অগ্নাশয় (Pancreas)

অগ্নাশয় (Pancreas):

নরম, খয়েরী রং এর মিশ্র গ্রন্থি যা পিঠের নিকট আড়াআড়ি ভাবে অবস্থান

করে। পেটের আম্বিলিকাল অঞ্চল হতে হাইপোকন্ড্রিযাক অঞ্চল পর্যন্ত এর অবস্থান। এর ৪ টি অংশ হেড, নেক, বডি ও টেইল। হেড ডিওডেনামে ঈ এর ভিতর থাকে। ১২-১৫ সে.মি লম্বা।

  • নালীসহ (Exocrine Gland) গ্রন্থি-৯৯% অংশ। কোষ থেকে নিঃসৃত হজম-রস (Enzyme), অগ্নাশয় নালী (Pancreatic duct) দিয়ে ডিওডেনামে যেয়ে খাবার হজম হয়।

এনজাইম সমূহ: 

  • ১) ট্রিপসিন (Trypsin): আমিষ হজম করে।
  • ২) এমাইলেজ (Amylase): শর্করা খাবার হজম করে।
  • ৩) লাইগেজ (Lipase) : চর্বি জাতীয় খাবার হজম করে।
  • খ) নালী বিহীন গ্রন্থি (Endocrine)-১% ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করে।

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

[PGPP id=1214]

✅ আমাদের সফল চিকিৎসার প্রমাণ দেখুন।

(ডান পার্শের মেনুতে রোগের নাম লিখে সার্চ করুন)

[videogallery id=”Success of Homeopathy”]

.
.

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *