টাটানা বা হুপ বলে। কাশির পর প্রায়ই বাচ্চা বমি করে, কাশির জন্য চোখের সাদা অংশ টকটকে লাল (রক্তজমা) হতে পারে। কাশির দমকের ফাঁকে ফাঁকে বাচ্চাকে বেশ সুস্থ দেখায়।
- ৩) উক্ত কাশির সময় মুখ নীল ও চোখ লাল হয়ে যায়, চোখ বেরিয়ে আসে, জিভ বের হতে হতে এক পর্যায়ে জিভে ঘা হয়ে যায়, সেই সাথে বমি, প্রস্রাব ও পায়খানা হয়ে যায়। এছাড়া চোখে রক্ত জমে বা নাক দিয়ে রক্ত ঝড়ে। এ অবস্থা ২ থেকে ৪ সপ্তাহ চলতে পারে।
- ৪) আস্তে আস্তে কাশির প্রচণ্ডতা কমতে থাকে এবং কফ তরল হয়ে আসতে থাকে । এ অবস্থা ২-৩ সপ্তাহ বা তর বেশী থাকে ।
জটিলতা (Complication):
হুপিং কাশির ফলে শিশু দুর্বল হয়ে যায়, অপুষ্টিতে ভুগে, শিশুর নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ, খিঁচুনি, স্ট্রোক, নাক দিয়ে রক্ত ক্ষরণ, চোখে রক্ত জমাট বেঁধে অন্ধ হতে পারে। দীর্ঘদিন কাশি ও অপুষ্টির ফলে পরবর্তীতে যক্ষ্মার শিকার হতে পারে।
রোগ নির্ণয় (Diagnosis):
যে কোন শিশুর সাংঘাতিক কাশি যদি ২ সপ্তাহ বা তার বেশী সময় ধরে স্থায়ী হয় তা হলে হুপিং কাশির সম্ভাবনা বেশি। আর যদি এর সাথে নিচের যে কোন একটি লক্ষণ থাকে তবে হুপিং কাশির চিকিৎসা শুরু করতে হবে।
- ১) অনেকক্ষণ ধরে কাশির পর যদি শিশুর ক্ষণিক শ্বাস বন্ধ থাকে এবং নীল হয়, অথবা কাশির দমকের পর শিশুর বমি হয় অথবা কাশির পর হুপ হয় অথবা চোখের সাদায় রক্ত জমা হয়।
- ২) বিগত ৩ সপ্তাহের মধ্যে যদি কোন হুপিং কাশিতে আক্রান্ত রোগীর ছোঁয়াতে এসে থাকে।
- ৩) ঐ এলাকায় যদি হুপিং কাশির প্রকোপ দেখা দেয়।
- ৪) রক্তে যদি ১৫০০০/ কিউবিক এম এম লিম্ফোসাইট থাকে।
- ৫) Nasopharyngeal swabs কালচার করে যদি Bordetella Pertussis জীবাণু পাওয়া যায়।
পরিচর্যা:
- ১) রোগীকে শিশুদের কাছ থেকে আলাদা জায়গায় রাখতে হবে। পরিচর্যা কারীদের ছাড়া অন্যদের কাছে আসতে না দেয়া ভালো।
- ২) রোগীর ঘরে যেন বাতাস চলাচল করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- ৩) প্রতিবার কাশি/বমির পর রোগীকে অল্প পরিমাণে খাবার দিতে হবে। খাবার পুষ্টিকর ও তরলজাত হতে হবে।
- ৪) কাশির সময় মুখের লালা শ্লেষ্মা এবং বমি বারবার পরিষ্কার করে দিতে হবে যাতে সেগুলো ফুসফুসে চলে না যায়।
চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ (পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি)
হুপিং কাশির চিকিৎসা এর জন্য নিচে দেয়া ৮০ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা হুপিং কাশির চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
Murphy Coughing
- WHOOPING, cough (112) ঔষধ- 1 acon, 1 all-c, 2 ambr, 1 am-c, 2 anac, 2 anan, 1 ant-c, 3 ANT-T, 2 arg-n, 2 arn, 2 ars, 1 arum-t, 1 asaf, 1 asar, 1 asc-c, 1 bad, 2 bar-c, 1 bar-m, 2 bell, 2 brom, 2 bry, 2 calc, 2 calc-p, 1 caps, 2 carb-ac, 2 carb-an, 2 carbn-s, 3 CARB-V, 2 cast-v, 2 caust, 2 cham, 2 chin, 1 chlol, 2 chlor, 2 cina, 2 coc-c, 1 con, 2 cor-r, 2 crot-h, 3 CUPR, 1 cupr-ar, 1 dig, 3 DIRC, 3 DROS, 2 dulc, 2 euphr, 2 ferr, 1 ferr-ar, 2 ferr-p, 2 graph, 1 guare, 2 hep, 2 hippoz, 1 hydr-ac, 2 hyos, 1 hyper, 1 ign, 1 indg, 2 ip, 2 kali-bi, 1 kali-br, 2 kali-c, 1 kali-chl, 1 kali-i, 2 kali-p, 3 KALI-S, 2 kreos, 2 lact, 1 laur, 2 led, 2 lob, 2 lyc, 2 mag-m, 1 mag-p, 2 meph, 1 merc, 2 mez, 1 mosch, 1 mur-ac, 2 nat-m, 1 nicc, 2 nit-ac, 2 nux-v, 1 op, 1 par, 1 phel, 3 PHOS, 1 podo, 2 puls, 1 rhus-t, 2 rumx, 1 ruta, 2 samb, 3 SANG, 1 sec, 2 seneg, 2 sep, 2 sil, 1 spig, 2 spong, 2 squil, 1 stann, 1 stict, 1 stram, 2 sulph, 1 sul-ac, 1 syph, 2 tab, 2 verat, 1 viol-o, 2 visc, 1 zinc
- SPASMODIC, cough, whooping cough, after (2)
- WHOOPING, cough afternoon (3)
- WHOOPING, cough afternoon midnight, until (1)
- WHOOPING, cough ailments after (3)
- WHOOPING, cough daytime (3)
- WHOOPING, cough evening (23)
- WHOOPING, cough evening 6 to 10 p.m. (1)
- WHOOPING, cough evening midnight, until (10)
- WHOOPING, cough evening night, and (2)
- WHOOPING, cough face bluish during (8)
- WHOOPING, cough forenoon (1)
- WHOOPING, cough heart, as if would break after paroxysm (1)
- WHOOPING, cough midnight, after (8)
- WHOOPING, cough midnight, after after, 2 a.m. (1)
- WHOOPING, cough midnight, after after, 3 a.m. (1)
- WHOOPING, cough midnight, after before (3)
- WHOOPING, cough morning (4)
- WHOOPING, cough night (34)
- WHOOPING, cough nosebleeds, with (14)
- WHOOPING, cough sequelae (1)
Murphy Back
- WEAK, cough, in whooping (1)
Murphy Breathing
- WHISTLING whooping cough, in (6)
- WHISTLING whooping cough, in (6)
Murphy Chest
- BLEEDING, from lungs and chest whooping cough, in (2)
- CONSTRICTION cough, during whooping, during (3)
Murphy Children
- BOYS, scrofulous, whooping cough after vaccination (1)
- GIRLS, nervous whooping cough (1)
Murphy Constitution
- BOYS, scrofulous, whooping cough after vaccination (1)
- CHILDREN, constitutions, fat whooping cough, in (1)
- GIRLS, general nervous nervous, whooping cough (1)
- NERVOUS, constitutions cough, whooping (1)
Murphy Diseases
- EMACIATION, body cough, with whooping (2)
- VACCINATIONS, ailments, after cough, after whooping cough, immediately, in scrofulous boys (1)
Murphy Eye
- BLEEDING, from eyes whooping cough, in (2)
- LACHRYMATION, cough, with whooping cough, with (4)
Murphy Face
- DISCOLORATION, bluish cough, during whooping cough, during (9)
Murphy Fever
- HECTIC fever cough, in whooping, with debility (1)
- INTERMITTENT fever whooping cough, with (2)
Murphy Hands
- NUMBNESS numbness, fingers tips of whooping cough, during (1)
Murphy Hearing
- TINNITUS, whooping cough, in (1)
Murphy Heart
- HEARTBEATS, violent whooping cough, in (1)
- STINGING, pain cough, with whooping cough, in (1)
- WEAK, heart cough, in whooping (1)
Murphy Hips
- TWITCHING whooping cough, in (1)
Murphy Larynx
- CROUP, whooping cough, during (1)
- VOICE, hoarseness, voice whooping cough, in (1)
Murphy Liver
- STICKING, pain cough, in whooping (1)
Murphy Lungs
- ASTHMA, whooping, cough, from (1)
- BLEEDING, from lungs and chest whooping cough, in (2)
- CROUP, whooping cough, during (1)
Murphy Mind
- ANXIETY, cough, whooping cough, during (1)
- ANXIETY, cough, whooping cough, attack of, before (1)
- ANXIETY, timorous, in whooping cough (1)
- CRYING, coughing, during whooping cough, in (3)
- GLOOMY, cough, before fits of whooping cough, in (2)
- IRRITABILITY, cough, from whooping cough, in (2)
- IRRITABILITY, waking, on whooping cough, in (1)
- IRRITABILITY, whooping cough, in (2)
- MOANING, cough, during whooping-cough (1)
- MOANING, whooping-cough (1)
- WILL, contradiction of will headache and whooping cough, in (1)
Murphy Mouth
- BLEEDING whooping cough, in (4)
- DISCOLORATION, Lips bluish, in whooping cough (5)
Murphy Nerves
- CONVULSIONS, cough, during whooping cough, in (6)
- CONVULSIONS, whooping cough, with (1)
- 1 hydr-ac
Murphy Nose
- CORYZA, whooping, cough, in (2)
- NOSEBLEEDS, epistaxis cough, with whooping cough (14)
- NOSEBLEEDS, epistaxis cough, with whooping cough after the paroxysm (2)
- SNEEZING, general coughing, with whooping, cough, with (1)
Murphy Pulse
- QUICK, pulse cough, in whooping (2)
- SMALL, pulse whooping cough, in (1)
Murphy Rectum
- DIARRHEA, general, whooping cough, during (2)
Murphy Sleep
- INSOMNIA, cough, from whooping-cough, in (2)
- SLEEPINESS, cough, after whooping cough, after (2)
Murphy Stomach
- VOMITING, general coughing, on whooping cough, during (8)
- VOMITING, general food eating, after long after, whooping cough, in (1)
Murphy Toxicity
- VACCINATIONS, cough, after whooping cough, immediately, in two scrofulous boys (1)
Murphy Urine
- SOUR whooping cough, during (1)
লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।
নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে হুপিং কাশির চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট