স্কাইপ আইডিঃ hdhomeo1 এবং hdhomeo3 ইমোঃ 01978789494 পরীক্ষার রিপোর্ট প্রেরণের জন্য ইমেইলঃ hdhomeo@gmail.com যোগাযোগের সময়ঃ সকাল ১০টা থেকে ১ টা, বিকাল ৪ টা থেকে ৯ টা।
সেবা মূল্য ও ঔষধ
(১) এক সপ্তাহের সেবা মূল্য (ঔষধ সহ):-
ক. সাধারণ একুইট রোগ, যেমন সর্দি, কাশি, জ্বর উদরাময় ইত্যাদি। (G-Ac) ১৫০/=
খ. অতি একুইট রোগ, যেমন একটি একুইট রোগ থেকে অন্য একুইট রোগে রুপান্তর। (O-Ac) ২০০/=
গ. জটিল একুইট রোগ, যেমন চর্মরোগ, বিভিন্ন ব্যথা, আমশয় ইত্যাদি। (C-Ac) ২৫০/=
ঘ. সাধারণ ক্রনিক রোগ, যেমন ১ বৎসরের কম পুরাতন রোগ। (G-Ch) ৩০০/=
ঙ. অতি ক্রনিক রোগ, যেমন ১ বৎসর থেকে ৩ বৎসরের পুরাতন রোগ। (O-Ch) ৩৫০/=
চ. জটিল ক্রনিক রোগ, যেমন ৩ বৎসরের বেশি পুরাতন রোগ। (C-Ch) ৪০০/=
ছ. সার্জিক্যাল রোগ, তীব্র একুইট ও বিশেষ রোগ। (S-D) ৫০০/=
জ. ক্যান্সার-জাত রোগ। (Ga-Ca) ৮০০/=
ঝ. প্রথম সাক্ষাতের সময় একজন রোগীর নিকট হতে, কেসটেকিং ও রেপার্টরাইজেশন ফি বাবদ ৩০০/= নেয়া হয়।
(২) রোগী অতি দরিদ্র ও অক্ষম হলে, আবেদনের ভিত্তিতে উক্ত সেবা মূল্য হতে ছাড় দেয়া হয়।
(৩) এক সপ্তাহের সেবার সহিত সাধারণত রোগীকে, এক সপ্তাহের ঔষধ দেয়া হয়, তবে ঔষধ দেয়া-নাদেয়ার কারণে সেবা-মূল্য পরিবর্তন হয়না, অর্থাৎ ঔষধ সহ যে পরিমাণ সেবা-মূল্য হয়, ঔষধ ছাড়াও সে পরিমাণ সেবা-মূল্য রোগীর নিকট হতে গ্রহণ করা হয়।
(৪) আমাদের ঔষধ ক্রয় বিক্রয় যুগ্য নয়। ডাক্তার কর্তৃক প্রদত্ত ঔষধ “হোমিও ফার্মেসী” হতে সংগ্রহ করে, সেবা সংশ্লিষ্ট উপায়ে, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২(১৯)(খ) ধারা বলে, রোগীকে প্রতিষ্ঠানের পক্ষে ভোগ করতে দেয়া হয়।
প্রতিষ্ঠান প্রসঙ্গে
(১) অত্র প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম Bangladesh Homoeopathic Practitioner’s Ordinance, 1983 (Ordi.No.XLI of 1983) এর বিধানাবলী অনুযায়ী পরিচালিত ।
(২) অত্র প্রতিষ্ঠান “ডক্টর চেম্বার” হিসাবে বিবেচিত হবে ।
(৩) অত্র প্রতিষ্ঠানের প্রতিটি ডাক্তার, একে অন্যের সাথে অনলাইনে সংযুক্ত থাকেন এবং প্রয়োজনে অডিও বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সকল ডাক্তারের সাথে পরামর্শ করে, রোগীর জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করেন । অতএব, সম্মিলিত প্রচেষ্টায় চিকিৎসা প্রদানের জন্য আমরা “হোসাইনী ডিজিটাল হোমিও সদন” নামে সংঘবদ্ধ ও প্রশাসনিক কাঠামোতে আবদ্ধ ।
চিকিৎসায় সফলতা প্রসঙ্গে
(১) হোমিওপ্যাথি রোগকে মূল থেকে সম্পূর্ণ রূপে ভাল করে, কথাটি আজ বিশ্বে প্রমাণিত।
(২) রোগকে মৌলিক ভাবে নির্মূল করার জন্য চিকিৎসা দিলে, ঔষধ সেবন করা অবস্থায় কারো-কারো রোগ, কয়েকবার কমতে ও বাড়তে পারে, অথবা ফলাফল পেতে ৩/৪ সপ্তাহ বিলম্ব হতে পারে।
(৩) হোমিওপ্যাথির আরোগ্যনীতির কারণে, কারো রোগ বৃদ্ধি হলে বা ফলাফল পেতে বিলম্ব হলে, রোগী যদি আস্থার সহিত চিকিৎসা চালিয়ে যায়, তাহলে সার্বিক ভাবে ১০ জন রোগীর মধ্যে প্রায় ৭ থেকে ৮ জন রোগী, তার রোগ হতে সম্পূর্ণরুপে আরোগ্য লাভ করে।
(৪) আমাদের প্রতিটি রোগীর ডাটা সংরক্ষিত, কোন মিডিয়া ও সংঘটন, আমাদের তথা হোমিওপ্যাথির সফলতা ও ব্যর্থতা সম্পর্কে, গবেষণা করতে চাইলে, এক সিরিয়ালে ১০০ জন রোগীর বাড়ীতে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। আমরা তাদের সাধ্যমতো সহায়তা করব।
বিজ্ঞাপন প্রসঙ্গে
(১) আমাদের প্রচারিত ভিডিও বিজ্ঞাপনে উল্লেখিত রোগীর বক্তব্য ও ভিডিও চিত্র সমূহ- রোগীকে চিকিৎসা দেয়া অবস্থায় রেকর্ড করা হয়েছে এবং অপ্রয়োজনীয় অংশ কেটে সংক্ষেপ করে রোগীর অনুমতি ক্রমে প্রচার করা হচ্ছে ।
উল্লেখ্য যে রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করা হয়নি । আমাদের প্রচার করা কোন রোগীর বক্তব্যে ও ভিডিও চিত্রে সন্দেহ হলে, পরিচালক বরাবর লিখিত আবেদন করে, রেকর্ড করা রোগীর মূল ভিডিও দেখে সন্দেহ মুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল ।
(২) আমরা ডাক্তারের নামে বা ব্যক্তি প্রশংসা করে কোন বিজ্ঞাপন প্রচার করিনা। আমরা আমাদের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব হোমিওপ্যাথিকে দেই ।
My father is suffering brain tumor
MRI report: 21-06-2015
Glioma(4.5 × 2.8)cm within left temporo-parietal lobe with subfalcine and inferior transtentorial herniation
Specially I like homeopathy
So I need help from u
Pls advise me as early as possible by this number +88 01755 954099
Dear Maya Raz, Thank you for your contact. We will contact you soon.