ফ্যারিংক্স (Pharynx) :
একে গলবিলও বলে। নাসিকা গহ্বরের পিছন থেকে শুরু হয়ে খাদ্যনালী পর্যন্ত বিস্তৃত থাকে এটি মূলত ঐচ্ছিক মাংসপেশি দ্বারা তৈরি ভিতরের দিকে আবরণী কলার দ্বারা আবৃত থাকে। এটিকে ৩ টি অংশে ভাগ করা হয়েছে।
- ক) ন্যাযোফ্যারিংক্স (Nasopharynx) : নাসিকা গহ্বরে পিছনের অংশ যা বাতাস প্রেরণ করে । তাই এই অংশ শ্বসনতন্ত্রেও অন্তর্ভুক্ত।
- খ) ওরোফ্যারিংক্স (Oropharynx): মুখগহ্বরের পিছনের অংশ যা খাবার ও বাতাস উভয়ই প্রেরণ করে। তাই এই অংশ শ্বাসতন্ত্র ও পরিপাকতন্ত্র, উভয়ের অংশ।
- গ) ল্যারিঙ্গোফ্যারিংক্স (Laryngopharynx): ফ্যারিংক্স বা স্বরযন্ত্রের পিছনে অবস্থিত। এর নিম্নাংশ থেকে খাদ্যনালী শুরু হয়। এটি খাবার প্রেরণ করে বলে পরিপাকতন্ত্রেও অংশ।
সফল রোগীর ভিডিও প্রমাণ
[PGPP id=1214]