প্লীহা (Spleen)

প্লীহা (Spleen):

অবস্থান বাম হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে অবস্থিত। বাম ৯, ১০, ১১ রিবের বরাবর পাকস্থলীর ফান্ডাস ও ডায়াফ্রামের মধ্যে অবস্থিত। ঘন কালচে রংয়ের এ অঙ্গটির ওজন প্রায় ১৫০ গ্রাম।

কাজ :

  • ১) শরীরে প্রবেশ করার পর রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে।
  • ২) এন্টিবডি তৈরি করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ৩) গর্ভাবস্থায় লোহিত রক্ত কণিকা তৈরি করে।
  • ৪) রক্তের অধিকাংশ লোহিত কণিকা এখানে এসে ধ্বংস হয়।
  • ৫) সাময়িকভাবে ৩০০ মি.লি পর্যন্ত রক্ত জমা রাখে।

 

সফল রোগীর ভিডিও প্রমাণ

 

 

[PGPP id=1214]

About The Author

D.H.M.S (Dhaka), M.M (BMEB) Consultant Homoeopathic physician Researcher, books author and speaker Owner of HD Homeo Sadan  CEO of HD Health Lecturer: Ashulia Homeopathic Medical College

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *