বীর্যপাত জনিত রোগের চিকিৎসা, ৬৮ টি লক্ষণ ও রেপার্টরি।

বীর্যপাত জনিত রোগের চিকিৎসা

যোনীতে লিঙ্গ প্রবেশের সময় থেকে বীর্যপাত পর্যন্ত সময়কে বীর্যধারণ কাল বলে। কত সময়ের মধ্যে বীর্যপাত হবে তার সুনির্দ্দিষ্ট বা আদর্শ সময় নেই। ব্যাক্তি বিশেষে, বয়সের পার্থক্যে বা পরিবেশের পার্থক্যে বীর্যধারণ কাল ভিন্ন ভিন্ন হতে পারে। তবে যোনীতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা অল্প পরেই বীর্যপাত হয়ে যাওয়াকে দ্রুতস্খলন সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। যার ফলে পুরুষ ও স্ত্রীর চরমানন্দ লাভের আগেই সঙ্গমের সমাপ্তি ঘটে। হোমিওপ্যাথিতে এ রোগের সফল চিকিৎসা রয়েছে, প্রায় ৭০% রোগী সম্পূর্ণ সুস্থ হয়। বীর্যপাত জনিত রোগের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

পুর্নাঙ্গ ভাবে রোগ আরোগ্য করা হোমিওপ্যাথির বলিষ্ঠ দাবি ।

চিকিৎসা, লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিকঃ

হোমিওপ্যাথিতে পুরুষের বীর্যপাত জনিত রোগের চিকিৎসা এর জন্য নিচে দেয়া ৬৮ টি লক্ষণ ও তার রেপার্টরি রুব্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি লক্ষণের আলাদা আলাদা ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে। যারা চিকিৎসা নিতে চান তারা এ লক্ষণ সমূহের সাথে কোনটা আপনার রোগের সাথে মিলে তা ডাক্তারকে স্পষ্ট করে জানালে চিকিৎসা পেতে সহজ হবে।

নোটঃ ঔষধের অপপ্রয়োগ হতে পারে, এ কারণে অনেক স্থানে ঔষধের নাম দেয়া হয়নি। ডাক্তার গন প্রদেয় ইংরেজি রুব্রিক দিয়ে রেপার্টরি থেকে ঔষধের নাম সমূহ খুঁজে পাবেন। যে ঔষধের নামের পার্শে ৩ লিখা আছে তা প্রথম গ্রেড, ২ হলে দ্বিতীয় গ্রেড, ১ হলে তৃতীয় গ্রেড এর ঔষধ বুঝতে হবে। বেরিকেট ( ) দেয়া স্থানের সংখ্যা, ঔষধ সংখ্যা হিসাবে বিবেচ্য।  সফল চিকিৎসা পেতে অথবা চিকিৎসা দিতে লিংকে ক্লিক করে বর্ণনাটি পড়ুন।

  1. বীর্যপাত, সাধারণ, (4) EJACULATION, general, (4) ঔষধ- 1 agar, 1 m-aust, 1 merc, 1 sel
  2. ঝাঁজালো বীর্যপাত (5) EJACULATION, general, acrid (5)
  3. রক্ত মিশ্রিত বীর্যপাত (17) EJACULATION, general, bloody (17) 1 ambr, 1 cann-s, 2 canth, 2 caust, 1 cub, 1 fl-ac, 1 led, 1 lyc, 3 MERC, 2 merc-c, 1 mill, 2 petr, 1 puls, 2 sars, 1 sulph, 1 tarent, 1 wies
  4. রক্ত মিশ্রিত বীর্যপাত রাতে (1) EJACULATION, general, bloody night (1)
  5. যৌন ক্রিয়া অবস্থায় জ্বালাকর বীর্যপাত (2) EJACULATION, general, burning, during sex (2)
  6. যৌন ক্রিয়া অবস্থায় শীতল বীর্যপাত (1) EJACULATION, general, cold, during sex (1)
  7. প্রচুর পরিমানে বীর্যপাত হয় (19) EJACULATION, general, copious (19)  1 agar, 1 bell, 1 carl, 1 carbn-s, 1 carb-v, 1 iod, 1 kali-c, 1 merc-i-f, 1 nat-m, 1 par, 1 petr, 1 ph-ac, 2 pic-ac, 1 sep, 1 sil, 1 staph, 1 sulph, 1 ther, 1 zinc
  8. প্রচুর পরিমানে বীর্যপাত হয়, স্বপ্ন দেখে (3) EJACULATION, general, copious dreams, with (3)
  9. প্রচুর পরিমানে বীর্যপাত হয়, এবং অনেক সময় ধড়ে (1) EJACULATION, general, copious longer, and (1)
  10. প্রচুর পরিমানে বীর্যপাত হয়, রাতে (6) EJACULATION, general, copious night (6)
  11. প্রচুর পরিমানে বীর্যপাত হয়, রাত ৩ টায় (1) EJACULATION, general, copious night 3m. (1)
  12. প্রচুর পরিমানে বীর্যপাত হয়, সহবাসের পরে (1) EJACULATION, general, copious sex, after (1)
  13. বীর্যপাতের আগ্রহ জাগে, EJACULATION, general, desire for ejaculation (3)
  14. বীর্যপাতের আগ্রহ জাগে, লিঙ্গ উথ্যান ব্যতীত (1) EJACULATION, general, desire for ejaculation erection, without (1)
  15. বীর্যপাতের আগ্রহ জাগে, যৌন ক্রিয়ার ইচ্ছা ছাড়াই সন্ধ্যায় ও দুপুরের খাবারের পরে (1) EJACULATION, general, desire for ejaculation evening and after dinner, without sexual desire (1)
  16. বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে বিছানায় থাকা অবস্থায় (1) EJACULATION, general, desire for ejaculation morning, in bed (1)
  17. বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে বিছানা থেকে উঠার পরে (1) EJACULATION, general, desire for ejaculation morning, in bed rising, after (1)
  18. বীর্যপাতের আগ্রহ জাগে, সকালে নিদ্রা হতে জাগ্রত হওয়ার পরে (2) EJACULATION, general, desire for ejaculation morning, in bed waking, after (2)
  19. কষ্টকর বীর্যপাত (7) EJACULATION, general, difficult (7)
  20. অতিরিক্ত বীর্যপাত (4) EJACULATION, general, excessive (4)
  21. যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না (22) EJACULATION, general, failing during sex (22)
  22. যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না, কিন্তু নিদ্রা অবস্থায় হয় (1) EJACULATION, general, failing during sex occurs afterwards during sleep (1)
  23. যৌন ক্রিয়া অবস্থায় বীর্যপাত হয় না, যদিও প্রচণ্ড উত্তেজনা থাকে (2) EJACULATION, general, failing during sex though the orgasm is present (2)
  24. ফেনা যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, frothy (1)
  25. একপার্শিক পক্ষাঘাত গ্রস্থের বীর্যপাত (1) EJACULATION, general, hemiplegia, in (1)
  26. গরম বীর্যপাত (3) EJACULATION, general, hot (3)
  27. অসম্পূর্ণ বীর্যপাত (33) EJACULATION, general, incomplete (33)
  28. অসম্পূর্ণ বীর্যপাত, লিঙ্গ উথ্যান অবস্থায় (2) EJACULATION, general, incomplete erection, with (2)
  29. অসম্পূর্ণ বীর্যপাত, লিঙ্গ উথ্যানের পুর্বে (1) EJACULATION, general, incomplete erection, with before (1)
  30. অসম্পূর্ণ বীর্যপাত, যূনীতে লিঙ্গ প্রবেশ করানোর পুর্বে (1) EJACULATION, general, incomplete intromission, before (1)
  31. অনুভূতিশূন্য বীর্যপাত (2) EJACULATION, general, insensible (2)
  32. বীর্যপাত, অনেক সময় ধড়ে প্রচুর সুক্র ক্ষরণ হয় (1) EJACULATION, general, larger and continues longer (1)
  33. বিলম্বে বীর্যপাত হয় (15) EJACULATION, general, late, too (15)
  34. বিলম্বে বীর্যপাত হয়, যৌন ক্রিয়ার ইচ্ছা ব্যতীত (1) EJACULATION, general, late, too sexual desire, without (1)
  35. বিলম্বে বীর্যপাত হয়, মিলন অবস্থায় বীর্যপাতের পূর্বে লিঙ্গ কয়েকবার শিথিল হয়ে আবার উত্তেজিত হয় (1) EJACULATION, general, late, too the orgasm subsides several times before it leads to ejaculation (1)
  36. বিলম্বে বীর্যপাত হয়, মিলন অবস্থায় বীর্যপাতের মতো অনুভূত হয়ে লিঙ্গ কয়েকবার শিথিল হয়ে আবার উত্তেজিত হয় (1) EJACULATION, general, late, too the orgasm subsides several times before it leads to ejaculation som (1)
  37. লেমন রঙের বীর্যপাত(1) EJACULATION, general, lemon-colored (1)
  38. পিন্ড দলা রয়েছে এমন অনুভূতির সহিত বীর্যপাত (1) EJACULATION, general, lump, feeling as a (1)
  39. পিন্ড ডলার মতো বীর্যপাত (1) EJACULATION, general, lumpy (1)
  40. দুধের মত বীর্যপাত (12) EJACULATION, general, milky (12)
  41. অস্বাভাবিক গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal (1)
  42. হালকা গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal little odor (1)
  43. গন্ধহীন বীর্যপাত (2) EJACULATION, general, odor, abnormal odorless (2)
  44. বাসি মূত্রের গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal stale urine, like (1)
  45. প্রবল অস্বাভাবিক গন্ধ যুক্ত বীর্যপাত (1) EJACULATION, general, odor, abnormal strong (1)
  46. বেদনাদায়ক বীর্যপাত (24) EJACULATION, general, painful (24)
  47. কেটেফেলার মতো বেদনাদায়ক বীর্যপাত (1) EJACULATION, general, painful painful, cutting (1)
  48. পেল বর্নের বীর্যপাত (1) EJACULATION, general, pale (1)
  49. পুঁজপূর্ণ হলদেটে সবুজ বর্নের বীর্যপাত (29) EJACULATION, general, purulent, yellowish green (29)
  50. দ্রুত বীর্যপাত (38) EJACULATION, general, quick, too (38)
  51. স্বপ্নের মাঝে সেক্স করা অবস্থায় দ্রুত বীর্যপাত (1) EJACULATION, general, quick, too dream of sex, during (1)
  52. আনন্দ উপভোগ ব্যাতিত দ্রুত বীর্যপাত (3) EJACULATION, general, quick, too enjoyment, without (3)
  53. পুর্নাঙ্গ ভাবে লিঙ্গ দাঁড়ানোর পূর্বে দ্রুত বীর্যপাত (3) EJACULATION, general, quick, too erection is complete, before (3)
  54. অল্প সময়ের জন্য লিঙ্গ দাঁড়ানোর পরে দ্রুত বীর্যপাত (2) EJACULATION, general, quick, too erection is complete, before shortly after an (2)
  55. উত্তেজনা ব্যাতিত দ্রুত বীর্যপাত (2) EJACULATION, general, quick, too excitement, almost without (2)
  56. লিঙ্গ যুনিতে প্রবেশ করানোর পুর্বে দ্রুত বীর্যপাত (1) EJACULATION, general, quick, too intromission, before (1)
  57. লালচে বাদামী বর্নের বীর্যপাত (1) EJACULATION, general, reddish-brown (1)
  58. অল্প পরিমাণে বীর্যপাত (1) EJACULATION, general, short (1)
  59. দুপুরের নিদ্রার সময় বীর্যপাত (1) EJACULATION, general, siesta, during (1)
  60. চটচটে আঠালো বীর্যপাত (1) EJACULATION, general, sticky (1)
  61. চলমান অবস্থায় বীর্যপাত হতে থাকে (1) EJACULATION, general, stream, running in a (1)
  62. হঠাৎ বীর্যপাত (1) EJACULATION, general, sudden (1)
  63. ঘন-গাড় বীর্যপাত (3) EJACULATION, general, thick (3)
  64. ঘন-গাড় বীর্যপাত, তার সহিত সুতার মতো লম্বা হয় (1) EJACULATION, general, thick threads, with (1)
  65. পাতলা তরল বীর্যপাত (1) EJACULATION, general, thin (1)
  66. কামোদ্দীপক অনুভূতি ব্যতীত বীর্যপাত (1) EJACULATION, general, voluptuous sensation, without (1)
  67. পানির মতো বীর্যপাত (15) EJACULATION, general, watery (15)
  68. দুর্বল বীর্যপাত (2) EJACULATION, general, weak (2)

লক্ষণ সমূহের তথ্য সূত্রঃ মার্ফি রেপার্টরি।

কারো নিকট অনুবাদে ত্রুটি ধড়া পড়লে, অনুগ্রহ করে আমাদের জানালে উপকৃত হব।

 

অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে বীর্যপাত জনিত রোগের চিকিৎসা নিতে এখানে ক্লিক করুন  এপয়েন্টমেন্ট

 

[dzs_videogallery id=”hdhomeo” db=”main”]

 

 

[PGPP id=1214]

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

37 Comments

  1. Sawkat Hossain

    জনাব, আমার খুব অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়। আমি এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো? জানালে অনেক ভালো হয়।

    Reply
          1. Nihal

            52. আনন্দ উপভোগ ব্যাতিত দ্রুত বীর্যপাত (3) EJACULATION,
            general, quick, too enjoyment, without (3)
            53. পুর্নাঙ্গ ভাবে লিঙ্গ দাঁড়ানোর পূর্বে দ্রুত বীর্যপাত
            (3) EJACULATION, general, quick, too erection is complete, before
            (3)
            54. অল্প সময়ের জন্য লিঙ্গ দাঁড়ানোর পরে দ্রুত বীর্যপাত
            (2) EJACULATION, general, quick, too erection is complete, before
            shortly after an (2)
            55. উত্তেজনা ব্যাতিত দ্রুত বীর্যপাত (2) EJACULATION,

          2. Dr Ahsan Ullah Tofajjal

            অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৬৫৫৬৭৫১২ অথবা ০১৯৭৮৭৮৯৪৯৪ নাম্বারে যোগাযোগ করুন।

  2. selim

    Dear.
    sir.ami prai 15 years sexsual problem face kortaci..my age 33 years.ami married but ami amr wife k niya sex korar shomoy time durotoin
    very short hoy.2/3 miniute er beshi shomoy thakte pari na. ey obostai ami ki korte pari ?
    ami sexsual movie dekhar shomoy othoba.hot video song or amr wife ershate sexy talking korle .sada ata pani ber hoy.a bishoy ami ki medicine usekorte pari.ekto bolben please.

    Reply
  3. sumon

    Ami sohobase besi somoy takte pari na maal Ber hoye gay.ate amar wife suk pai na ami o .amar wife ar aktu sex besi ki korle somadan pabo bolben ki

    Reply
        1. Dr Ashraful Alam Hossani

          ঢাকা চেম্বারঃ ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবন), ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা। সময়ঃ শনি থেকে বৃহস্পতি বার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। ফোন- 01978789494 http://www.hdhomeo.com/address/

          Reply
  4. md ismail

    আমার নাম মোঃ ইসমাইল, বয়স,২৪ বচর, আমি অনেক দিন যাবত হস্তমতুন করিচি, জার কারনে, আমার, লিঙ্গ চিকন, ও চোট, এখন লিঙ্গ গরম হয়না, আমি এখনো বিয়ে করিনাই বয়লাগে, আমি এর কোন সমাধান, পাব, দয়া করে জানাবে,

    Reply
  5. Nihal

    52. আনন্দ উপভোগ ব্যাতিত দ্রুত বীর্যপাত (3) EJACULATION,
    general, quick, too enjoyment, without (3)
    53. পুর্নাঙ্গ ভাবে লিঙ্গ দাঁড়ানোর পূর্বে দ্রুত বীর্যপাত
    (3) EJACULATION, general, quick, too erection is complete, before
    (3)
    54. অল্প সময়ের জন্য লিঙ্গ দাঁড়ানোর পরে দ্রুত বীর্যপাত
    (2) EJACULATION, general, quick, too erection is complete, before
    shortly after an (2)
    55. উত্তেজনা ব্যাতিত দ্রুত বীর্যপাত (2) EJACULATION,

    Ar treatment Chai

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৬৫৫৬৭৫১২ অথবা ০১৯৭৮৭৮৯৪৯৪ নাম্বারে যোগাযোগ করুন।

      Reply
  6. Nayon

    আমি অবিবাহিত।
    অতিরিক্ত সপ্নদোষ হচ্ছে অনেকদিন যাবত, এটার কি সফল কোন চিকিৎসা আছে।

    Reply
    1. Dr Ahsan Ullah Tofajjal

      অনুগ্রহ করে চিকিতসার জন্য ০১৯৬৫৫৬৭৫১২ অথবা ০১৯৭৮৭৮৯৪৯৪ নাম্বারে যোগাযোগ করুন।

      Reply
      1. sunzid ahmad

        Comment…amar 8 years jabot ghono ghono porshab hoi,akhn amon obosta hoeasa j porshab er Rastai jola jokhon porshab kore,amr panic khub durbol hoea gasa and vetorer deka dhuka gasa, ame b a korase 8 manth holo….. a obostai ki korte pare please jode aktu janai ten…r akti kotha ame treatment nease but kono upokar passena…

        Reply
  7. আনোয়ার হোসাইন

    স্যার,আমি প্রায় অনেকদিন যাবত যৌন রোগে ভুগতেছি,আমি এক মিঃ ও কখনো এর চেয়ে কম বা বেশি ওনেক জায়গা থেকে আমি ঔষধ সেবন করেছি,যতদিন ঔষধ সেবন করি ততদিন ভালো,আমি হোমিও ঔষধ সেবন করছি,ওই ডাঃ বলছে এক মাস সেবন করলে ভাল হব,কিন্তু একে একে ৫মাস আমি হোমিও খেয়েছি, এখন হোমিওর প্রতি এত বিশ্বাস আসেনা,এখন আপনি আমাকে বলুন আমার করনিয় কি?আমি কি আপনার ওপর কি আস্থা রাখতে পারি,

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      আপনার রোগের পূর্নাঙ্গ চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব। আপনি দায়িত্ব দিলে আমরা চেষ্টা করতে পারব। ধন্যবাদ

      Reply
  8. মো: আনোয়ার হোসাইন

    স্যার,আপনার কমেন্ট ভালো লেগেছে,এখন কথা হলো,স্যার দয়া করে আমাকে চিকিৎসা দিন এতে আমার কোন আপত্তি নাই,স্যার আমি গরিব মানুষ আমার অত টাকা পয়সা নাই,এতো ব্যায় বহুুল চিকিৎসা আমার জন্য ওনেক কষ্টের হবে,যদি কম টাকার মাঝে তাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারেন,স্যার আপনার যদি সময় হয় আমাকে একটু ফোন করবেন,01712785029

    Reply
  9. হাবিব

    সহবাসের কামনা পূর্ন হওয়ার আগেই বির্যপাত হয়ে যায়, যোনিপথে বেশি সময় থাকতে পারি না, বির্য পাতলা।

    Reply
  10. সুমন

    আমিও হোমিও চিকিৎসা নিতে চাই, আমি ঢাকায় থাকি, প্লিজ আপনাদের অফিসের ঠিকানা+ মোবাইল নাম্বার দিবেন।

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      ঢাকা চেম্বারঃ ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবন), ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা। সময়ঃ শনি থেকে বৃহস্পতি বার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। ফোন- 01978789494 http://www.hdhomeo.com/address/

      Reply
  11. জাহিদ

    Sex duration বাড়ানোর জন্য কি কোন ঔষধ আছে

    Reply
    1. Dr Ashraful Alam Hossani

      যদি কেহ অসুস্থতার কারনে সেক্সের সময় কম পায় তার সেক্স টাইম সাভাবিক করার চিকিৎসা আছে।

      Reply
  12. imon

    স্যার আমার বয়স ২৩ বছর।অবিবাহিত।আমার দ্রুত বীর্যপাত ঘটে। কোন শক্ত কিংবা নরম জিনিসে ধাক্কা খেলেই আমার বীর্যপাত ঘটে যায়। বিছানায় উপর হলেই কিংবা নারীর কণ্ঠ শুনলেই আমার বীর্যপাত ঘটে যায়। আমি জীবনের কোন মূল্য দেখেছি। এর থেকে পরিত্রাণ না পেলে আমি আত্মহত্যা ছাড়া কোন পথ দেখছি না।এর জন্য কি কোন সুচিকিৎসা আছে? আমি অনেক যৌন বিশেষজ্ঞ দেখিয়েছি কাজ হচ্ছে না। ইমন, কুমিল্লা। ০১৯৩৩৫০৩৬৪৬।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *