রোগীরা ডাক্তারের সাথে কথা বলে, আর এ কথা বলা ও তার ভঙ্গিকে রুব্রিকে রূপান্তরিত করে রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব। নবীন ও জ্ঞানবান ডাক্তারগণের জন্য পথ নির্দেশক এ পোস্ট। ভালো লাগলে জানাবেন আরো লিখবো।
কথা বলা সম্পর্কিত মানুষিক ও শারীরিক চিকিৎসাঃ
যারা কথা বলা সম্পর্কিত মানুষিক ও শারীরিক কষ্টে আক্রান্ত তাঁদের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে ২০৫ টি পরীক্ষিত লক্ষণ রয়েছে, প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।
সফল রোগীর ভিডিও প্রমাণ
নোটঃ যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য। সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।
Murphy – Mind
- স্ববিরুধি কথা বলার ইচ্ছা – CONTRADICTORY, intentions are, to actions intentions are, to speech (10) 1 acon, 1 alum, 1 am-c, 1 caps, 1 chin, 1 ign, 1 lyc, 1 nux-m, 1 rhus-t, 1 sep
- কান্না করে, কথা বলার সময় – CRYING, speeches, when making (1) 1 cupr
- কথা বলতে ভয় – FEAR, speak, to (2) 1 arg-m, 1 sep
- ভয়ের সঙ্গে নির্বাক – FEAR, speechless, with (2) 1 acon, 1 op
- হাসির সহিত বাকরোধ – LAUGHING, speechlessness, with (1) 1 stram
- উম্মাদের মত মাতন করে, কথা বলা বা অঙ্গভঙ্গি করার সময় – MANIA, excitement in gesture or speech (1) 2 hydr-ac
- আকস্মিক কথা বলে – SPEECH, abrupt (7) 1 ars, 1 cham, 1 mur-ac, 1 plb, 1 sul-ac, 1 sulph, 3 TARENT
- রাগান্বিত হয়ে কথা বলে – SPEECH, angry (2) 1 anac, 1 zinc
- নিদ্রার মধ্যে রাগান্বিত হয়ে কথা বলে – SPEECH, angry sleep, in (1) 1 castm
- নিদ্রার মধ্যে কথা বলে চিন্তিত বা উৎকন্ঠিত হয়ে – SPEECH, anxious, in sleep (4) 1 alum, 1 graph, 1 nux-v, 2 sulph
- কথা বলার সময় বাকরোধ হয়ে আসে – SPEECH, aphasia, (0)
- বেখাপ্পা-অনুপযোগী কথা বলে – SPEECH, awkward (1) 2 nat-c
- আধ আধ কথা বলে – SPEECH, babbling (10) 1 con, 1 cortico, 1 dulc, 1 gels, 2 hyos, 1 lach, 1 lyc, 1 plb, 1 sel, 2 stram
- শুভাকাঙ্ক্ষীর মত কথা বলে – SPEECH, benevolent (1) 1 tus-f
- কথা বলতে অদক্ষ – SPEECH, blundering (1) 1 lach
- শব্দাড়ম্বরপূর্ণ সব্দ দিয়ে কথা বলে – SPEECH, bombastic (4) 1 crot-h, 2 lach, 1 nux-v, 1 staph
- ভাঙ্গা-ভাঙ্গা কথা বলে – SPEECH, broken (1) 1 camph
- শিশুদের মত কথা বলে – SPEECH, childish (4) 1 acon, 2 arg-n, 1 bar-c, 1 lyc
- কথা বলতে, গুলিয়ে ফেলে – SPEECH, confused (25) 1 alco, 1 bell, 1 benz-n, 1 bry, 1 calc, 2 cann-s, 1 carl, 2 caust, 1 choc, 2 crot-c, 1 crot-h, 2 gels, 2 hyos, 2 lach, 1 lyc, 1 med, 1 mosch, 2 nat-m, 1 nux-m, 2 nux-v, 2 op, 1 sec, 1 sep, 1 stram, 1 thuj
- কথা বলতে, গুলিয়ে ফেলে সকালে নিদ্রা হতে জাগ্রত হয়ে – SPEECH, confused morning on waking (1) 1 atro
- কথা বলতে, গুলিয়ে ফেলে রাতে – SPEECH, confused night, at (1) 1 cham
- রাতে নিদ্রার মধ্যে এলোমেলো কথা বলে – SPEECH, confused night, at sleep, in (1) 1 calc
- দৃরতার সহিত কথা বলে – SPEECH, convincing (1) 1 op
- কথা বলে, শিশুর মত কাঁদো কাঁদো স্বরে – SPEECH, crying, hoarse like a child (1) 1 cupr
- উম্মাদের মত কথা বলে – SPEECH, delirious (13) 2 bell, 1 camph, 1 canth, 2 cic, 2 cupr-acet, 2 hyos, 1 op, 1 passi, 1 plb, 2 rheum, 1 stram, 1 tab, 1 vip
- উম্মাদের মত কথা বলে, ব্যবসা সম্পর্কে – SPEECH, delirious business, of (1) 3 BRY
- উম্মাদের মত কথা বলে, শীতাবস্থায় – SPEECH, delirious chill, during (1) 1 cham
- SPEECH, delirious chill, during aroused during, on being (1) 1 hep
- উম্মাদের মত কথা বলে, জ্বর অবস্থায় – SPEECH, delirious fever, during (2) 1 coff, 1 til
- উম্মাদের মত কথা বলে, ঋতুস্রাবের পূর্বে – SPEECH, delirious menses, before (1) 1 lyc
- উম্মাদের মত কথা বলে, রাতে – SPEECH, delirious night (3) 1 dig, 1 rheum, 1 sil
- উম্মাদের মত কথা বলে, নিদ্রার মধ্যে – SPEECH, delirious sleep, in (1) 3 BELL
- উম্মাদের মত কথা বলে, নিদ্রার মধ্যে যেন উপর থেকে পরে যাচ্ছে – SPEECH, delirious sleep, in asleep, on falling (1) 1 phos
- উম্মাদের মত কথা বলে, নিদ্রার মধ্যে, মধ্য রাত্রির পূর্বে – SPEECH, delirious sleep, in midnight, before (2) 1 rheum, 2 sulph
- উম্মাদের মত কথা বলে, জাগ্রত হলে – SPEECH, delirious waking, on (1) 1 bry
- কথা বলা কষ্টকর, রাগান্বিত অবস্থায় – SPEECH, difficult, anger, from (2) 1 kali-p, 1 staph
- কথা বলা কষ্টকর, রাগান্বিত অবস্থায়, যদিও সে কথা বলতে চেষ্টা করে – SPEECH, difficult, anger, from tries, though she (1) 1 cimic
- কথা বলা কষ্টকর, রাগান্বিত অবস্থায়, প্রত্যেক শব্দই জোরে জোরে উচ্চারন করে – SPEECH, difficult, anger, from utter, every word loudly (1) 1 hyos
- কথা বলে, বিকৃত ভাবে – SPEECH, distorted (2) 1 cupr-acet, 1 merc
- কথা বলে, হতবুদ্ধির মত – SPEECH, embarrassed (8) 1 aeth, 1 atro, 1 carbn-s, 1 merc, 1 morph, 1 nat-m, 1 pall, 1 tab
- কথা বলে, অত্যন্ত আগ্রহ সহকারে – SPEECH, enthusiastic (1) 1 cann-i
- কথা বলে, আবেগপুর্ন ভাবে – SPEECH, excited (2) 1 morph, 1 nat-c
- কথা বলে, অসংযত – SPEECH, extravagant (7) 2 cann-i, 1 ethyl-a, 1 lach, 2 nux-m, 1 plb, 1 stram, 1 verat
- কথা বলে, নমনীয় – SPEECH, facile (3) 1 hyos, 1 lach, 1 sil
- কথা বলে, জ্বরের সময় পূর্বের চেয়ে দ্রুত – SPEECH, faster than ever before, especially during fever (2) 1 lach, 1 pyrog
- কথা বলে, সুন্দর করে – SPEECH, fine (1) 1 hyos
- কথা বলে, বাক্য শেষ করেনা – SPEECH, finish sentence, cannot (5) 1 ars, 3 CANN-I, 1 lach, 1 med, 1 thuj
- কথা বলে, বাক্য শেষ করতে পারেনা – SPEECH, finish sentence, cannot does not (1) 1 cimic
- SPEECH, firmer, surer in afternoon than in forenoon (1) 1 anac
- কথা বলে, অনর্গল SPEECH, fluent (5) 1 cupr-acet, 1 merc, 1 ped, 1 sil, 1 thea
- কথা বলে, বিচারবুদ্ধিহীন SPEECH, foolish (16) 1 aur, 2 bell, 1 bry, 1 bufo, 1 calc, 1 calc-sil, 1 caust, 2 chin, 3 HYOS, 2 lach, 1 merl, 2 nux-m, 1 par, 1 phos, 2 stram, 1 tab
- কথা বলে, গায়ের জোরে বা বলপ্রয়োগে – SPEECH, forcible (1) 1 pall
- কথা বলার সময়, উপযুক্ত শব্দ ভূলে জায় – SPEECH, forgetful, of words while speaking, of, words hunting for (50) 1 agar, 1 alum, 1 am-br, 1 anh, 2 arg-n, 3 ARN, 2 bar-c, 1 bar-s, 1 benz-ac, 3 BOTH-L, 1 cact, 1 calc, 1 camph, 3 CANN-I, 1 cann-s, 1 carb-an, 1 carbn-s, 1 carb-v, 1 chen-a, 1 coca, 1 cocc, 1 colch, 1 con, 1 crot-h, 1 dulc, 1 glon, 1 ham, 1 helo, 1 hydr, 2 kali-br, 1 kali-c, 1 kali-p, 2 lach, 1 lil-t, 2 lyc, 2 med, 2 nat-m, 2 nux-v, 2 onos, 2 plb, 1 podo, 3 PH-AC, 1 puls, 1 rhod, 1 sil, 1 staph, 1 sulph, 1 syph, 2 thuj, 1 verat
- কথা বলার সময়, মনে হয় জিহ্বায় কি যেন রয়েছে – SPEECH, foreign tongue, in a (4) 1 camph, 1 lach, 1 nit-ac, 2 stram
- কথা বলে, ভবিষ্যত সম্পর্কে – SPEECH, future, about (1) 1 hyos
- কথা বলে, দ্রুতগতিতে – SPEECH, hasty (43) 1 acon, 1 alco, 1 ambr, 1 anac, 1 arn, 1 ars, 1 atro, 1 aur, 2 bell, 1 bry, 1 bufo, 2 camph, 1 cann-i, 1 cann-s, 1 caust, 1 chlol, 1 cimic, 1 cina, 1 cocc, 1 fl-ac, 3 HEP, 3 HYOS, 2 ign, 1 kali-c, 1 kali-p, 3 LACH, 1 lil-t, 1 lyc, 1 lyss, 3 MERC, 1 morph, 2 mosch, 1 nux-v, 1 op, 2 ph-ac, 1 plb, 1 androc, 2 sep, 1 stann, 2 stram, 1 stry, 2 thuj, 2 verat
- কথা বলে, দ্রুত কিন্তু উত্তর দেয় ধিরে ধিরে – SPEECH, hasty answers slowly, but (1) 1 merc
- কথা বলে, গুরুগম্ভীর – SPEECH, heavy (1) 1 aran-s
- কথা বলে, দোমনা দোমনা – SPEECH, hesitating (23) 1 absin, 1 agar, 1 agn, 2 arg-n, 1 canth, 1 carbn-s, 1 choc, 1 cortico, 1 euphr, 1 graph, 1 kali-br, 1 lat-m, 1 laur, 1 lyc, 1 merc, 1 morph, 2 nux-m, 1 ph-ac, 2 puls, 1 sec, 1 staph, 1 thuj, 1 vip
- কথা বলে, অপ্রাসঙ্গিক – SPEECH, incoherent (64) 1 absin, 2 agar, 1 alco, 2 anac, 1 anh, 2 apis, 2 arg-n, 1 ars, 1 ars-s-f, 2 atro, 2 bapt, 2 bell, 3 BRY, 1 buth-aust, 1 calad, 1 cact, 2 camph, 3 CANN-I, 2 cann-s, 1 carbn-s, 1 cham, 1 chel, 1 chlol, 1 cimic, 1 coca, 1 coff, 2 crot-h, 1 cub, 1 cupr, 1 cycl, 1 dulc, 1 ethyl-a, 2 gels, 1 hep, 1 hydr-ac, 3 HYOS, 1 kali-bi, 1 kali-br, 1 kali-c, 1 kali-p, 3 LACH, 1 merc, 1 merc-c, 1 merc-meth, 2 morph, 2 nux-m, 1 op, 1 par, 1 past, 2 ph-ac, 3 PHOS, 1 plb, 1 raja-s, 3 RHUS-T, 1 spig, 1 spig-m, 3 STRAM, 1 stry, 2 sulph, 1 tanac, 1 vip, 1 visc, 1 zinc, 1 zinc-p
- ইরিসিপেলাসের প্রভাবে উৎকণ্ঠিত হয়ে অসংলগ্ন কথা বলে – SPEECH, incoherent anxiety, during, in erysipelas (1) 2 chel
- অসংলগ্ন কথা বলে ঝিমানোর পর – SPEECH, incoherent dozing, after (1) 1 op
- অসংলগ্ন কথা বলে মৃগীরোগে আক্রান্ত হওয়ার পর – SPEECH, incoherent epileptic attack, after (2) 1 ars, 1 plb
- অসংলগ্ন কথা বলে সন্ধায় – SPEECH, incoherent evening (1) 1 bell
- অসংলগ্ন কথা বলে রাতে – SPEECH, incoherent night (4) 1 bell, 1 gels, 1 kali-bi, 1 plb
- অসংলগ্ন কথা বলে ঘাম শুকালে – SPEECH, incoherent perspiration, ending with (1) 2 cupr-acet
- অসংলগ্ন কথা বলে নিদ্রাবস্থায় – SPEECH, incoherent sleep, during (5) 1 cub, 2 gels, 1 kali-bi, 1 phos, 2 stram
- অসংলগ্ন কথা বলে, নিদ্রার মধ্যে যেন উপর থেকে পরে যাচ্ছে – SPEECH, incoherent sleep, during asleep, on falling (1) 1 kali-bi
- অসংলগ্ন কথা বলে, নিদ্রা হতে জাগ্রত হলে – SPEECH, incoherent waking, on (3) 1 cact, 1 ign, 1 op
- অবিবেচকের মত কথা বলে – SPEECH, inconsiderate (3) 1 alco, 1 calad, 1 mez
- অস্ফুট ভাবে কথা বলে – SPEECH, indistinct (3) 1 cocc, 1 glon, 1 lyc
- অস্ফুট ভাবে কথা বলে উত্তেজিত অবস্থায় – SPEECH, indistinct excitement, from (1) 1 laur
- কৌতূহলোদ্দীপক কথা বলে – SPEECH, interesting (1) 1 thea
- মাতালের মত কথা বলে – SPEECH, intoxicated, as if (9) 1 carb-an, 2 gels, 3 HYOS, 1 lyc, 1 meph, 1 nat-m, 2 nux-v, 1 androc, 1 vip
- অপ্রাসঙ্গিক কথা বলে – SPEECH, irrelevant (1) 1 atro
- শরীর ঝাকি দিয়ে কথা বলে – SPEECH, jerks, by (4) 2 agar, 1 bov, 1 caust, 1 mygal
- উচ্চ স্বরে কথা বলে – SPEECH, loud (10) 1 arn, 1 ars, 1 atro, 1 aur, 2 bell, 1 cham, 2 hyos, 3 LACH, 1 nux-m, 1 stram
- নিদ্রার মধ্যে উচ্চ স্বরে কথা বলে – SPEECH, loud sleep, in (5) 2 arn, 2 bell, 2 sil, 1 spong, 2 sulph
- নিচু স্বরে কথা বলে – SPEECH, low voice (6) 1 bell, 2 carb-an, 1 hydrog, 1 nux-v, 2 sec, 1 staph
- মজাদার কথা বলে – SPEECH, merry (3) 1 agar, 1 ethyl-a, 1 mur-ac
- নিদ্রার মধ্যে মজাদার কথা বলে – SPEECH, merry sleep, in (1) 1 mur-ac
- এক স্বরে কথা বলে – SPEECH, monosyllabic (7) 1 ars, 1 merc, 1 meli, 2 nux-v, 2 ph-ac, 2 sul-ac, 2 thuj
- আবোলতাবোল কথা বলে – SPEECH, nonsense (25) 1 acon, 2 anac, 1 arg-m, 1 atro, 1 aur, 2 bell, 1 bufo, 1 calc-sil, 2 camph, 2 cann-i, 1 canth, 1 chlf, 1 chlol, 1 cupr, 1 ethyl-a, 3 HYOS, 1 kali-br, 2 lach, 1 merc, 1 nux-m, 1 op, 1 plb, 1 androc, 2 stann, 2 stram
- নিদ্রাবস্থায় লম্ফ দিয়ে উঠে আবোলতাবোল কথা বলে – SPEECH, nonsense springing up while asleep, on (1) 1 kali-c
- অবমাননাকর কথা বলে – SPEECH, offensive (2) 2 anac, 1 lyss
- দুঃখ-আবেগপূর্ণ কথা বলে – SPEECH, pathetic (1) 1 lyss
- বাক্যের কিছু অংশ উচ্চ স্বরে বলে – SPEECH, phrases, in high-sounding (1) 2 nux-v
- কাঁদো কাঁদো স্বরে কথা বলে – SPEECH, plaintive (1) 1 crot-h
- একা একা অনর্থক কথা বলে – SPEECH, prattling (16) 1 acon, 1 aloe, 2 anac, 1 atro, 1 bell, 3 BRY, 1 calad, 1 cyna, 3 HYOS, 1 ign, 1 lach, 1 nux-v, 1 op, 1 plb, 2 stram, 1 tarax
- বিছানায় উলঙ্গ হয়ে অনর্থক ও মিথ্যা কথা বলে – SPEECH, prattling lies naked in bed (1) 3 HYOS
- একাএকা অনর্থক কথা বলে সকালে – SPEECH, prattling morning (1) 3 BRY
- একাএকা অনর্থক কথা বলে নিদ্রার মধ্যে – SPEECH, prattling sleep, in (1) 2 nux-v
- উদ্দেশ্যহীন কথা বলে রাত্রি কালে – SPEECH, random, at night (3) 1 lach, 1 plb, 1 verat
- উল্লাসপূর্ণ কথা বলে – SPEECH, rapturous (1) 1 ethyl-a
- একই কথা পুনরাবৃত্ত করে – SPEECH, repeats same thing (4) 1 coff-t, 1 kres, 1 lach, 1 plat
- ভক্তিপূর্ণ ভাবে কথা বলে – SPEECH, respectful (1) 1 agar
- চোখা চোখা কথা বলে – SPEECH, sharp (2) 1 cham, 1 hyper
- সংক্ষেপে ও আকস্মিক কথা বলে – SPEECH, short, abrupt (1) 1 cham
- ধীরে ধীরে কথা বলে – SPEECH, slow (62) 2 aesc-g, 2 aeth, 1 agar, 1 agar-ph, 1 anac, 1 anh, 1 ant-c, 2 arg-n, 1 ars, 1 atro, 1 bar-c, 1 bell, 2 both-l, 2 bov, 1 bufo, 1 caj, 1 cann-i, 2 cann-s, 1 carb-an, 2 caust, 1 cere-s, 1 chin-s, 1 chlf, 1 cic, 1 cocc, 2 cupr, 1 gels, 3 HELL, 1 hyos, 2 ign, 2 kali-br, 1 kali-cy, 1 kali-p, 3 LACH, 1 laur, 1 lyc, 1 mang, 1 mang-o, 1 merc, 1 mez, 1 morph, 1 mygal, 1 naja, 1 nat-c, 2 nat-m, 1 nux-m, 1 olnd, 2 op, 1 petr, 2 ph-ac, 2 phos, 1 phys, 2 plb, 1 rhus-t, 2 sec, 2 sep, 2 stram, 1 sulfon, 1 syph, 2 thuj, 1 vip, 1 zinc
- ধীরে ধীরে যেন শব্দ খোঁজে বের করে কথা বলে – SPEECH, slow hunts for words (3) 1 cann-i, 1 merc, 1 thuj
- অদ্ভুত কথা বলে – SPEECH, strange (4) 1 cham, 1 ethyl-a, 1 gall-ac, 1 stram
- সংক্ষিপ্ত কথা বলে – SPEECH, terse (1) 1 op
- ধমকিয়ে কথা বলে – SPEECH, threatening (5) 1 anac, 1 caust, 1 lach, 1 stram, 1 tarent
- অবোধগম্য কথা বলে – SPEECH, unintelligible (19) 1 acon, 1 ars, 3 BELL, 1 bufo, 1 calen, 1 euph, 3 HYOS, 1 lyc, 2 merc, 1 naja, 1 nux-v, 2 ph-ac, 1 plb, 2 sec, 1 sil, 3 STRAM, 1 sul-ac, 1 tab, 2 verat-v
- অবোধগম্য কথা বলে, মৃগী রোগীর খিচুনি হওয়ার পূর্বে – SPEECH, unintelligible convulsions, before epileptic (1) 1 bufo
- অবোধগম্য কথা বলে, মধ্য রাত্রির পুর্বে – SPEECH, unintelligible midnight, before (1) 1 nux-v
- অবোধগম্য কথা বলে, নিদ্রার মধ্যে – SPEECH, unintelligible sleep, in (5) 1 arn, 1 atro, 1 cast, 1 cham, 1 mur-ac
- অনুপযোগী কথা বলে – SPEECH, unsuitable (1) 1 nux-v
- পুর্বেকার বিষয়ে খোটা দেয় – SPEECH, vexations, about old (1) 1 cham
- পুর্বেকার বিষয়ে খোটা দিয়ে কথা বলার ইচ্ছা – SPEECH, vexations, about old desire to say (1) 1 mez
- হিংসাত্মক কথা বলে – SPEECH, violent (3) 1 cann-i, 2 nat-c, 1 stram
- প্রাণবন্ত কথা বলে – SPEECH, vivacious (3) 1 cann-i, 3 HYOS, 2 sulph
- উগ্র স্বরে কথা বলে – SPEECH, voice, in a shrill (3) 1 cann-i, 1 cupr, 1 stram
- নিম্ন ও কোমল স্বরে কথা বলে – SPEECH, voice, in a shrill low, soft, in a (1) 2 viol-o
- ভুল বকে – SPEECH, wandering (50) 1 acon, 1 aeth, 1 agar, 2 ambr, 2 anac, 1 arg-n, 1 arn, 2 ars, 1 ars-s-f, 2 atro, 1 aur, 1 aur-ar, 3 BELL, 2 bry, 1 calc, 2 camph, 1 canth, 1 cham, 1 chin, 1 chin-ar, 1 cic, 2 cimic, 1 cina, 1 coloc, 1 cupr, 1 dulc, 3 HYOS, 1 ign, 1 kali-c, 2 kali-p, 3 LACH, 3 LYC, 1 merc, 3 NUX-M, 1 nux-v, 2 op, 2 par, 2 phos, 2 plat, 1 plb, 2 puls, 1 rheum, 2 rhus-t, 1 sabin, 1 sec, 1 spong, 3 STRAM, 2 sulph, 1 tub, 2 verat
- ভুল বকে বিকালে এবং বিশেষত সন্ধ্যায় – SPEECH, wandering afternoon and especially evening (1) 2 nux-v
- ভুল বকে রাতে – SPEECH, wandering night, at (9) 1 aur, 1 bell, 1 bry, 1 coloc, 1 dig, 1 op, 1 rheum, 1 sep, 1 sulph
- ভুল বকে এক বিষয় থেকে অন্য বিষয়ে – SPEECH, wandering subject to subject, from (2) 1 agar, 2 lach
- ফিস্ ফিস্ করে কথা বলে – SPEECH, whispering (3) 1 cupr, 1 meli, 1 stann
- SPEECH, whispering says she dares not to talk loud as it would kill her (1) 1 meli
- অসভ্য কথা বলে – SPEECH, wild (9) 1 anac, 1 ars, 1 atro, 1 camph, 1 lyc, 1 plb, 1 spig-m, 1 stram, 2 verat-v
- অসভ্য কথা বলে নিদ্রার মধ্যে – SPEECH, wild sleep, in (1) 1 hyper
- অত্যধিক বাচাল – TALKING, excessive, loquacity speeches, makes (4) 1 arn, 1 cham, 1 ign, 2 lach
Murphy – Mouth
- জড়তার সহিত কথা বলে – SPEECH, blundering (1) 1 lach
- ভাঙ্গা ভাঙ্গা স্বরে কথা বলে – SPEECH, broken (1) 1 camph
- শিশুর মতো কাঁদো কাঁদো স্বরে কথা বলে – SPEECH, crying, hoarse like a child (1) 1 cupr
- কথা বলতে কষ্ট – SPEECH, difficult (87) 1 acon, 1 aesc, 2 agar, 1 am-c, 2 anac, 1 anan, 1 ant-t, 1 arg-n, 1 ars, 1 ars-i, 1 aster, 1 aur, 2 bapt, 1 bar-c, 1 bar-m, 3 BELL, 1 bufo, 1 cact, 1 cadm-s, 2 calc, 1 calc-s, 2 camph, 1 cann-s, 1 carb-an, 2 carbn-s, 2 carb-v, 2 caust, 1 cedr, 2 cench, 1 chel, 1 chin, 1 chlor, 2 cic, 1 cimic, 2 cocc, 1 colch, 2 con, 1 cop, 3 CROT-C, 2 crot-h, 1 croto-t, 2 cupr, 1 cycl, 2 dig, 2 dulc, 2 euphr, 3 GELS, 2 glon, 2 graph, 1 hep, 1 hippoz, 2 hyos, 2 kali-br, 1 lac-c, 3 LACH, 2 laur, 2 lyc, 1 lyss, 2 mag-p, 2 merc, 2 mez, 1 morph, 1 mosch, 2 mur-ac, 2 nat-c, 3 NAT-M, 1 nat-p, 1 nicc, 2 nux-m, 1 nux-v, 3 OP, 1 ph-ac, 2 phos, 2 plb, 1 ruta, 1 sec, 1 sel, 1 seneg, 1 sep, 1 sil, 2 spong, 3 STANN, 3 STRAM, 1 stry, 1 sulph, 1 sul-ac, 1 tab
- কথা বলার সময় শ্বাস-প্রশ্বাসে কষ্ট – SPEECH, difficult breath, from want of (1) 1 mez
- কোরিয়া রোগের ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult chorea, from (14) 2 agar, 1 art-v, 1 asaf, 2 bufo, 3 CAUST, 1 cic, 2 cupr, 2 cupr-acet, 2 mag-p, 2 morph, 1 mygal, 1 sep, 2 stram, 1 tarent
- খাবার খাওয়ার পর কথা বলতে কষ্ট – SPEECH, difficult eating, after (1) 1 am-c
- টন্সিল বৃদ্ধি হওয়ার ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult enlarged tonsils, from (0)
- জিহ্বা ভারবোধের ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult heaviness, of tongue (10) 2 anac, 2 ars, 2 carb-v, 3 CROT-C, 3 GELS, 2 glon, 2 lach, 2 mag-p, 2 nat-c, 1 nicc
- শব্দ অস্পষ্টভাবে উচ্চারন করে কথা বলতে কষ্ট – SPEECH, difficult inarticulate sounds (4) 1 anac, 1 bell, 2 dulc, 1 hyos
- ঋতুস্রাব অবস্থায় কথা বলতে কষ্ট – SPEECH, difficult menses, during (1) 2 cedr
- নাম উচ্চারণ করতে পারে না – SPEECH, difficult names, cannot pronounce (1) 1 chin-s
- নাকি স্বরে কথা বলে – SPEECH, difficult nasal (4) 1 bar-m, 1 bell, 1 lach, 1 ph-ac
- কথা বলতে ব্যথা লাগে – SPEECH, difficult painful (1) 1 am-c
- চটচটে লালার ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult saliva, from viscid (1) 1 arg-m
- গলার আক্ষেপের ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult spasm in throat, from (3) 1 cupr, 1 lyss, 1 stry
- জিহ্বার আক্ষেপের ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult spasm in throat, from tongue, from (7) 2 agar, 1 arg-n, 1 cypr, 1 lyc, 2 ruta, 1 sec, 2 stram
- জিহ্বায় প্রদাহের ফলে কথা বলতে কষ্ট – SPEECH, difficult swelling, of tongue, from (6) 1 anan, 1 ant-t, 1 bapt, 3 DULC, 1 gels, 1 morph
- টাইফয়েড জ্বরের সময় কথা বলতে কষ্ট – SPEECH, difficult typhoid, in (3) 1 agar, 2 ars, 2 lach
- দুর্বলতা হতে কথা বলতে কষ্ট – SPEECH, difficult weakness, from (2) 1 am-c, 1 manc
- বক্ষের দুর্বলতা হতে কথা বলতে কষ্ট – SPEECH, difficult weakness, from chest, of (1) 2 stann
- কথা বলা সম্পর্কিত অঙ্গের দুর্বলতা হতে কথা বলতে কষ্ট – SPEECH, difficult weakness, from organs of speech (2) 2 glon, 2 nat-m
- গলনালীর দুর্বলতা হতে কথা বলতে কষ্ট – SPEECH, difficult weakness, from throat, of (1) 3 STANN
- SPEECH, difficult words, can utter single, with great exertion (4) 1 art-v, 1 cocc, 2 lach, 2 stram
- কথা আকর্ষিত হয় – SPEECH, drawing (2) 1 carb-an, 1 tab
- কথা বলতে জিহ্বা কম্পিত হয় – SPEECH, faltering, tongue (2) 1 nit-ac, 1 sulph
- কথার আওয়াজ উচ্চ – SPEECH, high (1) 1 lach
- কথা অস্ফুট – SPEECH, indistinct (10) 1 apis, 1 bry, 1 calc, 1 caust, 2 cocc, 2 glon, 2 lyc, 1 nit-ac, 1 sec, 1 verat
- কথা অস্ফুট মুখ শুষ্ক হওয়ার ফলে – SPEECH, indistinct dryness of mouth, from (1) 1 lyc
- কথা অস্ফুট গলনালী হতে – SPEECH, indistinct of throat, from (2) 1 bry, 1 seneg
- কথা অস্ফুট সকালে SPEECH, indistinct morning (1) 1 lyc
- আধো আধো উচ্চারণে কথা বলে – SPEECH, lisping (7) 2 acon, 2 ars, 1 con, 2 lach, 1 nat-c, 1 nux-v, 2 verat
- তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering (70) 2 acon, 2 aesc-g, 1 agar, 1 agar-ph, 1 anac, 1 anan, 1 anh, 1 arg-n, 1 ars, 1 ars-i, 1 atro, 1 bar-c, 3 BELL, 1 benz-n, 2 both-l, 2 bov, 2 bufo, 2 cann-i, 2 cann-s, 2 carbn-s, 1 carc, 3 CAUST, 1 cere-s, 1 cham, 1 cic, 1 cocc, 1 con, 2 cupr, 1 dig, 1 dulc, 1 dys-co, 2 euphr, 1 gels, 2 glon, 1 hell, 1 hyos, 2 ign, 1 iod, 2 kali-br, 1 kali-cy, 1 lac-c, 2 lach, 1 laur, 1 lyc, 2 mag-c, 2 mag-p, 3 MERC, 1 mygal, 1 naja, 1 nat-ar, 2 nat-c, 1 nat-m, 1 nux-m, 3 NUX-V, 1 olnd, 2 op, 2 phos, 2 plat, 1 plb, 1 ruta, 2 sec, 2 sel, 1 sep, 2 spig, 3 STRAM, 1 sulfon, 2 sulph, 1 thuj, 1 verat, 1 vip
- নির্দিষ্ট অক্ষর বলতে তোতলামো করে – SPEECH, stammering, stuttering certain letters, for (1) 1 lach
- শিশুরা তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering children, in (4) 1 bov, 1 caust, 1 merc, 1 nat-m
- শিশুরা দাঁত উঠার সময় তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering dentition, during (1) 1 stram
- উত্তেজিত হলে তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering excitement (4) 2 agar, 2 caust, 1 dig, 1 dys-co
- SPEECH, stammering, stuttering exerts himself a long time before he can utter a word (1) 3 STRAM
- দ্রুত কথা বলার সময় তোতলামো করে – SPEECH, stammering, stuttering fast, talking, when (1) 1 lac-c
- বাক্যের শেষ শব্দ বলতে তোতলামো করে – SPEECH, stammering, stuttering last, words of the sentence (1) 1 lyc
- কিছু কিছু অক্ষর বলতে তোতলামো করে – SPEECH, stammering, stuttering letters, for certain (1) 1 lach
- তোতলামি করার সময় প্রত্যেক শব্দ জোরে জোরে বলে – SPEECH, stammering, stuttering loud, every word (1) 1 hyos
- দ্রুত কথা বলে এবং তোতলামি করে – SPEECH, stammering, stuttering quick and stammering (1) 1 merc
- এক শব্দ অন্য শব্দের উপর জড়িয়ে তোতলামো করে – SPEECH, stammering, stuttering roll out tumbling over each other (1) 1 hep
- সহবাসের পর তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering sex, after (1) 2 cedr
- হঠাত হঠাত তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering suddenly (1) 1 mag-c
- অপরিচিত ব্যাক্তির সহিত তোতলা কথা বলে SPEECH, stammering, stuttering strangers, with (2) 1 dig, 1 staph
- টাইফয়েড জ্বরের সময় তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering typhoid, in (3) 1 agar, 2 ars, 2 lach
- বিরক্ত হলে তোতলা কথা বলে – SPEECH, stammering, stuttering vexation, from (1) 2 caust
- হঠাত এবং দ্রুত কথা বলে – SPEECH, subdued and quick (1) 1 tab
- সোয়ালো পাখির মতো শব্দ করে কথা বলে – SPEECH, swallows, his words (2) 2 cic, 1 staph
- মোটা স্বরে কথা বলে – SPEECH, thick (17) 1 aesc-g, 1 agar, 1 bapt, 1 caust, 3 CROT-C, 1 dulc, 3 GELS, 2 glon, 3 LACH, 2 mag-p, 2 nat-c, 2 nat-m, 3 NUX-V, 2 plat, 1 syph, 1 tub, 2 verat-v
- দ্বিধাগ্রস্তের মত কথা বলে – SPEECH, uncertain (1) 1 camph
- অবোধগম্য কথা বলে – SPEECH, unintelligible (18) 1 ars, 1 art-v, 1 asaf, 2 bell, 1 bufo, 1 chel, 2 fl-ac, 2 hyos, 1 lyc, 1 merc, 1 naja, 2 ph-ac, 1 rhus-t, 1 sil, 3 STRAM, 1 thuj, 1 verat, 1 zinc
- ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, (46) 1 alum, 1 ant-t, 2 apis, 2 arg-n, 2 ars, 2 bar-c, 3 BELL, 1 both-l, 2 calc, 2 caust, 1 chen-a, 1 chin, 1 cimic, 2 cic, 1 colch, 2 con, 2 crot-c, 2 crot-h, 1 cupr, 2 glon, 1 hep, 1 hydr-ac, 2 hyos, 2 kali-br, 2 kali-chl, 1 kali-cy, 1 kali-n, 1 kali-p, 2 lach, 2 laur, 1 lyc, 2 mag-c, 1 mosch, 3 NIT-AC, 2 nux-m, 2 nux-v, 1 oena, 1 olnd, 1 onos, 1 op, 2 plb, 2 stram, 1 stry, 1 thuj, 2 verat, 1 zinc
- স্মৃতিলোপ থেকে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, amnesia, from (2) 1 kali-br, 1 plb
- একটি অক্ষর বলতে পারেনা যদিও সে আপ্রান চেষ্টা করে – SPEECH, wanting, cannot speak a syllable though she makes the effort (2) 1 calc, 1 cimic
- জ্বর বিকারের সময় ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, fevers, like in typhus (4) 1 apis, 1 ars, 1 op, 2 stram
- ভয় পাওয়ার পর ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, fright, after (1) 1 hyos
- পাকস্থলীতে ব্যথার করনে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, pain, stomach (1) 1 laur
- স্বরযন্ত্রের বিকলতার করনে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, paralysis of organs, from (10) 2 anac, 2 cadm-s, 1 canth, 3 CAUST, 2 crot-c, 1 crot-h, 2 gels, 2 glon, 2 mur-ac, 1 staph
- জিহ্বার লালাস্রাব ঝাঝালো হওয়াতে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, soreness of lacerated tongue, from (1) 1 hyper
- গলনালীর খিচুনির কারণে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, spasms in throat, from (1) 1 cupr
- স্ট্রোক করার পর ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, stroke, after (7) 2 bar-c, 1 caust, 1 crot-c, 2 crot-h, 2 ip, 2 laur, 3 NUX-V
- টাইফাস জ্বরের সময় ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, typhus, in (5) 1 agar, 2 apis, 2 ars, 2 op, 3 STRONT-C
- জরায়ুর স্থানচ্যুতির কারনে ত্রুটিপুর্ন কথা বলে – SPEECH, wanting, uterine displacement (1) 2 nit-ac
Murphy – Brain
- ব্রেইন স্ট্রোক এর কারনে অঙ্গবিকৃতি ও বাকশক্তির বৈকল্য (8) STROKE, apoplexy speech, impairment, causes (8) 2 bar-c, 1 caust, 1 crot-c, 2 crot-h, 2 ip, 3 LACH, 2 laur, 3 NUX-V
Murphy – Chest
- বুকের দুর্বলতার কারনে কথা আটকে আটকে আসে – WEAK, chest speech, impeding (8) 2 calc, 1 dig, 2 hep, 1 ph-ac, 1 rhus-t, 3 STANN, 2 sulph, 1 sul-ac
Murphy – Dreaming
- স্বপ্নে কাউকে কথা দেওয়া – SPEECH, giving (1) 1 cham
- স্বপ্নে কাউকে অনেক কথা দেওয়া – SPEECH, giving making a long (2) 1 arn, 1 cham
Murphy – Fever
- মৃদু প্রকৃতির জন্ডিসজ্বর, তার সহিত কথা বলতে কষ্ট – YELLOW, fever slow, difficult speech (1) 3 LACH
Murphy – Hearing
- বধিরতার সহিত বাক শক্তি ক্ষতিগ্রস্থ হয়েছে, আতিরিক্ত মাত্রায় কুইনিন সেবনের ফলে – DEAFNESS, general speech, with loss of, from massive doses of quinine (1) 2 gels
- প্রতিধ্বনিত হয়, নিজের শব্দ নিজ কানে – REVERBERATING, noises speech, of one’s (1) 1 nit-ac
Murphy – Larynx
- বাকশক্তি কর্কশ, স্বর ভঙ্গ হয়ে – VOICE, hoarseness, voice speech, preventing (5) 2 caust, 1 cupr, 2 mag-m, 1 par, 3 PHOS
Murphy – Nerves
- নর্তন রোগ বাম বাহু ও ডান পা এবং জিহ্বার ডান পার্শ আক্রান্ত হওয়ার ফলে ভাঙ্গা ভাঙ্গা স্বরে কথা বলে – CHOREA, general side, crosswise left arm and right leg right tongue affected, staccato speech (1) 1 caust
- CONVULSIONS, side, lain, on speechlessness, with (1) 1 dulc
- মৃগীরোগের কারনে অস্ফুট শব্দে কথা বলে – EPILEPSY, epilepsy, aura of speech, unintelligible (1) 1 bufo
Murphy – Pregnancy
- সন্তান প্রসব করার সময় জিহ্বা পুরু হয়ে উঠে এবং মাতালের মত কথা বলে – CHILDBIRTH, general, speech, thick tongue, like one intoxicated (1) 2 gels
- সন্তান প্রসব জনিত খিচুনিতে তোতলা কথা বলে – CONFINEMENT, puerperal convulsions speech, loss of, or stammering (1) 2 stram
Murphy – Pulse
- দ্রুত পালসের কারনে কথা গুলিয়ে ফেলে এবং এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে ভূল করে – FAST, pulse speech, with confusion of, and disconnected answers (1) 1 crot-h
Murphy – Throat
- কথা বলার সময় গলায় ডেলা বা গোজ অনুভূত হয়ে কথা আটকে যায় – LUMP, plug, sensation speech, preventing (1) 1 nat-p
Murphy – Toxicity
- টিকা নেয়ার পর হতে গলার স্বর লোপ – VACCINATIONS, speech, loss of (1) 1 thuj
কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।
[PGPP id=1214]